সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তাসাতক্ষীরার রেল লাইনের দাবীতে স্বপ্নসিঁড়ির মানববন্ধনসাতক্ষীরার পরিবহণ কাউন্টার গুলিতে সেনাবাহিনীর আকস্মিক অভিযানআশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু : অসুস্থ-৯সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ৪জনকে জখমের অভিযোগসাতক্ষীরায় ট্রাকের চাপায় যুবতির মৃত্যুকলারোয়ায় ২ সহস্রাধিক মানুষের মাঝে বিএনপি নেতা হাবিবের ঈদ উপহার প্রদানসাতক্ষীরায় শহীদ পরিবারে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণটানা ৯দিন ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধসাবেক এমপি কাজী শামসুর রহমান স্মরনে দোয়া ও ইফতার

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা জেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম, বিদায়ী প্রধান নির্বাহী রেজা রশিদ, জেলা পরিষদের সদস্য শাহনেওয়াজ পারভীন মিলি, প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বধ্যভূমি সংরক্ষণ কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বধ্যভূমি স্মৃতি সৌধের স্থান নির্ধারণ ও নির্মাণে অগ্রগতির বিষয়ে বধ্যভূমি সংরক্ষণ কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিয়মসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরার ‘৭১্এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার ‘৭১্এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার।
সদস্য সচিব অ্যাড. ফাহিমুল হকের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সভায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল অহেদ, বীর মুক্তিযোদ্ধা কাজি রিয়াজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নূরুল আলম, বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুচ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন, উন্নয়নকর্মী মাধব দত্ত ছাড়াও রাজনৈতিক নেতা আশেক-ই-এলাহি, আবু কাজি, স্বপন কুমার শীল, ওবায়দুস সুলতান, অধ্যাপক ইদ্রিস আলী, নিত্যানন্দ সরকার, অ্যাড: ওসমান গণি, এড. খগেন্দ্র নাথ ঘোষ, সনাক সভাপতি হেনরি সরদার, এড. ইকবাল লোদী, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সুরেশ পান্ডে ভূমিহীন নেতা আব্দুস সামাদ, প্রফুল্ল সরকার, মফিজুর রহমান, কালিপদ মন্ডল, ডা: সুব্রত ঘোষ, সালাউদ্দীন রানা, মকবুল হোসেন, জাসদ নেতা রুবেল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে ২০ এপ্রিল দেশের বিভিন্ন স্থান থেকে এসে হাজার খানেক মুক্তিকামী মানুষ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবনে আশ্রয় নেয়। পরদিন ভবন থেকে নামিয়ে পাক বাহিনী তাদের গুলি করে হত্যা করে। তাদের মরদেহ বিদ্যালয়ের পাশে দীনেশ কর্মকারের বাড়ির আঙ্গিনায় মাটি চাপা দেওয়া হয়। ওই স্থানটিতে একটি স্মৃতি সৌধ নির্মাণের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করা হচ্ছে। ইতিমধ্যে একটি মহল ওই স্থানটি দখলকরে নিয়েছে। যে টুকু ফাঁকা স্থান রয়েছে তাও দখলের পায়তারা চলছে। অবিলম্ব সাতক্ষীরা শহরের ওই স্থানে স্মৃতি সৌধ নির্মাণের দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজাড়িত সাতক্ষীরা শহরের সরকারি কিম্বা বেসরকারিভাবে কোনো মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি সৌধ নির্মিত হয়নি। স্বাধীনতার ৫৩ বছরেও স্মৃতি সৌধ নির্মাণ করতে ব্যর্থ হওয়ায় পরবর্তী প্রজন্ম ধিক্কার দেবে। অবিলম্বে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটা, সাতক্ষীরা সদর, তালা ও কলারোয়ার বধ্যভূমির স্থান গুলো চিহ্নিত করে সেখানে স্মৃতি সৌধ নির্মাণের দাবি জানানো হয়। পাশাপাশি সাতক্ষীরা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে স্বাধীনতা বিরোধীদের ধিক্কার জানানোর জন্য একটি ঘৃণা স্তম্ভ নির্মাণের প্রস্তাব করা হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, ইতিমধ্যে সাতক্ষীরা শহরের দিনেশ কর্মকারের বাড়ির আঙ্গিনায় স্মৃতি সৌধ নির্মাণের জন্য ইতিমধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সাতক্ষীরা শহরের দিনেশ কর্মকারের বাড়ির আঙ্গিনা, ঝাউডাঙ্গা, মাহমুদপুর ও হরিনগরের চারটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, অন্যান্য স্থানগুলোতেও পর্যায়ক্রমে স্মৃতি সৌধ নির্মাণ করাহবে। এছাড়া তালা উপজেলার দুই স্থানে সরকারি ভাবে ইতিমধ্যে স্মৃতি সৌধ নির্মাণ করা হয়েছে। সাতক্ষীরা শহরের ঢুকতে বিনেরপোতায় তৈরি করা হবে সাতক্ষীরা গেট। সেখানে মুক্তিযুদ্ধ, সাতক্ষীরার ইতিহাস ও ঐতিহ্য স্থান পাবে। যা দেখে সাতক্ষীরাকে চেনা যাবে।

তিনি আরও বলেন, সরকারি ভাবে ইতোমধ্যে ঢাকায় একটি ঘৃণা স্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকায় নির্মিত হওয়ার পর সাতক্ষীরা ঘৃণা স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপু বিশ^াসের হাত ধরে সাতক্ষীরায় উদ্বোধন হলো হারল্যান স্টোরের

নিজস্ব প্রতিনিধি :
আন্তর্জাতিক মানের কসমেটিক্স ও প্রসাধনী প্রতিষ্ঠান হারল্যান স্টোর এর দ্বার উন্মোচন হয়েছে সাতক্ষীরায়। রবিবার বিকাল ৫টায় সাতক্ষীরা সরকারি কলেজ রোড এলাকায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, চিত্র নায়িকা অপু বিশ^াস।

প্রতিষ্ঠানটির সত্ত¡াধিকারী এসএম শরিফুজ্জামান রুমি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, হারল্যান স্টোর এর নির্বাহী পরিচালক আব্দুল আলিম শিমুল।

উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে অপু বিশ^াস বলেন, যুগের সাথে তাল মিলিয়ে হারল্যান প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। এছাড়া প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইলপলিশের মত সাজ সজ্জার নানা রকম অনুষঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান নিউ ইয়র্ক স্টোরে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় উন্নয়ন মেলায় অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ সেপ্টেম্বর, ২৩ ইং সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত উক্ত মেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ রুহুল হক। স্থানীয় সরকারের মাঠ পর্যায়ের উন্নয়নমূলক এ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান এর সভাপতিত্বে।

প্রধান অতিথি রুহুল হক সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু কন্যা “শেখ হাসিনার সরকার, জনগনের সরকার“ একথাটি গ্রাম পর্যায়ের সাধারন মানুষকে জানাতে হবে। সরকারের বিগত সময়ে যে উন্নয়ন হয়েছে সেটা স্বাধীনতার পরে কোন সরকারই করতে পারেনি। রুহুল হক সরকারের পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেলসহ বিভিন্ন মেঘা প্রকল্পের বিস্তর বর্ননা দিয়ে বলেন, দেশের প্রতিটি গ্রামকে শেখ হাসিনা শহরে পরিনত করতে সকল প্রকারের উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছে। এবিষয়ে তিনি রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা মন্দির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করেন। আর এ উন্নয়ন যাতে কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য সকলকে আবারো শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন,

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল গনি, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের উদ্যোগে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : “সেবা উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন-২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা পরিষদের আয়োজনে ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা দৃশ্যমান। ইউনিয়নের চেয়ারম্যানরা ভালো বলতে পারবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখান তা পূরণ করে দেখান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সদর উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশল মো. মফিজুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বাঁশদাহ ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের প্রমুখ। ১৭-১৯ তারিখ পর্যন্ত ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলায় ১৪ টি ইউনিয়ন পরিষদের মানুষকে তথ্য ও বিভিন্ন সেবা প্রদান করা হবে। এ মেলায় ১৮টি স্টল স্থান পেয়েছে। এসময় সকল ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও সদর উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি ভবনে এর উদ্বোধন কর হয়। এরপর র‌্যালিটি উপশহর ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ স্লোগানে এসব আয়োজনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুসহ উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে থেকে ২৩ জেলেকে উদ্ধার করেছে বনবিভাগ

নিজস্ব প্রতিনিধি ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে সাগরে ভাসতে থাকা দুটি ট্রলারসহ ২৩ জেলেকে উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। রবিবার দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হোসাইন চৌধুরী বিষয়টি সাংবাদিকদের জানান। উদ্ধার হওয়া জেলেদের সবারই বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার স্টেডিয়াম রোড সংলগ্ন গোডাউন পাড়া গ্রামের মোঃ জামাল, মোঃ শাহিন, মোঃ শুকুর মিয়া, শহিদ, স্বপন ইসলাম, কালাম, ফজল, রুবেল খান, তরিকুল, সোলাইমান, রুবেল, আরিফ, নুহু, কামাল হাওলাদার, আশিকুল, জামাল, ইমরান, তরিকুল, জাফর হোসেন, লাল মিয়া, ইব্রাহিম, আরিফ ও ইউনুছ।

সহকারী বন সংরক্ষক জানান, গত ১৩ সেপ্টেম্বর বরগুনা জেলার পাথরঘাটা এলাকার ২৩ জন জেলে দুটি ফিসিং ট্রলার নিয়ে মাছ ধরার জন্য সাগরে যান।

কিন্তু গভীর সাগরে তাদের ট্রলার দুটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ইঞ্জিন মেরামত করতে না পেরে তারা জীবনের ঝুঁকিতে পড়েন। ইতিমধ্যে তাদের খাবার ও ফুরিয়ে যায়। শনিবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মান্দারবাড়িয়া এলাকায় টহল দেওয়ার সময় সাগরে ভাসতে থাকা ট্রলারদুটি দেখে সন্দেহ হয় বনবিভাগের সদস্যদের। এরপর তারা ট্রলার দুটি পর্যবেক্ষণ রাখেন। পরে টহলদল তাদের কাছে গিয়ে জানতে পারেন তারা তিনদিন ধরে সাগরে ভাসছে। এক পর্যায়ে টহল দলের সদস্যরা তাদের উদ্ধার করে স্টেশনে নিয়ে আসেন। আজ রবিবার উদ্ধার হওয়া এ সব জেলেদের বাড়ি ফেরার ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১০ দিন ব্যাপি শেখ রাসেল ডিজিটাল ল্যাব আইসিটি ইন এডুকেশন বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ১০দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রোগ্রামার শরিফুল ইসলাম, কোয়াডিনেটর সালাউদ্দীন কাদের, সদর উপজেলা শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান।

সাতক্ষীরা জেলায় মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে ৩টি ভেনুতে ৬০জন শিক্ষক এই প্রশিক্ষণে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আরও ৬০ জন শিক্ষককে প্রশিক্ষন দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest