সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেঝ ভাইয়ের মৃত্যু: আহত বড় ভাইবংশীপুর বন্ধু মহলের আয়োজনে ঈদ পুনর্মিলনী-সাংস্কৃতিক সন্ধ্যাটাউন স্পোটিং ক্লাবের সহ-সভাপতি বায়রনসহ প্রয়াত সকল কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়াআশাশুনির বিছটে ভাঙ্গন রোধে রিংবাঁধের কাজ সম্পন্ন,স্বস্তি ফিরেছে বানভাসীদেরবন্ধু সমাজ কল্যাণ ঐক্য পরিষদের আত্মপ্রকাশঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করতে সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্টসাতক্ষীরার প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তাসাতক্ষীরার রেল লাইনের দাবীতে স্বপ্নসিঁড়ির মানববন্ধনসাতক্ষীরার পরিবহণ কাউন্টার গুলিতে সেনাবাহিনীর আকস্মিক অভিযানআশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু : অসুস্থ-৯

শ্যামনগরে আকষ্মিক ব্রজপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে আকষ্মিক ব্রজপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ২টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাপখালী বিলে এঘটনা ঘটে।

নিহত কৃষক আবুল আজিজ গাজী(৬৫) পূর্ব কৈখালী গ্রামের মৃত বাহার আলী গাজীর পুত্র।

স্থানীয়দের বরাত দিয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, আবুল আজিজ গাজী সোমবার দুপুরে সাপখালী বিলে নিজের জমিতে সার দিচ্ছিলেন। এসময় আকষ্মিক ব্রজপাতে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় “কিশোরী ও নারীদের স্বাস্থ্য ও সুরক্ষা” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় “কিশোরী ও নারীদের স্বাস্থ্য ও সুরক্ষা” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড় সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা’র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।

ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, অক্সফাম বাংলাদেশের ফেমিনিস্ট লিডারশিপ এন্ড পার্টনারশিপ স্পেশালিষ্ট শাহাজাদী বেগম, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, জেলা সমাজ সেবা উপ-পরিচালক রোকনুজ্জামান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ও ফিংড়ি ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুবিধাভোগী কিশোরী ও নারীরা তাদের অধিকার, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, যৌন প্রজনন স্বাস্থ্য, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয়, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ,

মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দক্ষতা অর্জন করবে। সাথে সাথে তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করবে, যাতে তারা তাদের অধিকার বাস্তবায়নে এবং সামাজিকভাবে সকলের সাথে সমানভাবে অংশগ্রহণ করে বিদ্যমান সরকারি ও বে-সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে আগ্রহী হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইংরেজি রচনা প্রতিযোগিতায় খ বিভাগে শ্রেষ্ঠ সাংবাদিক পুত্র কাজী ফাহিম

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ইংরেজি রচনা প্রতিযোগিতায় খ বিভাগে শ্রেষ্ঠ হয়েছেন সাংবাদিক পুত্র কাজী ফাহিম আব্দুল্লাহ।

সে সাংবাদিক কাজী জামাল উদ্দিন মামুন এবং শারমিন আক্তার দম্পত্তির পুত্র।

কাজী ফাহিম আব্দুল্লাহ পি,এন বিয়াম ল্যাবরেটরি স্কুলের ১০ শ্রেণির ছাত্র। সে প্রথম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসে প্রথম স্থান অধিকার করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সামেক পরিচালক শীতল চৌধুরীর অপসারণ দাবি

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা: শীতল চৌধুরীর সীমাহীন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হলেও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করায় ফুঁসে উঠেছেন সাতক্ষীরার ভূমিহীন সমিতির নেতৃবৃন্দসহ সাতক্ষীরার সাধারণ মানুষ। কোটি কোটি টাকা লুটপাট করার পরও ব্যবস্থা গ্রহণ না করায় সম্প্রতি প্রায় ৬ কোটি টাকার টেন্ডার বাণিজ্যে নেমেছেন। টেন্ডারের সিডিউল অনুযায়ী নির্ধারিত তারিখে কাউকে টেন্ডার ক্রয় করতে দেননি। এনিয়ে একজন ঠিকাদার সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগও করেছেন। গতকাল দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ভূমিহীণ নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জেলা ভূমিহীণ সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ-সভাপতি মফিজুর রহমান, রিয়াজুল ইসলাম, আবুল হাসান, মোস্তাকিম, ফিরোজ আহম্মেদ, নজরুল ইসলাম, আব্দুল জব্বার, আব্দুল হাকিম প্রমুখ।

গত ২৪ জুলাই ২৩ তারিখে দুর্নীতি দমন কমিশন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখ করে বক্তারা বলেন, ২২ লক্ষ মানুষের প্রাণের প্রতিষ্ঠান সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দুই প্রতিষ্ঠানে অনিয়মের শেষ নেই। বিশেষ করে হাসপাতালে অনিয়মের পাশাপাশি রোগীদের ব্যাপক হয়রানির শিকার হতে হয়। হাসপাতালের পরিচালক ডা: শীতল চৌধুরী সপ্তাহে মাত্র দুই দিন অফিস করেন। ঠিকমত অফিসে আসেন না।

যোগদানের কয়েক মাস পরেই ২ কোটি টাকা মূল্যের ব্যক্তিগত গাড়ী কিনেছেন। সে সময় টেন্ডার বাণিজ্যের মাধ্যমে অর্থ লুটপাট করে ওই গাড়ী ক্রয় করেছেন তিনি। বর্তমানে হাসপাতালের স্টাফদের বেতন ছাড়াতে গেলেও টাকা দিতে হয় ওই দুর্র্নীতিবাজ পরিচালক ডা: শীতল চৌধুরীকে। ডা: শীতল চৌধুরী প্রকাশ্যে বলেন, আমি মন্ত্রী এমপিদের ছাড়া কারো সাথে কথা বলি না, আর কাউকে মানুষও মনে করি না। তার সাথে দেখা করতে গেলে অন্তত ৪ জনের কাছে কৈফিয়ত দিয়ে যেতে হয়। ফলে সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাতক্ষীরার মানুষ। সাতক্ষীরা মেডিকেলের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে নাজুক হয়ে পড়েছে। অপরিচ্ছন্ন পরিবেশ, দুর্গন্ধে রোগীরা আরো বেশি অসুস্থ্য হয়ে পড়ছেন।

মেডিকেলের ল্যাব, এক্সরে বিভাগ এবং কেবিন ভাড়া থেকে প্রতি সপ্তাহে মোটা অংকের টাকা পরিচালকের হাতে দিতে হয়। তা না দিলে বিভাগ পরিবর্তন করে দেওয়ার হুমকি ধামকিও প্রদর্শন করেন ডা: শীতল চৌধুরী। বক্তারা অবিলম্বে তদন্ত পূর্বক দুর্নীতিবাজ কর্মকর্তা শীতল চৌধুরীকে অপসারণের দাবি জানান। অপসারণ করা না হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ ঘেরাওসহ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ-মেলার উদ্বোধন

আসাদুজ্জামান ঃ ‘গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ-মেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ। এরপর সেখানে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বন বিভাগ সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন প্রমুখ।
এবারের এ বৃক্ষ মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষদি গাছ নিয়ে অর্ধ-শতাধিক স্টল বসেছে। বৃক্ষ মেলার উদ্বোধন শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছায় ধর্ষণ মামলার অভিযুক্ত পালাতক আসামি গ্রেফতার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ধর্ষণ চেষ্টার অভিযোগে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রইব্যুনাল মামলা। ঘটনাটি গত ৪ আগষ্ট রাত ৯ টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নে। এ ঘটনায় শনিবার অভিযুক্ত নাজমুল গাজীকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

মামলা সুত্রে জানাযায়, উপজেলার হরিঢালী ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের হান্নান গাজীর ছেলে নাজমুল গাজী(২৩) উত্তর সলুয়া গ্রামের মুক্তার শেখের স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। তাতে সে রাজি না হওয়ায় গত ৪ আগষ্ট রাত ৯ টার দিকে মুক্তারে স্ত্রী ঘরে একা ঘুমিয়ে ছিলো।

এ সুযোগে নাজমুল মুক্তার শেখের বাড়ি ঢুকে দরজা বন্ধকরে তার স্ত্রীকে ঝাপটে ধরে এবং ধর্ষণ করার জন্য মুখ চেপে ধরে। তার পরনের কাপড়চোপড় টেনে ছিড়ে ফেলে এবং শরিরের বিভিন্ন স্থানে হাত দেয়। এঘটনায় ১ সেপ্টেম্বর পাইকগাছা বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালের মামলার আদেশে ১ সেপ্টেম্বর পাইকগাছা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাদ্দাম পালাতক অভিযুক্ত আসামি নাজমুল গাজীকে খুলনা থেকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস , উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, পুলকেশ মন্ডল, শংকর বিশ্বাস ,

পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, উত্তরণ প্রতিনিধি মাহফুজা সুলতানা, সুশীলন প্রতিনিধি শিলা খাতুন, দলিত প্রতিনিধি অঞ্জনা রানী, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দীন রাজা, বি সরকার, প্রকাশ ঘোষ বিধান, খোরশেদ আলম ও আশরাফুল ইসলাম সবুজ।

সভায় ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা সদর সহ প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক র‌্যালি, সভা, সমাবেশ, লিফলেট বিতরণ, মাইকিং, ক্যাম্পেইন, সপ্তাহের প্রতি রোববার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং প্রয়োজনে মশক নিধন (স্প্রে) অভিযান পরিচালনা করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় জ্বরে আক্রান্ত রোগীকে মশারীর মধ্যে রাখা সহ দ্রূত হাসপাতালে স্থান্তর করা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-১২

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলায় ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী’র নেতৃত্বে এস আই আমিনুল ইসলাম, মহিতুর রহমান, বিজন কুমার সরকার, মিঠুন মন্ডল, এএসআই মারুফ কবির, এনামুল মোল‍্যা সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা কালে গাজীপুর গ্রামের মৃত কেনায়েত সরদারের ছেলে মোঃ রমজান সরদার ও আঃ সামাদ গাজীর ছেলে মোঃ বাবু গাজীকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।

এসংক্রান্তে থানায় ১(৯)২৩ নং মামলা রুজু করা হয়। সিআর পরোয়ানা-৩০৩/২২ এর আসামী আগরদাড়ী গ্রামের আব্দুল্লাহেল বাকীর স্ত্রী সোনামনি খাতুন, জিআর পরোয়ানা-১১২/২০ এর আসামী মহাজনপুর গ্রামের মৃত কপিল উদ্দীনের ছেলে আঃ ছালাম, নিয়মিত মামলার নং-২৮(৮)২৩ এর আসামী খাজরা ইউনিয়নের ইউপি সদস্য মৃত মোসলেম সরদারের ছেলে ইয়াকুব সরদার, নিয়মিত মামলা নং-২(৯)২৩ এর আসামী একসরা গ্রামের সাত্তার গাজীর ছেলে মাছুম বিল্লাহ। পাইকগাছা উপজেলার শাহাপাড়া গ্রামের মোঃ বাচ্চু গাইনের ছেলে মোঃ রাজিব গাইন, মোঃ হাবিব গাজীর ছেলে মোঃ জাফর গাজী,

মোঃ খোরশেদ গাজীর ছেলে মোঃ আসলাম গাজী। শীতলপুর গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে মোঃ রিফাত হোসেন, হাফিজুল গাজীর ছেলে নাহিদ হোসেন মোঃ সিরাজুল গাজীর ছেলে সুমন আলীকে ছাগল চুরির অপরাধে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে থানায় ৩(৯)২৩ নং মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শনিবার বিকালে বিজ্ঞ আদালতে প্রেরের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest