সর্বশেষ সংবাদ-
স্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামী সংগীত পরিবেশন : পুলিশ সদস্য মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতিশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দসাতক্ষীরায় ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যে আহত-২সাতক্ষীরায় বাস ইজিবাইক সংঘর্ষে একজনের মৃত্যু : আহত ৭তালায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি

নদী ভাঙ্গন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রেস বিজ্ঞপ্তি : খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০মে) সকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা আনুলিয়া শাখা অফিসের আয়োজনে হাজী মার্কেট এলাকায় দুদিন ব্যাপী এই ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেপুটি চিফ হেলথ্ অফিসার ডা. মো: আফজাল হোসেন, বেসরকারি সংস্থা আশার জেলা ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, আনুলিয়া ব্রাঞ্চের ম্যানেজার মো. বাশির উদ্দিন, আনুলিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেল্প সেন্টার ইনচার্জ ডা. নিত্যানন্দ প্রমূখ।

২০-২১ মে দুইদিন ব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি, ফিজিওথেরাপি, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষদ বিতরণ এবং ৫-১৬ বছর বয়সী বিশোর বিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। প্রায় ৪ শতাধিক রোগী বিনামূল্যে এসব সেবা গ্রহণ করবেন বলে জানান কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আগুনে পোড়া পরিবারকে টিন প্রদান

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় পিআইও অফিসের সহযোগীতায় আগুনে পোড়া পরিবারকে টিন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ২০ মে দুপুর ২টায় উপজেলা পরিষদের সামনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় অসহায় ও দুঃস্থ পরিবারকে বসতঘর নির্মানে সহযোগীতার অংশ হিসেবে মন্ত্রনালয় প্রদত্ত টিন ও আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন। এসময় দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, সাবেক সেনা সদস্য মহিউদ্দিন মহিদ,

উপজেলা প্রকল্প অফিসের ফিল্ড অফিসার রাজু হোসেন, শরিফুল ইসলাম ও খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় এধরনের সহযোগীতা প্রদান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘সবাই মিলে হাত মেলাই, দূষণমুক্ত সাতক্ষীরা চাই’, ‘পরিচ্ছন্ন চারপাশ, রোগবালাই হবে নাশ’, ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন, নিশ্চিত করে টেকসই উন্নয়ন’, ‘আসুন দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি’, ‘সঠিক জায়গায় ময়লা ফেলি দূষণমুক্ত আবাসন গড়ি’, ‘নিজের এলাকা পরিষ্কার রাখি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘সবাই মিলে শপথ গড়ি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ সবল বাংলাদেশ’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের যত্রতত্র ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টির পানি জমে ময়লা আবর্জনা ভেসে বেড়াচ্ছে। শহরে ময়লা আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট স্থান নেই। গড়ে তোলা হয়নি কোনো ডাম্পিং স্টেশন। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার সেবার মান তলানিতে। এ অবস্থা চলতে থাকলে সাতক্ষীরা পৌরসভা বসবাসের যোগ্যতা হারাবে।

এসময় বক্তারা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবি জানান।

মানববন্ধনে মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক নেতা প্রফেসর মোজাম্মেল হোসেন, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, ভূমিহীন নেতা আব্দুস সামাদ ও মফিজুর রহমান, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক সিফাত হোসেন ও ইমতি জামিল, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সেজুতি আটক

অনলাইন ডেস্ক :
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, তাকে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানার ২৫ (১৮/০২/২৫) নং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তি ঃ বাংলাভিশনের কান্ট্রি ডেস্ক ইনচার্জ ও সিনিয়র নিউজরুম এডিটর সাতক্ষীরার কৃতি সন্তান শাফিন খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ মে) বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশে আসার পথে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘ উনিশ বছর ধরে বাংলাভিশনে একনিষ্ঠভাবে কাজ করে আসছেন। বিকাল ৪টায় ঢাকাস্থ বাংলাভিশন অফিসের সামনে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে তাকে আনা হচ্ছে খুলনা শহরের রয়েল মোড়ের তালতলা এলাকায় তার বড় ভাই মামুন খানের বাড়িতে।

সেখানে মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে টুথপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। শাফিন খানের জন্ম ও বেড়ে ওঠা সাতক্ষীরা শহরের মুনজিতপুরে। তিনি মুনজিতপুর এলাকার মরহুম আব্দুল মুকিত খানের ছেলে। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে বাংলাভিশন পরিবারসহ তার নিজ জন্মভুমিতে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে অ্যাড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব মোল্যা, কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ এবং আসাদুজ্জামান সরদার মধু।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা

সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় সম্পাদকমণ্ডলী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়্। এছাড়া সকল সদস্য একমত হন যে, প্রেসক্লাবে কথিত দখলদার কমিটি সাধারণ সভার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টা করেছেন। সাধারণ পরিষদের সভা কমপক্ষে ৭দিনের নোটিশে ডাকার বিধান থাকলেও ২দিন আগে নোটিশ করা হয়েছে।

এছাড়া ৫১ ভাগ সদস্যের উপস্থিতিতে সাধারণ সভার কোরাম পূরণ হওয়ার বিধি থাকলেও সদস্য উপস্থিত ছিলেন ৯৬ জনের মধ্যে মাত্র ২৩ জন, যাদের অধিকাংশই সাংবাদিকতার সাথে যুক্ত নন।এমন সভায় কোনরুপ সিদ্ধান্ত গ্রহণ তো দূরের কথা,মুলতবী ঘোষণার বিধান থাকলেও তারা তা মানেননি। এমনকি তাদের পুরণো অভ্যাসমতো সদস্যদের মিটিংয়ে উপস্থিত দেখানোর নামে ভয়ভীতি দেখিয়ে রেজুলেশন খাতায় স্বাক্ষর করানোর চেষ্টা করছেন।

সভায় দখলদার কমিটির কাজে ও কথায় কারো বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কর্মশালা

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধি দের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে রুপান্তরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

আশ্বাস-মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” শীর্ষক প্রকল্পের আওতায় ও উইনরক ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, আশ্বাস প্রকল্পের ফিন্যান্স অফিসার সুমন চন্দ্র, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দিপ্তি রায়, মাহবুবুর রহমান ও কুমারেশ চন্দ্র মন্ডল সহ ইউনিয়নের উদ্যোক্তা’রা।

কর্মশালায় ডকুমেন্টারি মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের মানব পাচার শিকার ডকুমেন্ট চিত্র সচেতন মূলক হিসেবে প্রদর্শন করে।

কর্মশালায় আরো বলা হয়, মানুষ যতো আধুনিক হচ্ছে পাচারের পদ্ধতি ততো পরিবর্তন হচ্ছে। নতুন নতুন ফন্দি-ফিকির নিয়ে পাচারকারীরা মানুষের কাছে যাচ্ছে। সে কারণে মানুষকেও এসব বিষয়ে সঠিক তথ্য দিয়ে সতর্ক করা দরকার। মানুষ কতভাবে প্রতারিত হতে পারে সেসব বিষয়ে জানাতে হবে। তা না হলে মানব পাচার প্রতিরোধে কাঙ্খিত সুফল পাওয়া যাবে না। একইসাথে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে পাচারকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাচারকারীদের চিহ্নিত করে তাদেরকে সমাজের সামনে তুলে ধরতে হবে।
মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সারভাই ভারদের সুরক্ষা বিষয়ক কর্যক্রমে ইউডিসি প্রতিনিধিরা ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রচারণা চালাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুশব্যাক নয়, অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে–বিজিবির ভাসমান বিওপি উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি ঃ অবৈধভাবে যেসব ভারতীয় বাংলাদেশে আছেন তাদের ভারতের মতো পুশব্যাক করা হবে না। অবৈধ ভারতীয়দের প্রোপার চ্যানেলে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৭ মে) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিজিবির বয়েসিং ভাসমান বিওপি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। ভারতের কাছে চিঠিও দেয়া হয়েছে। বলেছি, পুশইন না করে প্রোপার চ্যানেলে পাঠাতে।

ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছেন না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের পুশব্যাকের চিন্তা নেই। প্রোপার চ্যানেলে পাঠানো হবে।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, যেখানেই পুশইনের চেষ্টা হচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হচ্ছে।
পুশইন রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, পুশইনের ফলে জঙ্গি-সন্ত্রাসী দেশে ঢোকার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। এরা যাতে ঢুকতে না পারে সে প্রত্যাশা করবো।

সুন্দরবনের জলসীমান্ত সুরক্ষায় বাংলাদেশ-ভারত সীমন্তবর্তী রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের সংযোগস্থলে বিজিবির এই ভাসমান বিওপিটি উদ্বোধন করা হয়েছে। বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানির দায়িত্বপূর্ণ জলসীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিতে এটি উদ্বোধন করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারতের ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৮০ কিলোমিটার নদীঘেরা। এর মধ্যে প্রায় ৭৯ কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্গত।

বিজিবি আরও জানায়, সুন্দরবনের গহীন অরণ্যের দুর্গম এই সুদীর্ঘ জলসীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা অত্যান্ত কষ্টসাধ্য। নানান প্রতিকূলতা ও অন্যান্য সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও বিজিবির রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি একটি স্থল বিওপি, ২টি ভাসমান বিওপি, একটি জাহাজ ও কিছু সংখ্যক জলযানের মাধ্যমে সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে। এর মধ্যে কৈখালী বিওপি ও কাঁচিকাটা ভাসমান বিওপির মধ্যকার দূরত্ব ৩০ কিলোমিটারেরও বেশি। ফলে মধ্যবর্তী বয়েসিং নামক স্থানে আরেকটি ভাসমান বিওপি স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় বয়েসিং খালে এই ভাসমান বিওপি স্থাপন করা হয়েছে।

বিজিবি সূত্রে আরো জানা যায়, বয়েসিং খালে স্থাপনকৃত বিজিবি’র তৃতীয় বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দু’জন অফিসারের নেতৃত্বে ৩৫ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে রায়মঙ্গল নদী ও বয়েসিং খাল দিয়ে নারী ও শিশু পাচার, মাদকসহ বিভিন্ন পণ্য চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে বিদেশি জাহাজ চলাচলসহ সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে নজরদারি করা হবে।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest