সর্বশেষ সংবাদ-
বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিদেবহাটায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরাকাল বৈশাখী ঝড়ে লন্ডভÐ সাতক্ষীরা কমার্স কলেজ

সাতক্ষীরায় ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা শাখার আয়োজনে, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা এবং রোটারি ক্লাব অব সাতক্ষীরার সহযোগিতায় ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল চারটায় লেক ভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশ সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব ডাঃ আব্দুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার নবাগত সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম। প্রধান বক্তা ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম,

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশ সাতক্ষীরার সিনিয়র সহ-সভাপতি এ এম আক্তারুজ্জামান মুকুল, রোটারি ক্লাব অব সাতক্ষীরার সহ সভাপতি রোটাঃ পিপি মাগফুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক রোটাঃ কামরুজ্জামান রাসেল। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোটারি ক্লাব অব সাতক্ষীরার সি এম নুরুল ইসলাম। অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এবং পরিচ্ছন্ন কর্মীদের ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান এবং সনদপত্র বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সাতক্ষীরায় সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগষ্ট) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা ৩৫ বাস্তবায়ন কমিটি মানববন্ধনটির আয়োজন করে।

সাতক্ষীরা জেলা ৩৫ বাস্তবায়ন কমিটির সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় ৩৫ বাস্তবায়ন কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মো. আবুল খায়ের।

সাতক্ষীরা জেলা ৩৫ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক অমিতাভ কুমার রায়ের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য সিরাজুম মনিরা, মিলন মন্ডল, রাশেদ, বিপ্লব, বিশ্বনাথ সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, দেশের উচ্চশিক্ষিত চাকরি প্রার্থীরা বিগত প্রায় ১০ বছর যাবৎ সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীতকরণের দাবি জানিয়ে আসছে। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীতে সকল বয়সী শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে ২ বছরের অধিক সময় নষ্ট হয়েছে। কোভিড মহামারির জন্য প্রায় সকল প্রকার চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি/পরীক্ষা বন্ধ ছিল। চরম বাস্তবতা হলো বাংলাদেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়েই কম-বেশি সেশনজট রয়েছে, ফলে সেশন জটের কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে মূল্যবান সময় নষ্ট হয়। যে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন করতে গড়ে ২৫-২৬ বছর সময় লাগে, সে সার্টিফিকেটের মেয়াদ কখনো ৪-৫ বছর হতে পারে না।

যে সকল শিক্ষার্থী গবেষণা বা উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করে, সে সকল শিক্ষার্থী দেশে ফিরে আসার পর সরকারি চাকরিতে আবেদনের বয়স থাকে না।

বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, কোনো কোনো দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশেগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন রাজ্য ভেদে চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫-৪৫ বছর মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৩৫ বছর, নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর। দক্ষিণ এশিয়ার মধ্যে শুধুমাত্র বাংলাদশে এবং পাকিস্তানেই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। এক্ষেত্রে অতিসম্প্রতি পাকিস্তানে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানো হয়েছে বলে জানা যায়।

পৃথিবীর অনেক দেশ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর বা তার বেশি থাকার সত্ত্বেও করোনা মহামারির কারনে চাকুরিতে আবেদনের বয়সসীমা আরো ২-৩ বছর পর্যন্ত বাড়িয়েছে, কিন্তু বাংলাদেশে তা বাড়ানো হয়নি।

২০১১ সালে বর্তমান সরকার সরকারি চাকরি হতে অবসরের বয়স ২ বছর বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করা হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি, যা একটি বৈষম্য। বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশনে (বিসিএস) আবেদনের বয়সসীমা ৩০ বছর হলেও জুডিশিয়াল সার্ভিস কমিশনে (বিজেএস) আবেদনের বয়সসীমা ৩২ বছর, সরকারি নার্সিং এ ৩৫ বছর এবং বেসরকারি স্কুল/কলেজে ৩৫ বছর, যা একটি বৈষম্য। দুঃখজনক হলেও সত্যি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থাগুলো তাদের চাকরিতে আবেদনের বয়সসীমা সরকারি মানদন্ড অনুযায়ী ৩০ বছরকেই অনুসরণ করে। বাংলাদেশের জাতীয় যুব নীতিতে ১৮-৩৫ বছর বয়সীদের যুবক বলা হলেও ৩০ বছর হলেই তাদেরকে চাকরিতে আবেদনের সুযোগ দেয়া হচ্ছে না।

বাংলাদেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩২ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীতকরণ করা হয়, যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল মাত্র ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছর হলেও চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি।

এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদে ৭১ বার বয়সসীমা বৃদ্ধির দাবিটি উত্থাপিত হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এর সংসদীয় স্ট্যান্ডিং কমিটি লিখিত ভাবে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য সুপারিশ করলেও কিন্তু তা এখনো বাস্তবায়ন করা হয়নি। বর্তমান আওয়ামী লীগ সরকার তার নির্বাচনী ইশতেহার ২০১৮ এর পাতা ৩২ এবং শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি প্যারাতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরীখে যুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে, উল্লেখ্য তা এখনো বাস্তবায়ন হয় নি।

তাই লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের প্রাণের দাবি অনতিবিলম্বে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করা হোক।

এছাড়া চাকরির আবেদন ফি সর্ব্বোচ ২০০ টাকা নির্ধারণ করতে হবে (১ম শ্রেণীতে ২০০ টাকা, ২য় শ্রেণীতে ১৫০ টাকা, ৩য় শ্রেণীতে ১০০ টাকা, ৪র্থ শ্রেণীতে ৫০ টাকা) প্রয়োজনে সরকারকে ভর্তুকির উদ্যোগ নিতে হবে। একই তারিখে এক সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী, আইন অনুষদের ১০০ বছর পূর্তি উপলক্ষে জাতি পিতা বঙ্গবন্ধু এর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেৎ বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল নির্মাণসহ দাবির বিষয়টি বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্থান নির্ধারণের জন্য আইন বিভাগের একাডেমিক কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অথাৎ “বঙ্গবন্ধু ল’ কমপ্লে” এর কাজ দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে উপস্থিত সকল শিক্ষার্থীরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বাস্তবায়নের দাবিতে তাদের প্রতীকী সার্টিফিকেট ছিঁড়ে প্রতিবাদ জানায় এবং পরে তারা একটি র‍্যালী বের করে। র‍্যালীটি সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে যেয়ে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির দোয়া

১৬ আগস্ট ২০২৩ তারিখ বাদ আছর সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যানের সঞ্চালনায় সাতক্ষীরা শহরে নিরিবিলি কমিউনিটি সেন্টারে বিএনপির চেয়ার পারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো,

জেলা যুবদলের সহ-সভাপতি হাসান শারিয়ার রিপন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলামসহ জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, পৌর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা অজিতকুমার সরকার অবসরে গেলেন

নিজস্ব প্রতিনিধি
দীর্ঘ ৩৮ বছর দুইমাস কর্মজীবন শেষ করে সাতক্ষীরার জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার অবসরে গেলে গতকাল বুধবার । ৩৮ বছরের কর্মজীবনের ৩৭ বছরের বেশি সময়ধরে জড়িত ছিলেন শিক্ষকতায়। শেষ জীবনে ২০২২ সালের ২ আগস্ট তৎকালিন জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তৎকালিন শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে দায়িত্ব নেয় তিনি। গতকাল বিকেল চারটার দিকে অবসর জনিত কারণে আবার আব্দুল আলমামুনের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিকভাবে বলেন ‘ খুব ভালো লাগছে আপনার কাছ থেকে দায়িত্ব নিয়েছিলাম, আবার আপনাকে দিয়ে গেলাম। আমার চাকরি জীবনে ব্যর্থতাছুঁতে পারেনি আমাকে। ভালোই কাটলো।’

অজিত কুমার সরকার জানান, ১৯৮৫সালের ৬ জুনশিক্ষকতা পেশায় যোগদানকরেন। পাইকগাছা সরকারিবালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিনসুনামের সঙ্গে দায়িত্ব পালনকরেছেন। তার এ কর্মজীবনেতার দক্ষতা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজকরার চেষ্টাকরেছেন। শিক্ষকতা পেশাকে এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে গেছেন। পেশার উন্নয়নে আপোষ করেননি কখনও। তারছাত্র-ছাত্রীরাএখন দেশের বিভিন্ন এলাকায়ছড়িয়েছিটিয়েরয়েছে। চাকরিকরছেনপ্রশাসনেযুগ্ম সচিব, উপ সচিব, জেলাপ্রশাসক, উপজেলানির্বাহীকর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, পুলিশকর্মকর্তাসহবিভিন্ন পদে ।
২০২২ সালের ২ আগস্ট সাতক্ষীরা জেলা শিক্ষাকর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। ১০ মাস ১৫ দিনের মাথায় অবসরেযান তিনি সাতক্ষীরা থেকেই। তিনি জানান, সাতক্ষীরামানুষ খুব ভালো। সাতক্ষীরা জেলা খেলাধুলা, সাংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রেসুনাম কুড়িয়েছে। গত দুইবছরএসএসসির ফলাফলে যশোরের মধ্যে প্রথমহওয়ার কৃতিত্ব দেখিয়েছে। এখানে শিক্ষারহারও অন্য জেলা থেকে এগিয়ে। আজীবনমনে থাকবেসাতক্ষীরারকথা, সাতক্ষীরার মানুষেরকথা ও সহকর্মীদের কথা। তিনিবলেনবাকিজীবন সুস্থ থেকে সামাজিককর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

গতকাল শেষ কর্মদিবসে সাতক্ষীরা জেলাপ্রশাসক হুমায়ুন কবির তাকে ক্রেস্ট ও ফুলদিয়ে শুভেচ্ছা জানিয়েছে। ফুলের শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আলমামুন। ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, কর্মচারী ও সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাছাড়াওবিভিন্ন বিদ্যালয়েরশিক্ষকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতির জনকের শাহাদত বার্ষিকীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে সাতক্ষীরা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক অপূর্ব আদিত্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জয় মহাপ্রভু সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. সুশান্ত ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি সোমনাথ ব্যানার্জি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, দিনেশ বিশ^াস সহ আরো অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সরজিত বিশ^াস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিন্টু হালদার। এছাড়া মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোক দিবসে দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি

সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসে আলোচনা সভা, দোয়া, রচনা ও ছবি অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট মঙ্গলবার সকালে বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল ইসলাম মহি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক যুবলীগ নেতা উজ্জল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুন্নাহার, জামিলা খাতুন, হাফিজা খাতুন প্রমুখ। পুরস্কার বিতরণী শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে কোমলমতি শিশুদের মাঝে খাবার ও পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় এড. মোহাম্মদ হোসেনের উদ্যোগে শোক দিবস পালিত

পাটকেলঘাটায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পাটকেলঘাটা বাজারে বিশাল একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালিটি বাজরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাজী গোলাম হোসেন মার্কেট চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানেএসে শেষ হয়।

সেখানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমব্যয় বিষয়ক সম্পাদক ডাঃ মুনছুর আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী, শিক্ষক আতিয়ার রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে করা উপস্থিত প্রায় ৪ হাজার মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতির জনকের শাহাদত বার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের নানা কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় দিবসে স্বেচ্ছাসেবক লীগের আলোচনাসভা, দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট মঙ্গলবার সকাল ১টায় সুলতানপুরস্থ পৌর প্যানেল মেয়রের কার্যালয়ে আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী ফিরোজ হাসান। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ শাফী আহম্মদ, শেক সাহিদ উদ্দীন, ড. কাজী এরতেজা হাসান সিআইপি, শাহানারা মহিদ বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ.হ.ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, মো: আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনিত মুখার্জী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের জে এম ফাত্তাহ, জিয়াউর রহমান বাচ্চু, শামীমা পারভীন রতœা, শিমুন শামস, লায়লা পারভীন সেজুতি, কোহিনুর ইসলাম, ইসমতারা বেগম, নাজমুন নাহার মুন্নি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, রাশিদুজ্জামান রাশি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম,
যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকা, সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শেখ এহসান হাবীব অয়ন, শেখ নিয়াজ মাহমুদ বিমান, মো: রফিকুল ইসলাম, মো: রাকিবুজ্জামান বিপ্লব, রাজীব ফরহাদ, অহেদুজ্জামান টিটু, শেখ আশিকুর রহমান শিপুল, শেখ মারুফ হাসান রিংকু, আফজাল হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম, মো: মিকাইল হোসেন, জাহিদুল ইসলাম, কাজী ফরহাদ, তৈবুর রহমান লিটু, মওদুদুল খোকন, শেখ আকিব, নাইম, কর্ণেল বাবু,মামুন, আজীম, খোকা, বাবু, হেলাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ জিয়াউল হক বনি, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম, রাজ,শেখ ফরহাদসহ প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচার দাবী করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জোর আহ্বান জানান।

সুর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী ফিরোজ হাসানের নেতৃত্বে সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব শেখ নাজমুল হক রনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest