সর্বশেষ সংবাদ-
বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিদেবহাটায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরাকাল বৈশাখী ঝড়ে লন্ডভÐ সাতক্ষীরা কমার্স কলেজ

সরকারের উন্নয়নের বার্তা নিয়ে উপকারভোগীদের সাথে চেয়ারম্যান বাবুর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে উপকারভোগী বিভিন্ন ভাতাভোগীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের উপকারভোগী বিভিন্ন ভাতাভোগীদের সাথে মতবিনিময়কালে করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশের খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান

পুলিশের খুলনা রেঞ্জের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হয়েছেন। একই সাথে সাতক্ষীরা জেলাকে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত করা হয়। গত জুন মাসেও খুলনা রেঞ্জে পুলিশ সুপার হিসেবে কাজী মনিরুজ্জামান ও সাতক্ষীরা জেলা শ্রেষ্ঠ হয়েছিল।

বৃহস্পতিবার (১০ আগষ্ট ২০২৩) পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজির কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিআইজি মঈনুল হক। সভায় শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। কলারোয়াকে শ্রেষ্ঠ থানা নির্বাচিত করা হয়। এছাড়া শ্রেষ্ঠ এসআই কলারোয়া থানার মোঃ ফরিদ আহমেদ জুয়েল এবং শ্রেষ্ঠ এএসআই হিসাবে কলারোয়া থানার নুর মোহাম্মদকে পুরস্কৃত করা হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো: নিজামুল হক মোল্যা, কমান্ড্যান্ট আরআরএফ (অতিরিক্ত ডিআইজি) নওরোজ হাসান তালুকদারসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ (পুলিশ সুপার) উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের বর্ধিতসভা

১০ আগস্ট ২০২৩, রোজ- বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরায় কাটিয়াস্থ কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আব্দুল করিমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলামের সঞ্চালনায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের এক বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য মো: মঞ্জুর হোসেন।

প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো: সামছুজ্জামান জুয়েল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সভায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমান সভাপতি/সাধারণ সম্পাদক ব্যক্তিগত কারণে স্বীয় পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় বাংলাদেশ কৃষকলীগের গঠনতন্ত্রের ২৩(ঙ) ধারা অনুযায়ী বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি মাস্টার আব্দুল করিমকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া সদর উপজেলা কৃষকলীগের কমিটি গঠনের পর হতে অদ্যবধি যেসকল নেতৃবৃন্দ দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করেন নাই তাদের পদ শূণ্য ঘোষনা করা হয়।

বাংলাদেশ কৃষকলীগের গঠনতন্ত্রের ১৯(গ) অনুযায়ী শূন্য পদে কো-অপশনের মাধ্যমে এড. জামিনি কান্ত সরকার (এজিপি,জজকোর্ট) সহ-সভাপতি, এড. নওশের আলী, মো: এনামুল হোসেন খোকন(ইউপি সদস্য), মো: মোছাফফার মুকুল(ইউপি সদস্য), মো: শাহাজান কবির হাবলুকে সহ-সভাপতি, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান রানা, ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল হামিদ ফিরোজ, ১নং সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ৩নং সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল ইসলাম মিঠু, আইন বিষয়ক সম্পাদক মো: শফিকুল ইসলাম(জগন্নাথপুর),

সমবায় বিষয়ক সম্পাদক মাখন সরকার, ভূমি বিষয়ক সম্পাদক মো: লিটন হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম(মুক্তিযোদ্ধার সন্তান), কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আব্দুল আলিম, কার্যকরী সদস্য পদে মো: মুজিবুর রহমান ও মো: ওয়াদুদকে কো-অপট করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভার দ্বিতীয় আলোচ্য সূচী অনুযায়ী জাতীয় শোক দিবসের মাসব্যাপী প্রত্যেকটি কর্মসূচীতে সকল নেতা কর্মীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। তৃতীয় আলোচ্য সূচী অনুযায়ী সদরের বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি কলেজে মুক্তিযোদ্ধা হল শাখা ছাত্রলীগের ফুটবল ম্যাচের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজের মুক্তিযোদ্ধা হল শাখা ছাত্রলীগের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল খেলা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রিপন, ছাত্রনেতা শেখ আশিকুর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নেছার খান, সরকারি কলেজ মুক্তিযোদ্ধা হল শাখার সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তৌফিক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান, ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মেসবাহ উদ্দিন সুজন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদক সেবীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে সাতক্ষীরার পুলিশ সুপারের প্রতি শ্রমিকলীগের আহ্বান

সাতক্ষীরা জেলাকে মাদকমুক্ত করার জন্য বদ্ধ পরিকর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। ইতোমধ্যে মাদক ব্যবসায়ী ও সেবীদের ধরতে সাড়াষি অভিযান চালাচ্ছে পুলিশ। গত ২৬ জুলাই ২০২৩ তারিখে বাস টার্মিনাল এলাকার মাদক ব্যবসায়ী রেজাউল কে গাজা ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

এরপর থেকে অন্যান্য মাদক সেবী ও মাদক কারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে। ইতোমধ্যে ৯ আগস্ট দৈনিক কালেরচিত্র পত্রিকায় জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র মাদক সেবনের ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। এরপর সে নিজেকে রক্ষার জন্য পৌর শ্রমিকলীগের দুএকজনকে সাথে নিয়ে পৌর শ্রমিকলীগের ব্যানার ব্যবহার করে একটি মিছিল করেছে। মিছিলে পৌর শ্রমিকলীগের সদস্য সচিব, যুগ্ম আহবায়ক থাকলেও আহবায়ক আব্দুল আজিজ বাবু এ সম্পর্কে কিছুই জানেন না।

আহবায়কের অনুমতি ছাড়া এধরনের মিছিল কিভাবে হলো। এছাড়া জেলা কমিটির আহবায়ক হিসেবে আমাকেও বিষয়টি জানানো হয়নি। সুতরাং আজকের পৌর শ্রমিকলীগের ব্যানারে মাহমুদুল আলম বিবিসি’র নেতৃত্বে যে মিছিল হয়েছে তার সাথে জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা কমিটির কোন সম্পর্ক নেই। আমরা চাই বাস টার্মিনালসহ সাতক্ষীরা জেলা মাদক মুক্ত হোক। মাদক কারবারি, সন্ত্রাসী, মাদক সেবীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে সাতক্ষীরার সাহসী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মহোদয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোক দিবস পালনে পৌর ৯নং ওয়ার্ড আ.লীগের প্রস্তুতি সভা

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সন্ধায় শহরের খুলনারোড মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Lওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সুবোল কুমার বিশ্বাসের সভাপতিত্বে শোক দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আ.লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সদস্য ও এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হক, পৌর কাউন্সিলর শেখ শেখ শফিক উদ দৌলা,
সদস্য নজরুল ইসলাম, মেহেদী হাসান, গোলাম মোস্তফা, মনজুরুল আলম, তৈবুর রহমান, আফছার আলী, আশরাফুল ইসলাম, সোহেল, বাবু প্রমুখ। প্রস্তুতি সভায় আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে অলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্তদের মাঝে খাদ্য বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আগুনে পুড়ে গেলো আওয়ামী লীগের অফিস

নিজস্ব প্রতিনিধি ঃ দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস। গতকাল মঙ্গলবার(৮ আগস্ট) দিনগত রাতে কে বা কারা এই আগুন দিয়েছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, সদর উপজেলার ১৩ নং ফিংড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফয়জুল্লাহপুর গ্রামে আওয়ামী লীগের অফিসটি কে বা কারা পুড়িয়ে দিয়েছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। ধারনা করা হচ্ছে এটি বিএনপি ও জামায়াত দলীয় নেতাকর্মীদের কাজ। তবে ওই এলাকায় আওয়ামী লীগের আন্তঃদলীয় কোন্দল রয়েছে। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হবে।

ফিংড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোপাল মন্ডল জানান, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের অফিসে স্থানীয় আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হতো। গভীর রাতে খবর পাওয়া যায় সেখানে আগুন লেগেছে। এরপর স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও কাঠের বেঞ্চ পুড়ে ভস্মীভূত হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহিতুল ইসলাম ও সদর সার্কেলের পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।

ওসি জানান, এ ব্যাপারে মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজারবাগান এলাকার আনছারুলের ১০লক্ষ টাকা অর্থদ-সহ ৪ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি :
চেক জালিয়াতির মামলায় সাতক্ষীরার রাজারবাগান এলাকার জ্যোতি রাইচ মিলের মালিক আনছারুল ইসলামকে ১০লক্ষ টাকা অর্থদ-সহ ৪ মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। গত ১১ জুলাই সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেল্লাল হোসেন এ দ- প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ মার্চ সুলতানপুর এলাকার মৃত. আইজুদ্দিন সরদারের পুত্র আব্দুল আলিম জমি কেনার জন্য রাজারবাগান এলাকার জ্যোতি রাইস মিলের মালিক আনছারুল ইসলামকে ১০লক্ষ টাকা প্রদান করেন। কিন্তু পরবর্তীতে আনছারুল জমিও দেননি এবং টাকাটাও ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে।

একপর্যায়ে আনছারুলের নিজের স্বাক্ষরিত এস বি এ সি ব্যাংকের একটি চেকে ১০লক্ষ টাকা উল্লেখ পূর্বক আব্দুল আলিমকে প্রদান করেন। উক্ত চেকটি আব্দুল আব্দুল আলিম সংশ্লিষ্ট ব্যাংকে প্রদর্শন করলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এবিষয়ে আনছারুলকে বারবার নোটিশ করার পরও তিনি টাকা পরিশোধ না করায় এন আই এ্যাক্টের ১৩৮ এর ধারায় দন্ডনীয় অপরাধ করেছেন। অভিযোগ প্রমানিত হওয়ায় আদালতের বিচার তাকে ৪ মাসের কারাদ- এবং ১০ লক্ষ টাকা অর্থদ- প্রদান করেন। বর্তমানে আনছারুল পলাতক রয়েছেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest