সর্বশেষ সংবাদ-
নদী ভাঙ্গন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটায় আগুনে পোড়া পরিবারকে টিন প্রদানসাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সেজুতি আটকবাংলাভিশনের কান্ট্রি ডেস্ক ইনচার্জ এর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাসাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কর্মশালাপুশব্যাক নয়, অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে–বিজিবির ভাসমান বিওপি উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টাসাতক্ষীরায় জামায়াতের যুব প্রশিক্ষণ কর্মশালাসাতক্ষীরা প্রেসক্লাবের অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত কথিত দখলদার কমিটির অপতথ্য ছড়ানোর প্রতিবাদ

ভোমরা স্থলবন্দর দিয়ে সকল পণ্য আমদানির অনুমোদনে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সকল পণ্য আমদানির অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ভোমরা কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে আনন্দ মিছিলটি বের হয়ে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন, ভোমরা সিএ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন আহবায়ক হাবিবুর রহমান হবি, সদস্য অহিদুল ইসলাম, রাইসুল হক টুটু, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের লুৎফর রহমান মন্টু, কর্মচারি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ, আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সদস্য আসাদুল ইসলাম প্রমুখ। পরে নেতৃবৃন্দ ভারতের ঘোজাডাঙ্গা সিএ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় বক্তারা ভোমরা স্থলবন্দর দিয়ে গুঁড়া দুধ ব্যতীত অন্যান্য সকল পণ্য আমদানির গেজেট প্রকাশ করায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নৌ পরিবহন উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে নিজেদের জমি ফিরে পেতে জমির মালিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটার খলিশাখালীতে অবৈধভাবে দখল হওয়া নিজেদের ক্রয়কৃত জমি ফিরে পাওয়ার দাবিতে জমির মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আশাশুনি উপজেলার শোভনালী ব্রীজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, এস এম মহিউদ্দিন(পাওয়ার মূলে মালিক), আব্দুল খালেক, শাহাজাহান আলী, বিকাশ, তালেব বদ্দি, সামাদ আলি, রেজাউল, কওসার, আদর আলী, নজরুল ইসলাম, বেলাল গাজী, আমির আলিসহ অন্যরা।

বক্তারা বলেন, আমাদের কাছে ক্রয়কৃত মূল কবলা দলিল, ডিগ্রির কাগজ, আমলনামা, ও সিএস রেকর্ডের যাবতীয় কাগজপত্র থাকা স্বত্ত্বেও ভূমিদস্যু, বিএনপি নেতা নলতা, কালীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম জালদলিলমূলে মালিকদের পক্ষ নিয়ে নিজে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ে আমাদের ঘেরের বাসাসহ বাসা বাড়ি ঘর লুটপাট করে, এমনকি গরু ছাগল ও মালামাল নিয়ে যায়। এই আজিজুল চেয়ারম্যান এতটাই দাপট দেখাচ্ছে যে, আমরা যারা প্রকৃত জমির মালিক, আমরা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ঘুরলেও সবাই তার বিরুদ্ধে নিশ্চুপ ভূমিকা পালন করছে।

তাদেরন্যায্য জমির অধিকার ফিরে পেতেঅন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।

অভিযুক্ত চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, যারা জমি দাবি করছে। তাদের সঠিক কাগজপত্র থাকলে নিয়ে আসুক। আমি তাদের কেই হারি দেবো। এখানে দখল করার কোন সুযোগ নেই। প্রকৃত মালিকের কাছ থেকে হারি নিয়ে আমি ঘের পরিচালনা করতে চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা: সাতক্ষীরার সাবেক এস পি চৌধুরি মঞ্জুরুল কবির, কাজী মনিরুজ্জামান সহ  ৩৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি :
জামায়াত নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরি মঞ্জুরুল কবির,সাবেক এস এস পি কাজী মনিরুজ্জামান সহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা আমলী ১ নং আদালতে নিহতের পিতা আকবর আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এফ আই আর এর নির্দেশ দিয়েছেন।

মামলার আসামীরা হলেন, , সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার ও সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা চৌধুরি মঞ্জুরুল কবির, সাবেক এ এস সি(সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ এনামুল হক, এস আই হেকমত আলী, এস আই শরিফ মিয়াজী, কুচপুকুর গ্রামের মৃত নেছার আলীর পুত্র রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, মৃত নজরুল ইসলামের পুত্র রনি, জনি, মৃত কালু কাহারের পুত্র নাজের আলী, কওছার আলীর পুত্র শিমুল, শাহিন, কওছারের স্ত্রী রাশিদা বেগম, মৃত আফতাব আলীর পুত্র কওছার আলী, ইসমাইল সরদারের পুত্র সাইফুল ইসলাম, রবিউল ইসলামের পুত্র সবুজ, নাজের আলীর পুত্র রাজু, হামজার আলী, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আনারুল ইসলাম,
মৃত নুরালী মোড়লের পুত্র রবিউল ইসলাম, অজিহার মল্লিকের পুত্র মাজারুল ইসলাম বাবু, মামুন বাবুল, মৃত আহম্মদ সরদারের পুত্র আ: গফফার, হাফিজুল ইসলামের পুত্র হাবিবুর রহমান,নূরুল ইসলামের পুত্র মোশারফ হোসেন, বকচরা গ্রামের দলিলুদ্দীন সরদারের পুত্র মিজানুর রহমান, বলাডাঙ্গা গ্রামের ছেয়ামুদ্দীন সানার পুত্র সুমন মেম্বর, থোনা গ্রামের ফেরাজতুল্লাহ গাজীর পুত্র মোশারফ চেয়ারম্যান, কামার বায়সা গ্রামের আব্দুল লতিফের পুত্র রাসেল,দেবনগর গ্রামের মৃত নেছার আলীর পুত্র মুনছুর আলী, ইটাগাছা গ্রামের মৃত আকরাম মোড়লের পুত্র আবুল কালাম, মাহমুদপুর গ্রামের আকরামের পুত্র কামরুল ইসলাম, কলারোয়ার বহুড়া গ্রামের অজিয়ার রহমানের পুত্র আমিরুল ইসলাম, কাশেমপুর গ্রামের নজরুল গাজীর পুত্র আলাউদ্দিন, সিদ্দিক দালালের পুত্র ইমরান হোসেন সোহাগ, লিয়াকাত কাহারের পুত্র সেলিম কাহার এবং বাকসা গ্রামের হাকিম ডাক্তারের পুত্র আলমগীর কবির।

মামলার বিবরনে জানা যায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর তৎকালিন পুলিশ সুপার চৌধুরি মঞ্জুরুল কবিরের নির্দেশে জামায়াত নেতা হাবিবুর রহমান হবি কে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অন্যান্য আসামীরা। পরের সকালে কদমতলা বাজারের একটি পুকুরের পাশে পাশে তার লাশ পাওয়া যায়। তার বুকে এবং মাথায় একাধিক গুলির চিহ্ন পাওয়া যায়। কতিপয় ব্যক্তি দ্রুত লাশটি দাফন করার জন্য তার পিতাকে চাপপ্রয়োগ করতে থাকে। একপর্যায়ে বাধ্য হয়ে তার পিতা দ্রুত দাফন সম্পন্ন করেন। এর আগে হবির বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর লুটপাট করে। বাড়িতে থাকা ৪লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায় তারা। সে সময় অনুকুল পরিবেশ না থাকায় মামলা করতে সাহস পায়নি। তবে শেখ হাসিনার পদত্যাগের পর পরিবেশ সৃষ্টি হওয়ায় নিহতের পিতা আকবর আলী বাদী হয়ে আদালতে এ মামলা দায়ে করেছেন। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন:  মনির সভাপতি-মোস্তফা সম্পাদক

শ্যামনগর প্রতিনিধিঃ দীর্ঘ একযুগ পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল, দৈনিক পত্রদূত শ্যামনগর প্রতিনিধি প্রভাষক সামিউল ইমাম আজম মনির এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি এস.এম. মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৪০ জন ভোটারদের মধ্যে ৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দৈনিক সমকাল, দৈনিক পত্রদূত পত্রিকার সামিউল ইমাম আজম মনির পান ৩১ ভোট ও আলোকিত বাংলাদেশের শ্যামনগর প্রতিনিধি আলমগীর সিদ্দিকী পান ০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি
এস.এম মোস্তফা কামাল ১৫ ভোট, অধিকরণের জিএম কামরুজ্জামান ৮ ভোট, দেশ সংযোগের আছাদুজ্জামান লিটন ৮ ভোট, ভোরের পাতার মনিরুজ্জামান মুকুল ৭ ভোট পেয়েছেন।এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ ও অর্থ সম্পাদক সোহরাব হোসেন। উৎসব মুখর পরিবেশে নির্বাচন পর্যবেক্ষণ করেন- শ্যামনগরের সাবেক এম, পি, গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জিব দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, বি,এন,পি, জামায়াত নেতৃবৃন্দ।
নির্বাচন কমিশনার প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী মাস্টার আব্দুল ওয়াহেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি এবং সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ উপস্থিত থেকে এই ফলাফল ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জি.এম মুনসুর আলম, সদস্য সচিব জি.এম মোহাম্মদ আলী ও সদস্য এস.এম আলমগীর হায়দার।

পূর্বে নির্বাচনকালীন সময়ে প্রেসক্লাবের কর্মকর্তাদের নামীয় মামলার বাদীও আনিসুর রহমান উপস্থিত হয়ে তার ভোটাধিকার প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাথে সাবেক এমপি হাবিবের সৌজন্য সাক্ষাৎ

তালা প্রতিনিধি:

সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদের সাথে ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,অধ্যাপক আমিনুল ইসলাম, সাতক্ষীরা পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন,সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ছাত্রনেতা মেহেদী হাসান সাগর প্রমূখ।

উল্লেখ্য, শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দিন কারাভোগের পর জামিন মুক্তি পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে কেরাণীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিপান তিনি। মুক্তি পেয়েই তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে যান। এসময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার ফুটবল টুর্নামেন্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সাংগঠনিক পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে চারদলীয় আন্ত :উপশাখা ফুটবল টুর্নামেন্ট -২০২৪ সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

পরে খেলায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা সভাপতি, আল মামুন ও এইচ আর ডি সম্পাদক, হাফেজ আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত থানা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা।

প্রধান অতিথি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, বর্তমান তথ্য প্রযুক্ত ও জাহেলিয়াতের যুগে ইসলামী ছাত্রশিবির আপনাদেরকে একজন জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলার দ্বীপ্ত অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে । আগামী দিনে বাতিলের সমস্ত চ্যালেজ্ঞের মোকাবিলায় আপনারা এক এক জন সাহসী যোদ্ধার ভুমিকা পালন করবেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় সাতক্ষীরার সাবেক এস পি  মঞ্জুরুল কবির, মনিরুজ্জামানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি :
১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, এস এস পি কাজী মনিরুজ্জামানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২ সেপ্টেম্বর সাতক্ষীরা আমলী ১নং আদালতে ভুক্তভোগী আহসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার ও সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা চৌধুরি মঞ্জুরুল কবির, সাবেক এ এস সি(সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ এনামুল হক, ইন্দ্রিরা গ্রামের মৃত কালাচান সরদারের পুত্র হবিবর রহমান, কুচপুকুর গ্রামের নেছার আলীর পুত্র রফিকুল ইসলাম, নজরুল ইসলামের পুত্র রনি আহম্মেদ, রফিকুল ইসলামের পুত্র সোহাগ, কওসার আলীর পুত্র শাহীন, নবাব আলীর পুত্র হামজার আলী, ভবানীপুর গ্রামের মৃত সাত্তারের পুত্র শামসুর রহমান, তেতুলতলা গ্রামের মৃত রজব আলীর পুত্র ওবায়দুর রহমান মানি,

ভবানীপুর গ্রামের ওয়াজেদ আলীর পুত্র ফারুক হোসেন, গদাঘাটা গ্রামের আনিছুর রহমানের পুত্র শাহ আলম, শিয়ালডাঙ্গা গ্রামের নবো কুমারের পুত্র রিন্টা মজুমদার, খানপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র ইব্রাহিম খলিল, সোনারডাঙ্গা গ্রামের মৃত আ: বারীর পুত্র আমানুল্লাহ, ঘরচালা গ্রামের রওশন মোড়লের পুত্র জাহারুল মোড়ল, আইয়ুব মোড়লের পুত্র মনিরুল মোড়ল, নেবাখালী গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র শাহাদত মোড়ল, আলাউদ্দিনের পুত্র ডালিম, মৃত আব্দুল মজিদের পুত্র মাসুম বিল্লাহ।

মামলার বিবরনে জানা গেছে, ২০১৩ সালে বালিয়াঙ্গা গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র বিএনপি কর্মী আহসানের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির। আহসান চাঁদা না দেওয়ায় মঞ্জুরুল কবিরের নির্দেশে তৎকালিন এ এস পি কাজী মনিরুজ্জামানসহ অন্যান্য আসামীরা তার বাড়িতে হামলা করে। আহসানের বাড়িতে থাকা ১৯ ভরি স্বর্ণ, নগদ ৮লক্ষ ৫০ হাজার টাকা লুটপাট করে। এছাড়া বাড়িতে থাকার টিভি, ল্যাপটপসহ মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে ক্ষতিসাধন করে।

আনুমানিক ৩ঘন্টা ধরে আহসানের বাড়িতে মধ্যযুগীয় বর্বরতা চালায়। এতে বাধা দেওয়ার চেস্টা করলে তার স্ত্রী সন্তানকে মারপিট করে গুরুতর আহত করে। এর প্রতিকার চাইতে গেলে উল্টো আহসান কে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করে। সে সময় উপযুক্ত পরিবেশ না থাকায় মামলা করতে পারেনি বলে জানান ভুক্তভোগী আহসান। তবে শেখ হাসিনার পদত্যাগের পর অনুকুল পরিবেশ সৃষ্টি হওয়ায় ন্যায় বিচারের প্রত্যাশায় আদালতে এ মামলা দায়ের করেছেন বলে জানান তিনি। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি ঃ “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে, এম, মাহাবুব কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: জয়— কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ সাহাবুদ্দিন, মোটরযান পরিদর্শক সজীব সরকার।
অনুষ্ঠানে বক্তারা পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। তারা আরো বলেন, মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সজীব সরকার। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবি ৯২ জন চালক অংশ গ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest