সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

সাতক্ষীরায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় শহরের খুলনা মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এর আগে, মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পাতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে কোরান তেলোয়াত, দোয়া, আলোচনা সভা, খাদ্য বিতরনসহ নানা কর্মসুচি পালন করা হচ্ছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু : আক্রান্ত আড়াইশ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এনিয়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় মারা গেলেন ২ নারীসহ ৩জন। । এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৪ জন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো আড়াইশ’য়ে।

মারা যাওয়াদের একজন হলেন সোনিয়া খাতুন (৩২)। তিনি কলারোয়া পৌরসভার গদখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী। মারা যাওয়া অপরজন হলেন অমলেন্দু শর্মা (৮২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের সতীশ শর্মার ছেলে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার জানান,সোনিয়া খাতুন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গত ৫দিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় তিনি মঙ্গলবার ভোরে মারা যান।
তিনি আরও জানান,অমলেন্দু শর্মা তিন দিন আগে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় ইতোমধ্যে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন ২শ’ ৫০ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি- বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। বাকীরা সুস্থ্য হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ফি চিকিৎসা ক্যাম্প ১৬ আগস্ট

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ফি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১৬ আগস্ট সাতক্ষীরা রসূলপুর এলাকার এম আলি পলি ক্লিনিকে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। ঔষধপত্রসহ সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।

অর্থের অভাবে যেসব রোগীরা চিকিৎসা বঞ্চিত তাদের জন্যই এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে নাম লিপিবদ্ধের জন্য ০১৭১২ ৪৪ ৭৪ ৯৭ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা যুবদলের শোক

সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো: আব্দুস সালাম পিন্টু ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুর মমতাময়ী মাতা মোছা: সালমা খাতুন ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—–রাজিউন। মরহুমার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ, মরহুমার আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবুসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
মহান রাব্বুল আল আমিনের কাছে আমরা প্রার্থনা করি মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবস পালনে পৌর ৯নং ওয়ার্ড আ.লীগের বিশেষ সভা

নিজস্ব প্রতিনিধি : আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রবিবার রাত ৯টায় শহরের খুলনারোড মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সুবোল কুমার বিশ্বাসের সভাপতিত্বে শোক দিবসের বিশেষ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড আ.লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক লিটন মির্জা, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন,

আইন বিষয়ক সম্পাদক কাজী মাসুদ, সদস্য ও এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হক, সদস্য নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, মনজুরুল আলম, তৈবুর রহমান, রফিকুল ইসলাম, আশিক চৌধুরী, ডা. মিঠু, সবুজ খান, আব্দুল মাজেদ প্রমুখ। প্রস্তুতি সভায় আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে অলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্তদের মাঝে খাদ্য বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আংটি দেলোয়ার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য ৪টি মামলায় সাজাপ্রাপ্তসহ মোট ৯ মামলার আসামী দেলোয়ার হোসেন ওরফে আংটি দেলোয়ার কে গ্রেফতার করেছে পুলিশ।

দেলোয়ার হোসেন (৪০) সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের আব্দুল মাজেদের পুত্র। দেলোয়ার হোসেন গেলো মেয়াদে সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

আজ রোববার ১৩ আগস্ট ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার পুলিশ ঢাকা র‌্যাব-০১ এর সহযোগিতায় ঢাকার বাড্ডা এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ার অরফে আংটি দেলোয়ার ৪টি সাজাপ্রাপ্ত মামলা ও ৫টি ওয়ারেন্টভুক্ত মামলার আসামী। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। ওয়ারেন্ট থাকায় পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুজে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলার গুলোর অধিকাংশ চেক জালিয়াতির মামলা জানান তিনি। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর কৃষক লীগের বর্ধিত সভা ও  জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

১২ আগস্ট, শনিবার, সকাল ১০ টায়, পৌর কাটিয়াস্থ কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা পৌর শাখা কৃষক লীগের বর্ধিত সভা ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর কৃষক লীগের সভাপতি মোঃ রাশিদ হাসান চৌধুরী বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আনারুল ইসলাম’র সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ মনজুর হোসেন, প্রধান বক্তা হিসেবে সাংগঠনিক বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোঃ সামছুজ্জামান জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বাবলুর রহমান সহ-দপ্তর সম্পাদক মোঃ শফিক উদ্দিন ময়না,সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ ইসলাম, পৌর কৃষক লীগের সহ-সভাপতি মোঃ শামীম মল্লিক, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম।সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌর কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল হক ও পবিত্র গীতা পাঠ করেন পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শ্রী প্রদীপ চন্দ্র বিশ্বাস। বর্ধিত সভায় দলীয় ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত।

সিদ্ধান্ত সমূহের মধ্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনার্থে কাটিয়াস্ত কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে সকাল ৭টায় দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারন, কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয পতাকা অর্ধনমিত উত্তোলন, দিনভর বঙ্গবন্ধুর ভাষণ মাইকে প্রচারের পাশাপাশি দুপুর ১টায় গণভোজের আয়োজন, সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা জেলা, পৌর ও সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং উপস্থিত কৃষক ভাইদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে উন্নত মানের খাবার বিতরণ।

এছাড়া একুশে আগস্ট গ্রেট হামলা ও ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে একুশে আগস্ট বিকাল ৪ টায় কাটিয়াস্ত কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ওও নিহতদের রুহের মাগফেরাত কামনার্থে দোয়া অনুষ্ঠান। এছাড়া ২৬শে আগস্ট সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের কর্মসূচিতে সাতক্ষীরা কৃষক লীগের সর্বস্তরের নেতকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আগামী ৯ সেপ্টেম্বর পৌর ১ নং ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ধিত সভায় পৌর কৃষক লীগের নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ড শাখা কৃষক লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আওয়ামী লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার পিটিআই মাঠ সংলগ্ন রিয়াদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু প্রমুখ।

এ সময় বর্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest