সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তাসাতক্ষীরার রেল লাইনের দাবীতে স্বপ্নসিঁড়ির মানববন্ধনসাতক্ষীরার পরিবহণ কাউন্টার গুলিতে সেনাবাহিনীর আকস্মিক অভিযানআশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু : অসুস্থ-৯সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ৪জনকে জখমের অভিযোগসাতক্ষীরায় ট্রাকের চাপায় যুবতির মৃত্যুকলারোয়ায় ২ সহস্রাধিক মানুষের মাঝে বিএনপি নেতা হাবিবের ঈদ উপহার প্রদানসাতক্ষীরায় শহীদ পরিবারে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণটানা ৯দিন ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধসাবেক এমপি কাজী শামসুর রহমান স্মরনে দোয়া ও ইফতার

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ তিন দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ দেশব্যাপি কর্মসুচির অংশ হিসেবে সংখ্যালঘু সুরÿা আইন প্রণয়নসহ তিন দফা দাবিতে বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের সাতÿীরা জেলা শাখা মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় সাতÿীরা প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসুচি পালিত হয়।

বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের সাতÿীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠণটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সহসভাপতি স্বপন কুমার শীল, বাসুদেব সিংহ, রঘুজিৎ গুহ, বিকাশ চন্দ্র দাস, অধ্যÿ শিবপদ গাইন, বিশ্বরুপ সানা প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশে বসবাসকারি হিন্দু, মুসিলম, বৌদ্ধ, খ্রীষ্টান সকলে অংশ নিয়েছিলো। ৩০ লাখ শহীদের মধ্যে হিন্দুরাও ছিল।

অথচ স্বাধীনতার ৫৩ বছর পরেও হিন্দুরা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত ও নিষ্পেশিত। ২০০৮ সালে নির্বাচনী ই¯েÍহারে বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামকে রাষ্ট্রধর্মের পরিবর্তে ১৯৭২ সালের সংবিধানে ফিরিয়ে আনার প্রতিশ্রæতি দিয়েছিল। ১৯১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘু সুরÿা আইন সংসদে পাশ, দেবোত্তর বোর্ড গঠণ ও হিন্দু ফাউÐেশন বা¯Íবায়নসহ সাতদফা দাবি বা¯Íবায়নের প্রত্যয় ব্যক্ত করেছিলো।

দূঃখের বিষয় গত সাড়ে ১৪ বছরেও আওয়ামী লীগ তাদের ই¯েÍহার অনুযায়ী হিন্দুদের অধিকার রÿায় কাজ করেনি। এরফলে হিন্দুদের জমি দখল, নাবালিকা মেয়েদের ফুসলিয়ে নিয়ে আইন বহির্ভুতভাবে ধর্মান্তরকরন, হিন্দুদের উপর হামলা, মন্দির ও প্রতিমা ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগ এনে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলা দেওয়ার ঘটনা চলছে। অধিকাংশ ÿেত্রে হিন্দু নির্যাতনের ঘটনায় ন্যয় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না। বক্তারা এ সময় আগামি সংসদীয় নির্বাচনের আগে বর্তমান সরকারের কাছে সংখ্যালঘু সুরÿা আইন প্রণয়নসহ তিনদফা দাবী মানার জোর দাবী জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পাকিরডাঙ্গা বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী যুবক আহত

আসাদুজ্জামান : সাতÿীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্ত রÿী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিবুর রহমান (৩০) নামে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর রাতে ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার উত্তর ২৪ পরগনা জেলার পাকিরডাঙ্গা এলাকার মেইন পিলার ৭ এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাবিবুর রহমান সাতÿীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের গাইনপাড়া গ্রামের ইয়াকুব আলী গাজীর ছেলে।
ঘোনা গ্রামের অধিবাসি ইমদাদুল ইসলাম জানান, বুধবার রাতে অবৈধপথে ভারতের পাকিরডাঙা এলাকায় ফেন্সিডিল আনতে যায় ঘোনা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ইমদাদুল, একইগ্রামের নজরুল ইসলামের ছেলে এশারুল ইসলাম ও ইয়াকুব আলীর ছেলে হাবিবুর রহমানসহ কয়েকজন। রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে তারা মাদক নিয়ে পাকিরডাঙা সীমান্তের ৭ নং মেইন পিলারের শূন্যরেখার মধ্যে ঢুকে পড়ার পর

পাকিরডাঙা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে হাবিবুর গুরুতর জখম হলে তার সহযোগীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় হাবিবুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের৷ জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান জানান, হাবিবের মাথা, দুই হাতসহ কয়েকটি স্থানে ছররা গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘোনা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সাহাবুদ্দিন জানান, বিষয়টি তারা লোকমুখে শুনেছেন বলে জানান। খোঁজ খবর নেয়ার জন্য তারা ইতিমধ্যে কাজ করছেন বলে আরো জানান, বি¯Íারিত পরে জানানো হবে বলে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে এডুকো বাংলাদেশ’র ইউডিএমসি, সিপিপি ও সিডিজি সদস্যদের সমন্বয়ে সভা

শ্যামনগর প্রতিনিধি:

বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের বাস্তবায়নে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের পৃথক পৃথক স্থানে ইউডিএমসি, সি পি পি ও সিডিজি সদস্যদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্ব স্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় ইউএনঅপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের ”দুর্যোগ ও জলবায়ুজনিত কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” শীর্ষক প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প সমন্বয়কারী মথি মন্ডলের সঞ্চালনায় দুর্যোগের কারনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, ইউডিএমসি সদস্য, সিপিপি ও সিডিজি সদস্যরা অংশগ্রহণ করেন। উক্ত মিটিং এ সকল সদস্যরা সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন যে, সম্মিলিতভাবে কাজ করলে কাজ সহজতর হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে। বিগত দিনে তারা যে সমস্ত কাজ করেছে সেগুলো উপস্থাপন করেন এছাড়া আগামীতে দুর্যোগ কালীন সময় দুর্যোগ পূর্ববর্তী সময় ও দুর্যোগ পরবর্তী সময়ে তাদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় সদস্যরা সহমত পোষন করেন যে তারা নিয়মিতভাবে সরকারি দপ্তরের সাথে যোগাযোগ রাখবে ও তাদের দায়িত্ব তারা যথাযথভাবে পালন করবে। সবশেষে তারা দুর্যোগ কালীন সময়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করার জন্য এডুকো বাংলাদেশের নিকট অনুরোধ জানান। তারা আরও জানান যে, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষের সচেতনতা বৃদ্ধি করতে পারলে এলাকার ক্ষয়ক্ষতি কমে আসবে। তাই এনজিও ও সরকারি দপ্তর কে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় অনলাইন জুয়া, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে লিফলেট বিতরণ শুরু

তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় অনলাইন জুয়া, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ করি মানবিক ও স্মার্ট খলিলনগর ইউনিয়ন গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে তালা প্রেসক্লাব থেকে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু লিফলেট বিতরণ শুরু করেছেন। এরপর খলিলনগর ইউনিয়ন গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করেন। এসময় সাংবাদিক সেলিম হায়দার, সেকেন্দার আবু জাফর বাবু ও ইউপি সচিব সেখ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

লিফলেট কর্মকান্ড সমূহ : রাত ১১টার পর খলিলনগর ইউনিয়নের সকল বাজারের দোকান বন্ধ থাকবে। ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের উপস্থিতিতে গ্রাম পুলিশের সমন্বিতট হল জোরদার করা হয়েছে। ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে শিক্ষক,ইমাম,পুরোহিত ব্যবসায়ী ও সুধী জনদের নিয়ে অনলাইন জুয়া, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক সভা অব্যাহত রয়েছে। ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অভিভাবক সমাবেশ করা হচ্ছে।

অপরাধীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধিসহ তালিকা তৈরির কাজ চলছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের উপস্থিতিতে সচেতনতামূলক সভা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ পত্রে, ব্যানার-ফেস্টুনের মাধ্যমে সাধারণ জনগণকে অনলাইন জুয়া, মাদক, বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুরে যুব নেতৃত্বে পরিবেশ বিপর্যয় প্রতিরোধে এডভোকেসি সভা

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদ হল রুমে যুব নেতৃত্বে¡ পরিবেশ বিপর্যয় প্রতিরোধে পরিবেশ বিষয়ে এডভোকেসি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে¡ পরিবেশ বিপর্যয় প্রতিরোধে পরিবেশ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় সরকার যুবসদস্য ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভায় ইউপি সচিব মো: আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা, সরদার শরীফুল ইসলাম।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, পরিবার পরিকল্পনা পরিদর্শক রহিমা খাতুন, মহিলা ইউপি সদস্যা নুরুন্নাহার বেগম অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সদস্যবৃন্দ।

এশিয়া মহাদেশের বদ্বীপ খ্যাত দেশ বাংলাদেশ যার ৬৪টি জেলার মধ্যে ২১টি উপকূলীয় জেলা যার মধ্যে সাতক্ষীরা একটি অন্যতম। প্রতিনিয়ত মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুযোগের ফলে এলাকার মানুষ জীবন ও জীবিকায়ন অতি ভঙ্গুর ও নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিগত সময়ে সিডর, আইলা, ফেনী, আম্ফান ও যশ মানুষের জীবন ও জীবিকায়নকে অতি ভঙ্গুর অবস্থার তৈরী করেছে। এই ভঙ্গুর অবস্থার সাথে খাপ খাইয়ে চলার মত সক্ষমতা বা দক্ষতা এখনো মানুষের মাঝে তেমন দৃশ্যমান নয়।

উক্ত এডভোকেসি সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান নির্বাহী, সিডো, সাতক্ষীরা, শ্যামল কুমার বিশ^াস। প্রকল্পের কার্যক্রম ও এডভোকেসি সভার লক্ষ্য-উদ্দেশ্য মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। বক্তব্য রাখেন সাতক্ষীরা ইয়ূথ হাবের সেক্রেটারী রোজিনা খাতুন, সাতক্ষীরা ইয়ূথ হাবের কো অর্ডিনেটর মাসুদ রানা, ইয়ূথ পিয়ার গ্রæপ ফেলো বৈশাখী সুলতানা।

এডভোকেসি সভার উদ্দেশ্য ছিল পরিবেশ দূষণ প্রতিরোধে যুব নেতৃত্বাধীন সবুজ উদ্যোগের জন্য সচেতনতা তৈরী করা। তরূণদের সাথে সরকারী সেবামুলক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের মধ্যে সেতুবন্ধন তৈরী করা। পরিবেশ বিপর্যয় রোধে সমন্বিত উদ্যোগ নিতে কর্তৃপক্ষকে উৎসাহিত করা।

উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, ইয়ূথ ফেলো সাকিব হাসান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো, ওই গ্রামের আলম হাওলাদারের মেয়ে আনিকা সুলতানা (৫) ও ওহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)। তারা দুজনই তালতলা বাজারের করিমুন্নেসা কিন্ডার গার্টেনের শিশু ওয়ানের ছাত্রী।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ তাদের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়েছিল আনিকা ও জান্নাত। স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুরের পাড়ে মায়ের দেওয়া পিঠা খাচ্ছিল জান্নাত ও আনিকা। এরই মধ্যে লোক চক্ষুর অন্তরালে হঠাৎ অসাবধান বশতঃ পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তারা।

এদিকে দীর্ঘসময় তাদের না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে স্থানীয় ওহিদুল নামের এক কিশোর পুকুরে গোসল করতে যেয়ে আনিকাকে ভাসতে দেখে। তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে আনিকাকে উদ্ধার করতে গেলে জান্নাতের মরদেহের স্পর্শ পায় উদ্ধারকারীরা। পরে তারা তাদের দুই জনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক এটি। তিনি এ সময় অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৎস্যজীবী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার ৫৩ সদস্য বিশিস্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

১১ সেপ্টেম্বর ২৩ তারিখে জেলা কমিটির সভাপতি মীর আজহার আলী শাহীন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত একপত্রে এস এম রুহুল আমিন কে আহবায়ক, মাহমুদুল ইসলাম (নয়ন), আকরাম খান পাভেল, আশিক ইকবাল,
শেখ লুৎফার, মো: সাইফুল্লাহ, শরিফুল ইসলাম শরিফকে যুগ্ম আহবায়ক, সাব্বির হোসেন কে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিস্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চাকরি মেলায় কর্মস্থান হলো ১৭২ জনের

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় শহরের চালতেতলা ক্যাথলিক চার্চের চত্বরে টিলার এন্ড মটস এর আয়োজনে জি আই জেড, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান কর্পোরেশনের অর্থায়নে সাতক্ষীরা পৌরসভা ও সমাজসেবা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় চাকরি মেলায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ।

টিলার এর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পের টিম লিডার মি. রেজওয়ান খান।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিসিক সাতক্ষীরার উপ-পরিচালক গোলাম সাকলাইন, জেলা সমাজসেবা সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, টিলারের রবার্ট রাজিব রোজারিও, মটস এর সুপ্রিয় হালদার, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, জিআইজেড প্রোগ্রাম ম্যানেজার আলেকজান্ডার ডোজেনবারর্গ, জিআইজেড এর ইউএমআইএমসিসি/ ইউএমএমএল প্রকল্পের উপদেষ্টা রতন মানিক সরকার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, সাতক্ষীরা পৌরসভার সচিব মো. লিয়াকত আলী প্রমুখ। চাকরি মেলায় ৪৮৩ জনের চাকরির আবেদন করেন। আবেদনকারীদের মৌখিক পরীক্ষা থেকে যোগ্যতার ভিত্তিতে ১৭২ জনকে বিভিন্ন পদে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest