সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনতরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার কমিটি অনুমোদনদ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালিসাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধনবন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়ারমজানের পবিত্রতা রক্ষায় নগ্নতা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মিছিলআহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরার মাহে রামাযানের পবিত্রতা রক্ষায় র‌্যালিসাতক্ষীরা সদর বিআরডিবি ইউসিসিএর বার্ষিক সাধারণ সভাসঙ্গীতা মোড়ে নিউ ভ্যারাইটি স্টোরের উদ্বোধনশেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় খালাস সাবেক সাংসদ হাবিব : সাতক্ষীরায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় ১৫ মন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ

নিজস্ব প্রতিনিধি :

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার চলমান অভিযানের ১৫ মন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে এবং তিনটি মুদি দোকান ও একটি গোডাউন জাত করে রাখা দোকান মালিকদের কাছে থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার এবং বাইপাস সড়ক বকচারা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন পরিবেশ পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, পরিদর্শক আসমা খাতুন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযান পরিচালনা কালে পরিবেশ রক্ষার জন্য পলিথিনের বিকল্প/ পচনশীল শপিং ব্যাগ ব্যবহার করার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা পিটিআই মাঠে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সরোয়ার হোসেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু,
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামস ইশতিয়াক শোভন,মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম,

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (বালক) ফাইনাল খেলায় পদ্মা শাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০গোলে চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় (বালিকা) বৈকারী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-১গোলে চ্যাম্পিয়ন হয়।খেলা পরিচালনা করেন রেফারি আবুল আলাম ফরহাদ, হারুন খান,বাবুর আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুল্যায় সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সেবা প্রদান বিষয়ক সংলাপ সভা

প্রেস বিজ্ঞপ্তি : কুল্যায় সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সেবা প্রদান বিষয়ক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুল্যা ইউনিয়ন পরিষদে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায়, গেøাবাল এ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুল্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: আঙ্গুর হোসেন।

কুল্যা ইউনিয়নের কচুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর মাহামুদ, কুল্যা ইউনিয়নের ০৪,০৫,০৬ ওয়ার্ডের মহিলা ইউ পি সদস্য বিউটি কবীর, কুল্যা ইউনিয়ন স্বাস্থ্যকর্মী তাহমিনা খাতুন, কুল্যা ইউনিয়ন পরিষদের ই-সেবা কর্মী রবিউল ইসলাম, কুল্যা ইউনিয়ন পরিষদের সচিব মো: সেরাজুল রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অতিথিরা এবং সূচনা প্রোগ্রামের নারী ও কিশোরী দলের সভাপতিগণ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন।

উক্ত সভাটি পরিচালনা করেন সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার শিউলী সরকার উক্ত প্রোগ্রামে বক্তারা বলেন, যে সরকারী সকল সেবা দানকারী প্রতিষ্ঠান সব সময় সমাজের খেটে খাওয়া মানুষ ও অবহেলিত মানুষের সকল সরকারী সুবিধা তারা নিশ্চিত করতে চায় সব ধরনের সেবা যেন এই সমাজের সকল মানুষ পেতে পারে তার ব্যবস্থা করবেন। বক্তারা আরও বলেন, সব ধর্ম ও বর্ণের মানুষ যেন তাদের ন্যায সেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং গ্রাম পর্যায় নারী ও কিশোরিদের সরকারী সেবা সম্পর্কিত বিষয় এ আর বেশি বেশি সচেতনতা গড়ে তুলতে হবে। বক্তারা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান যে, উদ্দীপ্ত মহিলা উন্নয়নসংস্থা এই সমাজের দলিত শ্রেণি নিয়ে যে কাজ করছে এবং সরকারে বিভিন্ন সরকারী দপ্তরের সাথে যোগাযোগ স্থাপন করে দিচ্ছে তাতে এই সমাজের পিছিয়ে পড়া মানুষ উপকৃত হবে। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সূচনা প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার অজয় রায়,কমিউনিটি মবিলাইজার তানজিলা খাতুন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের উপ-পরিদর্শকদের ৫ দিন ব্যাপি থানা ব্যবস্থাপনা বিষয়ক কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পুলিশের উপ-পরিদর্শকদের ৫ দিন ব্যাপি থানা ব্যবস্থাপনা বিষয়ক কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা আয়োজিত ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার কমান্ড্যান্ট (পুলিশ সুুপার) মোহাম্মদ বেলায়েত হোসেন।

এ সময় অতিথিবৃন্দ “থানা ব্যবস্থাপনা বিষয়ক কোর্স“এর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন এবং কোর্স সম্পর্কে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার, (দেবহাটা সার্কেল) মোঃ ফজলুল হকসহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরায় কর্মরত অন্যান্য সকল সদস্যবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের বক্তব্যে প্রশিক্ষণ শেষে আভ্যন্তরীন ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, খাওয়া-দাওয়ার মানসহ বিভিন্ন প্রশংসা করেন। এছাড়া শ্রেণি কক্ষে স্থান, স্বল্পতা, ভবনের অপ্রসস্ততা, আবাসনের অসুবিধার বিষয়গুলোর উঠে আসে এবং তারা দ্রæত সমস্যা গুলোর সমাধানের দাবি জানান।

এদিকে ২০২৩-২৪ অর্থ বছরে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরার নিজস্ব পরিচালনায় ২৩ টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে এ প্রশিক্ষণ কেন্দ্রের আওতাভুক্ত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ৬৪৯ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। যা লক্ষ মাত্রার ৪৭ ভাগ। এছাড়া কনস্টেবল হতে নায়েক পর্যন্ত পুলিশ সদস্যদেরকে প্রশিক্ষণের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স পরিচালিত ৬টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ১০২৭ জনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে। যা লক্ষ মাত্রার ৬০ ভাগ।

অন্যদিকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ঘোষণা রয়েছে সকল কর্মকর্তা-কর্মচারী বছরের কমপক্ষে ৬০ কর্মঘন্টা প্রশিক্ষণ গ্রহণ করবেন। এ নির্দেশনা বাস্তবায়নে আবাসন ও প্রশিক্ষণের সকল সুযোগ সুবিধাসহ পৃথক স্থানে বড় পরিসরে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন জরুরি। এ লক্ষ্যে সাতক্ষীরার জন্য ৫ একর অধিগ্রহণের একটি প্রস্তাব কর্তৃপক্ষের প্রেরণ করা হয়েছে। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর সনদপত্র ও পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা অফিসের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: শাহাজান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ হাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: সিরাজুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয় পরিদর্শক মোঃ সাগর।

উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আ: করিম বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলামিন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( কারিগরি) সুমন রেজা সহকারী শিক্ষক নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) মোঃ রবিউল ইসলাম সহকারী শিক্ষক জ,ফুলবাড়ি দরগাহ শরীফ আলিম মাদরাসা এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) সাতক্ষীরা সরকারি কলেজের ড. মোছাঃ নাসরিন আক্তার।
অনুষ্ঠানে আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী আলমানিসহ অন্যান্যদের কে সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী নাজিমের বিরুদ্ধে আদালতে মামলা

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে স্থানীয় সাপ্তাহিক পত্রিকা সূর্যের আলোর সাংবাদিক মোঃ মুনসুর রহমান বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন। যার নং-সিআর-৬৭৪/২৪।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী নাজিম কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলাসহ বিভিন্নস্থানে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিপীড়ক, সরকারী ক্ষমতার অপব্যবহারকারী, দুর্নীতিবাজ, আইন অমান্যকারী ও দুর্দান্ত প্রকৃতির ব্যক্তি। প্রতিবন্ধী বায়জিদ হাসান জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সদর সাতক্ষীরার মৌখিক নির্দেশনায় পাকাপোল ব্রিজের উত্তর পাশে কম্পিউটার পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করিবার জন্য একটি টলের দোকান বসিয়েছিলেন। একপর্যায়ে আসামী নাজিম উদ্দিনের লোলুপ দৃষ্টি পড়ে তার টলের দোকানের উপর। যার ফলে নাজিম উদ্দিনের নির্দেশে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ গত ২৯ এপ্রিল টলের দোকানটি তুলে পৌরসভায় নিয়ে যায়। যা গত ১ জুন স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার অনলাইনে এবং ২ জুন কালের চিত্র ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নাজিম উদ্দিন বিভিন্ন লোক মারফত সাংবাদিক মুনসুরকে মিথ্যা মামলায় জড়িয়ে ক্ষতি করিবে বলিয়া হুমকিসহ সামনে পাইলে সাংবাদিকতা শিখিয়ে দিবে, এমনকি তার পা ভাঙ্গিয়া বাড়িতে পঙ্গু করিয়া রাখিবে বলিয়া হুমকি দিতে থাকে। একপর্যায়ে লোক মারফত সাংবাদিক মুনসুর ও প্রতিবন্ধী বায়জিদকে তার সাথে দেখা করতে বলেন। গত ২ জুন বেলা ১১ টার দিকে তার (সিইও নাজিম উদ্দিন) অফিস কক্ষে প্রবেশ করা মাত্রই সিইও বাস্টার্ডের বাচ্চা বলিয়া তুই-তুগারি শুরু করিয়া মামলার বাদীকে (মুনসুরকে) জনগণের সামনে দাঁড় করিয়ে তোর বাবা কেমন সু-পুত্র জম্ম দিয়েছে বলে নানা রকম অশ্লীল ভাষায় গালিগালাজ করিয়া বাদীর সম্মানহানি করে।

বিষয়টি নিয়ে গত ৪ জুন (মঙ্গলবার) স্থানীয় সাংবাদিক মুনসুরসহ কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলাসহ বিভিন্নস্থানে নীরিহ মানুষকে লাঞ্চিত করার প্রতিবাদে সিইও নাজিমের বিরুদ্ধে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর গত ১৩ জুন (বৃহস্পতিবার) রাষ্ট্রপতির আদেশেক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিইও নাজিম উদ্দিনকে ভোলা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলি করা হয়। সেই বদলী ঠেকাতে নাজিম উদ্দিন বর্তমানে মরিয়া হয়ে উঠেছে বলে চাউর রয়েছে।
এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী সুর্ধান্য কুমার সরকার জানান, বিজ্ঞ আমলী আদালত-১ এর বিচারক এসএম আশিকুর রহমান মামলাটি আমলে নিয়েছেন এবং শুনানিন্তে পিবিআই এর সহকারী পুলিশ সুপারকে তদন্ত করে আগামী ২৭-১০-২০২৪ তারিখের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পিতা পুত্রের ঐতিহ্যবাহী লাঠি খেলা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় পিতা পুত্রের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, মাথার উপরে ভরা কলস ড‍্যান্স ও জাদু খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকালে উজির আলী স্মৃতি যুবসংঘের আয়োজনে গোয়ালডাঙ্গা ফুটবল খেলা মাঠে এ লাঠি ও জাদু খেলা অনুষ্ঠিত হয়। আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দল ইউপির চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।

মৌসম্রাট মুক্তিযোদ্ধা মুনতাজ মাস্টার, শামসুর রহমান সরদার, সমাজ সেবক আল মাহমুদ টিক্কা, আব্দুল আলিম সহ হাজার হাজার ক্রীড়া ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। আব্দুস ছামাদ সরদার ও গফুর সরদার। মহব্বত সরদার ও মিজানুর সরদার এবং কুল‍্যা ইউনিয়নের সাবেক ইউপি সদস‍্যর একটি টিম সহ মোট দুইটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ লাঠি খেলা দেখতে হাজার হাজার নারী-পুরুষ সমবেত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় পুকুরের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার পুকুরের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলা চত্বরের একটি পুকুর খননের সময় অস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটার গ্যান উদ্ধার করে পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, বেশকিছু দিন ধরে উপজেলা চত্বরের পাশে একটি পুকুর খননের কাজ চলছিল। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে মাটি কাটার সময় কয়েকজন শ্রমিক একটি অস্ত্র সাদৃশ্য বস্তু দেখতে পেলে স্থানীয়রা ঘটনাটি থানায় জানায়। পরে পুকুর থেকে পরিত্যাক্ত অবস্তায় ওয়ান সুটার গানটি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, অস্ত্রটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest