সর্বশেষ সংবাদ-
স্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামী সংগীত পরিবেশন : পুলিশ সদস্য মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতিশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দসাতক্ষীরায় ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যে আহত-২সাতক্ষীরায় বাস ইজিবাইক সংঘর্ষে একজনের মৃত্যু : আহত ৭তালায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি

আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাসিক সভা

আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় কামালনগরস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: গোলাম রসুল রাসেল।

জেলা কমিটির আয়োজনে সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো: মফিজুর রহমান, গাজী আব্দুস সামাদ, স্বপন সানা, মিজানুর রহমান, রফিকুল ইসলাম(রাসেল), এড. মো: নুর আলী, শেখ ইমরান আলী, আমিরুল ইসলাম, জাকির হোসেন বাবু, ডা: হাবিবুর রহমান প্রমুখ। পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম রেজাউল করিম রেজা।

আলোচনাসভায় সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত যুব সমাজ গড়ার পাশাপাশি ন্যায় বিচার বঞ্চিত অসহায় মানুষের আইনী সহযোগিতা দেওয়ার বিষয়ে মত প্রকাশ করেন বক্তারা। এছাড়া দ্রæত প্রতিটি উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিনিধি : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে (২৩ মে) বিকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।

সভায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসুচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন, টিডিএইচ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার সুরোজিৎ কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদরের সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার।

প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলার মোট ১৫ টি ইউনিয়নে কাজ করবে।

আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, দৈনিক প্রথম আলো’র কল্যাণ ব্যানার্জী, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নত করতে কর্মশালা

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় পরিবেশ উন্নত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে ইমপ্লিমেন্টেশন অফ আরবান লিভিং ল্যাব ইন ফোর সিলেক্টেড সিটিস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় কর্মশালা’টি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম,পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম,পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, আইইউসিএন সিটি কোর্ডিনেটর শেখ রাকিব আহসান, রাহাতুল ইসলাম, সানজিদা ইয়াসমিন,এম পাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাওয়াদ আহমেদ, আইসিটি কোঅর্ডিনেটর মোশারাফ হোসাইন সহ আরো অনেকে।

এই কর্মশালার উদ্দেশ্য হলো সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে একটি আদর্শ পরিবেশবান্ধব পার্কে পরিণত করা এবং স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু 

আশাশুনি প্রতিনিধি :

সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে রওশান আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার সকালে কাদাকাটি বিলে এঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে,রওশন আলী বৃহস্পতিবার সকালে গরু খুঁজতে বাড়ি থেকে বাহির হন। অনেক বেলা হলেও না ফেরায় বাড়ির লোকজন উৎকন্ঠায় ছিল। বেলা ১১টার দিকে মহিদুল নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী খালে মৃতদেহ ভাসতে দেখে জানালে পাশের লোকজন মৃতদেহ দেখতে ভীড় জমায়।

বিষয়টি আশাশুনি থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে পুলিশ পরিদর্শক(তদন্ত)আব্দুল ওয়াদুদ ঘটনাস্থলে পৌঁছে লাশটি খাল থেকে উঠানোর ব্যবস্থা করেন।

এসময় রওশন আলীর পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন। মৃতের ছেলে খোকন সরদার বলেন,থানায় সংবাদ দিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ উপস্থিত হয়ে লাশ উঠালে দেখে চিনতে পারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন এর অর্থায়নে সুরক্ষা প্রদান বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। টেরে দেস হোমস ফাউন্ডেশন এর সহায়তায় “জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব সমূহ মোকাবেলায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান” প্রকল্পের অবহিতকরণ সভা দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে ২২ মে ২০২৫ ইং তারিখ বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন টেরে দেস হোমস ফাউন্ডেশনের ম্যানেজার সুরোজিৎ কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম।

ব্রেকিং দ্যা সাইলেন্সের উপজেলা কোঅর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনির হোসেন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,

নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সাতক্ষীরার দূর্নীতি দমন কমিশনের সদস্য সাকিবুর রহমান বাবলা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, দেবহাটা সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসেন, পারুলিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, সুশীল সমাজের প্রতিনিধি সাফায়েত হোসেন বাচ্চু, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্যা রেহেনা পারভিনসহ সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখ।

প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ও সাতক্ষীরা সদর উপজেলার ৩টি করে মোট ১৫টি ইউনিয়নে ২ বছর মেয়াদী ৫৪০০ জন কিশোর-কিশোরী এবং যুবদের নিয়ে খেলাধুলার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি, জীবন দক্ষতামুলক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষনে নেতৃত্ব বিকাশের মাধ্যমে জীবনমান উন্নয়ন ও দূর্যোগকালীন সময়ে সামাজিক সুরক্ষা কর্মকান্ডে অংশগ্রহণ বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মূল উদ্দ্যেশ্য হলো জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন বলে সভায় অবগত করানো হয় ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আনুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট সভা

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ২০২৫ এর বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় রূপান্তরের গোফর ইম্প্যাক্ট প্রজেক্ট এর মাধ্যমে প্রাক বাজেট সভায় সভাপতিত্ব করেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস।

এ সময় ইউপি সদস্যবৃন্দ, স্ট্যান্ডিং কমিটি ও ইউ ডিসিসি কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ জনগণের প্রতিনিধিবৃন্দ, রূপান্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাহিদ হাসান উদয়, রায়হান উদ্দিন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শহরের রহমতপুর ক‌লোনী‌তে বারসিকের স্বাস্থ্য সেবা ক্যাম্প

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের গ‌ড়েরকান্দার রহমতপুর ক‌লোনী‌তে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়েছে।

বৃহস্প‌তিবার (২২ মে) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পে রহমতপুর ক‌লোনী‌র শতাধিক দুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেন জেনারেল প্রাকটিশনার মাসুদ রানা। এসময় তাদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

দিনব্যাপী এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারসিক’র প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপ‌তি আব্দুর রহমান নিরব, সদস্য ফরিদ, মোনাইমু, সিফাত হো‌সেন, রা‌ফিদ রাহী প্রমুখ।

স্থানীয় সালমা বেগম জানান, আমাদের এলাকার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমত ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলেও অর্থাভাবে ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারে আসবে।

প্রসঙ্গত, এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের জন্য স্বপ্রণোদিত হয়ে ৫শ পিস গ্যাসের ট্যাবলেট প্রদান করেছে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী মর্ডান ফার্মেসি। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে রেফারেন্স পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা

নিজস্ব প্রতিনিধিঃ মানব পাচার প্রতিরোধে সচেতনতা ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে রেফারেল পাথ‌ওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে রুপান্তরের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম।

আশ্বাস-মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” শীর্ষক প্রকল্পের আওতায় ও উইনরক ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন,

আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, আশ্বাস প্রকল্পের ফিন্যান্স অফিসার সুমন চন্দ্র, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দিপ্তি রায়, মাহবুবুর রহমান সহ আরো অনেকে।

সভায় প্রকল্পের পরিচিতি, কার্যক্রম, প্রত্যাশিত ফলাফল ও ‘প্রেরণার আলোক শিখা’ শীর্ষক ভিডিও উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হয় এবং মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথওয়ে নেটওয়ার্ককে শক্তিশালীকরণ, পাচারের শিকার ভুক্তভোগীদের সেবা নিশ্চিতকরণ এবং নারী-পুরুষ উভয়ের পুনর্বাসনে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest