সর্বশেষ সংবাদ-
বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিদেবহাটায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরাকাল বৈশাখী ঝড়ে লন্ডভÐ সাতক্ষীরা কমার্স কলেজ

কলারোয়ার এক ইউপি চেয়ারম্যান কর্তৃক অবৈধভাবে সরকারি  খাস সম্পত্তির পজেশন বিক্রয় করে অর্থ হাতানোর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া ইউপি চেয়ারম্যান মফে কর্তৃক অবৈধভাবে সরকারি খাস সম্পত্তির পজেশন বিক্রয় করে ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন কলারোয়ায় পশ্চিম খোর্দ্দ এলাকার মৃত শহর আলী গাজীর ছেলে বীরমুক্তিযোদ্ধা ইবাদুল্যাহ।

লিখিত অভিযোগে তিনি বলেন ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নের সরকারি সম্পত্তি অবৈধভাবে পজেশন হস্তান্তর করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অনিয়ম করে যাচ্ছে। ইচ্ছামত অন্যের সম্পত্তি দখলকরা সহ স্থানীয় হাট বাজারের সম্পত্তি দখল করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। সম্প্রতি ১০৩ নং খোর্দ্দ মৌজায় ৪৬৭৫ নং দাগে ৬২ শতক সম্পত্তির মধ্যে ক তপশীল ভুক্ত ৫শতক সম্পত্তি এবং খ তপশীল ভুক্ত ৫৪ শতক। সেখানে মাত্র ৩ শতক সম্পত্তি ইউনিয়ন পরিষদের। কিন্তু বর্তমান ইউপি চেয়ারম্যান মফে অবৈধভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে মোটা অংকের অর্থের বিনিময়ে উক্ত সম্পত্তিতে ৬০ থেকে ৬৫টি পাকা ঘর নির্মাণ করে পজেশন আকারে হস্তান্তর করেছে। ইতোমধ্যে পজেশন প্রতি ৭ থেকে ১০লক্ষ টাকায় হস্তান্তর করছে। উক্ত পজেশনগুলোতে নির্মাণ কাজ চলমান রয়েছে।

এবিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সম্পত্তির রক্ষার্থে উপজেলা প্রশাসনের কাছে প্রতিকার না পেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু এরপরও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে চেয়ারম্যান মফের নির্দেশে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উক্ত সম্পত্তিতে পজেশনগুলোতে পাকাঘর নির্মাণ কাজ চলছে।

তিনি আরো বলেন, ওই পর সম্পদলোভী চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে ইউনিয়নের যেখানে যত সরকারি খাস সম্পত্তি রয়েছে তা সবই বিক্রয় করে নিজের পকেট ভরাবে। আমি একজন দেশ প্রেমিক বীর মুক্তিযোদ্ধা হয়েও ওই চেয়ারম্যানের অবৈধ কার্যক্রম দেখতে হচ্ছে। তিনি অবিলম্বে ওই চেয়ারম্যনের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করে সরকারী সম্পত্তি উদ্ধারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফয়জুল্ল্যাহপুরে পুড়ে যাওয়া আ’লীগের কার্যালয় পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান বাবু

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনয়নের ফয়জুল্ল্যাহপুর এলাকায় আগুনে পুড়ে যাওয়া ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বুধবার (৯ আগস্ট) বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আ’লীগের ওই কার্যালয় পরিদর্শন করেন তিনি।

এসময় এঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। পরিদর্শণকালে সাতক্ষীরা সদর থানা আ’লীগের সাধারণ-সম্পাদক শাহ্জাহান আলী, সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ফিংড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ-সম্পাদক সামছুর রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) মধ্যরাতে ফয়জুল্ল্যাহপুর এলাকার ওয়ার্ড আ’লীগের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনে অফিসের প্রয়োজনীয় কাগজপত্রসহ আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা ভুমিহীন সমিতির আয়োজনে এক জরুরি আলোচনা সভা

বুধবার সকাল ১১-৩০ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে চত্বরে জেলা ভুমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী সভাপতিত্বে ভুমিহীনদের বেশ কিছু চলমান ইস্যু নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সঞ্চালক হিসাবে সভা পরিচালনা করেন জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।।সভায় আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড আদিত্য মল্লিক। সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন। উপ প্রচার সম্পাদক শেখ রিয়াজুল ইসলাম। জেলা ভুমিহীন সমিতির অর্থ সম্পাদক আব্দুল আলিম সহ আরও অনেকের মধ্যে বাংলাদেশ জাতীয় ভুমিহীন অধিকার পরিষদ সভাপতি বাবলু হাসান।। জেলা ভুমিহীন নেতা জি এম রেজাউল করিম রেজা প্রমূখ।।

আলোচক বৃন্দ বিনেরপোতায় রাফসান গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কাটিয়ার জনৈক মকসুদ ভাটা মালিক কতৃক খেজুরডাংগী গেট সংলগ্ন খালের পাড় ভেকু মেশীন দ্বারা কেটে উক্ত মাটি তার নিজ ভাটায় ব্যাবহার করতঃ এলকার ফসলী জমির অপুরনীয় ক্ষতির আশংকায় তীব্র নিন্দা জানিয়ে জেলা প্রশাসকের সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করেন।।

এছাড়াও আমাদের সাতক্ষীরা জেলায় এখনও হাজার হাজার ভুমিহীন থাকা সত্বেও মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করায় বিস্বয় প্রকাশ করেন।।

সভায় শোকের মাস আগস্ট যথাযথ মর্যাদায় পালনের জন্য সকলকে ১৫ আগস্টের আয়োজনে উপস্থিত থাকবার আহবান জানান জেলা নেতৃত্ব। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতÿীরায় মুজিববর্ষের ৪র্থ ধাপে গৃহ পাচ্ছেন ৬০৫টি ভ‚মিহীণ ও গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিনিধি ঃ সাতÿীরায় মুজিববর্ষের ৪র্থ ধাপে গৃহ পাচ্ছেন ৬০৫টি ভ‚মিহীণ ও গৃহহীন পরিবার। ইতোমধ্যে ৩ হাজার ২২৭ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে। মঙ্গলবার বেলা ১২ টায় সাতÿীরা জেলা প্রশাসকের সম্মেলন কÿে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির এ তথ্য জানান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতÿীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপিসহ অন্যারা।

জেলা প্রশাসক বলেন, সাতÿীরার ৭টি উপজেলায় ৩৪২৮ জন ভ‚মিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ১ম পর্যায়ে ১১৪৮ টি, ২য় পর্যায়ে ৬৬৫টি, ৩য় পর্যায়ে ৮০৯টি এবং ৪র্থ পর্যায়ে ৬০৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ ধাপের ৬০৫টি ঘরের মধ্যে ৩৮৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকী ২১৯ ঘর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

জেলার তালা উপজেলায় ৩১০টি, কলারোয়া উপজেলায় ৩৭৫টি, দেবহাটা উপজেলায় ১৬২টি ও শ্যামনগর উপজেলায় ৫৪৯টি ভ‚মিহীণ ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে ইতোমধ্যে উক্ত উপজেলাসমূহকে ভ‚মিহীনমুক্ত ঘোষনা করা হয়েছে। ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত সদর উপজেলায় মোট ৫৬৪টি ও কালিগঞ্জ উপজেলায় ৩৭১টি পরিবারকে পুনর্বাসন করে এ দুটি উপজেলাকেও ভ‚মিহীনমুক্ত ঘোষনা করার প্র¯Íাব প্রেরণ করা হয়েছে।
আগামীকাল ৯ আগস্ট বুধবার সকাল ১০টায় সারাদেশে ৪র্থ পর্যায়ের ২য় ধাপের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হ¯Íান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে সাতÿীরা টি.টি.সিতে দোয়া

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল ৪টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)র সভা কক্ষে অধ্যক্ষ কেএম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মো¯Íাক আহমেদ রবি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা,

সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ প্রমুখ। বঙ্গমাতার ৯৩তম জন্মবাষিকী উপলক্ষে প্রতিষ্ঠানে কর্মরত ৩ জন নারীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোরিয়ান ভাষা প্রশিক্ষক মো. আব্দুল লতিফ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)র সিনিয়র ইন্সট্যাক্টর মো. আনারুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরার বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা ১০০ নম্বরের বদলে ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবিও জানান।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এইচএসসি ২০২৩ ব্যাচের সাতক্ষীরা জেলার সব শিক্ষার্থী আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, “আগামী ১৭ আগস্ট থেকে শুরু হওয়া পরীক্ষার তারিখ পেছাতে হবে এবং ১০০ নম্বরের জায়গায় ৫০ নম্বরের পরীক্ষা নিতে হবে। এ ছাড়া ঢাকার শাহবাগে আটক শিক্ষার্থীদের দ্রুত ছাড়তে হবে। তা না হলে আমার রাজপথ থেকে বাড়ি ফিরব না।”

সাতক্ষীরা সরকারি কলেজেসহ একাধিক কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উদযাপন

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুরুতে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ।

এসময উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু,

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে এম রেজাউল করিম, দেবহাটা প্যানেল চেয়ারম্যান মাধবী রানী,

পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সাময়িক বরখা¯Í

নিজস্ব প্রতিনিধি: নাশকতার মামলায় অভিযোগ গঠণ হওয়ায় সাতÿীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউপি চেযারম্যান ও নলতা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ আজিজুর রহমানকে সাময়িক বরখা¯Í করা হয়েছে। স্থানীয় সরকার, পলøী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচীব জেসমিন প্রধান গত ২৬ জুলাই এক চিঠিতে তাকে বরখা¯েÍর নির্দেশ দেন।

ঘটনার বিবরনে জানা যায়, ২০১৮ সালের ১৬ আগষ্ট ভোর সাড়ে চারটায় কালিগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে সংসদীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনাকালে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজন জামায়াত -বিএনপি’র নেতা কর্মীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রসেন কুমার সানা বাদি হয়ে ওইদিন ১৯৭৪ সালের বিশেষ ÿমতা আইনে জিআর-১৫৭/১৮ নং মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর আলম নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের নাম ২৩ ক্রমিকে অন্তর্ভুক্ত করিয়া ২০১৯ সালের ১৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সম্প্রতি সাতÿীরার বিশেষ ট্রাইব্যুনাল-২ এ ওই মামলার (এসটিসি ২৪/২০১৯) অভিযোগ গঠণ করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ি সাতÿীরা জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। সে অনুযায়ি স্থানীয় সরকার, পলøী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচীব জেসমিন প্রধান তাকে সাময়িক বরখা¯েÍর নির্দেশ দেন। এ আদেশের কপি ২৭ জুলাই সাতÿীরা জেলা স্থানীয় সরকার বিভাগে এসে পৌঁছায়। সেখান থেকে চিঠিটি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে রবিবার নলতা ইউনিয়ন পরিষদে এসে পৌঁছায়।

নলতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচীব মঞ্জুরুল আলম ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বরখা¯Íাদেশ সংক্রান্ত চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest