সর্বশেষ সংবাদ-
ঈদ পরবর্তী প্রীতি ক্রিকেট খেলায় সাবেক মেয়র গাজী আক্তারুলের দলের জয়সাতক্ষীরায় রাইফেল ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে শুটিং প্রতিযোগিতাআশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তাআশাশুনির শ্রীউলায় মৎস্যঘের দখল ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ: জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের কাছে অভিযোগকলারোয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেঝ ভাইয়ের মৃত্যু: আহত বড় ভাইবংশীপুর বন্ধু মহলের আয়োজনে ঈদ পুনর্মিলনী-সাংস্কৃতিক সন্ধ্যাটাউন স্পোটিং ক্লাবের সহ-সভাপতি বায়রনসহ প্রয়াত সকল কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়াআশাশুনির বিছটে ভাঙ্গন রোধে রিংবাঁধের কাজ সম্পন্ন,স্বস্তি ফিরেছে বানভাসীদেরবন্ধু সমাজ কল্যাণ ঐক্য পরিষদের আত্মপ্রকাশঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করতে সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ-মেলার উদ্বোধন

আসাদুজ্জামান ঃ ‘গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ-মেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ। এরপর সেখানে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বন বিভাগ সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন প্রমুখ।
এবারের এ বৃক্ষ মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষদি গাছ নিয়ে অর্ধ-শতাধিক স্টল বসেছে। বৃক্ষ মেলার উদ্বোধন শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছায় ধর্ষণ মামলার অভিযুক্ত পালাতক আসামি গ্রেফতার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ধর্ষণ চেষ্টার অভিযোগে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রইব্যুনাল মামলা। ঘটনাটি গত ৪ আগষ্ট রাত ৯ টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নে। এ ঘটনায় শনিবার অভিযুক্ত নাজমুল গাজীকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

মামলা সুত্রে জানাযায়, উপজেলার হরিঢালী ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের হান্নান গাজীর ছেলে নাজমুল গাজী(২৩) উত্তর সলুয়া গ্রামের মুক্তার শেখের স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। তাতে সে রাজি না হওয়ায় গত ৪ আগষ্ট রাত ৯ টার দিকে মুক্তারে স্ত্রী ঘরে একা ঘুমিয়ে ছিলো।

এ সুযোগে নাজমুল মুক্তার শেখের বাড়ি ঢুকে দরজা বন্ধকরে তার স্ত্রীকে ঝাপটে ধরে এবং ধর্ষণ করার জন্য মুখ চেপে ধরে। তার পরনের কাপড়চোপড় টেনে ছিড়ে ফেলে এবং শরিরের বিভিন্ন স্থানে হাত দেয়। এঘটনায় ১ সেপ্টেম্বর পাইকগাছা বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালের মামলার আদেশে ১ সেপ্টেম্বর পাইকগাছা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাদ্দাম পালাতক অভিযুক্ত আসামি নাজমুল গাজীকে খুলনা থেকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস , উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, পুলকেশ মন্ডল, শংকর বিশ্বাস ,

পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, উত্তরণ প্রতিনিধি মাহফুজা সুলতানা, সুশীলন প্রতিনিধি শিলা খাতুন, দলিত প্রতিনিধি অঞ্জনা রানী, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দীন রাজা, বি সরকার, প্রকাশ ঘোষ বিধান, খোরশেদ আলম ও আশরাফুল ইসলাম সবুজ।

সভায় ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা সদর সহ প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক র‌্যালি, সভা, সমাবেশ, লিফলেট বিতরণ, মাইকিং, ক্যাম্পেইন, সপ্তাহের প্রতি রোববার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং প্রয়োজনে মশক নিধন (স্প্রে) অভিযান পরিচালনা করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় জ্বরে আক্রান্ত রোগীকে মশারীর মধ্যে রাখা সহ দ্রূত হাসপাতালে স্থান্তর করা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-১২

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলায় ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী’র নেতৃত্বে এস আই আমিনুল ইসলাম, মহিতুর রহমান, বিজন কুমার সরকার, মিঠুন মন্ডল, এএসআই মারুফ কবির, এনামুল মোল‍্যা সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা কালে গাজীপুর গ্রামের মৃত কেনায়েত সরদারের ছেলে মোঃ রমজান সরদার ও আঃ সামাদ গাজীর ছেলে মোঃ বাবু গাজীকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।

এসংক্রান্তে থানায় ১(৯)২৩ নং মামলা রুজু করা হয়। সিআর পরোয়ানা-৩০৩/২২ এর আসামী আগরদাড়ী গ্রামের আব্দুল্লাহেল বাকীর স্ত্রী সোনামনি খাতুন, জিআর পরোয়ানা-১১২/২০ এর আসামী মহাজনপুর গ্রামের মৃত কপিল উদ্দীনের ছেলে আঃ ছালাম, নিয়মিত মামলার নং-২৮(৮)২৩ এর আসামী খাজরা ইউনিয়নের ইউপি সদস্য মৃত মোসলেম সরদারের ছেলে ইয়াকুব সরদার, নিয়মিত মামলা নং-২(৯)২৩ এর আসামী একসরা গ্রামের সাত্তার গাজীর ছেলে মাছুম বিল্লাহ। পাইকগাছা উপজেলার শাহাপাড়া গ্রামের মোঃ বাচ্চু গাইনের ছেলে মোঃ রাজিব গাইন, মোঃ হাবিব গাজীর ছেলে মোঃ জাফর গাজী,

মোঃ খোরশেদ গাজীর ছেলে মোঃ আসলাম গাজী। শীতলপুর গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে মোঃ রিফাত হোসেন, হাফিজুল গাজীর ছেলে নাহিদ হোসেন মোঃ সিরাজুল গাজীর ছেলে সুমন আলীকে ছাগল চুরির অপরাধে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে থানায় ৩(৯)২৩ নং মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শনিবার বিকালে বিজ্ঞ আদালতে প্রেরের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বীর মুক্তিযোদ্ধা আ’লীগ নেতা মোয়াজ্জেম হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জুলফিকার আলী : সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শনিবার দুপুর ২ টায় মরহুমের নিজ বাড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনসম্পন্ন করা হয়।

উক্ত গার্ড অফ অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা, সদর থানা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি, বাঁশদহা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা সহিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মাস্টার, সদর থানা পুলিশ সহ স্থানীয় মুসল্লিবৃন্দ।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিলেন। এছাড়াও জানা যায়, তিনি গতকাল শুক্রবার শারীরিক সমস্যার কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসারত ছিলেন এবং অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রোগীর স্বজনরা স্থানীয় ক্লিনিকে নিয়ে যান সেখানে চিকিৎসারত অবস্থায় দিবাগত রাত ২:৩০দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে এক দিনের ব্যবধানে নদীতে মাছ ধরতে গিয়ে আরো এক জেলের মৃত্যু

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার শ্যামনগরে এক দিনের ব্যবধানে নদীতে মাছ ধরতে গিয়ে আরো এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারের ¯øুইজ গেট সংলগ্ন চুনকুড়ি নদীতে মাছ ধরার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত জেলের নাম মনোরঞ্জন মন্ডল (৬৬)। তিনি উপজেলার মথুরাপুর গ্রামে মৃত দেবেন্দ্র নাথ মন্ডলের পুত্র। এর আগে শুক্রবার উপজেলার সীমান্ত নদী কালিন্দিতে মাছ ধরতে গিয়ে আলি হাসান নামের এক কিশোর জেলের মৃতু হয়।

পরিবারের বরাত দিয়ে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা জানান, মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারের ¯øুইজ গেট সংলগ্ন চুনকুড়ি নদীতে ভোর রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মনোরঞ্জন মন্ডল। সকালে তিনি বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজির একপর্যায়ে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার সীমান্ত নদী কালিন্দিতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে মারা যায় আলি হাসান (১৭) নামের এক কিশোর জেলে। সে কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জমি সংক্রান্ত বিরোধের জেরে নব মুসলিম যুবককে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
জমি সংক্রান্ত বিরোধের জেরে নব মুসলিম যুবককে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার জুম্মার নামাজের পর আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের দূর্গাপুর এলাকায় এঘটনা ঘটে। আহত যুবক খাজরা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত কার্তিক দাসের পুত্র সাধন দাস ওরফে আব্দুর রহমান।

বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সাধন দাস ওরফে আব্দুর রহমান জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার করিম বক্সের পুত্র আনারুল ও কামরুল গং বিভিন্ন সময়ে তাকে মারপিট করে আসছিল। এনিয়ে তিনি আশাশুনি থানায় একটি মামলা দায়ের করে। আসামীরা জামিনে মুক্তিপেয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকির একপর্যায়ে গত শুক্রবার তাকে অতর্কিত মারপিট করে গুরুতর আহত করে। এঘটনায় ন্যায় বিচার চেয়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী মৎস্যজীবী লীগ শ্যামনগর উপজেলা শাখার কমিটি অনুমোদন

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ৩১ সদস্য বিশিষ্ট শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জেলা সভাপতি মীর আজহার আলী শাহীন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক পত্রে মেহেদী হাসান মারুফ কে আহবায়ক ও বিকাশ ঘোষ কে সদস্য সচিব করে আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

যুগ্ম আহবায়কদ্বয় হলেন, শেখ আব্দুল্ল্যাহ আল মামুন, আব্দুল জব্বার, মুজিবুর রহমান মুজিব, মধু সুধন মন্ডল, শাহরিয়ার রহমান সোহাগ, আকরামুজ্জামান আকু, এম.এম সাগর হোসেন, বাবুলাল মন্ডলসহ মোট ৩১ জন সদস্য। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest