সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তাসাতক্ষীরার রেল লাইনের দাবীতে স্বপ্নসিঁড়ির মানববন্ধনসাতক্ষীরার পরিবহণ কাউন্টার গুলিতে সেনাবাহিনীর আকস্মিক অভিযানআশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু : অসুস্থ-৯সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ৪জনকে জখমের অভিযোগসাতক্ষীরায় ট্রাকের চাপায় যুবতির মৃত্যুকলারোয়ায় ২ সহস্রাধিক মানুষের মাঝে বিএনপি নেতা হাবিবের ঈদ উপহার প্রদানসাতক্ষীরায় শহীদ পরিবারে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণটানা ৯দিন ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধসাবেক এমপি কাজী শামসুর রহমান স্মরনে দোয়া ও ইফতার

২৫ সেপ্টেম্বর জেলা স্বেচ্ছাসেবক  লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি: আগামী ২৫ সেপ্টেম্বর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় শহরের সুলতানপুরস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ নাজমুল হক রনির পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা, শেখ এহছান হাবীব অয়ন, শেখ নিয়াজ মাহমুদ বিমান,

রাকিবুজ্জামান বিপ্লব, বিকাশ চন্দ্র সরকার, রফিকুল ইসলাম রফিক, রাজীব ফরহাদ, ওয়াহেদুজ্জামান টিটু, মেহেদী আলী সুজয়, শেখ মারুফ হাসান, শেখ আফজাল হোসেন, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূƒরুজ্জামান জামু, সাধারন সম্পাদক উজ্জল, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুল আলম খোকন, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ইয়াসিন সরদার, গৌতম কুমার কর্মকার,

রাজন খন্দকার আওরঙ্গজেব নয়ন প্রমূখ। সভায় আগামী ২ সেপ্টেম্বর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করতে উপলক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাওনা টাকা আদায়ে ব্যবসায়ীকে আটকে রাখার অভিযোগ : ভোমরা সিএন্ডএফ এর সম্পাদক কারাগারে

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার ভোমরায় চট্টগ্রামের এক ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে করা মামলায় স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে সাতক্ষীরা সদর থানা মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ব্যবসায়ী সাউদ সাদাত শনিবার সকালে মাকসুদ খাঁন ও তার ম্যানেজার মহসিন আলীসহ পাঁচজনকে আসামী করে সদর থানায় একটি মামলা করেন।

মাকসুদ খান সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাস্টারপাড়া এলাকার মাস্টার মাহফুজুর রহমানের ছেলে। আর শুক্রবার রাতে আটক হওয়া মহসিন আলী সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের বাসিন্দা।

তবে ভোমরাস্থল বন্দরের কয়েকজন জানান, চট্টগ্রামের ব্যবসায়ী সাউদ সাদাতকে প্রতিদিন মহসীনের সাথে প্রকাশ্যে চা খেতে দেখেছি। তাকে বদ্ধ ঘরে আটক রাখার বিষয়টি পরিকল্পিত বলে মনে হচ্ছে। কারণ কাউকে ঘরে আটকে রাখা হলে তিনি কিভাবে প্রকাশ্যে চা খেতে বের হয়। এবিষয়ে সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, চট্রগ্রামের ব্যবসায়ী সাউদ সাদাতকে ১৩ দিন ধরে ভোমরায় ম্যানেজারের বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠে মাকসুদ খানের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সাউদ সাদাতকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ম্যানেজার মহসিন আলীকে। শনিবার সকালে সাউদ সাদাত বাদী হয়ে ১৬৫ ধারায় সাতক্ষীরা সদর থানায় মাকসুদ খাঁন ও ম্যানেজার মহসিন আলী,কর্মচারী আকাশ হোসেন,রাকিব হোসেন ও আজিজুল ইসলাম টপিকে আসামী করে একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে মাকসুদ খাঁনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে সাউদ সাদাত স্ত্রী ফারহানা রেজা জানান, তার স্বামীর কাছে মাকছুদ খান টাকা পাবেন এটা সঠিক। ১৩ দিন ধরে তিনি সাতক্ষীরার ভোমরায় অবস্থান করলেও প্রতিদিনই আমার সাথে কথা বলতেন এবং বলতেন তিনি ভালো আছেন। তবে গত দুইদিন আগে তাকে মারপিট করা হয়েছে মর্মে অভিযোগ করেন তিনি।

এদিকে, শুক্রবার রাতে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম মাকসুদ খান জানান, সাউদ সাদাতের সাথে চারমাস ধরে ব্যবসা চলছিল। লেনদেনও ভালো ছিল। তবে কোরবানি ঈদের দশদিন আগে তার কাছ থেকে ১ কোটি ২৩ লাখ টাকার শুকনা মরিচ, রসুন, পেয়াজ নিয়ে আর টাকা দেননি তিনি। এবিষয়ে চট্টগ্রামের হাটহাজারি থানা ও সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়। তাকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমার ম্যানেজারের সাথে একসাথে একরুমে থাকতো, খাওয়া-দাওয়া করতো। ১৭ সেপ্টেম্বর রোববার তার পাওনা ৫০লাখ টাকা দেয়ার কথা ছিল। কিন্তু সেটা যাতে না দিতে হয় সেজন্য তিনি এই অপহরণের নাটক তৈরি করেছেন। তার কাছে মালমাল পাঠানোর সকল কাগজপত্র আমার কাছে রক্ষিত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় মলম পার্টির কবলে  অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীর পরিবার

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলায় নুর আলী বিশ্বাসের (৬৮) নামে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী বসতবাড়িতে মলমপর্টি কবলে পড়েছে।

ওই সময় তারা বাড়িতে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ ১লক্ষ৪০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ তাদের। শনিবার(১৬সেপ্টেম্বর) দিবাগত রাতে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে ঘটনাটি ঘটে। নুর আলী একই এলাকার মৃত:অহিদ আলী বিশ্বাসের ছেলে ও তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেসের সাবেক স্টোর কিপার হিসাবে তিনি কর্মরত ছিলন। বর্তমানে নুর আলী বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে । এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীর ভাই আনার বিশ্বাস জানান, শনিবার রাতে ভাই ও তার স্ত্রী নুরজাহান বেগম বাড়িতে ছিলেন। সন্ধ্যায় তাদের রান্না করা গরুর মাংস দুর্বৃত্তরা কৌশলে রান্না করা খাবারে চেতনানাশক মিশিয়ে

দেয়। পরে খাবার খেয়ে নুর আলী বিশ্বাস এবং তার স্ত্রী নুরজাহান বেগম অচেতন হয়ে পড়ে। পরে রাতের কোন একসময়ে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ ১ লক্ষ৪০হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ভোর রাতে ভাবির জ্ঞান ফিরে শোবার ঘরে আসবাবপত্র এলোমেলো আমি সহ প্রতিবেশীদের ডাকে। পরবর্তীতে তার ভাইকে উদ্ধারকরে প্রথম তালা হাসপাতাল পরে তাকে খুলনা মেডিকেলে হস্তান্তর করা হয়।বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান , খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমানে তার এলাকায় চোর ও মাদক সেবীদের উপদ্রপ বেড়ে গিয়েছে। এঘটনায় জড়িত দের আইনের আওয়তায় এনে শাস্তির দাবীতে প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করেন তিনি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানের জন্মদিন উদযাপন

সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানের ৪৮ তম জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বাসভবনে কেক কাটা হয়। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান যুবলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য: মিজানুর রহমান ১৯৯২ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতিতে যোগদান করেন। এরপর ছাত্রলীগ ও যুবলীগের গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সদর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বজ্রপাত প্রতিরোধে কলারোয়ায় ৫ হাজার তালের চারা রোপন করলেন কৃষক সিদ্দিক গাজী

নিজস্ব প্রতিনিধি : বজ্রপাত মোকাবেলা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাটুলিয়া গ্রাম সহ মাঠের বিভিন্ন সড়কের পাশে ৫০০০ টি তালের চারা রোপন করা হয়েছে।

পরিবেশবান্ধব এ তালের চারাগুলো একদিকে যেমন বজ্রপাতে মৃত্যুহার কমাতে ভূমিকা রাখবে ঠিক তেমনিভাবে সড়কের পাশের সৌন্দর্য বৃদ্ধি করবে। গত ১মাস ধরে এ তালের চারা রোপন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন পাটুলিয়া গ্রামের মৃত রমজান গাজীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও কৃষক সিদ্দিক গাজী।

তিনি তালের চারা রোপনের বিষয়ে বলেন-তার এলাকায় ধান সহ বিভিন্ন ফসলের জমি অনেক বেশি। এখন তো প্রায় সময় বৃষ্টি হচ্ছে। বজ্রপাতও বেশি। তিনি এলাকাবাসীর কথা চিন্তা করে বজ্রপাত মোকাবেলায় তার নিজ গ্রাম পাটুলিয়াসহ ঝিকরগাছার বাবু ব্রিজ পর্যন্ত রাস্তার দুই ধারে তালের চারা রোপন করেছেন।

তিনি আরো বলেন-এই গাছ বড় হলে ফলসহ গাছ কখনো তার নিজের বলে দাবী করবেন না। পাটুলিয়া গ্রামের নুর ইসলাম ও নুরুজ্জামান বলেন-তারা ৩শত টাকায় জোন হিসাবে এই তালের চারা রোপনের কাজ করছেন। তারা আরো বলেন-সিদ্দিক ভাই এক জন বড় মনের মানুষ। শুধুমাত্র এলাকাবাসীকে বজ্রপাত থেকে রক্ষা করতে নিজের ব্যক্তিগত টাকা খরচ করে তালের চারা রোপন করেছেন।

এই তালের চারা রোপন করে তিনি এলাকায় মহত্বের পরিচয় দিয়েছেন। উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সাইদ আলী গাজী বলেন-আমার ইউনিয়নে যে একজন গাছ প্রেমিক মানুষ আছে জানতাম না। তিনি এলাকায় বজ্রপাত রক্ষায় তালের চারা রোপন করে চেয়ারম্যানি দায়িত্ব পালন করেছেন। আমি তাকে ব্যক্তিগত ভাবে অভিনন্দন জানাচ্ছি।

দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান মফে বলেন-সিদ্দিক গাজী একজন ভাল মানুষ তাকে সাধুবাদ জানাই এলাকায় বজ্রপাত নিয়ন্ত্রনে তালের চারা রোপন করায়। উপজেলা কৃষি অফিসার সুভ্রাংশু শেখর দাস বলেন, তাল গাছ যুগ যুগ ধরে বজ্রপাত রোধে অবদান রেখে আসছে। যে অঞ্চলে তাল গাছ বেশি সে অঞ্চলে বজ্রপাতে মৃত্যুর সংখ্যাও ততকম। কৃষক সিদ্দিক সাহেব এলাকায় তালের চারা রোপন করে মহত্বের পরিচয় দিয়েছেন। তাকে উপজেলা কৃষি অফিসের পক্ষকে সাধুবাদ জানাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার উত্তর কাটিয়া জামিউল উলুম মাদ্রাসার জমি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধান

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া জামিউল উলুম মাদ্রাসার জমি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধান হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা উপস্থিত মুসুল্লীদের উপস্থিতিতে মাপ জরিম সম্পন্ন করে পিলার পুতে সীমানা নির্ধারণ করা হয়।

মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য কাঠিয়া মৌজার ১৯০৩ দাগের ১৮.৭৫ শতক জমি মাওলানা জামাল উদ্দিন সাহেবের ছোট পুত্র বর্তমানে আমেরিকা প্রবাসী মোঃ সিরাজুল হক চৌধুরী ১৯৯৯ সালে মাদ্রাসার নামে দান করেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে স্থানীয় কতিপয় ব্যক্তির সাথে বিরোধ চলে আসছিল। অবশেষে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় বিষয়টির সমাধান হয়েছে। পিলার পুতে সীমানা নির্র্ধারণ শেষে সাইবোর্ড লাগানো হয়।

পরে দোয়া মোনাজাত করেন উত্তর পশ্চিম কাটিয়া জামে মসজিদের পেশ ইমাম মাও: সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মসজিদের সভাপতি মুনজুর আহমেদ খান তাচ্চু, সাধারণ সম্পাদক রাশিদ হাসান চৌধুরি বাবুসহ মসজিদের মুসুল্লীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে চিংড়ীতে জেলি পুশ করার অভিযোগে ৪ ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি : চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে চার ব্যবসায়ি ও ১২ জন নারী শ্রমিককে আটক করেছে র‌্যাব। এ সময় জব্দ করা হয়েছে ৭শ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি। শুক্রবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারের নিকটবর্তী গোয়ালঘেষিয়া নদীর ব্রীজের পাশে মাছের সেটে এ অভিযান চালানো হয়।
বিকেলে ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ির প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদÐ ও ১২জন নারী শ্রমিককে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া আগুনে পুড়িয়ে গাড়ির চাকার তলায় পিষ্ট করার পর ওই বাগদা চিংড়ি মাটির তলায় পুঁতে ফেলা হয়েছে।

সাজাপ্রাপ্ত চার ব্যবসায়িরা হলেন, আশাশুনি উপজেলার মুহষকুড় গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আবুল কালাম ঢালীর ছেলে আলমগীর ঢালী, একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের হামিদ গাজীর ছেলে সাকিল হোসেন ও একই গ্রামের আসাদুল গাজীর ছেলে ফরিদ হোসেন।

কালিগঞ্জ উপজেলার জ্যেষ্ট মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানান, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা অফিসের সহকারি পুলিশ সুপার নাজমুল হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা উপজেলার বাঁশতলা বাজারের নিকটবর্তী গোয়ালঘেসিয়া নদীর ব্রীজের পাশে অভিযান চালানো হয়।

এ সময় বেড়িবাঁধের পাশে রবিউল ইসলামের বাৎসরিক ১০ হাজার টাকায় ফরিদ হোসেন ও রেজায়ানের একটি ভাড়া নেওয়া ঘর, তার পার্শ্ববর্তী একটি ও মাছের সেটের মধ্যে আরো একটি ঘরে অভিযান চালানো হয়। এ সময় চার ব্যবসায়ি ও ১২জন নারী শ্রমিককে আটক করা হয়। র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ি বন্দকাটি গ্রামের রেজায়ানসহ দুইজন পালিয়ে যায়। তিনটি ঘর থেকে জব্দ করা হয় ৭শ কেজি পুশকৃত বাগদা চিংড়ি, পুশ করার কাজে ব্যবহৃত কয়েকটি সিরিঞ্জ, পানি মিশ্রিত ময়দা।

বিকেল তিনটার দিকে তিনি ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ঘটনাস্থলে আসেন। বিকেল চারটার দিকে আটককৃত চার ব্যবসায়ির প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদÐ ও মুচলেকা দিয়ে ১২জন নারী শ্রমিককে মুক্তি দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। এ সময় পুশকৃত ৭শ কেজি বাগদা চিংড়িতে কেরোসিন ও প্রেট্রোল ঢেলে আগুন জ্বালানোর পর গাড়ির চাকায় পিষ্ট করে মাটির তলায় পুঁতে ফেলা হয়।
তিনি আরো জানান, সাজাপ্রাপ্ত চার ব্যবসায়িকে শুক্রবার বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতির প্রদর্শনী ‘ভাটির টানে, বাদার গানে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : উপকূলীয় অঞ্চলের মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতি, জীবন-জীবিকা, ইতিহাস-ঐতিহ্য ও আনন্দ-বেদনার সংগ্রামী গল্প তুলে ধরে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ভাটির টানে, বাদার গানে’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান।
বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’ আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, বাঘ বিধবা সোনাভানু ও ঘূর্ণিঝড় আইলার সময়ে উপক‚লে জন্মগ্রহণকারী শিশু বন্যা।

দিনব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি চত্বরে উপক‚লীয় মানুষের জীবন-জীবিকার সাথে মিশে থাকা নানা পণ্য প্রদর্শন করা হয়। এতে শোভা পায় সুন্দরবনের গোলফল, গোলপাতা, মধু, মোম, বাঁশি, জাল, খারা, স্থানীয় ১৫০ প্রজাতির ধানবীজ, মাটির তৈরি তৈজসপত্র, বাঁশ ও বেতের তৈরি গৃহস্থালির সামগ্রী, পরিবেশ বান্ধব বন্ধু চুলা, কুড়িয়ে পাওয়া পুষ্টিগুণ সম্পন্ন সবজি তেলাকুচা, শাপলা, সজিনা, হেলেঞ্চা, মালঞ্চ, কচুফুল, ডুমুর, তিতবেগুন, ব্রাহ্মী, কলার মোচাসহ উপক‚লের বৈচিত্র্যময় পণ্যসামগ্রী।

অনুষ্ঠানে নৃত্যের তালে, গানের সুরে ও নাটকের অভিনয়ে ফুটে ওঠে উপক‚লীয় মানুষের জীবন সংগ্রামের বাস্তব প্রতিচ্ছবি। শিশু কিশোর যুব বৃদ্ধসহ সকল শ্রেণীর মানুষ উচ্ছ¡াসে মেতে ওঠে হৃদয়হরা এ অনুষ্ঠানে। দিনব্যাপী এই অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন সুরক্ষায় যুবদের ভূমিকা শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। কৃষি জমি সুরক্ষার দাবি নিয়ে অনুষ্ঠিত হয় নাগরিক সংলাপ। মঞ্চস্থ হয় পথনাটক, পরিবেশিত হয় উপক‚লীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির নানা অনুসঙ্গ। অনুষ্ঠানে উপক‚লীয় অঞ্চলের মানুষের সুখ-দুঃখ হাসি কান্না মান-অভিমানের গল্প তুলে ধরেন বিভিন্ন পেশাজীবী মানুষ।

অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি, চ্যানেল আই কৃষি পদকপ্রাপ্ত কৃষক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ প্রফেসর আব্দ্লু হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সনাক সাতক্ষীরার সভাপতি হেনরী সরদার, মানবাধিকার কর্মী মাধব দত্ত, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, বারসিক-এর আঞ্চলিক সসমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে পরিবেশ ও কৃষি জমি রক্ষায় প্রস্তাবিত আইন ও নীতিমালা দ্রæত বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের সকল ধরনের কৃষিজমি রক্ষা ও সঠিক ব্যবহার নিশ্চিতে সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য জাতীয় নীতিমালা প্রণয়ন, নির্দিষ্ট শিল্পাঞ্চলের বাইরে কৃষি জমিতে যত্রতত্র অবকাঠামো নির্মাণ বন্ধে আইন প্রণয়ন ও তার সঠিক প্রয়োগ নিশ্চিত, কৃষি জমিতে ইট ভাটা নির্মাণ বন্ধ ঘোষণা, সরকারের উন্নয়নমূলক কাজের জন্য কৃষি জমি অধিগ্রহণের ক্ষেত্রে সঠিকভাবে যাচাই বাছাই, কৃষিজমি রক্ষায় অপরিকল্পিত রাস্তাঘাট, দালানকোটা, বাসভবন নির্মাণ বন্ধ করাসহ নানা দাবি জানানো হয়। সবশেষে উপক‚ল ঘোষণার মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠান। এতে উপক‚লের মানুষের জানমালের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলবায়ুর সুবিচার, পরিবেশ ও সুন্দরবন সুরক্ষার দাবি জানানো হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest