সর্বশেষ সংবাদ-
শেখ হাসিনা একের পর এক মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছিল- সাবেক এমপি হাবিবতালায় খলিলনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনসাংবাদিকতার ক্ষেত্রে আইন বহির্ভুত হস্তক্ষেপ মেনে দেয়া হবে নাসাতক্ষীরায় রেড ক্রিসেন্টের দরিদ্র পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণে অনিয়মের অভিযোগদেবহাটার মামুন জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীতইটাগাছায় রোজাদারদের সম্মানে ঠিকাদার আশরাফ আলীর ইফতারশ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও বেশি হরিণের মাংস জব্দ-আটক ১খলিশাখালীতে খাসজমির সংক্রান্তে হাইকোর্টে মামলার রিটের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধনআছিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরা জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধনধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতার

দেবহাটায় ৩শ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়িসহ দুই মৎস্যব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় র‌্যাবের অভিযানে ৩০০ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়িসহ দুই মৎস্যব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার টিকিটি এলাকা তাদের আটক করা হয়।

আটককৃতদের পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক সাতক্ষীরার নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লহ আল মামুন আটক রবিন্দ্র নাথ সরকারকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং রফিকুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় ১১ জন নারী কর্মচারীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত চিংড়ি মাছ গুলো পরে স্থানীয় এলাকাবাসীর সামনে ডাম্পার ট্রাকের চাকার তলায় দিয়ে বিনষ্ট করা হয়।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, দেবহাটা উপজেলার হিজলডাংগা গ্রামের তারাপদ সরকারের ছেলে রবিন্দ্র নাথ সরকার ও ঢালিরঘের এলাকার হাজী মোস্তফা সানার ছেলে রফিকুল ইসলাম।

অভিযানকালে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কট কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হাসান, উপজেলা মৎস্য অফিসের সিনিয়র সাইন্টিফিক অফিসার নূরে আলমসহ অন্যান্যরা।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কট কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিকিট এলাকার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে অপদ্রব্য (জেলি) পুশকৃত ৩০০ কেজি বাগদা চিংড়িসহ উক্ত দুই মৎস্য ব্যবসায়ীসহ ১৩ জনকে আটক করা হয়। এরপর তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক দুই জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন এবং বাকী ১১ জন নারী কর্মচারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। তিনি আরো জানান, জব্দকৃত চিংড়ি মাছ গুলো পরে স্থানীয় এলাকাবাসীর সামনে ডাম্পার ট্রাকের চাকার তলায় দিয়ে বিনষ্ট করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। (১৪ নভেম্বর) মঙ্গলবার সকালে ছফুরননেছা মহিলা কলেজের হলরুমে আই এফ আই সি ব্যাংকের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন, আই এফ আই সি ব্যাংকের সাতক্ষীরা শাখার ম্যানেজার হাসানুর রহমান।

আই এফ আই সি ব্যাংকের সাতক্ষীরা শাখার সিএসএম মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ছফুরননেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, আই এফ আই সি ব্যাংকের সাতক্ষীরা শাখার অফিসার শামিমা ইয়াসমিন,

পাটকেলঘাটা উপশাখার ইনচার্জ আফরিন আহমেদ, ছফুরননেছা মহিলা কলেজের সহকারী শিক্ষক পম্পাবতি মুখার্জি, প্রদীপ কুমার দাস,এ আর এম সেলিম আক্তার সহ আরো অনেকে। সেমিনারে মূল উদ্দেশ্য নারীদের কে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এবং ব্যাংকিং নিয়ে সচেতনতা সৃষ্টি করা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বসন্তপুর নদীবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বসন্তপুর নদীবন্দরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ৩ টায় খুলনায় অনুষ্ঠিত জনসভা থেকে বহুল প্রত্যাশিত এই বন্দরের কার্যক্রম উদ্বোধন করেন।

বসন্তপুর নদীবন্দর উদ্বোধন উপলক্ষে কালিগঞ্জ সীমান্তে ইছামতি, কালিন্দী ও কাকশিয়ালী নদীর মোহনায় উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে সোমবার বেলা আড়াইটায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলে বিআইডাব্লিউটিএ’র খুলনা বিভাগীয় উপ-পরিচালক পিযুষ সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী, বসন্তপুর নৌ-বন্দর বিষয়ক সাব কমিটির আহবায়ক এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ।

বসন্তপুর নদীবন্দর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও বিপুল সংখ্যক এলাকাবাসী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সীমান্তের ইছামতী-কালিন্দী ও কাকশিয়ালী নদীর মোহনায় অবস্থিত কালিগঞ্জের বসন্তপুর গ্রাম। ৫৮ বছর আগেও এই গ্রামে ছিল সমৃদ্ধ নৌবন্দর। এই নৌবন্দররে মাধ্যমে বৈদেশিক বাণিজ্য হত ভারতের সঙ্গে। তখন বসন্তপুর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ-ভারত যাতায়াত করা যেতো। এছাড়া সাতক্ষীরায় উৎপাদিত মাছ, কাঠ ও কাঠের তৈরি সামগ্রিসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হত। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর এই বন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমান সরকারের আমলে বন্দরটির কার্যক্রম পুনরায় চালু করতে বিশেষ উদ্যোগ নেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। একইসঙ্গে তাকে আহ্বায়ক করে বসন্তপুর নদী বন্দর বিষয়ক একটি সাব কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগ। এজাজ আহমেদ স্বপনের আবেদনের প্রেক্ষিতে সরকার গত অক্টোবর নৌবন্দরটি নতুন করে ‘বসন্তপুর নদীবন্দর’ ঘোষণা করে এবং বিআইডবিøউটিএকে নবঘোষিত বসন্তপুর নদীবন্দররে সংরক্ষক নিযুক্ত করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে র‌্যালি

যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, তানভীর হোসাইন সুজন, সদস্য আল আমিন শুভ, আশাশুনি উপজেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির সুমন, আলাউদ্দিন লাকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপি জগলুল হায়দারের নির্দেশনায় শ্যামনগরে অবরোধ বিরোধী মিছিল

বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াতের ডাকা ১২ ও ১৩নভেম্বর সকাল সন্ধা ৪৮ ঘন্টার অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নির্দেশনায় উপজেলা যুবলীগ ,ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দের আয়োজনে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধা সাড়ে ৬টায় ৫ শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শ্যামনগর বাসস্টান্ড চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক প্রভাষক মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ও শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারন সাধারন সম্পাদক এম এম মাহবুব বাবুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ন আহবায়ক হাফিজ সরদার,শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মোস্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামূল হক লায়েস, সাবেক সাধারন সম্পাদক জাহিদুর রহমান শাওন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শেখ সুজন, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম গাইন, আটুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ওহিদুল ইসলাম, শ্যামনগর মটর শ্রমীকের সভাপতি সাবের মিস্ত্রী,সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,

শ্যামনগর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, যুবলীগ নেতা এস এম ফেরদাউস হায়দার, রবিউল ইসলাম, শ্যমনগর মহসিন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্যামনগর কলেজ ছাত্রলীগ নেতা এস এম ফয়সাল হায়দার। এসময় আরোও উপস্থিত ছিলেন , শ্যামনগর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান জাকির হোসেন পলাশ, ইউপি সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ খান সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সমার্থকবৃন্দ।

এসময় বক্তারা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান এবং সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী চক্রান্ত সহ সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে বলেও হুশিয়ারি দেন। বক্তারা ১২ ও ১৩ নভেম্বর বিএনপি জামাতের ডাকা অবরোধকে প্রতিহত করে শ্যামনগরে শান্তি রক্ষায় এবং প্রধানমন্ত্রীর খূলনায় সমাবেশ সফল করার জন্য এমপি জগলুল হায়দারের নির্দেশে মাঠে থাকার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় শেখ হাসিনা’র আগমন উপলক্ষে শ্যামনগরে আনন্দ শোভাযাত্রা

প্রেস বিজ্ঞপ্তি : খুলনায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা’র আগমন উপলক্ষে শ্যামনগরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা’র খুলনায় আগমন উপলক্ষে এবং ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে জনসভা সফল করার লক্ষ্যে শ্যামনগর উপজেলায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে , শনিবার ১১ নভেম্বর বিকালে শ্যামনগর উপজেলার সরকারি মহাসিন ডিগ্রি কলেজ মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জি এম শফিউল আযম লেনিন এর নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এ-সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবু ডালিম কুমার ঘরামী, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো: সাবুর আলী, আটুলীয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবু গৌতম কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মহাসিন আলম,উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা মো: খোকন, আটুলীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ইমাম হাসান, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন, উপজেলা যুবলীগের সদস্য বাবু নিমাই চন্দ্র মিস্ত্রী, গাবুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক এস এম আতাউর রহমান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি মো: ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, বুড়িগোয়ালীনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: ইমাম হাসান। গাবুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মোস্ত, কালীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মিয়ারাজ হোসেন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আনন্দ শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন জায়গায় পরিদর্শন শেষে সদরের ট্রাক স্যাটন্ডে এসে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সুন্দরবন সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে মটর সাইকেল র‌্যালি

সুন্দরবন সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে মটর সাইকেল র্যালী করেছে সাতক্ষীরার বাবুলিয়া ‘সেবা সংসদ’।’ সুন্দরবন আমার অহংকার- হতে দেব না ক্ষতি তার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল আটটায় সাতক্ষীরা সদরের বাবুলিয়া বাজার থেকে র্যালীটি আশাশুনি, কালিগঞ্জ,দেবহাটা ও শ্যামনগরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ করে।

পরে তারা শ্যামনগরের বুড়িগোয়ালিনি খেয়াঘাট থেকে ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছি ফরেস্ট স্টেশনে পৌছান। সেখানে তারা সুন্দরবনের বাস্তব অবস্থা দেখে হতাশ হন। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য মলিন হয়ে যাওয়া নিয়ে কলাগাছিয়া স্টেশন কর্মকর্তার সঙ্গে কথা বলেন।

সুন্দরবনের বাংলাদেশের অংশে বাঘ ও হরিণসহ বিভিন্ন প্রাণী কমে যাওয়া নিয়ে কথা বলেন সংগঠনটির সভাপতি মোঃ কাওছার আলী,সাধারণ সম্পাদক রজব আলী, উপদেষ্টা সাংবাদিক রঘুনাথ খাঁ, সদস্য ইসরাইল গাজী, সামছুর রহমান , মোতাহার নেওয়াজ মিনাল,মহিবুল্লাহ গাজী প্রমুখ। সুদরবনে ঢোকার পথে নদীতে যাতে পর্যটকরা প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগসহ পরিবেশ দূষণকারী পদার্থ ফেলতে না পারে সেজন্যে কঠোর হওয়ার অনুরোধ জানান।

এছাড়া সাতক্ষীরা সদরের মেডিকেল কলেজ মোড়,আলীপুর হাটখোলা,দেবহাটার পারুলিয়া,সখীপুর মোড়,আশাশুনির বদরতলা,শালখালি বাজার, হাড়িভাঙা বাজার, মহিষকুড় বাজার, কালিগঞ্জের বাঁশতলা বাজার,বিষ্ণুপুর বাজার, মৌতলা বাজার,শ্যামনগর বাসস্টাণ্ড বংশীপুর,মুন্সিগঞ্জ,কলবাড়িসহ কয়েকটি স্থানে প্রাকৃতিক বিপর্যয় ও চোরাশিকারীদের হাত থেকে সুন্দরবনকে বাঁচানোর জন্য বিভিন্ম পরামর্শ দেন।

এছাড়া সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে গাছ লাগানোর কথা বলেন তারা। বিকেলে তারা একইপথে সাতক্ষীরায় ফিরে আসেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি জামায়াতের অবৈধ হরতাল অবরোধের প্রতিবাদে শ্রমিকলীগের সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় শহরের খুলনা রোড মোড়ে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি বারবার সাতক্ষীরাবাসীকে ধন্যবাদ জানায়, কারণ সাতক্ষীরার মানুষ বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং প্রত্যাখান করেছে হরতাল-অবরোধ। সাতক্ষীরায় সব কিছু স্বাভাবিক রয়েছে। জামায়াত-বিএনপি জ¦ালাও পোড়াও করে দেশকে অশান্ত করতে চায়। তাদের অবৈধ হরতাল অবরোধকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। প্রতিবাদ সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বলেন রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, শরিফুল ইসলাম ও সবুজ খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, সদর উপজেলা শ্রমিক লীগের জাহিদ খান, যুগ্ম আহবায়ক মো. কবিরুল ইসলাম, পৌর শ্রমিক লীগের মো. জোহর আলী, মো. রমজান আলী, ভোমরা স্থল বন্দর শ্রমিক লীগের সভাপতি ও জেলা সদস্য মো. আজিবুর রহমান আলিম, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু আব্দুল্লাহ আবু সাক্কার, সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest