নিজস্ব প্রতিনিধি: রাস্তায় ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাচ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাটিয়াডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ায় আনসার সরদারের বাড়ির সামনে পাটকাঠি বোঝাই একটি ভ্যান রাখাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় আনসার ও আরিফুল নামে দুই ব্যক্তি। এক পর্র্যায়ে আরিফুলের নেতৃত্বে বিল্লাল, সাইফুল্লাহ, আহসান উল্লাহ, জাকির, সাদ্দামসহ দশ বারো জন দেশিয় অস্ত্র নিয়ে আনসারের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে তাদের দায়ের কোপে আনসার, নুর ইসলাম তার স্ত্রী খুকুমনি, ছেলে রহমান, ভাই আমজেদ মারাত্বক জখম হয়। রাতেই স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সুপুরিঘাটা ক্যম্পের ইনচার্জ এস আই কাদেরকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছিল। এ ঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াচ্ছে ৪ নভেম্বর। আজ শুক্রবার রাজধানীর এক হোটেলে হয়ে গেল প্লেয়ার ড্রাফট। ১৪৬ দেশি খেলোয়াড় এবং ১৬৮ জন বিদেশি খেলোয়াড়ের মধ্য থেকে দলগুলো বেছে নিয়েছে তাদের পছন্দের খেলোয়াড়দের।
ডেস্ক রিপোর্ট: আগামী ৯-১০ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠেয় ১৯তম সার্ক সম্মেলন স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ১৫ দিন ব্যাপী ৩ শ’ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা ২০১৬ এর নির্ধারিত সময়ের শেষের দিকে জমে উঠেছে মেলা। মেলায় উপছে পড়া ভীড়। মেলা প্রাঙ্গণে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা কিনছে তাদের পছন্দের জিনিস। মেলায় দেশের বিভিন্ন প্রান্তর থেকে শোভা বর্ধন করতে পসরা নিয়ে আসা ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার দোকানীরা চাইছে মেলার সময় বাড়াতে। যদি সময় না বাড়ায় মেলা কর্তৃপক্ষ তাহলে লোকসান গুণতে হবে তাদের। কঠোর হুশিয়ারী দিয়ে বলছে সামনের বছর আর তারা মেলায় পসরা নিয়ে আসবেনা। কারণ তাদের আসা-যাওয়া, জায়গার ভাড়া, থাকা খাওয়া খরচসহ সব মিলিয়ে যে অর্থ খরচ করেছে সে খরচ তাদের উঠবেনা। এ দিকে ক্রেতা ও দর্শানার্থীরা বলছে অনেক কিছু কিনতে ও দেখতে বাকি আছে। মেলায় আসা নড়াইলের কসমেটিকস্ এর দোকানদার আবুল কাশেম, ঢাকা থেকে আসা গার্মেন্টস্ দোকানদার শামীম, টাঙ্গাইলের জুতার দোকানদার আকাশ, রাজশাহীর কম্বলের দোকানদার মামুন এ প্রতিনিধিকে জানান, তারা অনেক আশা নিয়ে লাভের জন্য এসেছিলেন। ১৯ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হলেও ৮/৯ দিন মেলায় বেঁচা বিক্রি হয়নি। তাই আমরা শেষ সময়ে মেলা জমে উঠেছে। যদি মেলা নির্ধারিত সময়ে শেষ করে মেলা কর্তৃপক্ষ তাহলে আমরা প্রচ- লোকসানের স্বীকার হবো। মেলা কর্তৃপক্ষ আমাদের কথা না ভাবে আমরা আগামী বছর এ মেলায় আসবোনা। শ্যামনগর থেকে আসা ক্রেতা রুপচাঁদ মন্ডল. তালার বাসিন্দা ইয়াকুব, ঝিনাইদহা’র সাব্বির, পাইকগাছার আক্তারুল বলেন, এ মেলাটি আগে এক দেড় মাস ধরে চলতো আর এখন ১৫ দিন মেলা হলে কেনা বেঁচা ভালো হয়না। বিভিন্ন এলাকা থেকে মেলা লোক সমাগম হয় কিন্তু এবারে মেলা কেবল জমেছে। আরো কিছুদিন মেলা চলা উচিত। এ ব্যাপারে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র জানান, আমরা সকলের কথা ভেবে আমরা মেলা ১৫ দিনের জন্য বাড়নোর আবেদন ইতিমধ্যে করেছি। তাই ক্রেতা বিক্রেতা ও সচেতন মহলের দাবি গুড়পুকুর মেলাটি’র সময় কিছুদিন বাড়ালে সকলের স্বার্থে ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যু বার্ষিকী উদযাপন ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির আয়োজনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামুল হক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, প্রফেসর নিমাই মন্ডল, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি প্রফেসর আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, সাহিত্য সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, লায়লা পারভীন সেঁজুতি, মোঃ আমিনুল হক, প্রভাষক রেজাউল করিম, রফিকুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সদস্য শেখ হারুন উর রশিদ।
নিজস্ব প্রতিবেদক: যৌতুকের দাবীতে সাতক্ষীরার তালায় রেশমা বেগম (২২) নামে ছয় মাসের অন্তঃস্বত্বা স্ত্রীকে তার স্বামী পিটিয়ে হত্যা করার পর গালে বিষ ঢেলে আত্মহত্যার প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার বালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে ওই গৃহবধূকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। এদিকে, এ ঘটনার পর পলাতক রয়েছে গৃহবধূর স্বামী নজরুল ইসলাম কবির। স্থানীয়রা জানান, প্রায় ৮ মাস আগে উপজেলার আগোলঝাড়া গ্রামের আব্দুল গফুর মোড়লের মেয়ে রেশমা খাতুনের সাথে একই উপজেলার বালিয়া গ্রামের আহম্মেদ শেখের ছেলে নজরুল ইসলাম কবিরের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য গৃহবধু রেশমার উপর তার স্বামী কবির নির্যাতন চালাতো। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলেও নির্যাতন চালানোর একপর্যায়ে রেশমার মৃত্যু হয়। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িতারত ডাক্তার মো. ফয়সাল হোসেন জানান, যখন রেশমাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে, তখন তার মৃত্যু হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
বাবুল আকতার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইকগাছা থানা ও পৌর শাখার উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় দলীয় কার্যালয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্রিগেঃ জেনারেল আ.স.ম হান্নান শাহ’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আহবায়ক এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, শেখ আনারুল ইসলাম, অমরেন্দ্র নাথ মন্ডল, আলাউদ্দীন রাজা, প্যানেল মেয়র এস,এম, ইমদাদুল হক। বক্তব্য রাখেন, আব্দুল মজিদ গোলদার, সেলিম রেজা লাকী, শেখ বেনজির আহম্মেদ লাল, এস,এম, নাজির আহমেদ, তুষার কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, মাস্টার বাবর আলী গোলদার, সরদার তোফাজ্জেল হোসেন, মোস্তফা মোড়ল, আতাউর রহমান, আনারুল কাদির, শেখ আসাদুজ্জামান ময়না, স.ম. আব্দুল জবক্ষার, আমিনুল ইসলাম বাহার, সরদার ফারুক আহম্মেদ, রাজিব নেওয়াজ, শেখ রুহুল কুদ্দুস, এস,এম, মোহর আলী প্রমুখ।
কলারোয়া ডেস্ক: প্রতিদিন কলারোয়া সীমান্তের ধুড়পাচার ঘাট দিয়ে বিনা পাসপোর্টে শতশত যাত্রী অবাধে ভারতে যাতায়াত করছে। ফলে সরকার প্রতি বছর পাসর্পোট ফি ও ভ্রমণ কর বাবদ কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।