যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে সাতক্ষীরার যুবক নিহত

অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) টেক্সাসের বিউমন্টে একটি দোকানে গুলিবিদ্ধ হন তিনি

নিহত ওই শিক্ষার্থীর নাম শেখ আবির হোসেন ( ৩৪), সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট এলাকার মৃত আব্দুল হাকিমেরপুত্র। চলতি বছরের জানুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্রে যান। লামার ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী ছিলেন তিনি।

জানা গেছে, আবির টেক্সাসের ক্রিস ফুড মার্টে নিহত হন। সেখানে তিনি স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে।

স্থানীয় টিভি চ্যানেল কেএফডিএম জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবিরকে মৃত অবস্থায় দেখতে পায়।

আবিরের বড় ভাই জাহিদুল ইসলাম শনিবার সন্ধ্যায় জানান, আজ বিকেলে নিউইয়র্কে বসবাসরত এক পরিবারের সদস্য তার ভাইয়ের মৃত্যুর খবর তাকে জানান।

বিউমন্ট পুলিশ এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরে ১৯ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছেন। অপরজন এখনো পলাতক।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করতেন। পরে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একযোগে ৭টি উপজেলায় সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির জন্মদিন পালিত

নানা আয়োজনে একযোগে ৭টি উপজেলায় সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির জন্মদিন পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে কল্যান ব্যানার্জির জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল অহেদ, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, সময় টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, জেলা ওয়ার্কার্স পার্টিও সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, ওয়ার্কার্স পার্টি নেতা স্বপন কুমার শীল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, নাগরিক নেতা মশিউর রহমান পলাশ, কবি স ম তুহিন, সাংবাদিক ফরিদ আহমেদ ময়না, ছড়াকার আহমেদ সাব্বির প্রমুখ।

এর আগে ঈষিকা পরিবারের আয়োজনে কেক কাটা অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা-১ আসনের এমপি এড. মুস্তফা লুৎফল্লাহ, ঈষিকার স্বত্বাধিকারী পাভেল রহমান, আমীর হামজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে এক যোগে সাতক্ষীরার ৭টি উপজেলায় বিভিন্ন সময়ে কল্যাণ ব্যানার্জির জন্মদিন পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জীবনের বাকি  সময় টুকু মানুষের সেবায় বিলাতে চাই ৃ. গোলাম রেজা

কালিগঞ্জ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (কালিগঞ্জ-শ্যামনগর) আংশিক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর নোঙ্গর প্রতীকের প্রার্থী সাবেক সংসদ এইচ.এম, গোলাম রেজা‘র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। (৩০ ডিসেম্বর) শনিবার সন্ধ্যায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য আব্দুল কাদেরের সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় জনগনের কল্যাণে উন্নয়ন ও উৎপাদনের সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন সাবেক এই সংসদ। নির্বাচনী জনসভায় তিনি বলেন, মহান রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি ক্ষুধার্ত নই। জনকল্যাণে জীবনের বাকী সময়টুকু বিলিয়ে দিতে চাই। বিগত দিনে এই এলাকার রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোঙ্গর প্রতীকে আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে পূনরায় আবারও নির্বাচিত করবেন। তাহলে এই জনপদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারবো। নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন সমাজ সেবক, ইঞ্জিঃ ইউনুস আলী, এ্যাডঃ এম, সোলাইমান, এ্যাডঃ মুনসুর আলী, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধার সন্তান নুরুল ইসলাম, নুরুজ্জামান গাজী, শাহিনুজ্জামান রিপন, আলম সানা, উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি মুকুল বিশ্বাস, সাংবাদিক আব্দুল হাকিম, আটুলিয়া থেকে আগত আমিনুর রহমান, স.ম, আবু ঈসা, নাসির উদ্দীন, মাওঃ উমর ফারুক, আবুল বাসার, খায়রুল আলম ও আনছার উদ্দিন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এর জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

কালিগঞ্জে খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এর জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার
কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এর (১৫০তম) জন্ম বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের আয়োজনে (৩০ ডিসেম্বর) শনিবার বেলা ১০টায় পাক রওজা শরীফ প্রাঙ্গণে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আছেননিয়া মিশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডঃ কাজী আলী আজম। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্যিক ও প্রবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান। শ্রষ্ঠার এবাদাত, সৃষ্টির সেবা এই ব্রতকে সামনে রেখে কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক (এমপি‘র) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আব্দুর রশিদ। এসময় তিনি বলেন, সুফি সাধক খানবাহাদুর আহছানউল্লা ছিলেন আলোকিত জ্ঞান সমৃদ্ধ শিক্ষা ও সমাজ সংস্কারক একজন ব্যাক্তি। শিক্ষা ক্ষেত্রে তার অনেক অবদান রয়েছে। তিনি ছিলেন অভিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা বিজ্ঞানী, শিক্ষা সংস্কারক ও দার্শনিক। তার রেখে যাওয়া দর্শণ ও আদর্শকে আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে। সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, এছাড়াও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসী ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. আহসানুল হাদী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আনারুল ইসলাম। খানবাহাদুর আহছানউল্লা (রঃ) ইন্সটিটিউটের পরিচালক সহকারী অধ্যাপক মনিরুল ইসলামের পরিচালনায় সেমিনারে অনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দের আসন গ্রহণ, পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত গজল পরিবেশনের ফিরোজ আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আহ্ছানিয়া মিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুলসহ সাংবাদিক বৃন্দ, শিক্ষক মন্ডলী, সামাজিক সংগঠনের কর্মকর্তাসহ প্রায় তিন সহস্রাধীক ধর্মপ্রাণ ব্যাক্তিবর্গ। সেমিনার শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি প্রেসক্লাবে প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জীর জন্মদিন পালন

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে প্রথিতযশা সাংবাদিক, কলামিষ্ট, স্বাধীনতা স্বপক্ষের বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রথম সারির সৈনিক, সমাজকর্মী ও প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জীর ৬২তম জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষ্যে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.কে হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সহ—সভাপতি আলী নেওয়াজ, সহ—সভাপতি সচ্চিদানন্দ দে সদয়, যুগ্ম—সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাহিত্য, ক্রীড়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বিলালী, জগদীশ চন্দ্র সানা, ইয়াছিন আরাফাত, বাংলা টিভির জেলা প্রতিনিধি গোপাল কুমার মন্ডল, প্রভাষক দীপঙ্কর কুমার মল্লিক, গৌতম ব্যানার্জী, লিংকন আসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন প্রথিতযশা সাংবাদিক ও কলামিষ্ট কল্যাণ ব্যানার্জী সাংবাদিকদের সুখে দুঃখে পাশে থেকেছেন। কোন সাংবাদিক বিপদে পড়লে সর্বপ্রথম তিনিই তার পাশে দাঁড়িয়েছেন। বিগত দিনে আমাদের অনেক সাংবাদিকের বিভিন্ন সমস্যায় তাকে পাশে পেয়েছি। তিনি এমন একজন সাংবাদিক নতুন প্রযন্মের সাংবাদিকদের তাকে অনুসরন করে চলা উচিৎ। এসময় সাংবাদিকবৃন্দ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর আসনের স্বতন্ত্র প্রার্থী এমপি রবির নির্বাচনি মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের লেকভিউ কমিউিনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি ও এমপি রবির কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এমপি রবি এ সময় তার ঈগল প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, আিগামীতে নির্বাচিত হলে তিনি তার অসমাপ্ত উন্নয়ন কাজ গুলো সমাপ্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, ঘোনা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, বল্লী ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. মহিদুল ইসলাম, বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান,

ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), আগরদাঁড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজনুর রহমান মালি, বৈকারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জলিল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রথম বারের মত জাতীয় প্রবাসী দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি: “প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই পতিপাদ্যে সাতক্ষীরায় প্রথম বারের মত জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র আয়োজনে শনিবার শহরের বিনেরপোতা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি থেকে বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রতারিত হওয়া ৫০জন প্রবাসী কর্মীদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি)সরোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, বাংলাদেশ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা সহকারি ব্যবস্থাপক মোঃ সাদেক আলী, প্রবাসী কল্যাণ ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক প্রসাদ কুমার মজুমদার, বিসিক এর ব্যবস্থাপক গোলাম সাকলাইন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ আরও অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর আসনে কৃষক লীগের লাঙ্গল প্রতীকের প্রচার অব্যাহত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে মহাজোটের প্রার্থী মোঃ আশরাফুজ্জামান আশুর লাঙ্গল প্রতীকের প্রচারে লিফলেট বিতরণ ও জনসংযোগ অব্যাহত রেখেছে কৃষকলীগের নেতৃবৃন্দ।

শনিবার ভোরে সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ডে লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে এই নির্বাচনী প্রচার চালানো হয়। সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল’র নেতৃত্বে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ আনারুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম রনি,পৌর কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার(গ্রাম্য)মোঃ রুহুল আমিন, ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ আফসার আলী, ৫নং ওয়ার্ড কৃষক লীগের সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন সহ প্রমুখ কৃষক লীগ নেতৃবৃন্দ।

নির্বাচনী প্রচারে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বলেন,”কৃষি এবং কৃষকের উন্নয়নে মহাজোট প্রার্থীকে লাঙ্গল প্রতীকে ভোট প্রদান করে শেখ হাসিনা কে আবারো টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে।”(প্রেস বিজ্ঞপ্তি) ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest