৭ জানুয়ারির অবৈধ ভোট বর্জনের দাবিতে সাতক্ষীরায় সভা

প্রেস বিজ্ঞপ্তি :
৭ জানুয়ারির অবৈধ ভোট বর্জনের দাবিতে সাতক্ষীরায় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে সাতক্ষীরা জজকোর্ট চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এড. আকবর আলী।

প্রধান অতিথি ছিলেন, বিএনপি নেতা এড. তোজাম্মেল হোসেন তোজাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এড. কামরুজ্জামান ভুট্টো, এড. এবিএম সেলিম, এড. মোস্তফা জামান, এড. আব্দুস সোবহান মুকুল, এড আবু সাঈদ রাজা, এড. আরিফুর রহমান আলো, এড. শহিদুল ইসলাম, এড. ইমরান হোসেন শাওন, এড. শামসুদ্দোহা খোকন, এড. ইয়াছিন হাবিব, এড. খায়বার রহমান, এড. খোরশেদ আলম ডালিম, এড. মিজানুর রহমান, এড. জি এম ফিরোজ আহমেদ, এড. আব্দুল জলিল-৩, এড. সিরাজুল ইসলাম-৫সহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, প্রহসন মূলক ভোট বর্জন করে এই ফ্যাসিস্ট সরকারকে বুঝিয়ে দিতে হবে দেশের মানুষ গণতন্ত্র চায়। আমরা ভোট কেন্দ্রে যাবো না এটাই হবে আমাদের প্রতিবাদ। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ট্রাক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আহত- ২

কালিগঞ্জ প্রতিনিধি :

সাতক্ষীরা মুন্সিগঞ্জ মহাসড়কের নতুনহাট দুদলি নামক স্থানে ট্রাক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হয়েছে।

আহাতরা হলেন কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলি গ্রামের আ. রাশেদের ছেলে বাবু (৩০) ও একই গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আসাদুল ইসলাম (২৮)।

সরেজমিনে জানা যায,পরিবহনটি শ্যামনগর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাচ্ছিল এবং ট্রাকটি বগুড়া থেকে কাঁচা মরিচ নিয়ে মৌতালার আসছিল। বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা মুন্সিগঞ্জ মহাসড়কের নতুনহাট দুদলি নামক স্থানে পৌছালে ট্রাক যার নং (যশর ড ১১- ০৪২০) ও জয় পরিবহন যার নং ( ঢাকা মেট্রো ব ১৫- ৯৯৯২) মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হয়।

খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দ্রুত ঘটনা স্থলের ছুটে গিয়ে আহত ড্রাইভার এবং হেলপারকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশসংখ্য জনক দেখে দ্রুত সাতক্ষীরা সদর হসপিটালে রেফার করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং সংঘর্ষ কবলিত বাস এবং ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেই। ঘটনাস্থল থেকে পরিবহন ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়।পরবর্তীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাঙ্গল প্রতিক বিজয়ের লক্ষ্যে সদরের বাদামতলা ও ছনকায় নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিনিধি : ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী মো: আশরাফুজ্জামান আশুর লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মহাজোটের আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার বাদামতলা বাজারে উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সদর-০২ আসনে মহাজোটের প্রার্থী আশরাফুজ্জামান আশু। সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, শীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম বিপুল, কুশখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তযোদ্ধা াাব্দুর গফুর, বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগ নেতা মহিবুল সরদার। এদিকে, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাঙ্গল প্রতিক বিজয়ের লক্ষ্যে সদরের ঘোনা ইউনিয়নে মহাজোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধা ৭ টায় ঘোনা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনে মহাজোটের লাঙ্গল প্রতিকে সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুজ্জামান আশু। ঘোনা ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টিও সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ সভাপতি আসাদুজ্জামান অসলে, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, সদর উপজেলা যুবলীগের সাদারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি সহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ২০১৩ সালে পালিয়ে ঢাকায় গিয়েছিলেন। কোন মাধ্যমে তদবির করে জগদ্দাল পাথরের মতো সাতক্ষীরায় চেপে বসেছিল ইংরেজি বলা এক ব্যক্তি। অথচ নির্বাচনী হলফ নামায় শিক্ষাগত যোগ্যতার স্থানে লিখিছেন স্বশিক্ষিত। অথ্যাৎ তার শিক্ষাগত যোগ্যতার একাডেমিক সনদ নেই।

কথায় কথায় হাকিয়ে দেওয়া ওই ব্যক্তিকে সাতক্ষীরাতে বিতাড়িত করতে হবে। বক্তারা আগামী ০৭ জানুয়ারী লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে আশারাফুজ্জামান আশু কে বিজয়ী করার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় নৌকা প্রতিকের প্রার্থী স্বপনকে বিজয়ী করার লক্ষে জনসভা

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনকে বিজয়ী করার লক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে তালা সরকারী বিদে মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।
বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুণ-অর-রশিদ, উপ- প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, জেলা কৃষকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান, ইকবল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জি এম শফিউর রহমান ডানলপ, তাঁতী লীগের সভাপতি কামরুজ্জামান রিংকু ও উপজেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক ফারদীন এহসান দ্বীপ প্রমুখ।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকের নৌকা প্রতিকের পক্ষে মিছিল সহকারে সভা স্থলে নেতা কর্মী উপস্থিত হলে জনসভাস্থল জনসুমুদ্রে পরিণত হয়।

বিশাল নির্বাচনী জনসভায় ফিরোজ আহম্মেদ স্বপন বক্তবে তিনি বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার মনোনয়ন দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে আহ্বান জানান।’
প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, আপনাদের কাছে আহ্বান, আপনারা আগামী ৭ তারিখে সবাই ভোট দিতে যাবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বল্লীতে ঈগল প্রতিকের প্রার্থীর জনসভা

প্রেস বিজ্ঞপ্তি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বল্লী বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমি ১০ বছর আপনাদের এলাকার উন্নয়নে নিরলস পরিশ্রম করেছি। আমার কিছু অসমাপ্ত উন্নয়ন কাজ আছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আর একটিবার আপনারা আমাকে ঈগল প্রতীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমার অসমাপ্ত কাজ শেষ করতে চায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরাস্থল বন্দরে ভারতীয় ভূষির ট্রাক থেকে ১৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :
ভোমরাস্থল বন্দরে ভারতীয় ভূষির ট্রাক থেকে ১৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এন এস আই) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে ভোমরা বন্দর দিয়ে প্রবেশ করা ভূষির ট্রাকের তেলের ট্যাংকের মধ্যে বিশেষ কাদায় লুকিয়ে রাখা ফেন্সিডিল উদ্ধার করা হয়। ট্রাক টির নাম্বার ডাব্লু বি-২৫এফ-১৮৬৭।

ভোমরা কাস্টমস সুপার ইনাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ট্রাকটি আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শীতে কুমড়া বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছে গৃহকর্মীরা

কে এম রেজাউল করিম দেবহাটা :
শীতের অন্যতম একটি সুস্বাদু ও পরিচিত খাবার কুমড়া বড়ি। তরকারীর সাথে রান্না করে খাওয়ার প্রচলণ বহু বছরের। শীতের মৌসুম এলেই দেবহাটায় শুরু হয় কুমড়া বড়ি তৈরির মেলা, কিন্তু অন্য অন্য বছরের তুলনায় এই বছর শীত শেষ মুহূর্তেও বড়ি তৈরির কাজে ব্যস্ত সমায় পার করছে দেবহাটার গৃহকর্মীরা। গ্রামের অনেকেই নিজেদের খাওয়ার জন্য ছাড়াও জীবিকা হিসেবে বেছে নিয়েছে ।

দেবহাটা উপজেলার প্রায় প্রতিটা বাড়িতে দেখা যায় শীত এলেই বড়ি তৈরি করে । কার্তিক থেকে ফাল্গুন মাস অবধী চলে কুমড়া বড়ি তৈরির উৎসব।বড়ি তৈরির ব্যাপারে উত্তর সখিপুর গ্রামের শাহজান মিস্ত্রির স্ত্রী মাহফুজা বেগম বলেন কুমড়ার বড়ি তৈরির গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য, আমার বয়স ৪০ বছর আমি ছোট থেকে দেখে আসতেছি শীত কাল পড়লে গ্রামের মা- চাচিরা কুমড়া দিয়ে বড়ি তৈরি করতো সেটা খেতেও অনেক সুস্বাদু হয়।

এটা বিভিন্ন রকম তরকারি সাথে দিয়ে রন্না করে তরকারিতে অন্য রকম স্বাদ আসে। আগে যেমন আমরা দেখতাম মা – চাচিরা বাড়িতে শিল- নোড়া, বা হিজুর- মালশা ফেলে ডাল কুটার কাজ করতো কিন্তু এখন আধুনিকতার ডাল কুটার মেশিন বের হয়েছে এখন আমাদের অনেক কষ্ট কম হয়, নিজেদের পরিবারের চাহিদা মতো বড়ি তৈরি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জুবলি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : “শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় সিলভার জুবলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে জেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।

সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, জেলা সহরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সাতক্ষীরা সদর ইনট্রাক্টর বৈদ্যনাথ সরকার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদ কবীর, মাসুম বিল্লাহ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসান মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো।

এসময় প্রধান অতিথি বলেন, ‘বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। শিক্ষাক্ষেত্রের বিনিয়োগ ও অর্জনকে আমাদের সরকার সবচেয়ে বড় বিনিয়োগ ও অর্জন হিসেবে দেখছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest