সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

সাতক্ষীরা টিটিসিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনাসভা

ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টিটিসি’র অধ্যক্ষ কেএম মিজানুর রহমান।

এসময় উপস্থিতি ছিলেন, ১৩ নং লাবসা ইউনিয়ন ইউপি সদস্য ১নং ওয়ার্ড বিশ্বনাথ মন্ডল, সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ আনারুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেড এর বিভাগীয় প্রধান মোঃ তৌহিদুল আলম শেখ, ইলেকট্রিক্যাল ট্রেড প্রধান মোঃ শহিদুল ইসলাম, অটোমোবাইল ট্রেড প্রাধান মোঃ মেহেদী হাসান, অটোক্যাট ট্রেড প্রধান মোঃ চঞ্চল খান, কম্পিউটার ট্রেড প্রধান রাজিয়া সুলতানা, ইলেকট্রনিকস ট্রেড প্রধান সুমন চন্দ্র সরকার, কোরিয়ান ভাষা প্রশিক্ষক মোঃ আব্দুল লতিফ, জাপানিজ ভাষা প্রশিক্ষক শাহরিয়ার হোসেন। সার্বিক ভাবে পরিচালনা করেন সাতক্ষীরা টিটিসির জব প্লেসমেন্ট অফিসার । এছাড়া আর ও অনেকে উপস্থিত ছিলেন

পরে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসির) অধ্যক্ষ কে, এম, মিজানুর রহমান নেতৃত্ব সাতক্ষীরা টিটিসি থেকে র্্যালীটি বিনেরপোতা বাইপাস সড়ক পর্যন্ত গিয়ে সেখান থেকে ফিরে টিটিসিতে চলে, এ সময় র্্যালীটিতে সাতক্ষীরা টিটিসি সকল কর্মকর্তা কর্মচারীবৃন্ধ সহ প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সুন্দরবনের অবৈধভাবে মাছ ও কাকড়া ধরার অভিযোগে ৫ টি নৌকাসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার সুন্দরবনের নদীতে অবৈধভাবে মাছ ও কাকড়া ধরার অভিযোগে ৩ জনকে আটক করেছে বন বিভাগ।
শনিবার দিবাগত রাতে সুন্দরবন এলাকার খোলপেটুয়া নদী, লেবুখালী খাল ও কপোতাক্ষ নদী এলাকা থেকে তাদের কে আটক করা হয়।

এসময় তাদের ব্যবহৃত ৫টি নৌকা, ৯টি কলজাল, আনুমানিক ৩০ কেজি কাকড়া এবং ৩টি বরফের বক্স জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, বুড়িগোয়ালিনি গ্রামের শামসুল গাজীর পুত্র মোক্তার হোসেন (৩৭), মৃত কাদের গাজীর পুত্র মোরশিদ গাজী(৫৫) এবং গোলখালী গ্রামের হাকিম মোড়লের পুত্র শিমুল মোড়ল(৩০)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা নূরুল আমিন জানান, সুন্দরবনের ৩ মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সুন্দরবনের মধ্যে মাছ এবং কাকড়া ধারায় তাদের আটক করা হয়েছে। এবিষয়ে বন আইনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্বর্ণ উদ্ধার হলেও মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় একের পর এক স্বর্ণ উদ্ধার হলেও মূল হোতারা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। প্রশাসনের কর্তাব্যক্তিরা বলছেন, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বার বার পালিয়ে যাচ্ছেন মূল হোতারা। যদিও দু একজন পাচিংম্যান আটক হয়েছেন। মূল হোতাদের আটক করতে না পারলেও স্বর্ণ পাচার কোন ভাবেই বন্ধ করা সম্ভব হবে না।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈকারী সীমান্ত এলাকা থেকে ৫পিচ স্বর্ণের বারসহ মোস্তাফিজুর রহমান নামের এক পাচারকারীকে আটক করে বিজিবি। গত ২৬ জুলাই ৪পিচ স্বর্ণের বারসহ আসলাম হোসেন নামের এক পাচারকারীকে আটক করে কলারোয়া থানা পুলিশ। গত ৮ জুন একই সীমান্ত এলাকা থেকে ২পিচ স্বর্ণের বারসহ আটক হয় সাগর হোসেন নামের এক পাচারকারী। গত ১৮ মে সদর উপজেলার আলীপুর এলাকা থেকে ৭পিচ স্বর্ণের বার এবং ১ মার্চ কলারোয়া সীমান্তের সোনাবাড়িয়া এলাকা থেকে ৮পিচ স্বর্ণের বার উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। গত ৬ ফেব্রুয়ারি ১৮টি স্বর্ণের বার ভারতে পাচারকালে মিঠু নামের এক পাচারকারীকে আটক করে সদর থানা পুলিশ। এছাড়া ১২ ফেব্রুয়ারি ১৮ পিচ স্বর্ণের বারসহ পাচু সরদার নামের একজন পাচারকারীকে বৈকারী সীমান্ত থেকে আটক করে বিজিবি।

তবে স্বর্ণসহ আটক হওয়া সকলেই পাচারকারী বলে জানা গেছে। এসব স্বর্ণের মালিক বা মূল হোতারা নানা অযুহাতে পার পেয়ে যাচ্ছেন। যদিও সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান যোগদানের পর সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি শেখ শফিউল্লাহ মনি ওরফে গোল্ড মনিকে আটকের জন্য পুরস্কার ঘোষনা করে। এরপর মনি বিভিন্নভাবে পুলিশ সুপারকে হেনস্তা করার চক্রান্তও করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা বলছেন, বর্তমানে সাতক্ষীরার সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের সাথে জড়িত ঢাকার সাভার এলাকার কোন্ডা দাসপাড়া গ্রামের দুখিরাম দাসের ছেলে আকাশ দাস। তার প্রতিনিধি হিসেবে সাতক্ষীরা কাজ করছেন জয়দেব সিংহ এবং বৈকারী এলাকা নিয়ন্ত্রন করছেন জনৈক বাবর আলী ও সাবেক এক ইউপি চেয়াম্যান।

এছাড়া স্বর্ণ ব্যবসায়ী হিসেবে কাজ করছেন শহরের কাটিয়ার টুটুল, মধ্য কাটিয়ার হারুণ, কামালনগরের ইব্রাহিম, পুরাতন সাতক্ষীরার বলাই দে, মাগুরা বৌ বাজার এলাকার শফিকুল ইসলাম শফি, ঘোনা ইউনিয়নের সোনা ফারুক, সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের মঈন, রজনগরের দিদারুল, বৈকারী ইউনিয়নের আতা, হাসান, স্বপন। দেবহাটার রবি, আলিম মেম্বার, লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের আবুল খায়ের। কলারোয়া উপজেলার ইয়ার আলী মেম্বার ও ওই ইউনিয়নের সাবেক এক ইউপি চেয়ারম্যান।
প্রচার আছে আকাশ দাস ঢাকায় অবস্থান করেই সাতক্ষীরায় স্বর্ণের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছে। তবে কোন ভাবেই স্বর্ণ পাচার আটকানো সম্ভব হচ্ছেনা বলে জানা গেছে।

এ ব্যাপারে শনিবার বিকাল ৬টা ০৮মিনিটে আকাশ দাসের মুঠো ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম বার) এর সাথে যোগযোগাগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল ইসলাম এর মুঠো ফোনে রিং করলে তিনি রিসিভ না করায় যোগযোগ করা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে শেখ কামাল’র জন্মদিন পালন”

কে এম রেজাউল করিম দেবহাটা :
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ৫ আগস্ট শনিবার সকাল ১০টায় প্রশাসনিক ও বিজ্ঞান ভবনে সরকারি নির্দেশনা মোতাবেক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ক্যাপ্টেন শেখ কামাল এর প্রকৃতিতে কলেজ অধ্যক্ষের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং শিক্ষক মো: আবু তালেব’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে আলোচনা রাখেন ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নৃপেন্দ্রনাথ স্বর্ণকার, প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, শরীরচর্চা শিক্ষক মো: সামছুল হুদা কবীর খোকন।
শুরুতে পবিত্র কোরআান তেলাওয়াত করেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী সারাবান তহুরা এবং গীতা পাঠ করেন ব্যবসায় শিক্ষা শাখা ২য় বর্ষের শিক্ষার্থী ও রোভার স্কাউট সদস্য বাসুদেব দাশ।

শেষে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল সহ ১৫ আগস্ট ১৯৭৫ এ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং একে অপরের তথা দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী।

এ সময় কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান ফেরদৌসী পপি, শিক্ষক মো: শাহানুর রহমান, আলহাজ্জ মো: আকরাম হোসেন, স্বপন কুমার মন্ডল, আলহাজ্জ মো: মাসুদ করিম, রনজন কুমার মন্ডল, অভিজিৎ কুমার বসু, মো: আজিজুর রহমান,বৈদ্যনাথ মন্ডল, দৌলতুন্নেছা পারুল,রিতা রানী, পারভীন সুলতানা, মোহাম্মদ তৌহিদুজ্জামান, আবু জাফর সিদ্দিকী, মো: আত্তাবুজ্জামান মধু, মোস্তফা আবু রায়হান সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, সিয়াম এর নেতৃত্বে সু-সজ্জিত রোভার স্কাউট সদস্যবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে শেখ কামাল এর ৭৪ তম জন্মদিনের কেক কেটে ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় কমিউনিটি ক্লিনিকে এলইডি টিভি ও বেঞ্চ প্রদান

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে শনিবার ৫আগষ্ট সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এলইডি টিভি ও বেঞ্চ প্রদান করা হয়েছে।

এ্যামেরিকিয়ারস এর অর্থায়নে থ্রিডিং লোকাল রিপ্রেজেন্টেটিভ প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিকে উক্ত এলইডি টিভি ও বেঞ্চ প্রদান করা হয়। গ্রামীন মানুষের স্বাস্থ্য সেবা উন্নতিকল্পে উক্ত প্রকল্পের মাধ্যমে দেবহাটা উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের ৭টি কমিউনিটি ক্লিনিকে ৭ টি ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি ও ৭ টি ওয়েটিং বেঞ্চ প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিব হাসান বাধন, আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, প্রকল্প সমন্বয়কারী ডাঃ জি, এম ইমতিয়াজ আহমেদ, প্রকল্প কর্মকর্তা আলমগীর হোসেন, আশার আলোর হিসাবরক্ষক ফজলুল হক ও স্বাস্থ্য কর্মী রবিউল ইসলাম প্রমুখ। জানা গেছে, উক্ত প্রকল্পের মাধ্যমে আশার আলোর বাস্তবায়নে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ও কুলিয়া ইউনিয়নে আগামী ১৫ মাসব্যাপী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারন মানুষকে স্বাস্থ্য সেবা দিতে সবধরনের সুযোগ সুবিধাগুলো বিনামূল্যে প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ কামাল এঁর ৭৪ তম জন্মদিনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি :
৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এঁর ৭৪ তম জন্মদিন উপলÿে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সাতÿীরা শহরের দÿিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শনিবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতÿীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল ইসলাম মহি।

বিদ্যালয়ের প্রধান শিÿক সানজিদা শাহনাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিÿক সামছুন্নাহার, জামিলা খাতুন, হাফিজা খাতুন প্রমুখ।

পুরস্কার বিতরণী শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামাল হোসেন ছিলেন একজন প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু কুলাঙ্গাররা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের উন্নয়ন প্রচারনায় ধুলিহরে নজরুল ইসলামের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারনায় মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

শুক্রবার বিকালে ধুলিহার সাহেব বাড়ী মোড়ে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত বোরহান উদ্দিন।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান। জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা আওয়ামী লীগের সদস্য ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন, রেজাউল ইসলাম রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুর জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্যামুয়েল ফেরদৌস পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম, সদস্য মহাদেব সাহা, আজহারুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সানা।

এসময় নজরুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের পর এখন বর্তমান সরকারের টার্গেট স্মার্ট বাংলাদেশ গড়া। যেটা স্বাধীনতার বিরোধীরা সহ্য করতে পারছে না। বিরোধীতা করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৫ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৫ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ৪ আগস্ট শুক্রবার সকাল ৭টার দিকে বৈকারী সীমান্তে কালিয়ানি বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা মোস্তাফিজুর রহমান (৩০) নামের চোরাকারবারিকে আটক করে।

তাকে তল্লাশী করে তার কাছ থেকে ৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক মোস্তাফিজুর রহমান কালিয়ানী গ্রামের শাহাদাত হোসেনের পুত্র। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য ৩৯ লক্ষ ৩৭ হাজার ৬৮২ টাকা।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা বিজিবি’র অধিনায়ক লে: কর্ণের আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মোজাফফর রহমান বৈকারী সীমান্তের কালিয়ানি এলাকায় অভিযান চালিয়ে চোরাকারকারিকে আটক করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest