সর্বশেষ সংবাদ-
তালায় অনিয়মের তথ্য চাওয়া নিয়ে তর্ক-বিতর্ক, মারপিট: সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ডসাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লের মৃত্যুসাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সুস্থ্যতা কামনায় বিবৃতিখাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে সমাবেশসাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দ

প্রধানমন্ত্রী দেশের সকল মানুষের দায়িত্ব নিয়েছেন- আসাদুজ্জামান বাবু

সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার, শুধু কথায় নয় কাজেও বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ নয় বরং দেশের সকল মানুষের দায়িত্ব নিয়েছেন। এমন কোন জায়গা নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। সাতক্ষীরার প্রতিটি ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ কোনো না কোনো ভাবে সরকারি উপকার গ্রহণ করছে। অতীতে এদেশে অনেক সরকার থাকলেও এই রকম করে ১০ কেজি চাল, ২০ কেজি চাল এবং ৪০ দিনের কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অনেক ভাতা অতীতে কোনো সরকার দেয়নি।

শনিবার ( ১৫ জুলাই ) সকালে সাতক্ষীরা পৌরসভার গার্লস হাইস্কুলে উপকারভোগী বিভিন্ন ভাতাভোগীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসময় আসাদুজ্জামান বাবু বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের কথা ভেবে তারা যাতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে তার জন্য তাদের পাশে সাহায্যের হাতটি বাড়িয়ে দেন। এটি অন্য কোনো সরকার করেননি। যে সরকার এই কাজটি করে, অবশ্যই তার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকারকে আগামীতে সরকার পরিচালনার জন্য টিকিয়ে রাখতে পারি, তাহলে তিনি সারাদেশের মানুষের জন্য যত উন্নয়ন কর্মযজ্ঞ করছে, সেই কর্মযজ্ঞ অব্যাহত থাকবে। এজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে থাকার জন্য সকলের প্রতি আহ্বান করেন তিনি। এসময় সাতক্ষীরা পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, নূরজাহান বেগমসহ স্থানীয় পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা শাখার নবগঠিত কমিটির আনন্দ মিছিল

শ্যামনগর প্রতিনিধি :জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা শাখার নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ইং ১৪ জুলাই শুক্রবার বিকাল ৪ টার সময় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এস এম কামরুল হায়দার নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দৈনিক কালের সম্পাদক প্রকাশক এবং সাতক্ষীরা বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ সরদার।

সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি। জেলা শ্রমিকলীগ সদস্য ও সাতক্ষীরা বাস টার্মিনাল মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি জাকির হোসেন টিটু। জেলা মুক্তিযোদ্ধা সংহতি সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম,শ্যামনগরে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর,রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতীত পাবন মন্ডল, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েস, নকিপুর ক্রিকেট জায়ান্টের ভাইস চেয়ারম্যান যুবনেতা ফেরদাউস হায়দার,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু,কালিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আব্দুস সবুর, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাফিজ সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, সংগ্রহ অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব গোলাম মোস্তফা (মোস্ত)।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল হায়দার,শ্রমিকলীগ নেতা আব্দুল আলিম,রবিউল ইসলাম খোকন, কালিগঞ্জ শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ফিজুর,মোহন, শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদ মানিক, আব্দুর রাজ্জাক, এবিএম মজিবুল্লাহ, আজিম, আব্দুল্লাহ, শ্যামনগর মটরসাইকেল সমিতির সভাপতি ছাবের মিস্ত্রি,উপজেলা শ্রমিকলীগের সদস্য বিল্লাল হোসেন, মিলন হোসেন, মাহফুজুর রহমান,রুবেল ইসলাম,রবি, নুরুন্নাহার খাতুন, মর্জিনা খাতুন হাসি, রাকিব হোসেন, শ্রমিকলীগ নেতা বখতিয়ার বাচ্চু সহ অনেকে।

সম্মানিত অতিথি হিসাবে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন
বর্তমান সরকার শ্রমিক বান্ধব ও কৃষি বান্ধব সরকার। বিগত চারদলীয় জোট সরকার ক্ষমতা থাকা কালে সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয়েছে আর এ সরকারের আমলে কৃষক তার চাহিদা মত সার বাড়ি বসে পেয়ে যাচ্ছে। গ্রামের গঞ্জে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। সারাদেশব্যাপী পাকা রাস্তা, স্কুল কলেজ এবং মাদ্রাসা দৃশ্যমান উন্নয়ন হয়েছে। আগামীতে আপনারা নৌকার পক্ষে কাজ করবেন এবং এই সরকারের উন্নয়নের সফলতা গ্রামে গঞ্জে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন।

প্রধান অতিথি এস এম জগলুল হায়দার এমপি তার বক্তব্য বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা উন্নয়নের প্রতীক নৌকা মার্কা ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে পঞ্চম বারের মতন আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা শাখা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দেবে এই প্রত্যাশা রাখি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য সাতক্ষীরা জেলা মন্দির এর নাট মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় গীতা পাঠ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এ্যাডঃ সোমনাথ ব্যানার্জি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শ্রী স্বপন কুমার শীল। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা শাখার যুগ্ম সম্পাদক শ্রী নিত্যানন্দ আমিন, অসীম কুমার দাস সোনা, দপ্তর সম্পাদক সুজন বিশ্বাস, প্রচার সম্পাদক অমিত কুমার ঘোষ, সদস্য প্রবীর পোদ্দার উপস্থিত ছিলেন। গীতা পাঠ প্রতিযোগিতায় সমগ্র জেলা থেকে সর্বমোট ৫৭ জন শিক্ষার্থীর অংশগ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক গ্রæপে প্রথম স্থান অধিকার করেন শ্রেয়ান মজুমদার দ্বিতীয় সায়নী ভট্টাচার্য তৃতীয় সৌম্য ব্যানার্জি। খ গ্রæপের প্রথম স্থান অধিকার করেন প্রসূন ব্যানার্জি দ্বিতীয় শুভজিৎ সরকার তৃতীয় অর্পিতা মন্ডল। বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন দিবাকর ভট্টাচার্য সঞ্জয় চক্রবর্তী প্রদ্যুৎ কুমার বিশ্বাস। ক ও খ গ্রæপের বিজয়ী প্রতিযোগীদের ক্রেস্ট বিতরণ করা হয় বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে শিক্ষা উপকরণ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের উদ্বোধন শ্রী বিশ্বনাথ ঘোষ সকল প্রতিযোগীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিজয়ী প্রতিযোগিতারা জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে বিজয়ী হয়ে সাতক্ষীরা জেলার সুনাম অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতা পাঠ প্রতিযোগিতার আহবায়ক কমিটির আহবায়ক সঞ্জীব ব্যানার্জি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে শিক্ষকের বাড়ীতে দুধর্ষ চুরি

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার শ্যামনগরে পরিমল কুমার রায় নামে এক শিক্ষকের বাড়ীতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাত ২টার দিকে উপজেলার আটুলিয়া গ্রামের তার বাড়িতে একদল চোর হানা দিয়ে নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর জানান, রাত দুইটার দিকে ৭/৮ জনের একদল চোর ঘরের গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে।

একপর্যায়ে আলমারীতে রক্ষিত নগদ ৭০হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোটর সাইকেল ও পরিধানের মূল্যবান কাপড়সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় তারা। এনিয়ে গত দুই সপ্তাহের ব্যবধানে শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে একাধিক চুরির ঘটনাসহ অজ্ঞান পার্টির অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১নং শোভনালী ইউনিয়ন বিএনপির প্রতিবাদ

গত ৩-৭-২০২৩ ইং তারিখে আশাশুনি উপজেলা বিএনপি আহবায়ক স,ম হেদাতুল ইসলাম, সদস্য সচিব এস এম মশিউল হুদা তুহিন স্বাক্ষরিত একপত্রে ১নং শোভনালী ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। গত ১১-৭-২০২৩ ইং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর মাধ্যমে জানতে পারি কিছু সংখ্যাক সদস্য পদত্যাগ করেছে।

যেটা সঠিক না। প্রকৃতপক্ষে ওই পোস্টে উল্লেখিত কেউ পদত্যাগ করেনি। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সদস্য যথাক্রমে মাসুদ রানা, ইয়ারুল ইসলাম, মো: আকবর আলী, মো: আব্দুল মালেক,

মো: আমজাদ সরদার, মো: শহীদুল সরদার, মো: বিল্লাল গাজী, মো: ই¯্রাফিল (বাবুল)। তারা সকলেই ইউনিয়ন বিএনপির সাথে আছে। তাদের লিখিত কাগজও আছে। আমরা ১নং শোভনালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এহেনে কর্মকা-ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী

আহসান হাবিব
আহবায়ক
১নং শোভনালী ইউনিয়ন বিএনপি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ২ হাজার লিটার ভেজাল মধুসহ নারী আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের অভিযানে ২ হাজার লিটার ভেজাল মধুসহ মরিয়ম বেগম (৩২) নামের এক নারী আটক হয়েছে। জব্দকরা হয়েছে বিপুল পরিমাণ চিনি ও রাসায়নিক তরল। বৃহস্পতিবার রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের আশরাফ হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে ভেজাল মধু তৈরির মুল অভিযুক্ত আটককৃত নারীর স্বামী কামাল হোসেন পলাতক রয়েছেন।

কামাল হোসেন শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা এলাকার রুহুল আমিনের ছেলে। কৃষ্ণনগরে আশরাফ হোসেনের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি করার অভিযোগ রয়েছে কামাল হোসেনের বিরুদ্ধে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, কৃষ্ণনগরে আশরাফ হোসেনের সেমি-পাকাবাড়ি ভাড়া নিয়ে মানবস্বাস্থের জন্য ক্ষতিকর ভেজাল মধু তৈরি করে আসছিলেন কামাল হোসেন ও মরিয়ম বেগম দম্পত্তি। গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল মধু কারখানায় অভিযান চালায় কালিগঞ্জ থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়েকামাল হোসেন সটকে পড়লেও আটক হন তার স্ত্রী মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভেতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। এছাড়াও জব্দ করা হয়েছে ভেজাল মধু তৈরির মেশিন,চিনিসহ বিভিন্ন রাসায়নিক তরল। জব্দকৃত মধুর বাজার মুল্য প্রায় ১০ লাখ টাকা।

অতিরিক্ত পুলিশসুপার আরও জানান, সুন্দরবনের মধুর সুনামক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন চিনি ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে ভেজাল মধু তৈরি করে আসছে। আটক আসামীকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়া ভেজাল মধু তৈরিরমুল হোতা কামাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার সম্পত্তি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নিজস্ব সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মনিরুজ্জামান।

লিখিত অভিযোগে জানা গেছে, কলারোয়া উপজেলার ১৫ নং জে এল বাকসা বাগাডাঙ্গা মৌজার সাবেক ৫১২৩ হাল ৮৯১৩ দাগের ১৫ শতক জমি সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নিজস্ব সম্পত্তি।

যা ্ওয়াকফ ষ্টেট এর আওতাভুক্ত মাদ্রাসার জমি। উক্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে বোয়ালিয়া এলাকার একটি মহিলা মাদ্রাসার শিক্ষক চিহ্নিত ভূমিদস্যু আলতাফ হোসেন জোরপূর্বক দখল করে আসছে। ইতোমধ্যে উকিল নোটিশের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানও দিয়েছিল আলতাফ। এরপর সে মাদ্রাসার জমি এওয়াজন করার জন্য আবেদন করে।

কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ করেনি। পরে মাদ্রাসার মোতাওয়াল্লী এবং মাদ্রাসা কর্তৃপক্ষ জমির হারি চাইলে সে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। গত ১৫ মে মাদ্রাসার জমিতে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হলে ভূমিদস্যু আলতাফ ওই সাইনবোর্ড ভাংচুর করে। এছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত জমিতে গেলে মারপিট ও খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন। ওই ভূমিদস্যুর কবল থেকে মাদ্রাসার সম্পত্তি রক্ষার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নৃত্য শিল্পীকে ধর্ষনের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় এক নৃত্যশিল্পীকে ধর্ষনের অভিযোগে আকাশ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৯ জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় এ ধর্ষনের ঘটনাটি ঘটে। অভিযুক্ত আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। নির্যাতিতা ওই নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরে রেজিট্রি অফিসের পাশে বাসা ভাড়া থাকেন বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, নৃত্যের শিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাসায় থাকতেন ওই নারী। সেই সুত্র ধরে কিছুদিন আগে পরিচয় হয় নগরঘাটা এলাকার আকাশের সাথে।

ঘটনার দিন বিকালে ওই নারীকে নৃত্যের অনুষ্ঠান আছে বলে মুঠোফোনে প্রস্তাব দেয় আকাশ। পরে তার কথামত ঘটনাস্থলে গেলে তাকে আকাশসহ এলাকার দুই বখাটে যুবক একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষন করে এবং ভিডিও চিত্র ধারন করে রাখে। এরপর থেকে আকাশ বিভিন্নভাবে ওই নারীকে ব্লাকমেইল করে আসছিল। অবশেষে এই অপমান সইতে না পেরে বুধাবার রাতে নির্যাতিতা নারী বাদী লম্পট আকাশের বিরুদ্ধে হয়ে ধর্ষন ও পর্নগ্রাফির অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৮। তিনি আরো জানান, এ মামলায় বৃহস্পতিবার সকালে আসামী আকাশ হোসেনকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest