সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিদেবহাটায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরাকাল বৈশাখী ঝড়ে লন্ডভÐ সাতক্ষীরা কমার্স কলেজসাতক্ষীরায় ট্রাক ভর্তি ভারতীয় উন্নত মানের শাড়ি-পোস্তদানাসহ ৮ কোটি টাকার মালামাল জব্দআশাশুনিতে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে গণশুনানিসাতক্ষীরায় কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ষ আম জব্দ

তালায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল মোটরসাইকেল

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালার খেশরায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হলো একটি মোটরসাইকেল। গতকাল বুধবার মধ্যরাতে খেশরা ফারুক মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দিপংকর দাশ ভেলু খেশরা গ্রামের রবু দাশের ছেলে। সে এলাকায় গরু ব্যবসায়ী হিসেবে পরিচিত।

জানা যায়, দীপংকর দাশের বাড়ির রাস্তায় কাঁদা হওয়ার কারনে সে গতকালে রাতে একই গ্রামের শেখ আবুল কালামের বাড়িতে গাড়ি রেখে যায়। এরপর রাত ১ টার দিকে কে বা কারা এসে সে গাড়ি ঘরের বারান্দা থেকে নামিয়ে বাইরে এনে খড়কুটা এবং প্রেট্রোল দিয়ে ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে গাড়িটি পুড়ে ভস্মীভুত হয়।

রাতে এলাকা পরিদর্শনের সময় স্থানীয় খেশরা পুলিশ ফাঁড়ির সদস্যরা বাড়ির ভিতরে আগুন দেখতে পেয়ে এগিয়ে যান। তারপর বাড়ির লোকজন ও পুলিশ সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই গাড়ির ৭০ শতাংশ যন্ত্রাংশ পুড়ি ছাই হয়ে যায়।

দীপংকর দাশ জানায়, কে বা কারা এ কাজ করেছে আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না। আমার সাথে শত্রুতা থাকলে তারা আমাকে মারতো, বেঁধে রাখতো কিন্তু আমার গাড়িটিকে এভাবে আগুনে পুড়িয়ে দেওয়া ঠিক হয়নি। তবে তিনি আইনের আশ্রয় গ্রহন করবেন বলে জানান।

খেশরা গ্রামের মো. ফয়সাল মোড়ল বলেন, দীপংকর একজন গরু ব্যবসায়ী। এমন কোন শত্রুতা কারো সাথে আছে বলে জানা নেই। তবে এভাবে অমানবিক একটা কাজ করা কোনভাবেই ঠিক হয়নি। দোষীদের শাস্তির আওতায় আনা প্রয়োজন।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন জানান, ঘটনাটি শুনেই সকালে সেখানে গিয়েছিলাম। গাড়ির সবকিছু পুড়ে গেছে। এর আগে ইউনিয়নের কয়েকটি জায়গায় ধানের পালায়ও আগুন দেয় দুর্বৃত্তরা। এই চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা প্রয়োজন।

তালার খেশরা পুলিশ ফাঁড়ির এস আই মো. শফিউল্লাহ মোল্লা জানান, ব্যক্তিগত শত্রুতার কারনে এমন ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। লিখিত কোন অভিযোগ পায় নি; পেলে ব্যবস্থা গ্রহন করবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরাতে উন্নত টয়লেট ব্যবহারের হার বেড়েছে

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় উন্নত টয়লেট ব্যবহারের হার বেড়েছে। সম্প্রতি সমাপ্ত নেদারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় ওয়াশ এসডিজি প্রকল্পের আওতায় পরিচালিত শেষ জরিপে এ চিত্র দেখা গেছে ।

বুধবার বেলা ১১টায় সাতক্ষীরার ম্যানগ্রাভ সভাঘরে জরিপকৃত এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, স্কুল কমিউনিটি ক্লিনিক, ওয়াশ উদ্যোক্তাদের সাথে শেয়ার করা হয়। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খলিশখালী ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান সাব্বির হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল হক(লিটু), সাতক্ষীরা সদর উপজেলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার, সহকারী সার্জন,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সাতক্ষীরার ডাঃ রাহুল দেব রায়। কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী।

ওয়ার্কশপে মুল উপস্থাপনা উপস্থাপন করেন সিমাভি’র মনিটরিং ইভাল্যুয়েশন এন্ড লার্নিং অফিসার মোঃ শামসুর রহমান।
তথ্যানুযায়ী জানা গেছে, বেইজলাইন (২০১৮) জরিপে প্রাপ্ত ফলাফল থেকে এন্ডলাইন জরিপে উন্নত টয়লেট ব্যবহারের হার বেড়েছে ৪৬ শতাংশ। এছাড়া ওপেন ডেফিকেশন (খোলা জায়গায় মলত্যাগ) প্রায় শূন্যের ঘরে এসেছে। হাইজিন অনুশীলন বেড়েছে ৯% থেকে ৭৭% এ। এ জরিপে মোট ৪৯২ খানা, ৯ স্কুল, ০৩ কমিউনিটি ক্লিনিক অংশগ্রহন করে। সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভা এবং সাতক্ষীরা সদর উপজেলার ৩টি ও তালা উপজেলার ৩টি ইউনিয়নের ৪৯২ পরিবারকে এ জরীপের আওতায় নেওয়া হয়। ২০১৮ সালে প্রকল্পের শুরুতে পানি,স্যানিটেশন এবং হাইজিন সম্পর্কিত বিষয়ে জরিপ করা হয়েছিল এবং প্রকল্পের শেষে ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে শেষ জরিপে দেখা গেছে প্রায় প্রতিটি সূচকে পানি,স্যানিটেশন এবং হাইজিন এর পরিস্থিতি উন্নীত হয়েছে। তবে ব্যাকটেরিয়া দূষণ বেড়েছে বেইজলাইন এ ৪৬% ছিল)।
হোপ ফর দ্যা পুরেস্ট এর টাউন কো-অর্ডিনেটর মৃনাল কান্তি সরকারের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, প্র্যাকটিক্যাল একশন বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার আমিনুল ইসলাম সোহান এবং প্রকল্পের স্টাফবৃন্দ। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের দ্বিতীয় তলায় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলতাফ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সভাপতি সৈয়দ ফিরোজ কামনা শুভ্র।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাথন্ডা আমিনিয়া মাদরাসার সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান (ডাবলু), উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান, দারুল হাদীস আহমাদিয়া সালাফি ইয়াহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ সোহেল বিন আকবর মাদানী,শ্যাল্লে আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নুরুল ইসলাম প্রমুখ। এসময় প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন, মো. তৈয়্যবুর রহমান, মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো. শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান প্রমুখ।

এসময় শিক্ষক, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা থেকে আগামী ২৭ আগস্ট ২০২৩ সালের আলিম পরীক্ষায় ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও আলেম ওলামাদের কাছে দোয়া চেয়েছেন শিক্ষার্থীরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ আজাদী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবি প্রভাষক মোঃ নাছির উদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ী নিয়ে সাতক্ষীরা পৌরসভায় পরিচ্ছন্নকর্মীদের অবস্থান কর্মসূচি

আসাদুজ্জামান : বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ী নিয়ে সাতক্ষীরা পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। বুধবার সকালে শহরের বিভিন্ন স্থানের ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো গাড়ীতে নিয়ে পৌরসভার মধ্যে অবস্থান নেয় তারা।

ভুক্তভোগী পৌর কর্মচারীরা সাংবাদিকদের জানান, দীর্ঘ দুই মাস ধরে তারা কোন বকেয়া বেতন পাচ্ছেন না। এর ফলে তারা পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছেন। সামান্য বেতনে তারা সেখানে চাকরি করেন। পৌর পরিচ্ছন্ন কর্মীরা গত দুই মাস এবং পানি সরবরাহ শাখার কর্মচারীরা দীর্ঘ ৭ মাস যাবত কোন বেতন পান না।

তারা এ সময় আক্ষেপ করে বলেন, দ্রব্য মূল্যের এই উদ্ধগতির বাজারে তারা যদি কোন বেতন না পান তাহলে তারা কিভাবে চলবেন ? ভুক্তভোগীরা আরো জানান, বর্তমানে পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি পৌরসভার কোন দায়ীত্ব পালন করছেন না। তার বিরুদ্ধে কয়েকটি নাশকতার মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। তারা এ সময় তাদের বেতন না পাওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে ঘোষনা দেন।

অবস্থান কর্মসুচিতে এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য গণেশ, তরিকুলসহ অন্যান্যরা।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অবৈধ  ইটভাটা ও সরকারি জায়গা উচ্ছেদসহ অনিয়মের বন্ধের দাবিতে মানববন্ধন

প্রেসবিজ্ঞপ্তিঃ সাতক্ষীরা জেলা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটি এবং জেলা ভুমিহীন সমিতির যৌথ আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে সাতক্ষীরায় উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পূর্নবাসনসহ অবৈধ দখলকৃত সরকারি জায়গা উদ্ধারপূর্বক মেডিকেল কলেজ ও হাসপাতালে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অপরিকল্পিতভাবে স্থাপন পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের প্রাণের প্রতিষ্ঠান সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই প্রতিষ্ঠানে অনিয়মের শেষ নেই।

মেডিকেল কলেজ হাসপাতালে একেপর এক নানা অনিয়ম ও দুনীতি করে যাচ্ছে। হাসপাতালের পরিচালক শীতল চৌধুরীর বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্টদের কাছে স্মারক লিপি দেওয়া হয়। কিন্তু আজও পর্যন্ত কোনো সংশ্লিষ্টরা তদন্ত পূর্বক ব্যবস্থা নেইনি।

সাতক্ষীরা রাফসান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মালিক আবু হাসান কর্তৃক শহরের বিনেরপোতায় সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। এটি নিয়ে ভূমিহীন সমিতির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হলেও তা এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। প্রকৃত ভুমিহীনদের ঘর দেওয়া হয় না। টাকা ছাড়া প্রকৃত ভুমিহীনরা ঘর পাই না। দখলকৃত সরকারি জায়গা উদ্ধার করে প্রকৃত ভুমিহীনদের পুনঃ বাসনের দাবি জানান।

বক্তারা আরো বলেন, জেলায় কৃষি জমিতে অপরিকল্পিত ভাবে ইটভাটা স্থাপন হওয়ায় দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে। অন্যাদিকে ঘনবসতি ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় অপরিকল্পিতভাবে ইটভাটা স্থাপন হওয়ায় ইটভাটার কালো ধোয়ায় এলাকায় পরিবেশ দূষিত হয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ইতোপূর্বে দেখাগেছে সদর উপজেলার মধ্যে অপরিকল্পিত ভাবে বাইপাস সড়কে কৃষি জমিতে স্থাপন হয়েছে এবিবি ভাটা, এমএস ভাটা, বাবুলিয়ায় বি,বি ভাটা, এসবিএল ভাটা, সনি ভাটা, ভাদড়ায় রাকিব ভাটা, আঁখি ভাটা, মাধবকাটির ঠিকানা ভাটা, নীটভাটা, এসবি ভাটা, ষ্টার ভাটা, বিনেরপোতায় রহমান ভাটাসহ জেলা উপজেলা গুলোতে অপরিকল্পিতভাবে কৃষি জমিতে ও ঘনবসতি ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় ইটভাটা স্থাপন হয়েছে। অনেক ইটভাটার মালিকদের নিবন্ধন নেই। কিন্তু তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তারা প্রশাসনকে ম্যানেজ করে ইটভাটা পরিচালনা করে আসছে। তাই আগামী দিনে এসব ইটভাটা পরিচালনা করার অনুমতি দেওয়ার আগে যাচাই বাছাই মাধ্যমে অপরিকল্পিত স্থাপন ইটভাটা মালিকদেরকে লাইন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, খেজুরডাঙ্গায় চার বান্দার গেটের খালের বেড়িবাঁধের মাটি কেটে জমি ভরাট করেছে ওই এলাকার রহমান ইটভাটার মালিক। ইতোপূর্বে ওই বেড়িবাঁধ মাটি কাটার বিষয়ে সদর উপজেলার এসিল্যান্ড খবর পেয়ে মাটি কাটা বন্ধ করে দেয় এবং মাটি কাটা ভেগু মেশিনের চাবি জব্দ করে। কিন্তু আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো ভুমি অফিস তাদের মাটি কাটা মেশিনের চাবি ফেরত দেয় বলে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই অবিলম্বে সাতক্ষীরায় উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পূর্নবাসনসহ অবৈধ দখলকৃত সরকারি জায়গা উদ্ধারপূর্বক মেডিকেল কলেজ ও হাসপাতালে সীমাহীন অনিয়ম ও দুর্নীতর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অপরিকল্পিতভাবে স্থাপন পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানান বক্তারা। মানববন্ধন ও সমাবেশে জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি শেখ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, হায়দার আলী, ভুমিহীন নেতা বাবলুর রহমান, শেখ হাফিজুর রহমান, শাহাজান আলী ছোট বাবু, ইউসুফ আলী সরদার, আশিক ইকবাল বাপ্পি, নাজমা আক্তার, শাহানারা খাতুন রিনা, শেখ রেজাউল করিম রেজা, শেখ রিয়াজুল ইসলাম, থানাঘাটা দরগাহ শরীফের খাদেম শেখ ফারুক হোসেন প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদকের ভগ্নিপতির ইন্তেকাল

দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলামের ভগ্নিপতি মোঃ আব্দুর রশিদ (৫৫) আর নেই। তিনি মঙ্গলবার (২২ আগস্ট ২০২৩) ভোর ৪:২০ মিনিটের দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি কিডনি ও হার্টের সমস্যায় গুরুতর অসুস্থ ছিলেন। মরহুম মোঃ আব্দুর রশিদ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রের প্রতিনিধি জিএম আজিজুল ইসলামের পিতা। মরহুমের জানাজা নামাজ আজ মঙ্গলবার জোহরের নামাজের পর সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জি-ফুলাবাড়ি দরগাহ শরীফ ময়দানে অনুষ্ঠিত হবে । ##
প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় গাঁজা গাছসহ এক যুবক গ্রেফতার

দেবহাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয় দেবহাটার ঘড়িয়াডাঙ্গা গ্রামের ইয়াদ আলী গাজীর ছেলে নাঈম হোসেনকে (২৯)।

গত ২১ আগষ্ট দেবহাটা থানার এসআই গিয়াস উদ্দিন অভিযান চালিয়ে ৮ ফুট ৬ ইঞ্চি এবং ৭ ফুট ১ ইঞ্চিসহ ২টি গাছ জব্দ করে। পরে নাঈম হোসেনকে গ্রেপ্তার করে দেবহাটা থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের পরবর্তী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্যানিটেশন কর্মসূচি অবহিতকরনের লক্ষ্যে সাতক্ষীরায় কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :
স্যানিটেশন কর্মসূচি অবহিতকরনের লক্ষ্যে সাতক্ষীরায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের ত্রিশমাইল অগ্রগতি রিসোর্টে বেসরকারি সংস্থা আশার আয়োজনে আশা সাতক্ষীরা জেলা ম্যানেজার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ রেজাউল কাইয়ুম।

এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অফিসের এডিশনাল ম্যানেজার একে এম সেলিম আল রেজা,আশা কেন্দ্রীয় কার্যালয়ের প্রজেক্টার মাহফুজুল আলম সহ আরো অনেকে।

এই কর্মসূচিতে সাতক্ষীরায় ৩১শত পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটাইজেশন সহায়তা দেওয়া হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest