সর্বশেষ সংবাদ-
স্কাউটদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপ্তিসাতক্ষীরা সরকারি গোরস্থান মসজিদে আলোচনায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদসাতক্ষীরায় সেনাবাহিনীর হাতে প্রতারক চক্রের ২ সদস্য আটকআইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাসিক সভাসাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভাসাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নত করতে কর্মশালাআশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভাআনুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট সভাসাতক্ষীরা শহরের রহমতপুর ক‌লোনী‌তে বারসিকের স্বাস্থ্য সেবা ক্যাম্প

সাতক্ষীরার আশাশুনির কলিমাখালী সরকারী খালটি পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত করে স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে স্থানীয়দের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার উপর অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী।

কলিমাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আশুতোষ মন্ডল, সাবেক সেনা সদস্য আশরাফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব, ঘের ব্যবসায়ী আবুল হোসেন, রুহুল আমিন সর্দার প্রমুখ।

বক্তারা বলেন, শ্রীউলা ইউনিয়নের হাজার হাজার পরিবারের ও হাজার হাজার বিঘা মৎস্য ঘেরের পানি নিষ্কাশনের একমাত্র পথ কলিমাখালির এই সরকারী খাল। কিন্তু এই খালে বেড়িবাধ দিয়ে স্থানীয় সন্ত্রাসী কামাল ও তার সহযোগী প্রিন্স ঘের করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ায় গোটা শ্রীউলা ইউনিয়নে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে কলিমাখালী সরকারী খালটি পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত করার জন্য জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest