সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

দেবহাটায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উদযাপন

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুরুতে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ।

এসময উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু,

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে এম রেজাউল করিম, দেবহাটা প্যানেল চেয়ারম্যান মাধবী রানী,

পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সাময়িক বরখা¯Í

নিজস্ব প্রতিনিধি: নাশকতার মামলায় অভিযোগ গঠণ হওয়ায় সাতÿীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউপি চেযারম্যান ও নলতা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ আজিজুর রহমানকে সাময়িক বরখা¯Í করা হয়েছে। স্থানীয় সরকার, পলøী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচীব জেসমিন প্রধান গত ২৬ জুলাই এক চিঠিতে তাকে বরখা¯েÍর নির্দেশ দেন।

ঘটনার বিবরনে জানা যায়, ২০১৮ সালের ১৬ আগষ্ট ভোর সাড়ে চারটায় কালিগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে সংসদীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনাকালে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজন জামায়াত -বিএনপি’র নেতা কর্মীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রসেন কুমার সানা বাদি হয়ে ওইদিন ১৯৭৪ সালের বিশেষ ÿমতা আইনে জিআর-১৫৭/১৮ নং মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর আলম নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের নাম ২৩ ক্রমিকে অন্তর্ভুক্ত করিয়া ২০১৯ সালের ১৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সম্প্রতি সাতÿীরার বিশেষ ট্রাইব্যুনাল-২ এ ওই মামলার (এসটিসি ২৪/২০১৯) অভিযোগ গঠণ করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ি সাতÿীরা জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। সে অনুযায়ি স্থানীয় সরকার, পলøী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচীব জেসমিন প্রধান তাকে সাময়িক বরখা¯েÍর নির্দেশ দেন। এ আদেশের কপি ২৭ জুলাই সাতÿীরা জেলা স্থানীয় সরকার বিভাগে এসে পৌঁছায়। সেখান থেকে চিঠিটি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে রবিবার নলতা ইউনিয়ন পরিষদে এসে পৌঁছায়।

নলতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচীব মঞ্জুরুল আলম ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বরখা¯Íাদেশ সংক্রান্ত চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা প্রশাসকের সাথে ভূমিহীন সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী, সহ-সভাপতি শওকত আলী, সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন নেতা রিয়াজুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর কাছে অবৈধ দখলকৃত সরকারি খাস জায়গা উদ্ধারপূর্বক প্রকৃত ভুমিহীনদের পুনঃ বাসনের জন্য দাবি জানান ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান পুরস্কার পেলেন সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী

প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) পুরস্কারপ্রাপ্ত হলেন দেবহাটা উপজেলার সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াকুব আলী। আজ ০৭/০৮/২৩ সোমবার সকালে জেলা শিক্ষা অফিসে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর সাতক্ষীরা জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান। গত ২৫ মে ২৩ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) পুরস্কারের জন্য তিনি নির্বাচিত হন।

এর আগে গত ১৩ মে ২৩ দেবহাটা উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) পুরস্কারের জন্য নির্বাচিত হন। তিনি এ সাফল্যের জন্য সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতিকে যুব মহিলা লীগের শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি একে ফজলুল হককে শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন,সাধারন সম্পাদক সীমা সিদ্দীক,সহ সভাপতি নাহিদা পান্না,

সাংগঠনিক সম্পাদক,আজমীরা সুলতানা পাখি,সাংগঠনিক সম্পাদক সুফিয়া জামান দোলন,আইন বিষয়ক সম্পাদক,এ্যাড তানিয়া হামিদ,দপ্তর সম্পাদক স্বপ্না খাতুন,সিনিয়র সদস্য,মেহেরুন নেছা,,এ্যাড নুরনাহার সহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতিকে কৃষক লীগের  শুভেচ্ছা

বাংলাদেশ আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কর্তৃক সাবেক সাংসদ,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিয়োদ্ধা, এ,কে ফজলুল হক কে ভারপ্রাপ্ত সভাপতি হতে ভারমুক্ত সভাপতি ঘোষণা দিয়েছেন।

এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন সাতক্ষীরা কৃষক লীগের ে নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে ফজলুল হক কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী বিশ্বজিৎ সাধু, মোঃ মনজুর হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি,সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল, পৌর কৃষক লীগের সভাপতি মোঃ রাশিদ হাসান চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আনারুল ইসলাম,

সদর উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, তালা উপজেলা সভাপতি বীর মুক্তিয়োদ্ধা মোঃ ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রী ইন্দ্রজিৎ কুমার সাধু, শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছ, দেবহাটা উপজেলা আহ্বায়ক শ্রী নির্মল কুমার মন্ডল, যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুর রব লিটু, সদস্য সচিব হুমায়ুন কবির হীম,কলারোয়া উপজেলা আহবায়ক মোঃ আমানুল্লাহ মোড়ল, সদস্য সচিব শ্রী সঞ্জীব রায়,কালিগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মুকুল, আশাশনি উপজেলা সভাপতি স,ম রাশেদ সরোয়ার শেলী, সাধারণ সম্পাদক শ্রী মতি লাল সরকারসহ সাতক্ষীরা জেলার সর্বস্তরের কৃষক লীগের নেতাকর্মীবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক পুত্রসহ দুইজন আহত: হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি
দেবহাটা থানার নাশকতাসহ ৫/৬টি মামলার আসামী ও চিহিৃত সন্ত্রাসী ফরহাদ হোসেনের নেতৃত্বে হামলার শিকার হয়ে সাংবাদিক পুত্রসহ দুইজন গুরুতর আহত হয়েছে। রবিবার (৬আগষ্ট) সন্ধা সাড়ে ৬টায় দিকে পারুলিয়া গরুহাট সংলগ্ন ছমিলের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এমন ঘটনা ঘটে।

জানা যায়, দেবহাটা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: অহিদুজ্জামানের ছোট পুত্র তাসকিন আহমেদ (শাওন) (১৮) ও তার বন্ধু খাসখামারের রমজান হোসেনের পুত্র রাজু হোসেন (১৮) বিকালে পারুলিয়া হাটে দুইটি ছাগল কেনার জন্য যায়। ছাগল না পেয়ে তারা দুইজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ছমিলের সামনে আসলে উত্তর সখিপুর গ্রামের মো: নুরুল ইসলাম গাজীর ছেলে ফরহাদ হোসেন (৩০) এর নেতৃত্বে,

পুষ্পকাটি গ্রামের আলম শেখের পুত্র মঞ্জুরুল মোরশেদ মিলন (৩৭), উত্তর পারুলিয়া গ্রামের কবির হোসেনের পুত্র রাকিব হোসেন (২২), নিশ্চিন্তপুর (পারুলিয়া) গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুল্ল্যাহ আল রানা (২৫), কুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল্ল্যাহ মিলন (২৯), বহেরা গ্রামের ওজি শাহাজীর ছেলে মনিরুজ্জামান মনি (৩০), উত্তর পারুলিয়া গ্রামের আমান (২০)সহ আরো কয়েকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীদের নিয়ে রাজু হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে ও তার বন্ধু তাসকিন আহমেদ শাওনকে চোখে আঘাত করে ও দুই পায়ে রড দিয়ে পিটিয়ে ফোলা জখম করে। এসময় তাসকিনের কাছে থাকা ছাগল কেনার জন্য ৪০হাজার টাকা ও একটি টাচ মোবাইলসহ তার বন্ধু রাজুর একটি টাচ মোবাইল ও ৪হাজার টাকা কেড়ে নেয় ঐ সন্ত্রাসী বাহিনীরা। পরে স্থানীয়রা দুইজনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাদের পরিবার সূত্রে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে সাতক্ষীরার বুদ্ধি প্রতিবন্ধী আমিনুলের আঁকা ছবি

নিজস্ব প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪৩০এর প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে আমিনুলের আকাঁ ছবি স্থান পেয়েছে। এজন্্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

রোববার সকাল ১১টায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম¥দ হুমায়ুন কবীর উক্ত চেক আমিনুলের হাতে তুলে দেন। চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, এ.ডি.এম বিষ্ণুপদ পাল, এন.ডি.সি. আব্দুল্লাহ আল আমিন, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রানী বরকন্দাজ, আমিনুলের মা রোকেয়া বেগম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আমিনুল জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। উল্লেখ আমিনুলের রয়েছে ছবি আঁকায় চমৎকার প্রতিভা।

ইতিপূর্বে সে জেলা পর্যায়ে সরকারী ও বেসরকারীভাবে অনুষ্ঠিত বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম হওয়ার গৌরব অর্জন করে। এই বিশাল গৌরব অর্জনের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আমিনুলকে অভিনন্দন জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest