সর্বশেষ সংবাদ-
অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

4455
নিজস্ব প্রতিবেদক : ৫৯তম জোটা এবং ২০তম জোটির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা স্কাউটস ও রোভারের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে আনুষ্ঠানিক ভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কাউটসের কমিশনার কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্কাউটসের সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা রোভারের কমিশনার এসএম আব্দুর রশীদ, খুলনা আঞ্চলিক স্কাউটসের উপ কমিশনার আবুল বাশার পল্টু, সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক মোস্তফা খাইরুল আবরাব ও মোবাশশেরুর রহমান, সদর উপজেলা স্কাউটসের কমিশনার আব্দুর রাজ্জাক, জেলা রোভারের সম্পাদক মোঃ আসাদুজ্জামান, স্কাউট শিক্ষক জহরুল ইসলাম, মনোরঞ্জন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এই অনুষ্ঠানটি অত্যন্ত যুগোপযোগী। স্কাউটসের আদর্শ জীবন গঠন করে দেশের কল্যাণে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার স্কাউটসের লেখাপড়ার পাশাপাশি নিরলসভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে মোট ৮০ জন স্কাউট ও রোভারের স্কাউট অংশ গ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

9
কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে কপোতাক্ষ নদ উপর অবৈধ ভাবে বাঁধ দিয়ে প্রায় ২০ বিঘা জমিতে ১৫ বছর যাবত মাছ চাষ করছে একটি প্রভাবশালী মহল। আর এই অবৈধ বাঁধ দেয়ার ফলে এক দিকে নদের নাব্যতা হারিয়ে মৃত খালে পরিনত হয়েছে অন্যদিকে নদের বেড়ী বাঁধের মাঝখানে এক মাত্র পানি নিস্কাশনের গেটটি বন্ধ করে দেয়ায় বর্ষার পানি জমে স্থায়ী জলাবদ্ধাতার সৃষ্টি হয়ে পার্শ্ববর্তী গ্রামের প্রায় ২’শতাধিক পরিবারসহ ৩’শ বিঘা জমি স্থায়ী জলাবদ্ধাতার সৃষ্টি হয়ে মানবেতর জীবন-যাপন করছে জমি হারা এসব অসহায় মানুষেরা। সরজমিনে শনিবার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে কপোতাক্ষ নদ এলাকা ঘুরে ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানাগেছে, দেয়াড়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের মধ্য দিয়ে এবং পার্শ্ববর্তী পানি নিস্কাশনের জন্য খালের উপর দেয়াড়া গ্রামের মৃত, কওছার আলী মোড়লের ছেলে স্থানীয় প্রভাবশালী মোসলেম আলী (৫৫), অহেদ আলী খান এর ছেলে মিজানুর রহমান (৪৮), যশোর জেলার কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের পবন খাঁ এর ছেলে সাবেক শিবির ক্যাডার বর্তমানে জামায়াত নেতা আনোয়ার হোসেন (৪৬), দেয়াড়া ইউনিয়নের মালেক খাঁর ছেলে মফিজুল ইসলাম (৫০), মৃত, নূর আলী খাঁ’র ছেলে মতিয়ার রহমান (৫৫) সিন্ডিকেটের মাধ্যমে উক্ত জমিতে বাধ দিয়ে ২০০০ সাল থেকে মাছের চাষ করে আসছে। এবং দখল করা সরকারি জমিতে তারা মাছ চাষ করে কয়েক কোটি টাকা লাভবান হয়েছে। জলাবদ্ধ জমির মালিক আমীর আলী শেখ, লৎফর রহমান শেখ, রেজাউল হোসেন, সোহরাব হোসেন, আমজাদ খাঁ, সহিদুল মোড়লসহ কয়েকজন জনান, দেয়াড়া কাশিয়াডাঙ্গা গ্রামের ভুমি দস্যু মিজান সিন্ডিকেট তৈরি করে তার শালক সাবেক শিবির ক্যাডার ও বর্তমানে জামায়াত নেতা আনোয়ার হোসেনকে সাথে নিয়ে ২০০০ সাল থেকে কপোতাক্ষ নদের মধ্য থেকে পার্শ্ববর্তী পানি গ্রামের পানি নিস্কাশনের সরকারি খাল জোর পূর্বক দখল করে। পরে তারা কপোতাক্ষ নদের বেড়ী বাধের পানি যাওয়ার গেটটি বন্ধ করে মাছের ঘের বানিয়ে ব্যবসা শুরু করে। এ সময় তারা আরো বলেন, বেড়ী বাধের গেট বন্ধ করে দেয়ার কারনে তাদের বসত বাড়ীসহ প্রায় ৪’শ বিঘা ফসলী জমিতে বৃষ্টির পানি ও উজানের পানি কপোতাক্ষ নদে যেতে না পেরে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার কারনে তারা দীর্ঘ ১৬ বছর যাবত তাদের নিজ জমিতে কোন ফসল করতে পারছে না। এছাড়া অনেকের বসত ঘরও পানিতে তলিয়ে রয়েছে। দেয়াড়া কাশিয়াডাঙ্গা গ্রামের সোহরাব হোসেন জানান, স্থানীয় ক্ষমতাশীন দলের কয়েকজন প্রভাবশালী নেতা জামায়াত-শিবিরকে সাথে নিয়ে এ অবৈধ কাজ করলেও ভুক্তভোগীরা ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়না। তিনি আরো বলেন, এ কপোতাক্ষ নদ ও খাল দখল করে মাছ চাষ ও কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টির বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও দীর্ঘ এক যুগেরও বেশী সময় অতিবাহিত হলেও এই ভুমি দস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার উদ্দোগ গ্রহন করেনি। যার কারনে তারা নিরুপায় হয়ে কলারোয়া উপজেলা প্রশাসনকে অবহিত করলেও প্রশাসনও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। তারা বলেন, এ বিষয়ে অভিযোগ করার কারনে এই সিন্ডিকেট সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে তাদেরকে হুমকি প্রদান করছে। যে কারনে ভুক্তভোগী ২’শতাধিক পরিবারের সদস্য ও জলাবদ্ধ ৩’শ বিঘা জমির মালিকরা সাংবাদিক ভাইদের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। যেন তারা তাদের নিজ জমিতে ফসল করতে পারে এবং স্থায়ী জলাবদ্ধ থেকে মুক্তি পায়। এ বিষয়ে দেয়াড়া কাশিয়াডাঙ্গা গ্রামের কপোতাক্ষ নদ ও সরকারি খাল দখলকারী আনোয়ার হোসেন, মিজানুর রহমান, মোসলেম আলী, মফিজুল ইসলাম ও মতিয়ার রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা জানান, কপোতাক্ষ নদের নাব্যতা না থাকায় কিছু অংশ তারা বাধ দিয়ে মাছের ঘের তৈরি করে ব্যবসা করে আসছে। তারা আরো বলেন, এ বিষয়ে প্রশাসন কিছু না বললেও স্থানীয় একটি মহল তাদের ক্ষতি করার জন্য আপনাদের মিথ্যা তথ্য দিয়েছে। বেড়ী বাধের গেট বন্ধ করার কারনে পার্শ্ববর্তী গ্রামে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই বেড়ী বাধের গেট বন্ধ করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, জলাবদ্ধ জমি নীচু এলাকা হওয়ায় সেখানে এমনিতেই সামান্য বৃষ্টি হলে পানি জমে থাকে তাছাড়া উক্ত জমিতে তারা কোন ফসল লাগায় না। সে জন্য ঘেরের মাছ যাতে বের হয়ে না যেতে পারে সে জন্য পানি নিস্কাশনের গেটটি বন্ধ করে রাখা হয়েছে। এ অবৈধ সরকারি জমি দখলকারীরা এ বিষয়ে পত্রিকায় সংবাদ না লেখার জন্য অনুরোধ করেন। এ বিষয়ে দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান মফে জানান, তিনি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যেয়ে অবৈধ সরকারি খাল ও কপোতাক্ষ নদ দখল করে মাছের ঘের বন্ধ করা এবং পানি নিস্কাশনের গেটটি পুনরায় খুলে দেয়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়ে এসেছেন। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, এ ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, সরকারের জমি কেউ দখল করে রাখতে পারবে না। এ ছাড়া বেড়ী বাধের গেট বন্ধ করার বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন বলে সাংবাদিকদের জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম আকবর কবিরের মাতা আয়েশা খাতুন (৮২) বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন। মরহুমার রূহের মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নারায়ন চন্দ্র চক্রবর্তী রাজিব, অর্থ সম্পাদক শেখ আব্দুল করিম মামুন হাসান, দপ্তর সম্পাদক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম নাসির উদ্দীন, নির্বাহী সদস্য অধ্যাপক সনৎ কুমার গাইন, জাকির হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

abu-sir-large
প্রেস বিজ্ঞপ্তি : দেবহাটা উপজেলা পারুলিয়া ইউনিয়ন নোড়ার চারকুনি ভূমিহীন সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় বাসটার্মিনালস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। আব্দুল গফফারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল গফফার কে সভাপতি ও নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক নোড়ার চারকুনি ভূমিহীন সংগ্রাম কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কাযর্করি সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আমজাদ হোসেন, গোলাম সানা, ইয়াদ আলী, আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মহাতাপ হোসেন গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম, প্রচার সম্পাদক মো: ইসমাইল গাজী, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ইয়াদ আলী মোড়ল, মহিলা সম্পাদিকা মমতাজ বেগম, সহ-সম্পাদিকা কাকলী বেগম,সমাজসেবা সম্পাদক আয়ুব আলী, সদস্য সহিদুল সরদার,  শহিদুল গাজী, ফজলুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা আওয়ামী বাস্তহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

5-large
কৃষ্ণনগর প্রতিনিধি: সারা দেশের ন্যয় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত কৃষ্ণনগর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়ার অংশ হিসাবে ১০ টাকা কেজি মূল্য হারে ৩০ কেজি হারে চাল বিতরণের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার বেলা ১১ টার সময় আলিফ এন্টার প্রাইজ কৃষ্ণনগর বাজার বাংলালিংক টাউয়ার রোড পলাশ ভবনে  চাল বিতরণের শুভ উদ্বোধন করেন ১নং কৃষ্ণনগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু। এসময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার মাস্টার নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, ডিলার কামরুজ্জামান সহ এলাকার সুধীজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

4
শ্যামনগর ব্যুরো: শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি,এম, আকবর কবীরের মাতা আয়েশা খাতুন (৮২) বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেছেন। গতকাল সকাল ১০টা ৫৫মিনিটে নিজ বাসভবনে তিনি না ফেরার দেশে চলে যান (ইন্না…….রাজেউন)। তিনি উপজেলার হায়বাতপুর গ্রামের মরহুম মাষ্টার আলহাজ্জ্ব মাওলা বকস গাজীর সহধর্মিনী ও ডাঃ আনোয়ার হোসেনের মাতা। তার মৃত্যুকালে ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্যক গুনাগ্রাহী রেখে গেছেন। ওইদিন আছর নামাজবাদ নকিপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার স্বামীর পাশে তাকে কবরস্থ করা হয়। তার জানাযা নামাজে ইমামতি করেন আলহাজ্জ মাওঃ আঃ হামিদ। জানাযা নামাযে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক এম.পি আলহাজ্জ্ব এ.কে. ফজলুল হক, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড.মোঃ ইয়াহিয়া মোল্যা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আহসান উল্লাহ শরিফী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এস. আতাউল হক দোলন, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা বি.এন.পির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান জি.এম সাদেকুর রহমান সাদেক, উপজেলা যুবদল সেক্রেটারী শফিকুল ইসলাম দুলু, রমজান নগর ইউপি চেয়ারম্যান আকবর আলী, উপজেলা মসজিদের পেশ ইমাম মুফতি মাওঃ আঃ খালেক সহ বিভিন্ন স্তরের মানুষ। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদায়ী আত্মার মাগফিরত কামনা করে বিবৃতি দিয়েছেন স্থানীয় এম.পি এস.এম জগলুল হায়দার,  শ্যামনগর ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণ, উপজেলা আওয়ামীলীগের ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3
শ্যামনগর ব্যুরো: ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গতকাল জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাওঃ আবুবকর ছিদ্দিককে সভাপতি ও হাফেজ মাওঃ মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক কওে উপজেলা কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক কমিটি গঠনকল্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নায়েব এ আমীর হাফেজ মাওঃ আব্দুল আওয়াল(পীর সাহেব).ঢাকা মহানগর (পূর্ব) সেক্রেটারী মোস্তফা আল মামুন ,সাতক্ষীরা জেলা সভাপতি মাওঃ এ. কে. এম রেজাউল করিম ও সাবেক উপজেলা সভাপতি আলহাজ্ব মাওঃ খলিলুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

8
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে ৭নং ওয়ার্ডের চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত কমিটি গঠন হয়। কমিটি গঠন অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি শেখ ফারুক হোসেন রতন, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্নুর। বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাহবুব আলম খোকন, সখিপুর ইউনিয়ন আওয়ামীলগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, সাবুর আলী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহববত আলী, গোলাম মঈনউদ্দীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন খোকন প্রমুখ। এসময় বক্তরা বলেন, বর্তমান সরকারের অঙ্গিকার ইতিমধ্যে বাস্তবায়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সখিপুর ইউনিয়নকে আগামী ১৭ সালের মধ্যে প্রতিটি এলাকায় বিদ্যুতায়নের আওতায় আনা হবে। এলাকার উন্নয়নে সব কিছু করা হবে। এসময় অনুষ্ঠানের প্রধানবক্তা বলেন, ২০০৬ সালে বর্তমান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবুর নেতৃত্বে আওয়ামীলীগ অফিস ভাংচুর, অগ্নিসংযোগসহ সহিংসতার বীজ বপন করেন। আর সেই ধক্ষংসলীলার সমাপ্তি হয়েছে গত ২০১৩-১৪ সালে। তারা সরকারের সকল উন্নয়নের বাধাগ্রস্থ সৃষ্টির পাশাপাশি প্রতিটি এলাকায় সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তাছাড়া বর্তমান সরকার প্রতিটা ওয়ার্ডে ৪০-৭০টি ভিজিডি কার্ড প্রদান করা হচ্ছে। শুধু তাই নয় সামগ্রীক উন্নয়ন অব্যহত রয়েছে। আগামী ২১ সালের স্বপ্ন বাস্তবায়ন করতে সকলকে একত্রে কাজ করতে হবে। আর কোন অপশক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। এলাকা জুড়ে গ্রেপ্তার আতঙ্ক আর থাকবে না। আমরা সুন্দর সুষ্ঠ সমাজ গড়তে চাই। সে জন্য যুব সমাজকে সংগঠিত করতে যুবলীগকে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে সকলের সম্মতিক্রমে আবু মুছাকে সভাপতি, আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সাদ্দাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest