তালা প্রতিনিধি: বে-সরকারী উন্নয়ন সংগঠন উত্তরণের ওয়াস প্রকল্প আয়োজিত তালা উপজেলার মহান্দী ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের খেলায় উইলিয়াম বেকহামের সেন্ট মেরি ক্লাব জয়লাভ করেছে। মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত খেলায় সেন্ট মেরি ক্লাব ৬-০ গোলের ব্যবধানে ভায়না ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সবুজ ও তেভেজ ২ টি এবং রুবেল ও কামরুল ১টি করে গোল করেন। খেলায় ম্যান অব দি ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন বিজয়ী দলের অধিনায়ক হরি বেকহ্যাম। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মিনাজ হোসেন । শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।



মাহফিজুল ইসলাম আককাজ: দেশের সরকার প্রধান প্রাণান্তকর চেষ্টা করছেন সাধারণ দরিদ্র মানুষকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেবা দিতে। আর তার সরকারের অফিসগুলোতে ঘাপটি মেরে আছে অসংখ্য দুর্নীতিবাজ, যারা তার প্রশংসনীয় উদ্যোগগুলোর সেবা নিতে সাধারণ মানুষকে করছেন হয়রানি। এমনটাই ঘটেছে ১০ টাকা কেজিতে দরিদ্র মানুষের কাছে চাউল পৌছে দেয়ার প্রধানমন্ত্রীর মহতি উদ্যোগের ক্ষেত্রেও। তিনি চাউলেও অসাধু কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির কারণে কেজি প্রতি চাউলের প্রকৃত মূল্য বেড়ে যাচ্ছে, বাড়ছে হয়রানি।
