সাতক্ষীরা সরকারি বালিকা  উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক উৎসব দিবস

নিজস্ব প্রতিনিধি: শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জানুয়ারী) শীতের সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। সোমবার
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় তিনি বলেন, ‘বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

শিক্ষাক্ষেত্রের বিনিয়োগ ও অর্জনকে আমাদের সরকার সবচেয়ে বড় বিনিয়োগ ও অর্জন হিসেবে দেখছে। আমাদের ছেলে-মেয়েরা যদি মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে, শিক্ষা-দীক্ষা সর্বক্ষেত্রে বাংলাদেশের মানুষ হবে শ্রেষ্ঠ, সেটাই জননেত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য। শিক্ষা হলো দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, মো. হাবিবুল্লাহ, মো. আসাদুজ্জামান, সুলতানা পারভীন, রবিউল ইসলাম, হারাধন আইস, বাবলু স্বর্ণকার প্রমুখ।

বই উৎসবে এ বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৭৮০ জন শিক্ষার্থীদের হাতে ১৭ হাজার ৫শত সেট নতুন বই তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আনিসুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নে জাতীয় পার্টির নির্বাচনী গণসংযোগ

আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নে জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী গণসংযোগ করা হয়েছে। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন দু’টির বিভিন্ন বজার ও গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ করা হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন, সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ আংশিক) আসনে জাপা মনোনীত প্রার্থী এ্যাড. আলিফ হোসেন। ইউনিয়ন দু’টির কাদাকাটি, দরগাহপুর, রামনগর ও খরিয়াটিসহ বিভিন্ন বাজার ও স্থানে সমাবেশে তিনি প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন।

অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, সদর ইউনিয়ন সভাপতি আঃ রহিম, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান, জাতীয় পার্টি নেতা মাহবুবুর রহমান, মোঃ লাল্টু হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। (৩১ ডিসেম্বর) রবিবার দুপুরে বিদ্যালয়ের হলরুম শিক্ষকদের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান ও সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সম্বর্ধিত অতিথি আব্দুল হামিদ।

সিনিয়র সহকারী শিক্ষক জিএম, আবু আব্দুল্লাহ হাসানের পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শিক্ষক আছাফুর রহমান, রোকনুজ্জামান, আহছানুল আলম লাভলু, শিরিনা সুলতানা, ক্রিড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান প্রমুখ।

উল্লেখ্যঃ বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল হামিদ ২০২৩ সালের আগস্ট মাসে সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। গত ৫ মাসে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার স্থলে সিনিয়র শিক্ষক গোপালচন্দ্র গাইন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সবজি চাষে কৃষাণ কৃষাণিদের প্রশিক্ষণ

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট এসএসসিপি কৃষি বিপণন অধিদপ্তর পোস্ট হাভেস্ট এন্ড পাইমারি প্রসেসিং বিষয়ে কৃষাণ কৃষাণিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। (৩১ ডিসেম্বর) রবিবার বেলা সাড়ে ১০টায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণ প্রদান করেন মার্কেটিং ফ্যাসিলিটিটর শেখ আবু বক্কর সিদ্দিক।

এসময় তিনি বলেন, উপজেলায় কৃষক কৃষিণীদের সবজি চাষে উদ্বুদ্ধ করতে এই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২৪ ডিসেম্বর থেকে এই প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। প্রতিটি ব্যাজে ২৫ জন কৃষক-কৃষাণি অংশগ্রহণ করবে।

মোট ১২০টি ব্যাজে কৃষাণ-কৃষাণিদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষে ক্ষেত থেকে সবজি তুলে বাজারে বিক্রির জন্য প্রত্যেককে একটি করে প্লাস্টিকের বাস্কেটসহ ৮ হাজার টাকা দেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমাকে নির্বাচিত করলে আপনাদের সেবায় কাজ করবো ….আতাউল হক দোলন

কালিগঞ্জ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (কালিগঞ্জ-শ্যামনগর) অংশিক আসনে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। (৩১ ডিসেম্বর) রোববার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী হাইস্কুলের মাঠে বিশাল এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক সরদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আ‘লীগের নৌকা প্রতীকের দলীয় পদপ্রার্থী এসএম, আতাউল হক দোলন। ইউপিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পালের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম, শফিউল আযম লেলিন, শ্যামনগর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিছুর রহমান, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, আ’লীগের নেতা শেখ আব্দুল্লাহ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের উপদেষ্টা মাসুদা খানম মেধা, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, কালিগঞ্জ উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যাক্ষ একেএম, জাফরুল আলম বাবু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বলেন, আমি আপনাদের দেওয়া ভালোবাসায় মুগ্ধ। আগামি ৭ জানুয়ারি আপনার মূল্যবান ভোট নৌকা প্রতীকে দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার ভূমিকা রাখবেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্ঠা করে যাচ্ছেন। আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-৪ আসন ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত। ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করলে কালিগঞ্জ অংশের ৮টি ইউনিয়নে বেশি অবদান রাখবো।

বিগত সংসদরা যে ভূলটি করে আপনাদের বঞ্চিত করেছে আমি সেটা মাথায় রেখেই কাজ করবো। গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মিদের উদ্দেশ্যে করে তিনি বলেন, প্রতিদ্বন্দী প্রার্থী প্রতিনিয়ত আচারণবিধি লঙ্ঘন করেই চলেছে। জনপ্রতিনিধি, নেতাকর্মী ও সমর্থকদের হুমকী ধমকী দিচ্ছে। আমি তাদের হীনমন্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অপপ্রচার ও আচারণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে আপনারা কলম ধরবেন আশাকরি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক হুমায়ুন কবির

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আশাশুনি উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ৩১ ডিসেম্বর ২০২৩ হতে ১জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার ও সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে আশাশুনি সরকারি কলেজ এবং আশাশুনি সরকারি বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রধান অতিথি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, সাতক্ষীরা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষভাবে সুসম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তাই এ নির্বাচনের সাথে যুক্ত ও দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আইনানুগভাবে ব্যক্তিস্বার্থের উর্ধ্বে থেকে অর্পিত কর্তব্য যথাযথভাবে পালনের উদ্দেশ্যে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। জেলা প্রশাসক আরও বলেন, যদি কোন ব্যক্তি পক্ষপাতদুষ্ট কোনো প্রকার কাজ করার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারের জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ আপনারা দেবেন না এর ব্যতয় ঘটলে আপনাদের চাকরির দায়ভার আপনারাই নিবেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসে আশাশুনি উপজেলায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের যেকোন প্রয়োজনে জেলা ও উপজেলা প্রশাসন এবং সকল আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা আপনাদের পাশে আছে। বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার, সাতক্ষীরা মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের সার্বিক সহযোগিতা করবে।

আপনারা সততা এবং দক্ষতার সহিত দায়িত্ব পালন করবেন। পক্ষপাতিত্ব করার কোন সুযোগ নেই। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনসহ থানার অফিসার ইনচার্জকে জানাবেন, নির্বাচনী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবেন, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর এর সভাপতিত্বে দেবহাটা সার্কেল জামিল আহমেদ, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় দুই দিনের প্রথম দিনে ৮৬ টি কেন্দ্রের জন্য বাছাইকৃত ৯৪ জন প্রিজাইডিং অফিসারসহ সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাচন অফিসার মেহেদী হাসানসহ আরও ৫জন কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জলবায়ু পরিবর্তনে নারীর মানসিকতা উন্নয়ন শীর্ষক কর্মশালা

কে এম রেজাউল করিম দেবহাটা: সুন্দর সমৃদ্ধ জীবন গড়তে এবং জলবায়ু পরিবর্তনে নারীর মানসিক উন্নয়নে বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের নারী কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম, এ কাশেম। অতিথি ছিলেন যথাক্রমে প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোসলেহউদ্দীন (মুকুল), বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থা দেবহাটা উপজেলার প্রধান উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আসমা পারভীন, কোষাধ্যক্ষ খাদিজা হাফিজ রুপা , সদস্য রেহানা খাতুন, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ। এসময় সদস্যরা বলেন, এই জনকল্যাণ ও পরিবেশবান্ধব কাজে দেবহাটার বিশিষ্ট সমাজসেবক ও আ.লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম নিঃস্বার্থভাবে উৎসাহ-অনুপ্রেরণা ও আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন।

বিধায় দেবহাটার অবহেলিত নারীরা আজ জনকল্যাণমূলক কাজে এগিয়ে যেয়ে জেলা তথা দেশের মানুষের নজরে এসেছে। এই নারী সংস্থার পরিবেশ বান্ধব মনোমুগ্ধকর কাজগুলো আগামীতেও চলমান থাকবে বলে তারা জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার দেবহাটা উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন নাহার লাকী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর আসনে লাঙ্গল প্রতিকে কৃষকলীগ ছাত্রলীগের যৌথ প্রচারনা

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে মহাজোট প্রার্থী মো: আশরাফুজ্জামান আশুর লাঙ্গল প্রতিকের যৌথ প্রচারনা চালিয়েছেন কৃষকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। রবিবার দিনভর শহরের বাঁকাল ও সিটি কলেজ এলাকাসহ কাশেমপুর গ্রামে লাঙ্গল প্রতিকের লিফলেট বিতরণের মধ্য দিয়ে ব্যাপক নির্বাচনী প্রচারনা চলানো হয়।

নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য মো: মঞ্জুর হোসেন, জেলা সাধারণ সম্পাদক মো: সামছুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক মো: ওবায়দুল্লাহ ইসলাম, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ মো: আনারুল ইসলাম,সহ-সভাপতি এ আর হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান, পৌর ৯নং ওয়ার্ড সভাপতি মো: মিজানুর রহমান,

৬নং ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং জেলা ছাত্রলীগের প্রচারনা চালান ছাত্রলীগ নেতা নাহিদ হাসান আল কোরাইশী, মো: মহিউদ্দীন, হাসিব হাসনাত, হাসিবুল হাসান, মো: মেহেদী হাসান, ইয়াসিন আরাফাত, আকাশ, সাকিব হাসান, মাহির, আরিফুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest