সর্বশেষ সংবাদ-
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতির মৃত্যুতে শোকতালায় অনিয়মের তথ্য চাওয়া নিয়ে তর্ক-বিতর্ক, মারপিট: সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ডসাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লের মৃত্যুসাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সুস্থ্যতা কামনায় বিবৃতিখাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে সমাবেশসাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার

শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দিন— ঘোনায় নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে নৌকায় ভোট চেয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য প্রদানকালে তিনি সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন। এসময় তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল তৈরি করেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে নৌকায় আস্থা রাখতে হবে।

ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিলউদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুনর রশিদ, জেলা আ ওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ,জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা আওয়ামী লীগের ডা মুনছুর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন, রেজাউল ইসমাম রেজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন। পরিচালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১০ লক্ষাধিক টাকার মোবাইল চুরির প্রধান হোতা নুর ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহরের একটি মোবাইল ফোনের শো-রুমের চাল কেটে ১০ লক্ষাধিক টাকার মোবাইল চুরির ঘটনায় জড়িত চোর সিন্ডিকেটেরে প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোবাইল চোর সিন্ডিকটের মুল হোতা নূর ইসলাম (২৩) কে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা ৩৫টি মোবাইল ফোন।

গ্রেপ্তারকৃত মোবাইল চোর সিন্ডিকটের মুল হোতা নূর ইসলাম গাইবান্ধা জেলার আব্দুল মান্নানের পুত্র।
শনিবার বিকাল ৩টায় সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান।

তিনি বলেন, গত ২১ জুন রাতে একটি সংঘবদ্ধ চোরেরা সাতক্ষীরা শহরের মোহাম্মাদিয়া টেলিকম নামক মোবাইল শো রুমের চাল কেটে বিভিন্ন ব্রান্ডের প্রায় ১০ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী শোরুমের মালিক থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা তন্ময় মোহন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টানা ৭২ ঘণ্টার নিরলস পরিশ্রমের পর মোবাইল চোর সিন্ডিকেটের মূল হোতা নূর ইসলাম গ্রেপ্তার করতে সক্ষম হন।

তিনি আরো জানান, তার সাথে আরো দুই জন জড়িত ছিলো তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া শুক্রবার ভোরে আরো একটি শো-রুম থেকে চুরি হওয়া ৩৫ লক্ষাধিক টাকার মোবাইল চুরির আসামীদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের ভর্তি কার্যক্রম সম্পন্ন

স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপ, সাতক্ষীরার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ০৭ জুলাই ২০২৩ বিকালে শহরের কফিভিলাতে অনুষ্ঠিত ভর্তি কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপ, সাতক্ষীরার গ্রুপ সম্পাদক নাজমুল হক,

গার্ল ইন রোভার নেতা আয়েশা বিনতে আহমেদ, গ্রুপ সদস্য মীর তাহমিদুর রহমান, সিনিয়র রোভার মেট আল মামুন, ওসামা বিন আরিফুল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, খুশবু প্রমুখ। প্রসঙ্গত, স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপ, সাতক্ষীরার ভর্তি কার্যক্রম চলমান আছে। আগ্রহীদের স্বপ্নসিঁড়ির পেইজে যোগাযোগ করার জন্য বলা হলো। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্বামীসহ পরিবারের সদস্যদের হয়রানি : পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

তালায় মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিবাহ করায় পিতা-মাতাসহ পরিবারের সদস্য মিলে বর্তমান স্বামীসহ তার পরিবারের সদস্যদের মারপিট ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানিসহ খুন জখমের হুমকির প্রতিবাদে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ এক গৃহবধূ। শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন সাতক্ষীরার তালার তেরছি (কাটিপাড়া) গ্রামের সন্তোষ কুমারের কন্যা পপি রাণী দাস।

তিনি বলেন ২০১৭ সালে পারিবারিক ভাবে যশোর জেলার মনিরামপুরের মহিতোষ বিশ্বাসের পুত্র শোভন বিশ্বাসের সাথে আমার বিবাহ হয়। কিন্তু বিবাহের পর ধীরে ধীরে জানতে পারি আমার স্বামী শোভন বিশ্বাস মাদকাসক্ত ব্যক্তি। নেশা করে প্রায় প্রতিদিন আমাকে মারপিটসহ নির্মম নির্যাতন করতে থাকে। বিষয়টি পিতা- মাতাকে অবগত করালেও পিতা-মাতা বলে ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে। এভাবেই প্রায় ৫ বছর অতিবাহিত হলেও স্বামী শোভন বিশ^াসের কোন পরিবর্তন হয়নি উল্টো নির্যাতন আরো বাড়িয়ে দেয়। কিন্তু পিতা-মাতাকে জানিয়েও কোন লাভ না হওয়ায় আমি আত্মহত্যার চেষ্টাও করি। পরে শোভন বিশ^াসের বাড়ি থেকে পালিয়ে চলে আসি এবং তাকে তালাক পাঠিয়ে দেই। এর কিছুদিন পর তেরছি গ্রামের দুলাল চন্দ্র দাশের পুত্র উজ্জল কুমার দাশের সাথে আমার সম্পর্ক তৈরি হয়। সে আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। উজ্জল কুমার দাশ আজীবন আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিলে একপর্যায়ে আমরা সনাতন ধর্মীয় মতে কোর্ট ম্যারেজ করি। বিবাহের পর সুখে শান্তিতেই বর্তমান স্বামী উজ্জল কুমার দাসের বাড়িতে বসবাস করে আসছি। কিন্তু আমার পিতা সন্তোষ কুমার দাশ, মাতা জ্যোৎস্না রাণী দাস, প্রকাশ কুমার দাস, জেটি পূর্ণিমা রাণী দাস, প্রতিবেশী কাকা জয়দেব বিষয়টি মানতে নারাজ এবং কৌশলে আমাকে পুনরায় পূর্বের মাদকাসক্ত স্বামীর ঘরে পাঠাতে মরিয়া হয়ে ওঠে। সেখানে আমার জীবন নিয়ে সংশয় রয়েছে। বর্তমান স্বামীকে ত্যাগ না করায় আমার পিতার নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরা আমার স্বামীসহ তার পরিবারের সদস্যদের মারপিট, পুলিশ দিয়ে হয়রানি এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির চেষ্টা করছে। তাদের কারনে আমার বর্তমান স্বামীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।

তিনি আরো বলেন আমি সুখে শান্তিতে আছি এবং বর্তমান স্বামীর সাথেই সংসার করতে চাই। আমি যেখানে সুখে থাকব সেটিই পিতা-মাতার প্রত্যাশা হওয়ার কথা হলেও আমার পিতা-মাতা কেন জানিনা সেটি মেনে নিতে পারছে না। আমার জীবন গেলেও ওই মাদকাসক্ত স্বামীর ঘরে আর আমি ফিরে যেতে চাই না। বর্তমান স্বামী এবং তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত পূর্বক যাতে বর্তমান স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি তার যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের মিছিল

নিজস্ব প্রতিনিধি :
সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বর থেকে জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসারের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে সঙ্গীতা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল হুদা, জেলা জামায়াতের সেক্রেটারী মাও: আজিজুর রহমানসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানান এবং শাস্তির দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্ধনের প্রীতি ফুটবল ম্যাচে জয়ী সভাপতি একাদশ

নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈতুল আযহা উপলক্ষে বন্ধুন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে অবসার প্রাপ্ত ফুটবলারদের নিয়ে প্রীতি ও বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ জুলাই শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এ্যান্ড কলেজের ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহণ করেন সভাপতি একাদশ ও সেক্রেটারী একাদশ। ফুটবল খেলাটিতে অংশগ্রহণ করেন সাতক্ষীরা বছরের শিশু থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধ। সাতক্ষীরায় বসবাসকারী টিভি নাটকের শিল্পীরা অংশগ্রহণ করেন। আনন্দ ঘন পরিবেশে কয়েক হাজার দর্শক নাট্য শিল্পীদের এই প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। উক্ত খেলায় সভাপতি একাদশ এক গোলের ব্যবধানে বিজয়ী হয়। এরপর বন্ধনের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের সভাপতি কৃষিবিদ জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা করেন, বন্ধনের উপদেষ্টা ও ঊষা সংস্থার নির্বাহী পরিচালক মো: শামসুজ্জামান, বিশিষ্ট টিভিনাট্য পরিচালক মো: মুছা করিম, সহকালী অধ্যাপক ফরিদ উদ্দীন মাসউদ, শিক্ষাবিদ অনুজিৎ মন্ডল, ব্যবসায়ী ইব্রাহিম হোসেন, নাট্য অভিনেতা আসিফুল আলম আসিফ, নূরুল হুদা ফুল, শিল্পী ওয়াদুদ সাহী, ডেইজি সরকার, আয়েশা আক্তার, খুকুমনি, অভিনেতা হযরত আলী, এম আলমগীর আলম, ভাস্যকর ইকবাল হোসেন, অভিনেতা কর্ণ বিশ^াস কেডি, সাহিত্যিক রুহুল আমিন ময়না, ঝুমঝুম বেগম, জাদুশিল্পী আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, মোস্তফা মোস্তাক আহমেদ, আব্দুল সোবহান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের সাধারণ সম্পাদক অতুল কুমার ঘোষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) শহরের মৌবন পার্টি সেন্টারে এ ঈদ পুনর্মিলনীর হয়। সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাহাত রাজার পরিচালনায় ঈদ পুনর্মিলনীতে মনের ভাব প্রকাশ করেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আনিছুর রহমান,

প্রতিষ্ঠাতা সভাপতি মীর মোস্তাফা আলী, আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক এম. বেলাল হোসেন, আব্দুর রহমান, ফিরোজ হোসেন,

যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান শিমুল, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, মাহফিজুর রহমান আককাজ, কামরুল ইসলাম, আসাদুজ্জামান মধু, রেজাউল ইসলাম, ফাহাদ হোসেন, সোহরাব হোসেনসহ সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আর কে টেলিকমে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় মোবাইলের দোকানের গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে সাতক্ষীরা পৌর এলাকার তুফান মোড়ের ইসলামী ব্যাংকের নিচ তলায় আর কে টেলিকমে এঘটনা ঘটে। দোকান থেকে প্রায় ৪০ লক্ষ টাকার মোবাইল এবং দোকানে থাকা নগদ ২লক্ষ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী দোকান মালিক গোবিন্দ চন্দ্র সাধু।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার দুপুরে দোকানে গিয়ে দেখেন দোকানের গ্রীল কাটা, দোকানে থাকা ১৫৪ পিচ মোবাইল নেই। ড্রয়ারে রাখা টাকাও নেই।

এবিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest