সর্বশেষ সংবাদ-
বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিদেবহাটায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরাকাল বৈশাখী ঝড়ে লন্ডভÐ সাতক্ষীরা কমার্স কলেজ

চার দফা দাবিতে ছাত্র ধর্মঘট পালন করছে সাতক্ষীরার ম্যাটস শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি ঃ ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করেছে সাতক্ষীরার ম্যাটস শিক্ষার্থীরা।

মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষাথীদের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার নলতায় প্রতিষ্ঠনটির সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে দ্বিতীয় দিনের ন্যায় তারা এ ধর্মঘট পালন করে।

এতে বক্তব্য রাখেন, ম্যাটস এর তৃতীয় বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমান, তানভীর হোসেন, মোনায়েম ইসলাম, প্রথম বর্ষের ছাত্রী জারা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে বিগত ৪৮ বছরে বাস্তবায়ন হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদান। বাংলাদেশে অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারী চাকরীর নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের বিগত এক যুগ (১২ বছর) ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হয়নি। যার ফলে সারা দেশের সকল সরকারী, বে-সরকারী ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবি সমূহ আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলনোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে। বক্তারা এ সময় ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবী পূরনে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পোনা অবমুক্তকরন

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার বিভিন্ন প্রতিষ্টানের পুকুরে মাছের পোনা অবমুক্তকরনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ অনুষ্টিত হয়েছে। বৃহঃবার ১৭ই আগষ্ট

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান,

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক আওছাফুর রহমান (কল্লোল), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ।

এসময় উপজেলার মধ্যে ২৭ টি প্রতিষ্টানে ৩২০ কেজি করে বি়ভিন্ন ধরনের মাছের পোনা বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাতক্ষীরার মাদককারবারি আশরাফ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি ঃ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২৩ বছরের পলাতক আসামী সাতক্ষীরার কুখ্যাত মাদককারবারি আশরাফ কারিকরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৫ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আশরাফ কারিকর (৩৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মোকছেদ কারিকরের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্প কমান্ডার মেজর গালিব জানান, ২০১০ সালে কুখ্যাত মাদক চোরাকারবারী আশরাফ কারিকরকে নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। এরপর এ মামলায় বিচারকার্য শেষে ঘটনার সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত আসামী আশরাফ কারিকরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

এদিকে, আদালত কর্তৃক রায় ঘোষনার আগে আসামী আশরাফ কারিকর এ মামলায় কিছু দিন জেল খাটার পর জামিনে বেরিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ২৩ বছর যাবত আতœগোপন করে থাকে। এক পর্যায়ে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা র‌্যাব-১ এর সহযোগিতায় উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৫ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত চোরকারবারী আশরাফ কারিকরকে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ৩১ তম বার্ষিকীতে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমঃ রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ৩১ তম বার্ষিকীতে সন্ত্রাস বিরোধী দিবসের ডাক এবং আমেরিকার সা¤্রাজ্যবাদ ও বিএনপি -জামায়াতের সন্ত্রাস রুখতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহষ্পতিবার বিকেল সাড়ে চারটায় সাতক্ষীরা শহরের মিনি মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকে পার্টির সাতক্ষীরা শাখার সভাপতি অধ্যাপক কমঃ মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা কমিটির সদস্য সাবির হোসেন, শিক্ষক আব্দুর রউফ, স্বপন কুমার শীল, হিরন্ময় ম-ল, প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৩ সালের ১৭ আগষ্ট কমঃ রাশেদ খান মেননকে জামায়াত বিএনপি’র সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা করে। ৩১ বছরেও তার বিচার হয়নি। তেমনি ২০০১ সালে চারজ দলীয় জোট ক্ষমতায় থাকাকালিন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগষ্ট গেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ওই দলের ২৪ জন নেতা কর্মী নিহত হয়। আহত হয় দুই শতাধিক। এ ছাড়া সা¤্রাজ্যবাদী আমেরিকা বাংলাদেশের ভোটে অনিয়মের ধুয়ো তুলে বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করে এদেশের মাটিকে যুদ্ধের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশ সরকার ও এদেশের জনগন তা মেনে নেবে না। ২০১৩-২০১৪ সালে জামায়াত বিএনপি সাতক্ষীরাসহ সারা দেশে যে জ্বালাও পোড়াও চালিয়ে ছাত্রলীগ নেতা মামুনসহ ১৬ জন মুক্তিযুদ্ধের চেতনার মানুষকে হত্যা করেছিলো সেটা আর হতে দেওয়া হবে না। যারা এ চেষ্টা করবে তাদের সেই ষড়যন্ত্রের হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে পোস্ট: সাতক্ষীরায় ছাত্রলীগের ৩নেতাকর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি:
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় তিন নেতাকে অব্যাহতি দিয়েছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।
এছাড়া তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার রাতে তাদের তাদের বহিষ্কার করা হয়।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর প্রশংসাসূচক ফেসবুক স্ট্যাটাসের কারণে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করলেও বহিষ্কারাদেশে সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাইফুদ্দীন আজাদ সবুজ ও মাঈনুল ইসলাম মাসুম ও সীমান্ত আদর্শ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আশিক কবির।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান জানান, জামায়াত
নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে আক্ষেপ করেছেন; যা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি কাজ। তাই তাদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে তাদেরকে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, এ রকম আরও কয়েকজনের দেওয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট আমাদের কাছে এসেছে। যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত
নেবো। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় স্ত্রী কর্তৃক স্বামীকে কুপিয়ে জখম : স্ত্রী পলাতক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী কর্তৃক স্বামীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর রাতে কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনা পর পরই স্ত্রী মাহমুদা খাতুন পালিয়েছে।

আহত স্বামী ফারুক হোসেন (৫০) রঘুনাথপুর গ্রামের মৃত ময়জদ্দীনের পুত্র।

স্থানীয়রা জানান, কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী মাহমুদা তার স্বামী ফারুক হোসেনকে এলোপাতাড়ী কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক।

তবে, আহত ফারুকের শ^াশুড়ী জাহানারা খাতুন বলেন, তার মেয়ের মাথায় সমস্যায় রয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো দা উদ্ধার করেছে। তবে, কি কারনে তার স্ত্রী তাকে ঘরের মধ্যে কুপিয়েছে সেটা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ফারুক হোসেনের শ^াশুড়ি জাহানারা খাতুনকে থানায় আনা হয়েছে। স্ত্রী মাহমুদা খাতুন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তরের চেষ্টা চলছে বলে তিনি আরো জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনতা ব্যাংক ব্রহ্মরাজপুর বাজার শাখায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

জনতা ব্যাংক লিমিটেড ব্রহ্মরাজপুর বাজার শাখায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি হাজী আব্দুর রশিদ। এসময় ৪ জন কৃষককে ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শাখার ব্যবস্থাপক বাবলু ভঞ্জ চৌধুরী, বণিক সমিতির সদস্য ছলেমান মোড়ল,সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া পৌরসভা ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির অভিজ্ঞতা বিনিময় সভা

১৬ আগস্ট ২০২৩ তারিখ রোজ বুধবার কলারোয়া পৌরসভা ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সাথে লার্ণিং ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সভার আয়োজন করা হয়। কলারোয়া পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বঞ্চিত এলাকার মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে ওয়াস ব্যবসায়ীদের মধ্যে সমবায় সমিতির কার্যক্রম জোড়দারকরণ বিষয়ে আলোচনা করা হয়।

কলারোয়া পৌরসভার ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ শাহজাহান কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) ওয়াস এসডিজি প্রকল্প টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার ।

সমবায় সমিতির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোছাঃ জেসমিন নাহার, রতœা খাতুন, শাহানার খাতুন, মোঃ শফিকুল ইসলাম, পলাশসহ অন্যান্য। সংগঠনের শেয়ার ক্রয় ও সঞ্চয় করা, সঞ্চয়কৃত টাকা যথা সময়ে ব্যাংকে জমা প্রদান ও সদস্য সংখ্যা বাড়ানো বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।

সদস্যদের মধ্যে ঋণ প্রদান ও ঋণের কিস্তি যথা সময়ে ফেরতের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ওয়াস ব্যবসায়ীদের মধ্যে একতা, গুণগতমানের পণ্য উৎপাদন ও ওয়াস বিষয়ক সুবিধা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের মাধ্যমে ওয়াস সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উন্নত সেবা নিশ্চিত হবে। এইচপি সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন মোছাঃ রোকসানা পারভীন।

উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবংম সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest