সর্বশেষ সংবাদ-
বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিদেবহাটায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরাকাল বৈশাখী ঝড়ে লন্ডভÐ সাতক্ষীরা কমার্স কলেজ

জাতীয় শোক দিবসে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের বিভিন্ন কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গল সকালে খুলনা রোড়মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে আলোচনাসভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয় এবং শেষে বাসটার্মিনাল মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের আত্মারমাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলা তাঁতীলীগ, পৌর ৯নং ওয়ার্ড আঞ্চলিক কমিটি, লেবার(শ্রমিক) ইউনিয়ন, শ্রমিক ফেডারেশনসহ জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভূক্ত বিভিন্ন শ্রমিক সংগঠনের আলোচনাসভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে যোগদান করা হয়। এসকল কর্মসূচিতে অংশ গ্রহণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল্লাহ সরদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন করা হয়েছে। ১৫ আগষ্ট মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ,

দেবহাটা রিপোর্টার্স ক্লাব, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, উপজেলা এলজিইডি, কেবিএ সরকারী কলেজ, দেবহাটা কলেজ, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুল, পল্লী বিদ্যুৎ, সাব রেজিষ্ট্রি অফিস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

পরে দোয়া পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন,

আনারুল হক। এসময় বক্তব্য রাখেন দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন প্রদান, যুব ঋন বিতরন ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

শ্যামনগর প্রতিনিধিঃ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস’ ২০২৩ শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শ্যামনগর উপজেলা পরিষদের সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবস টি পালনের কার্যক্রম শুরু হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও তা অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।

১৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ বর্ণাঢ্য র‍্যালী সহকারে বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্যামনগর উপজেলা প্রশাসন, শ্যামনগর সরকারি মহসিন কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, খালেদা আয়ুব ডলি, শ্যামনগর থানার ইন্সপেক্টর তদন্ত হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব (বাবু)।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ , উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

দুপুর ২টার সময় বাংলাদেশ আওয়ামীলীগ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে ১৫ই আগষ্ট স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্যামনগর জেসি মার্কেট চত্বরে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান শেষে সকলের মাঝে উন্নত মানের খাবার বিতরন করা সহ বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের জন্য দোয়া করা হয়।

এছাড়াও জাতীয় অনুষ্ঠানের সাথে মিল রেখে শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ নির্ধারিত কর্মসূচী পালন করেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়ম ও পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন সহ শোক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা, বিভিন্ন প্রতিযোগিতা, কুরআন তেলোওয়াত ও শহীদদের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ছবি:শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নগরঘাটায় “স্বপ্ন নীড়” সংগঠনের গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি : স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “স্বপ্ন নীড়” সংগঠনের উদ্যোগে নগরঘাটায় গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সংগঠনটির প্রধান কার্যালয় নগরঘাটা পোড়ারবাজারে জাতীয় শোক দিবস- ২০২৩ উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়। স্বপ্ন নীড় সংগঠনের সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে
এবং স্বপ্ন নীড় সংগঠনের নির্বাহী পরিচালক মো. জাবের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু।

আরো উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য নবিনেওয়াজ সরদার, স্বপ্ন নীড় সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, স্বপ্ন নীড়ের সাধারণ পরিষদের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন, ডা: ঠাকুর পদ, সাংবাদিক শাহিনুর রহমান, সাংবাদিক জাকির হোসেন, মফিজুল ইসলাম, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা সমন্বয়ক (ফরেষ্ট্রি) মো. আবু মুসা হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ শেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনায় মিলিত হন উপস্থিত ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এরআগে ১৫ আগষ্ট উপজেলা পরিষদের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে সকাল ৯টায় পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে রিপোর্টার্স ক্লাবের অফিসে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংবাদিক কে.এম রেজাউল করিম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, আমিরুল ইসলাম,

রিয়াাজুল ইসলাম আলম, আব্দুল্লাহ আল মামুন, মজনুর রহমান, তারেক মনোয়ার প্রমুখ। এসময় বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার দেশপ্রেম ও দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি বলে উল্লেখ করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে আলোচনা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবসে সাতক্ষীরা মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিবিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় শহরের খুলনা মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এর আগে, মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পাতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে কোরান তেলোয়াত, দোয়া, আলোচনা সভা, খাদ্য বিতরনসহ নানা কর্মসুচি পালন করা হচ্ছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু : আক্রান্ত আড়াইশ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এনিয়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় মারা গেলেন ২ নারীসহ ৩জন। । এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৪ জন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো আড়াইশ’য়ে।

মারা যাওয়াদের একজন হলেন সোনিয়া খাতুন (৩২)। তিনি কলারোয়া পৌরসভার গদখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী। মারা যাওয়া অপরজন হলেন অমলেন্দু শর্মা (৮২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের সতীশ শর্মার ছেলে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার জানান,সোনিয়া খাতুন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গত ৫দিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় তিনি মঙ্গলবার ভোরে মারা যান।
তিনি আরও জানান,অমলেন্দু শর্মা তিন দিন আগে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় ইতোমধ্যে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন ২শ’ ৫০ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি- বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। বাকীরা সুস্থ্য হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest