সর্বশেষ সংবাদ-
ইছামতি নদী থেকে জালে ধরা পড়লো বিশাল এক কচ্ছপসার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভসাতক্ষীরার পৌর এলাকায় শনিবার সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবেতারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক সাতনদী সম্পাদক হাবিব কারাগারেমুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভাসাংবাদিক টিপুকে কারাদ্বন্ডাদেশ দেওয়া ইউএনও শেখ রাসেল রংপুর বিভাগে বদলীদেবহাটায় বাবার সঙ্গে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যুবেগম খালেদা জিয়ার দেশে ফেরায় সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শুভেচ্ছাপ্রযুক্তির সহায়তায় নারী ক্ষমতায়নে ফ্রিল্যান্সর প্রশিক্ষন শেষে ল্যাপটপ বিতরণ

unnamedনিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ১৬ কেজি ৩১৮ গ্রাম স্বর্ণেরবারসহ আলিউজ্জামান নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক আলিউজ্জামান কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকার শফিকুল ইসলামের ছেলে।
বিজিবির তলুইগাছা ক্যাম্প অধিনায়ক সুবেদার আবুল কাসেম জানান, সাতক্ষীরার তুইগাছা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা বিজিবি ক্যাম্পের সামনে টহলরত হাবিলদার আকরাম হোসেনসহ বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেল থামিয়ে তাকে চ্যালেঞ্জ করে। পরে মটর সাইকেলসহ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। পরে তার মটরসাইকেলটির টুলবক্স, সিটসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি ৩১৮গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় বিজিবি স্বর্ণচোরাকাবারী আলিউজ্জামানকে আটক করে। উদ্ধার হওয়া স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ৬ কোটি ৩৪ লাখ টাকা।
আটক আলিউজ্জামান বিজিবিকে জানিয়েছে, যে সে এই সোনার বাহক মাত্র। কলারোয়ার কেড়াগাছির সোনা চোরাচালানি মহিদুল মেম্বর, রুস্তম আলি ও ফিরোজ হোসেন তার কাছে সকালে এই সোনা ভারতে পার করে দেওয়ার জন্য দিয়েছেন। তিনি জানান মোটর সাইকেলে এই সোনা কেড়াগাছি  ঘাটে নিয়ে যাবার পর সোনাই নদীতে গোসল করার নামে তার স্ত্রী ভারতের তারালির সোনা চোরাচালানি তাপসের স্ত্রীর হাতে তুলে দেবে বলে কথা ছিল। এ জন্য তার মজুরি বাবদ কেড়াগাছি ইউপি মেম্বর মহিদুল তাকে এক হাজার টাকাও দিয়েছেন বলে আরো জানান আলিউজ্জামান।
এদিকে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা যায়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ লোকমান হামিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

imagesঅপ্র‌তিম: সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত থে‌কে আজ শুক্রবার সকা‌লে ১৬ কে‌জি ৩১৬ গ্রাম সোনা ও এক‌টি মটরসাই‌কেলসহ এক পাচারকারী‌কে আটক ক‌রে‌ছে সাতক্ষীরা ৩৮ বি‌জি‌বি।

আটক ব্য‌ক্তির নাম আ‌লিউজ্জামান। সে কেড়াগাছী গ্রা‌মের শ‌ফিকু‌লের পুত্র। আ‌লিউজ্জামান উক্ত সোনা ভার‌তে পাচা‌রের উ‌দ্দে‌শ্যে নি‌য়ে যা‌চ্ছিল। আটককৃত মটর সাই‌কেল‌টির নম্বর সাতক্ষীরা হ-১২৮০৫৮।

তলুইগাছা বি‌জি‌বি ক্যা‌ম্পের কমান্ডার সু‌বেদার আবুল কা‌শেম ‌ডেই‌লি সাতক্ষীরা‌কে এর সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

 

‌বিস্তা‌রিত প‌রে আস‌ছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার মাধবকাটি বাজার থেকে ছয়ঘরিয়া ভোবার বটতলা পর্যন্ত প্রায় ৩ কি.মি.রাস্তা যানবাহন ও লোক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন অসংখ্য যাত্রী অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। শুধু সাধারণ মানুষই নন, এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র- ছাত্রী, শিশু, চাকুরিজীবি, দিনমজুর,  কৃষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের এই রাস্তার সাথে রয়েছে প্রত্যক্ষ যোগাযোগ। বলাডাঙ্গা, ছয়ঘরিয়া, অমরাবতী, ছাতিয়ানতলা, দত্তবাগ, দেবনগর সহ আরো ৫ – ৬ টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এরাস্তা দিয়ে চলাচল করে। সংস্কারের অভাবে রাস্তাটিতে  যন্ত্রচালিত যানবাহন চলাচল মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে।
এব্যাপারে ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দীন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাস্তাটি সংস্কার করবে বলে এলজিইডি সুত্র থেকে জানা গেছে। জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা না হলে জনসাধারণের সমস্যা প্রবল আকার ধারণ করবে। ইউনিয়ন পরিষদের পর্যাপ্ত বাজেট না থাকার কারণে এটি পরিষদের উদ্যোগে সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান। ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বাংলাদেশ বেতারের কবি ও নাট্যকার ডা. মো. সামছুজ্জামান দৈনিক ‘আজকের সাতক্ষীরা’কে জানান, রাস্তাটি সংস্কারের জন্য যে পরিমান অর্থের  প্রয়োজন, সরকারি তহবিল থেকে বরাদ্দ হয় তার চেয়ে অনেক কম। এজন্য অল্প বাজেটে দায়সারা ভাবে সংস্কার কাজ সম্পন্ন হওয়ার ফলে রাস্তাটিতে দেয়া নিম্নমানের পিচের প্রলেপটি দীর্ঘস্থায়ী হয় না। ইউপি সদস্য ও ওয়ার্ড আ’লীগের যুগ্ম সম্পাদক মো. শরিফুজ্জামান ময়না বলেন, এলাকাবাসির সুবিধার জন্য রাস্তাটির কিছু কিছু জায়গায় ইট ও রাবিশ দেয়া হয়েছে। ছয়ঘরিয়া বায়তুল মামুর জামে মসজিদ ও ছয়ঘরিয়া মন্দিরের সামনে রাস্তাটির অবস্থা খুবই খারাপ। যা দ্রুত সংস্কার করা না হলে এলাকাবাসির সমস্যার অন্ত নেই। এছাড়া বর্ষায় বৃষ্টির পানিতে রাস্তার দুপাশে ছোট- বড় গর্ত সহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তার কিছু কিছু জায়গা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভ্যান, নছিমন, সাইকেল, মোটরসাইকেল সহ অন্নান্য যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। স্থাণীয় কৃষকেরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেই সাথে দূরবর্তী এলাকার মানুষ উৎপাদিত পন্য পরিবহনের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিনিয়তই এলাকার পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের কাছে বার বার বিষয়টি তুলে ধরলেও কোন লাভ হয়নি। জরাজীর্ণ রাস্তাটি এভাবে আর কত দিন অবহেলিত থাকবে নাকি অচিরেই সংস্কার বা পুন:নির্মাণ হবে এ প্রত্যাশায় উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসি।A (Large)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1472774672ব‌হি‌র্বিশ্ব: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরীক্ষার-নিরীক্ষার সময় রকেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগামী শনিবার বিশ্বের প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুকে’র প্রথম স্যাটেলাইট নিয়ে যাত্রা শুরু করার কথা ফ্যালকন-৯ নামে ওই রকেটের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এতে যাত্রার আগেই ধ্বংস হয়ে যায় ফেসবুকের প্রথম স্যাটেলাইট। ফ্লোরিডার কেপ কেনাভেরাল এয়ারফোর্স স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রকেটটি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রকেটটিতে কোনো মানুষ ছিল না। আর এতে হতাহতেরও কোনো ঘটনা ঘটেনি। স্পেস এক্সের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ করার সময় কোনো ‘অনিয়ম’ ঘটতে পারে।

বিস্ফোরণের কারণে বেশ দূরে থাকা ভবনগুলো কেঁপে ওঠে।

রকেটটি বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে যায় স্যাটেলাইট অ্যামোস-৬। যার মাধ্যমে বিশ্বের প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’ আফ্রিকার এলাকায় ইন্টারনেট নেটওয়ার্ক বাড়াতে চেয়েছিল।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বর্তমানে আফ্রিকার কেনিয়ায় আছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাকারবার্গ জানিয়েছেন, তিনি ‘খুবই হতাশ’।

মেইল অনলাইন জানিয়েছে, ওই স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার ১৪টির বেশি দেশে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া যেতে পারত। অ্যামোস-৬-এর মালিক স্পেসকম। আর ওই ইন্টারনেট স্যাটেলাইটে ফেসবুকের খরচ ছিল ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

ফেসবুকে এ ব্যাপারে জাকারবার্গ বলেন, ‘আমি এখন আফ্রিকায় আছি। স্পেস এক্সের ব্যর্থতায় আমাদের স্যাটেলাইটের ধ্বংসের খবর শুনে আমি খুবই হতাশ। এটা এ মহাদেশের অনেক উদ্যোক্তাকে যোগাযোগের আওতায় নিয়ে আসতে পারত।’

তবে অন্য সব কারিগরি দিকেও ফেসবুক কাজ করছে জানিয়ে জাকারবার্গ জানান, মানুষের মধ্যে যোগাযোগ বজায় রাখার ব্যাপারে প্রতিজ্ঞ তিনি। আর স্যাটেলাইট নিয়ে ভবিষ্যতে ফেসবুক কাজ করবে বলে জানান তিনি।

বিস্ফোরণের ব্যাপারে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থার (নাসা) মুখপাত্র এল ফেইনবার্গ জানান, নাসা বিষয়টি তদারক করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব ডি, এম, আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্জ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি,এম মফিজ, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোকতার হোসেন, শেখ মফিজুর রহমান, শামছুর রহমান, মোঃ নজরুল ইসলাম, শেখ রহমত আলী, শাহিনূর রহমান ও গোলাম রসুল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। BNP_A

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এবং কৃষিবিদ খামার ও প্রেরণা শ্যামনগরের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০টায় সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বনজ, ফলদ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সভাপতি আকবর কবীর, সেক্রেটারী জাহিদ সুমন, উপদেষ্টা শেখ আফজাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ সহ কর্তব্যরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।Picture-001

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে মৎস্য অধিদপ্তরের আওতায় বেষ্ট প্রকল্পের অধীন একদিনের চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল অদুদ, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, সহকারি মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম। মান সম্মত নিরাপদ মাছ ও চিংড়ী উৎপাদনে একোয়া কালচার মেডিমিনাল প্রোডাক্ট (এএমপি) নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে ৩০ জন চিংড়ী মাছ চাষী, মাছের খাদ্য ব্যবসায়ী, ঔষধ ব্যবসায়ী ও শিক্ষকবৃন্দ অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুলের হলরুমে প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিসের সভাপতিত্বে বিজ্ঞান মেলায় বক্তব্য রাখেন প্রেসক্লাব উপদেষ্টা প্রাক্তন শিক্ষক একেএম ইমদাদুল হক,সমীরণ বিশ্বাস, সহকারি প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল,মানেজিং কমিটির সদস্য জিএম আল ফারুক, সহকারী শিক্ষক আসিব ইকবাল, মৈত্রি সুন্দর রায়,আমান উল্লাহ,রাম প্রসাদ, সেলিনা আক্তার,পারভীন সুলতানা লিপি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষার্থী শুভ্র ও তোয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest