সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

photo-1474652325ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ পিছিয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ শুক্রবার রাতে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৬ তারিখ দেশে ফেরার কথা ছিল। এখন সেটা পিছিয়ে ৩০ তারিখে গেছে।’
প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাঁকে সংবর্ধনার আয়োজন করেছে আওয়ামী লীগ। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাঁকে এই সংবর্ধনা দেওয়া হবে। মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী গণ-অভ্যর্থনার যে কর্মসূচি ২৬ তারিখে ছিল সেটা এখন ৩০ তারিখে হবে।’ পরিবর্তিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান হানিফ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ সেপ্টেম্বর কানাডা ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ত্যাগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1207956510_1474629796আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানী।

বিকেল ৫টা ৫ মিনিটে আইসিসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানায়, বোলিং অ্যাকশন সংশোধন করে পুনরায় পরীক্ষার পর তাসকিন ও সানীর বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়। আন্তর্জাতিক ক্রিকেটে তারা এখন বল করতে পারবেন।

আইসিসির পরীক্ষায় পাস করায় আন্তর্জাতিক ক্রিকেটে বল করায় কোনো বাধা রইল না এই দুজনের।

এর আগে গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন তাসকিন-সানী। আজ সেটিরই ফল জানাল আইসিসি।

ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সঙ্গে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাসকিন ও সানীর বিরুদ্ধে। পরে ভারতের চেন্নাইয়ের পরীক্ষায় আম্পায়ারদের সন্দেহ সত্যি প্রমাণিত হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের নিষেধাজ্ঞায় পড়েন দুজনই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1226235384_1474633956ডেস্ক: বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী হিসেবে স্থান করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে সৈন্য সংখ্যার হিসাবে আমেরিকা এবং রাশিয়াকে পেছনে ফেলেছে ভারত। পুরো বিশ্বে বিশাল সেনাবাহিনীর দিক দিয়ে চীনের পরই ভারতের স্থান।

বিশ্বে সেনাবাহিনীর অবস্থানে আমেরিকা, রাশিয়া এবং চীনের পরই ভারতের স্থান। সৈন্যসংখ্যার বিচারে পাকিস্তান পঞ্চম স্থানে থাকলেও সেনাবাহিনীর অন্যান্য দক্ষতার বিচারে পিছিয়ে থাকায় শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় প্রথম দশেও ঠাঁই হয়নি পাকিস্তানের।

পৃথিবীর সবচেয়ে শক্তিধর ১০টি দেশের তালিকায় প্রথম স্থানে অবশ্যই আমেরিকা। দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চীন এবং চতুর্থ ভারত। প্রথম পাঁচে থাকা অপর দেশ হল ব্রিটেন। এরপর যথাক্রমে রয়েছে ফ্রান্স ও জার্মানি। তবে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে তুরস্ক, দক্ষিণ কোরিয়া ও জাপান।

প্রথম দশে থাকা দেশগুলির মধ্যে চীন, ভারত, আমেরিকা ও রাশিয়া সৈন্যসংখ্যার বিচারে অন্য ছ’টি দেশের চেয়ে অনেক এগিয়ে। এর মধ্যে  সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। সে দেশের সেনাবাহিনীতে যোদ্ধার সংখ্যা ২২ লক্ষ ৮৫ হাজার। এ ছাড়াও আধাসামরিক বাহিনীতে রয়েছেন প্রায় ২৩ লাখ কর্মী। সব মিলিয়ে মোট সেনা প্রায় ৪৬ লাখ।

ভারতের সেনাবাহিনীতে এই মুহূর্তে কর্মীর সংখ্যা ১৩ লাখ ২৫ হাজার। আধাসামরিক বাহিনীতে রয়েছেন আরও প্রায় ২২ লাখ। সব মিলিয়ে তাদের সৈন্য সংখ্যা ৩৫ লাখের মতো।

সম্প্রতি কাশ্মীরের উরিতে জঙ্গি হামলায় ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধের আবহ বিরাজ করছে। যদিও কোনো দেশ এখন পর্যন্ত সীমান্ত বিষয়ে আক্রমণাত্মক কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু দু’দেশের সংবাদমাধ্যমেই যুদ্ধের আশঙ্কার খবর ছড়িয়ে পড়েছে।

সেই হিসাবে দু’দেশের মধ্যে সহিংসতা শুরু হলে ভারতের সেনাবাহিনী হয়তো এগিয়েই থাকবে। তবে দু’দেশের এমন পরিস্থিতিতে শুধু দু’দেশের মধ্যেই না পুরো বিশ্বেই এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_726646753_1474622395ডেস্ক: কাশ্মীর ইস্যুতে বৈরী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সরাসরি পাকিস্তানে আক্রমণের কথা বলাবলি হচ্ছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

শুধু তাই নয় যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে হামলা চালাতে পারে বলেও খবর পাওয়া গেছে। তবে সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের বিমান বাহিনীও।

এদিকে ইতিহাসে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে শুক্রবার পাকিস্তানে পৌঁছেছে রুশ বিমান বাহিনী। এই মহড়া চলবে দুই সপ্তাহ।

পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআরের মহাপরিচালক লে. জেনারেল আসিম বাজওয়া এক টুইট বার্তায় বলেছেন, প্রথম পাক-রুশ যৌথ মহড়ায় অংশ নিতে রুশ স্থল বাহিনী পাকিস্তানে এসে পড়েছে।

২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া। দুই দেশের মধ্যে সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারের এটি অন্যতম পদক্ষেপ। সাম্প্রতিক সময়ে দুই দেশের সামরিক সহযোগিতা বেশ জোরদার হয়েছে।

ভারত অধিকৃত কাশ্মিরের একটি সেনাঘাটিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে অনেকে ধারণা করেছিল রাশিয়া এই মহড়া বাতিল করে দিয়েছে। কিন্তু শুক্রবার রুশ বাহিনী পাকিস্তানে প্রবেশ করেছে।

কাশ্মিরে ভারতীয় সেনাঘাঁটিতে হামলার পর ঠিক যে সময় দুই দেশের মধ্যে অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে, সেইসময়ই এই মহড়া। ‘দ্য ডন’ জানিয়েছে পাকিস্তান সেনার মিডিয়া উইং আইএসপিআরের কিংবা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের মুখপাত্ররা কেউই এই বিষয়ে মুখ খুলছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

 

পাটকেলঘাটা ডেস্ক : তালা উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ৮ মাস ১৯ দিনে ৯৮ জনের কাছ থেকে জরিমানা আদায় ও ৪০ জনের সাজা প্রাদান করেছে ভ্রাম্যমান আদালত। গত ১ জানুয়ারী ২০১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যমত্ম মোট ১ শত ৩৮ জন আসামীকে এ আদেশ দেন তালা উপজেলা নির্বাহী অফিসারের আদালত। ১শ ৩৮ জনের মধ্যে ৯৫% আসামী মাদক সংক্রামত্ম বিষয়ে এবং ৫% আসমীকে জুয়া সংক্রামত্ম বিষয়ে গ্রেফতার করে এ সাজা প্রদান ও জরিমানা আদায় করা হয় বলে থানা থেকে প্রাপ্ত তথ্য মতে জানাযায়। এর মধ্যে ৫দিনের সাজা ১ জন,৭ দিনের ১ জন,১০ দিনের ১ জন, ১৫ দিনের ৯ জন, ২০ দিনের ২ জন, ১ মাস ১২ জন, ২ মাস ১ জন, ৬ মাস ৪ জন, ১ বছর ৩ জন, ২ বছর ৬ জন। এছাড়া জরিমানা আদায় করা হয়েছে ৫ জনের কাছ থেকে ১শত টাকা, ৪৬ জনের কাছ থেকে ২শত টাকা, ৭ জনের কাছ থেকে ৫শত টাকা, ৬ জনের কাছ থেকে ১ হাজার টাকা, ৩ জনের কাছ থেকে ১ হাজার ৫শত টাকা, ১১ জনের কাছ থেকে ২ হাজার টাকা, ৩ জনের কাছ থেকে ৩ হাজার টাকা, ১৬ জনের কাছ থেকে ৫ হাজার টাকা, ১ জনের কাছ থেকে ৫০ হাজার টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

 

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের খানবাহাদুর আহছানউল্লাহ সেতু সংলগ্ন বঙ্গবন্ধু‘র ম্যুরালের পাদদেশে মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জিএম মাহাতাব উদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মূখার্জি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম কামরুল হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন আহম্মেদ সোহাগ, উপজেলা তরম্নণ লীগের সভাপতি শেখ শাহজালাল, সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহআলম, রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্যাহ সুজন প্রমুখ। এসময় হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে বিক্ষোভ সামাবেশটি বিশাল জনসমাবেশ রুপনেয়। বক্তরা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পল্লী বিদ্যুত সমিতির পরিচালক রম্নহুল আমিনের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। বক্তারা আরো বলেন জামায়াত শিবিরের মদতদাতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীকে অবিলম্বে দল থেকে বহিস্কার করতে হবে। অপরদিকে জাতির জনকের ছবি অবমাননার নিন্দা-প্রতিবাদ জানিয়ে সাঈদ মেহেদী ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ আনোয়ারুল কবির লিটুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিতর ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

 

 

আহম্মাদ উল্যাহ বাচ্ছু : অবশেষে কালিগঞ্জের দুই নিখোঁজ স্কুল ছাত্রীদের ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদাহ এলাকার কিছু সচেতন ব্যক্তি ও পুলিশের সহায়তায় ওই শিশু দু’টি তাদের মা-বাবার কাছে ফিরেছে। নিখোঁজ স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা জানায়, ২১ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পর কাউকে না জানিয়ে উধাও হয় পারম্নলাগাছা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী বাক প্রতিবন্ধী মমতাজ পারভীন (১০) এবং আব্দুর ছাত্তার ওরফে বাটুলের মেয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী রীনা পারভীন (১২)। স্কুলের ছুটির পরও তারা বাড়িতে না ফেরায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশিং কমিটির সহায়তায় থানায় অবহিত করেন। সন্দেহের ভিত্তিতে পারুলগাছা গ্রামের ইস্রাফিল (১৪) ও সুজন (১৩) নামে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও ঘটনার সাথে তাদের সংশিস্নষ্টতা না থাকায় অভিভাবকদের মুচলেকায় তাদের ছেড়ে দেয় পুলিশ। নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধারের পর তারা জানায়, পাশ্ববর্তী এলাকায় মিলন নামের এক ছেলে রিনা পারভীনকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের ঢাকায় যাওয়ার কথা বলে। প্রতারকের আশ্বাসে স্কুলছাত্রী ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার কাছে খরচের টাকা না থাকায় তার বান্ধবী মমতাজকে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে তার সাথে যাওয়ার কথা বলে। বাক প্রতিবন্ধী মমতাজ তার মায়ের গচ্ছিত টাকা নিয়ে সরল বিশ্বাসে রীনা পারভীনের সাথে স্কুল থেকে পালিয়ে বুধবার দুপুরে চলে যায়। পরিবহণ যোগে ঢাকায় যেয়ে হোটেলে নাস্তা করার সময় এক ব্যক্তি ওই দু’জনের ঘোরাফেরা সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে। তিনি বিষয়টি বুঝতে পেরে পুণরায় পরিবহণের টিকিট কেটে সুপারভাইজারকে ওই দু’জনকে কালিগঞ্জে নামিয়ে দিতে বলে। কিন্তু ভুলবশত: পরিবহনের সুপারভাজার তাদের দু’জনকে সাতক্ষীরার কালিগঞ্জে নামিয়ে দেওয়ার পরিবর্তে ঝিনাইদহের কালীগঞ্জে নামিয়ে দেয়। এসময় মমতাজ ও রীনা অচেনা যায়গায় ঘুরোফেরা করতে থাকলে স্থানীয় মসজিদের ইমাম ও কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে আশ্রয় দেয়ার পাশাপাশি থানা পুলিশকে অবগত করে। এক পর্যায়ে রীনা পারভীনের কাছ থেকে বাড়ির মোবাইল নাম্বার সংগ্রহ করে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তাদের বাড়িতে যোগাযোগ করে। এরই ভিত্তিতে রীনা ও মমতাজের মা’সহ পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাতেই ঝিনাইদহের কালীগঞ্জে যেয়ে শুক্রবার দুপরের দিকে তাদের মেয়েদের নিয়ে বাড়িতে আসে। প্রসঙ্গত, প্রায় ৩ মাস পূর্বে রীনা পারভীনের সাথে পার্শ্ববর্তী চাঁচাই গ্রামে তার খালাত ভাইয়ের সাথে বিয়ে হয়। ওই শিশু কণ্যার সাথে স্বামীর মিলমিশ না হওয়ায় সে বাবার বাড়ি থেকে আর শ্বশুর বাড়িতে ফিরে যায়নি। এক পর্যায়ে অন্য এক প্রতারক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘর থেকে বের করে। সরল বিশ্বাসে মাত্র ১২ বছর বয়সের শিশুকণ্যা রীনা পারভীন অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ায়। একই সাথে দুই শিশু কন্যা নিখোঁজ ও উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সেকেন্দার আলী দুই শিশুকে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন তারা এখন পিতা মাতার কাছে অবস্থান করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sam_2261-copy-large

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামে পল্লী বিদ্যুতের গ্রাম শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা কালিমন্দির প্রাঙ্গণে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নতুন বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। আগামী ২০১৭ সালের জুন মাসের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, আর ইই- কেডিপি-২ ঢাকার প্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ, পল্লী বিদ্যুতের যশোর’র তত্বাবধায়ক প্রকৌশলী বিশ্বনাথ শিকদার, নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস. এম. শহিদুল ইসলাম, বিদ্যুৎ শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র দাস, ইউপি সদস্য এস. এম রেজাউল ইসলাম প্রমুখ। ২২ লক্ষ টাকা ব্যয়ে দেড় কিঃ মিঃ নির্মিত লাইনের মাধ্যমে ১শ’ ১৯টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পল্লী বিদ্যুতের ইসি শেখ মহিদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest