সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়াফেসবুক পোস্ট মুছে ফেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষতালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হত্যার অভিযোগক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে শ্যামনগরে মানববন্ধনবেগম জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়াবারসিকের উদ্যোগে পরিবেশ সাংবাদিক ফোরামের ওরিয়েন্টেশনজামায়াত শুধু নিজেদের মানুষকেই চাকরি দেয়, তারা সার্বজনীন হতে শেখেনি: কাজী আলাউদ্দিনদেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির লক্ষ্যে নাগরিক সংলাপ

kaliganj-satkhira-pictur-25-oct-doc
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ ও প্রতিরোধের লক্ষ্যে ‘দি হাঙ্গার প্রজেক্ট’ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক। “এখনই নয় বিয়ে, লেখাপড়া করবো, নিজের পায়ে দাঁড়াবো, হবো আমি বাবা-মায়ের গর্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোলটেবিল বৈঠকে (সুজন) উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, দি হাঙ্গার প্রজেক্ট খুলনা বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান রঞ্জু, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, সহোরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব ও পেপ কমিটির সদস্য এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, দি-হাঙ্গার প্রজেক্টের সাতক্ষীরা জেলা সমন্বয়ক মেহেদী আহম্মেদ গিয়াস, উপজেলা ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব এস এম মমতাজ হোসেন মন্টু, বেসরকারি সংস্থা সহায় এর এরিয়া ম্যানেজার শেখ মাসুদ মোস্তফা সোহেল, কুশলিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কাজী সাইফুল্যাহ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কালিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় ফাস্ট সিকিউরিটি ব্যাংক কালিগঞ্জ শাখার আয়োজনে ব্যাংক ভবনে আয়োজিত দোয়া মাহফিলে শাখা ব্যাবস্থপক মুনির আহম্মেদের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আকরাম হোসাইন। এসময় ব্যাংকের গ্রাহক, সাংবাদিক ও সূধিবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসময় পাঁচটি বিদ্যালয়ের মোট ২৮ জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এসএম গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য অবসরপ্রাপ্ত ইউপি সচিব আলহাজ্ব সম আব্দুর রশিদ, সহ-সভাপতি সোহরাব হোসেন, গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোলাম রসুল, সদস্য মুসলিমা পারভিন, রিজিয়া পারভিন, লাইজু পারভিন, আব্দুল করিম, নুর ইসলাম গাইন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

picture-kaliganj-satkhira-25-oct
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজে রোভার দক্ষতা অর্জন, মহাতাবু জলসা ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে স্কাউটস এর সপ্তাহব্যাপী রোভার মেট ও ব্যাচ কোর্স সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে জেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এসময় রোভার স্কাউটস এর ১৫ জন প্রশিক্ষক উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠ সুত্র জানায়, ১৯ অক্টোবর বিকেলে আনুষ্ঠানিক ভাবে রোভার স্কাউটসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম। সাতক্ষীরা জেলা স্কাউটস রোভার আয়োজিত সপ্তাহব্যাপী এই কোর্সে দীক্ষানুষ্ঠান, ৩১তম রোভার মেট কোর্স ও সর্বশেষ ২৬তম জেলা রোভার দক্ষতা অর্জনের মধ্য দিয়ে সফল ভাবে শেষ হয়। এদিকে সোমবার সন্ধ্যায় রোকেয়া মনসুর মহিলা কলেজের অডিটোরিয়ামে রোভার স্কাউটস সাতক্ষীরা জেলার যুগ্ম সম্পাদক দেবহাটার সখীপুর খান বাহাদুর আহছান উল্যা কলেজের শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় মহাতাবু জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি নারায়ণগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটস এর সহ-সভাপতি দেবহাটার কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক দেবহাটার হাজী কিয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষক এসএম আসাদুজ্জামান, জেলা কমিশনার পাটকেলঘাটা হারুনর রশিদ কলেজের শিক্ষক এএসএম আব্দুর রশিদ, জেলা রোভার স্কাউটস লিডার (ডিআরএসএল) কালিগঞ্জ কলেজের শিক্ষক ইয়াছিন আলী, ২৬তম বাসকোর্স লিডার ড. জহুরুল ইসলাম প্রমুখ। এসময় আরএসএল কামাল হোসেন, রুহুল আমিন, সৈয়দ মাহমুদুর রহমান, আবু জাফর, দীণেশ মন্ডল, সিদ্ধার্থ শংকর, আবু জাহিদ, পবিত্র মন্ডলসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রোভার স্কাউটস এর বিভিন্ন উপদল মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাটিকা, গান, জারি, দেশাত্মবোধক গান ও সামাজিক বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে নাটক মঞ্চস্থ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চাম্পাফুল প্রতিনিধি : ২৫ অক্টোবর সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাব-ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত হয়। উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের টিসিং, শিক্ষার্থীদের লেখাপড়ার গুণগত মান বৃদ্ধির জন্য প্রতি ৩ মাস অন্তর শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার ভার প্রাপ্ত শিক্ষা অফিসার এবং চাম্পাফুল ক্লাস্টারের দায়িত্ব প্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার শেখ ফারুখ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মোজাম, সহঃ উপজেলা শিক্ষা অফিসার আশেকুজ্জামান, ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান, সহঃ ইন্সট্রাক্টর শফিক আহমেদ (বিভাগীয় শ্রেষ্ট), স্কুল ফিডিং এর প্রশান্ত মিত্র, নূরজাহান খাতুন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ সিরাজুল হক গাইনসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। ৬ টি বিদ্যালয়ের শিক্ষকদের ট্রেনারের দায়িত্ব পালন করেন চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মূখার্জী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার মির্জাপুর গ্রামে এক বাক প্রতিবন্ধী নারিকেল গাছ থেকে পড়ে আহত হয়ে ৩দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে মির্জাপুর ঘোষ পাড়ার মৃত চন্দ্র শেখর ঘোষের পুত্র বাক প্রতিবন্ধী উত্তম ঘোষ (৩৮) নারকেল গাছ পরিস্কার করতে গাছে ওঠে। অসাবধানবসত তিনি গাছ থেকে পড়ে যান। তাৎক্ষনিক তার পরিবার ও প্রতিবেশীরা এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। সেখানে গিয়ে জানতে পারেন আহতের মেরুদন্ড ভেঙ্গে গেছে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোর ৫টার  দিকে সে মারা যায়। সকালে খুলনা হতে লাশ গ্রামের বাড়ী আসলে এলাকার শত শত লোক তাকে একনজর দেখার জন্য ভীড় জমায়। গতকাল দুপুরে মির্জাপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরের তিন বছরের শিশু রাকিব হোসেনের পিতৃ পরিচয় নিয়ে সংশয় দেখা দিয়েছে। দারিদ্রতার কারনে তার পিতা মুরাদ হোসেন এলাকা ছেড়ে প্রায় বাইরে যায় কাজের সন্ধানে। এদিকে সংসারের ভরাণ পোষন চালানোর তাগিয়ে অসহায় মা সুফিয়া বেগমকে অন্যের বাড়িতে ঝি’য়ের কাজ করতে হয়। এভাবে কোনভাবে চলছিল পাতড়াখোড়া গ্রামের মুরাদ ও সুফিয়ার কষ্টের অভাবের সংসার। এদিকে সুফয়া প্রতিবেশী জাফর মোড়লের পিতার বাড়িতে ঁিঝ’য়ের কাজ নেয়। এসুযোগে গৃহকর্তার লম্পট পুত্র জাফরের কু-দৃষ্টি পড়ে কাজের মেয়ে সুফিয়ার উপর। নানা প্রলোভনে এক পর্যায়ে তাকে বশে এনে গড়ে তোলে অনৈতিক সম্পর্ক। এদিকে কাজ শেষে মুরাদ বাড়িতে আসার পর এক কান দু’কান কান হয়ে বিষয়টি গোটা এলাকা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে জাফর ও তার বংশ মর্যাদা সম্পন্ন প্রভাবশালী অভিভাবকদের বিরুদ্ধে মাথা উঁচু করে প্রতিবাদ জানানোর সাহস দেখাতে অক্ষমতা প্রকাশ করে মুরাদ। শেষ পর্যন্ত গৃহকর্তা জাফর মোড়লের ঔরসজাত সন্তান গর্ভে নিয়ে স্ত্রী সুফিয়া কে নিয়ে মুরাদ একান্ত বাধ্য হয়ে নিরবে নিঃশব্দে পার করছে তার সংসার। সম্প্রতি বিষয়টি এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনাার ঝড় বইছে। ইতিমধ্যে ভুমিষ্ঠ হওয়া সন্ধান রাকিবের চেহারার সাথে উক্ত গৃহকর্তার পুত্রের মিল রয়েছে দাবি করে স্থানীরা জানিয়েছে সুফিয়া এবং মুরাদ অভাবী পরিবারের হওয়ার কারনে প্রভাবশালী বিএনপি নেতা জাফর এমন সুযোগ গ্রহণ করেছে। এদিকে এবিষয়ে সুফিয়া বেগমের স্বামী মুরাদ হোসেনের সাথে তার ০১৯৫২৮৬২৯০৫ এ যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এছাড়া অভিযুক্ত আবু জাফরের ০১৭১০০২৮৭৮০ নম্বরে যোগাযোগ করা হলে তিনি পুরো ঘটনাটিকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর ব্যুরো : বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম জাতীয় সম্মেলনে অষ্টমবার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সভাপতি ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী মোঃ ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় স্থানীয় এম.পি এস.এম জগলুল হায়দাদের নির্দেশে মঙ্গলবার শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমানের নেতৃত্বে গতকাল দুপুরে একটি মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক একরামুল হক লায়েছ,মুজিবর রহমান,আল আমিন,স্বপন,সাগর,সাদ্দাম, সোহাগ সহ বিভিন্ন ছাত্রলীগের সদস্যগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest