kalaroa-photoকলারোয়া ব্যুরো: কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন যুবলীগের নয়া কমিটি ঘোষইা করা হয়েছে। ফারুক হোসেনকে আহবায়ক করে ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। দলকে গতিশীল করতে আগামি দুই মাসের মধ্যে আহবায়ক কমিটিকে একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন যৌথ স্বাক্ষরে ওই কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে আছেন আহবায়ক- উপজেলার ধানদিয়া গ্রামের ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক- ক্ষেত্রপাড়া গ্রামের কায়কোবাদ কবির, জাহাঙ্গীর কবীর, আলমগীর কবির ও রাজু হোসেন, নির্বাহী সদস্য- ডা. হাফিজুর রহমান, লাভলু হোসেন, মিজানুর রহমান, আনারুল ইসলাম, কবিরুল ইসলাম, মোস্তাক হোসেন বকুল, মিলন হোসেন, শহিন হোসেন, প্রদীপ মন্ডল, আব্দুর রউফ মিস্ত্রী, আনিছুর রহমান, মিজান সরদার, শিমুল হোসেন, পলাশ সরকার, পলাশ হোসেন, শেখ রুহুল আমিন এবং জামসেদ আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে বিশ্বের নয়টি দেশের কাছে ১৬, ৩০০ আণবিক অস্ত্র আছে। তবে এসব বোমার সংখ্যা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে। চলুন জেনে নেয়া যাক, বিশ্বের শক্তিধর দেশগুলোর কার কাছে কতগুলো পারমাণবিক বোমা আছে।

রাশিয়ার সবচেয়ে বেশি
স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আনবিক বোমা রয়েছে। দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা সাড়ে সাত হাজারের বেশি। ১৯৪৯ সালে সেদেশ প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল।

দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র দেশ যারা এটা যুদ্ধে ব্যবহারও করেছে। দেশটির এখন সাত হাজারের বেশি পারমাণবিক বোমা রয়েছে।

সাবমেরিনে পারমাণবিক বোমা
ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে তিনশ’র মতো। এগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে। দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়।

চীনও পিছিয়ে নেই
আড়াইশ’র মতো পারমাণবিক বোমা আছে চীনের। রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে। স্থল, আকাশ বা সমুদ্রপথে এসব বোমা ছোঁড়া সম্ভব।

যুক্তরাজ্যেরও আছে পারমাণবিক বোমা
দুইশ’র বেশি পারমাণবিক বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি ১৯৫২ সালে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায়।

দক্ষিণ এশিয়ায় এগিয়ে পাকিস্তান
ইতোমধ্যে তিনবার প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। দেশটির আছে শতাধিক আণবিক বোমা। সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি। অনেকে আশঙ্কা করেন, প্রতিবেশীর সঙ্গে দেশটির লড়াই কোন এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে।

থেমে নেই ভারতও
ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ১৯৭৪ সালে। দেশটির কাছে নব্বইটির বেশি আণবিক বোমা রয়েছে। ভারত অবশ্য জানিয়েছে, তারা আগে কোনো দেশকে আঘাত করবে না, আর যেসব দেশের পারমাণবিক বোমা নেই, সেসব দেশের বিরুদ্ধে তারা এ ধরনের বোমা ব্যবহার করবে না কোনোদিন।

ইসরায়েল সম্পর্কে তথ্য কম
ইসরায়েল অবশ্য নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে প্রকাশ করে না। দেশটির আশিটির মতো পারমাণবিক ‘ওয়ারহেড’ আছে বলে ধারণা করা হয়।

উত্তর কোরিয়া সবার নীচে
এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে দশটির কম পারমাণবিক বোমা রয়েছে। তবে দেশটির নিজেদের এ ধরনের বোমা তৈরির সক্ষমতা রয়েছে কিনা, তা নিশ্চিত নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1581057849_1474775538আন্তর্জাতিক ডেস্ক: স্টকহোমের আন্তর্জাতিক শান্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান (সিপ্রি)-র প্রতিবেদনে শঙ্কা জাগানো ইঙ্গিত৷ সারা বিশ্বে অস্ত্রের ক্রয়-বিক্রয় বেড়েই চলেছে৷ চলুন দেখা যাক ২০১৫ সালে অস্ত্র খাতে ব্যয়ে কোন দেশ কোন অবস্থানে।

অস্ত্র কেনায় ২০১৫-র সেরা সৌদি আরব : মধ্যপ্রাচ্যের এই দেশটিতে গণতন্ত্র নেই৷ মত প্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন ওঠে নিয়মিত৷ তবে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সৌদি আরব সরকারের উদ্যোগ এবং আগ্রহ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই৷ অস্ত্র ক্রয়ে ৩ হাজার ১৬১ মিলিয়ন ডলার ব্যয় করে ২০১৫ সালের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ হয়ে গেছে সৌদি আরব৷ ২০১৪ সালে এ তালিকায় শীর্ষে ছিল ভারত, সৌদি আরব ছিল দ্বিতীয় স্থানে৷
সামরিক শক্তি বাড়িয়েই চলেছে ভারত : বরাবরের মতো এখনো রাশিয়ার কাছ থেকেই সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে ভারত৷ সিপ্রি-র প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশও ভারত৷ ২০১৫ সালেও এই খাতে ৩ হাজার ৭৮ মিলিয়ন ডলার ব্যয় করেছে তারা৷ ২০১৪ সালে ৩ হাজার ৪৮৭ মিলিয়ন ডলার ব্যয় করে এক বছরের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় সবার ওপরে ছিল ভারত৷ এবার শীর্ষে উঠে এসেছে সৌদি আরব৷
অবাক করেছে অস্ট্রেলিয়া : আগের বছরের শীর্ষ অস্ত্র আমদানিকারকদের তালিকায় অষ্টম স্থানে ছিল অস্ট্রেলিয়া৷ কিন্তু ২০১৫ সালে ১ হাজার ৫৭৪ মিলিয়ন ডলার ব্যয় করে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা৷

চতুর্থ মিশর : মিশরও দীর্ঘদিন ধরে অশান্ত৷ সে দেশে উল্লেখযোগ্য হারে অস্ত্র ক্রয়ও বাড়ছে৷ ২০১৫ সালে অস্ত্র ক্রয়ে ১ হাজার ৪৭৫ মিলিয়ন ডলার খরচ করে সে বছরের সর্বোচ্চ অস্ত্র আমদানিকারক দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে মিশর৷ এক বছর আগে ২২তম স্থানে তারা!

পঞ্চম স্থানে সংযুক্ত আরব আমিরাত! : সৌদি আরব, ভারত, অস্ট্রেলিয়া আর ফ্রান্সের পরই আছে সংযুক্ত আরব আমিরাত৷ ২০১৫ সালে অস্ত্র ক্রয়ে তাদের মোট ব্যয় ১ হাজার ২৮৯ মিলিয়ন ডলার৷ ব্যয় বাড়িয়ে এক বছরে ১১ তম স্থান থেকে এক লাফে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা৷

ইরাকও আছে অস্ত্র ক্রয়ের প্রতিযোগিতায় : ইরাকের মানুষ রক্তপাতহীন একটি দিন কবে পাবে কে জানে! এখন যে যুদ্ধ চলছে সেখানে ইরাকি সেনাবাহিনীর প্রতিপক্ষ সুন্নি মুসলমানদের তথাকথিত জঙ্গি সংগঠন আইএস৷ ফলে অস্ত্র ক্রয় আরো বেড়েছে৷ ২০১৫ সালেই এই খাতে মোট ১ হাজার ২১৫ মিলিয়ন ডলার খরচ করেছে ইরাক৷ ফলে ২০১৪ সালের শীর্ষ আমদানিকারক দেশগুলোর তালিকায় ১৫তম স্থান পাওয়া ইরাক ২০১৫ সালে ৯ ধাপ এগিয়ে উঠে এসেছে ষষ্ঠ স্থানে৷

চীন পিছিয়েছে : ২০১৪ সালে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করা দেশগুলোর তালিকার চতুর্থ স্থানে ছিল চীন৷ পরের বছর ১ হাজার ২১৪ মিলিয়ন ব্যয় করেও সপ্তম স্থানে নেমে গেছে তারা৷ এটা অবশ্য শুধু এক বছরে অস্ত্র আমদানিতে মোট ব্যয়ের হিসেব৷ চীন শুধু অস্ত্র আমদানি করে না, বিক্রিও করে৷ শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় যুক্তরাষ্ট্র আর রাশিয়ার পরই তাদের স্থান৷

ভিয়েতনামও আছে : ২০১৪ সালে এক বছরে অস্ত্রখাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশগুলোর তালিকায় সপ্তম স্থানে ছিল ভিয়েতনাম৷ উন্নয়নশীল এই দেশটি ২০১৫ সালে ৮৭০ মিলিয়ন ডলার ব্যয় করেও এক ধাপ পিছিয়েছে৷

অস্ত্র ক্রয়ে সমস্যা নেই গ্রিসের! : চরম অর্থনৈতিক সংকট চলছে গ্রিসে৷ অন্যদিকে অস্ত্র ক্রয়ে ব্যয় বাড়ানোর প্রবণতাও ভয়ংকর রূপ নিয়েছে৷ ২০১৫ সালে অস্ত্র ক্রয়ে ৭৬২ মিলিয়ন ডলার ব্যয় করেছে গ্রিস৷ ফলে এক বছরে অস্ত্র খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশগুলোর তালিকায় নবম স্থানে উঠে এসেছে তারা৷ আগের বছর ৩৩তম স্থানে ছিল গ্রিস৷

এক ধাপ পিছিয়েছে পাকিস্তান : ২০১৫ সালে অস্ত্র ক্রয়ে মোট ৭৩৫ মিলিয়ন ডলার ব্যয় করেছে পাকিস্তান৷ বৈরি প্রতিবেশী দেশ ভারতের চেয়ে দু’হাজার মিলিয়নের চেয়েও কম ব্যয় করে তারা এখন তালিকার দশম স্থানে৷ ২০১৪ সালে নবম স্থানে ছিল পাকিস্তান৷ সূত্র : ডয়েস ভেলে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

patkelghata-pic-24-09-16
শেখ মমিন উদ্দীন, পাটকেলঘাটা : তালা উপজেলায় এ বছর ১৭৮টি  মন্ডপে পালিত হবে শারদীয় দুর্গাপুজা । আগামী ৬ অক্টোবর দুপুর ২ টা ২১ মিনিটে পঞ্চমী তিথিতে দুর্গা বোধন ও শুভ পঞ্চমী পূজা’র মধ্য দিয়ে  দূগর্তিনাশিনী দেবী দুর্গা পূজার সুচনা ঘটবে। হিন্দু ধর্মালম্বীদের  সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে প্রতিটি মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরী ও রংতুলির কাজ। এ বছর তালা উপজেলার ১২টি ইউনিয়নে ১৭৮ টি পূজা মন্ডপে অতি ব্যস্ততার সময় অতিবাহিত করছে শিল্পীরা। প্রতিমা ভাস্করদের নিপুন হাতের ছোয়ায় প্রতিটি প্রতিমা যেন দেবতার রুপ পাচ্ছে। পূজার প্রথম দিন থেকে মন্ডপে মন্ডপে ঢাক-ঢোল, কাঁশি, বাঁশি আর উলুধক্ষনিতে মুখরিত হবে আকাশ-বাতাস। পূজা মন্ডপ গুলো সাজানো হচ্ছে নতুন নতুন সাজে। আলোক সজ্জ্বায় সজ্জ্বিত করা হচ্ছে  প্রতিটি মন্ডপ। ইতোমধ্যে শিল্পীদের প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে, এখন চলছে রংতুলির আঁচড়। সরেজমিনে মন্ডপগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি মন্ডপেই প্রতিমা শিল্পীরা র্দুগা প্রতীমা তৈরী ও মন্দির সাজানোর লক্ষ্যে  নিরলস কাজ করে চলেছেন। পূজা উদযাপন পরিষদ জানায়, এবছর তালায় ১০২টি ও পাটকেলঘাটা থানায় ৭৬টি মন্ডপে পূজা উদযাপিত হতে যাচ্ছে । তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, পূজা উৎসব সকলের  জন্য। প্রশাসন সহ সর্বস্তরের নেতৃবৃন্দের সহযোাগিতায় বিগত বছরের ন্যায় এবারও পূজা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক:৭ লক্ষাধিক টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরে এসেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে বনদস্যু নোয়া বাহিনীর হাতে অপহৃত ৮ জেলে। শনিবার বিকেলে তারা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরে আসে। এর আগে গত সোমবার ভোর রাতে সুন্দরবনের কাঠেশ্বর ও সাপখালী খাল এলাকা থেকে তাদেরকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে বনদস্যু নোয়া বাহিনীর সদস্যরা। ফিরে আসা জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের সাবুদ আলীর ছেলে শাহাদাৎ হোসেন, আরিফ শেখের ছেলে আব্দুল, মোহাম্মদ মোড়লের ছেলে সামছুর, ৯নং সোরা গ্রামের শহর গাজীর ছেলে আমজাদ, আহম্মদ মোল্যার ছেলে জহুরুল, মকবুল শেখের ছেলে ওয়েজকুরুনী, খোলপেটুয়া গ্রামের রাজ্জাক খাঁ’র ছেলে মুরশিদ ও নাপিতখালীর হোসেন গাইনের ছেলে আব্দুল জলিল। জেলেরা জানান, বনদস্যুদের হাতে এখনও পর্যন্ত ঘড়িয়াল ও দক্ষিণ বেদকাশি এলাকার ১৮ থেকে ২০জন জেলে জিম্মি রয়েছে। তারা আরও জানান, তাদেরকে নোয়া বাহিনীর পূর্বানুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ করার জন্য অপহরণ করা হয় এবং নির্ধারিত চাদার দ্বিগুণ হিবেসে মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। ১০/১২জনের ঐ বনদস্যু বাহিনীর হাতে বেশ কিছু অস্ত্র ও দুটি ট্রলার রয়েছে বলে জানান তারা। এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শোয়েব খান জানান, গত কয়েকদিন আগে অপহরণের খবর পেলেও মুক্তিপণ দিয়ে জেলেদের ফিরে আসার বিষয়ে তিনি কিছু জানেন না। প্রসঙ্গত : এর আগে শুক্রবার রাতে পশ্চিম সুন্দরবনের ছোট কলাগাছিয়া এলাকা থেকে ছয় জেলেকে উদ্ধার করে র‌্যাব-৮।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

satkhira-police-metting-photo-24-9-16-doc
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দঘন, উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে শনিবার বিকাল ৫ টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের কৌশলগত এক পরিকল্পনা সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে কৌশলগত পরিকল্পনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (আইটিসি) মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ আমীর খসরু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতিকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ইয়াছিন আলী শেখ, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আলী আহমেদ হাসমীসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কোন ধর্মীয় উগ্রবাদী সংগঠন কিংবা কোন দুষ্কৃতিকারী চক্র যাতে জেলায় বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে লক্ষ্যে সকলকে সর্তকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করে। এছাড়া শারদীয় দূর্গোৎসব নির্বিঘœ ও পুজা মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকল্পে তিনি সকল অফিসার ইনচার্জদের পূর্ব হতেই পুজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে নিদের্শনা দেন। দূর্গোৎসবকে কেন্দ্র করে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল গঠনের পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। জেলায় শারদীয় দূর্গোৎসব ২০১৬ আনন্দঘন, উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে পুলিশ সুপার আশা প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

gun
নিজস্ব প্রতিবেদক: গরু বিক্রির নামে এক ব্যবসায়িকে মোবাইল ফোনে ডেকে এনে ছুরি দেখিয়ে ৬৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে দু’ সন্ত্রাসীকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুর ঢালীপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, পুরাতন সাতক্ষীরা দক্ষিণপাড়ার মোঃ আনিসুর রহমানের ছেলে মোঃ ওমর ফারুক (২৪) ও একই গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে মোঃ ইব্রাহীম খলিল (২৮)। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার আগরদাড়ি গ্রামের মোঃ গোলাম কিবরিয়ার ছেলে মোঃ কামরুজ্জামান একজন গরু ব্যবসায়ি। শুক্রবার সকাল ৮টার দিকে আসামী ওমর ফারুক ও ইব্রাহীম খলিল মোবাইল ফোনে তাকে জানায় যে দেবনগর গ্রামে দু’টো এড়ে গরু বিক্রি আছে। এরই ভিত্তিতে তিনি ৬৪ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে দেবনগরের উদ্দেশ্যে বের হন। সকাল সোয়া ৯টার দিকে তিনি মথুরাপর ঢালীপাড়ার পাশে পৌঁছালে ওই আসামিদ্বয় তাকে ভ্যান থেকে নামতে বলে। ভ্যানটি চলে যাওয়ার পর ওই দু’ আসামি ছুরি বের করে তাকে জীবন নাশের হুমকি দিয়ে টাকা বের করতে বলে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে মারপিট করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা ৬৪ হাজার টাকা ছিরতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় জনগন ওই দু’ ছিনতাইকারিকে আটক করে গণধোল্ইা দেয়। পরে তাদেরকে টাকাসহ পুলিশে সোপর্দ করা হয়। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেফতারকৃত ওমর ফারুকের বিরুদ্ধে চুরি, ছিনতাই, নাশকতা (জিআর-১১২/১৬ সদর) নারী নির্যাতনসহ কমপক্ষে ছয়টি মামলা রয়েছে। এ ছাড়া ইব্রাহীম খলিল একজন কুখ্যাত ছিনতাইকারি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা জানান, এ ঘটনায় গরু ব্যবসায়ি কামরুজ্জামান বাদি হয়ে গ্রেফতারকৃত ওমর ফারুক ও ইব্রাহীম খলিলের নাম উল্লেখ করে শুক্রবার বিকেলে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dsc05868-large
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহার ছুটি ও ভারতের ঘোজাডাঙ্গা এলাকার একটি ঝুকিপূর্ণ ব্রিজের সংস্কার কাজের জন্য  টানা ১৩ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। ঈদুল আযহার ৬ দিন ছুটি শেষে ভারতের ঘোজাডাঙ্গা এলাকার একটি ঝুকিপূর্ণ ব্রিজের সংস্কার কাজের জন্য সে দেশের প্রশাসন আরও ৭দিন আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ায় টানা ১৩ দিন বন্ধ ছিল উন্নয়নমুখী এ বন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম। তবে এ সময়, ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ১৩ দিন বন্ধ থাকার পর  শনিবার থেকে আবারও ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এ বন্দরের। ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মোঃ আব্দুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে গত ১৩ দিনে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন। তিনি আরো জানান, গত ১৩ দিনে সরকার প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব হারিয়েছে এ বন্দর থেকে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest