সর্বশেষ সংবাদ-
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতির মৃত্যুতে শোকতালায় অনিয়মের তথ্য চাওয়া নিয়ে তর্ক-বিতর্ক, মারপিট: সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ডসাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লের মৃত্যুসাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সুস্থ্যতা কামনায় বিবৃতিখাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে সমাবেশসাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার

সাতক্ষীরায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে শ্রীনিবাস বৈদ্য অঙ্কুর(২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার রমজান ইউনিয়নের চাঁদখালী এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবক চাঁদখালী গ্রামের পরিমল বৈদ্যের একমাত্র পুত্র।

রমজান ইউপির সাবেক সদস্য আব্দুল মাজেদ জানান, শ্রীনিবাস বৈদ্য অঙ্কুর তার পিতা, স্ত্রী এবং ১ বছর বয়সী শিশু সন্তানকে নিয়ে সকাল ১০টার দিকে বিলের মধ্য দিয়ে শ^শুরবাড়ী পাশ^বর্তী গ্রাম জেলেখালী যাচ্ছিল। স্ত্রী এবং পিতা একটু সামনে হেটে যাচ্ছিল আর শ্রীনিবাস কিছুটা পিছনে ছিল এসময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। সে সময় আহত তার পিতা এবং স্ত্রীকে স্থানীয়রা ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল, আকস্মিকভাবে ব্রজপাতে শ্রীনিবাসের মৃত্যু হয়েছে। তবে সাথে থাকা অন্যরা সুস্থ আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এর পিতার মৃত্যুতে সদর আ’লীগের শোক

ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন এর পিতা রিয়াজ উদ্দীন ঢালী আর নেই। তিনি গতকাল রাতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি——-রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সহ-সভাপতি গোলাম মোরর্শেদ, আসাদুজ্জামান অছলে চেয়ারম্যান, সরদার নজরুল ইসলাম, কামরুল ইসলাম, আব্দুল কাদের, ফারুক হোসেন, অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, এড. স্যামুয়েল ফেরদৌস পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল,

মোস্তাফিজুর রহমান নাছিম ও গনেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দীন, শেখ মনিরুল হোসেন মাছুম, প্রভাষক হাসান মাহমুদ রানা, আইন সম্পাদক এড. হাসান উল্লাহ, কৃষি ও সমবায় সম্পাদক মহসীন কবির পিন্টু, তথ্য গবেষণা সম্পাদক আব্দুল জলিল, ত্রাণ ও সমাজ কল্যাণ গোলাম মোস্তফা বাবু, দপ্তর সম্পাদক শাহজাহান সিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম হোসেন, বন পরিবেশন সম্পাদক আমিনুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, মহিলা সম্পাদিকা এড. ইরানী, মুক্তিযোদ্ধা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, শিক্ষা ও মানব সম্পাদক প্রভাষক আফাজ উদ্দীন, শ্রম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ডাঃ আব্দুল হামিদ, সহ-দপ্তর সম্পাদক শাহীনুর রহমান, সহ-প্রচার সম্পাদক রহমত আলী, কোষাধ্যক্ষ জি এম আমীর হামজাসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপি রবিকে  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শুভেচ্ছা  

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর-২আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য  মীর মোস্তাক আহমেদ রবিকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন
(রেজিঃ নং- খুলনা ৫৫০) এর ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত বিজয়ী শ্রমিক নেতৃবৃন্দরা। রবিবার (১৮ জুন) দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে গিয়ে বাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত
নেতৃবৃন্দরা সাক্ষাত করেন এবং ফুলের শুভেচ্ছা জানান।

এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি নব-নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দদেরকে মিষ্টিমুখ করান এবং শ্রমিক ইউনিয়নের উন্নয়ন ও শ্রমিকদের স্বার্থে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা ৫৫০) এর ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি মো. জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সাজু, সহ যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মিলন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মশিয়ার, প্রচার সম্পাদক মো. মিন্টু, সহ প্রচার সম্পাদক মো. বাবুল হোসেন বাবু, সমাজ কল্যাণ সম্পাদক শামিনুর রহমান সাদ্দাম, অফিস সম্পাদক খন্দকার বদিউজামান বদু, কোষাধ্যক্ষ শেখ হুমায়ুন কবির, কার্যকরী সদস্য নুর আলম গাজী, শেখ আনারুল ইসলাম তুতু, আজিজুল ইসলাম, বিল্লাল হোসেন, মোতাহার হোসেন, মো. হোসেন আলী, মো. সাহেব আলী, শেখ হারুনসহ সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাড়িতে পানি যাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে পিটিয়ে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
বাড়িতে পানি যাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বড়খামার গ্রামের নবাব আলীর বাড়িতে একই এলাকার মৃত বারী সরদারের পুত্র হাকিম সরদার গংয়ের বাড়ির পানি যায়। ফলে নবাব আলীর বাড়ির উঠান সব সময় স্যাতসেতে থাকে। যে কারনে সম্প্রতি নবাব আলীর স্ত্রী মেহেরুন নেছা ড্রেন নির্মাণ করার জন্য হাকিম সরদার গংয়ের বললে তারা ক্ষিপ্ত হয়। এর জের ধরে ১৬ জুন সকাল ৯টার দিকে আব্দুল হাকিমের নেতৃত্বে তার ভাই হাফিজুল ইসলাম, ইউসুফ সরদার, খালেক সরদারের পুত্র মহিদুল সরদার, তালেব সরদারের পুত্র ইয়াছিন সরদারসহ কয়েকজন অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে নবাব আলীর স্ত্রীর উপর হামলা করে। এতে বাধা দিতে গেলে নবাব আলীর কন্যা ছকিনা খাতুনকেও মারপিট করে গুরুতর আহত করে।

তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগী মেহেরুন নেছা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইটাগাছায় রাস্তা নির্মাণ কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ইটাগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা নির্মাণ কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (১৭ জুন) সকাল ১০ টায় ইটাগাছা পশ্চিম পাড়ায় সাতক্ষীরা পৌরসভা কর্তৃক রাস্তার সিসি ঢালাইয়ের অনুৃমতি হওয়ায় পৌর ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কাশেম কর্তৃক বাধা সৃষ্টি করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইটাগাছা গ্রামের আব্দুল গফফারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এমএ গফুর, এড. মোস্তফা নুরুল আলম, এসএম নুরুল ইসলাম বাবলু, মৃত আয়েন উদ্দিন সরদারের পুতা ইশারাত আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শত বছর ধরে আমরা এ রাস্তা দিয়ে চলাচল করে আসছি। অত্র এলাকার মৃত আয়েন উদ্দিন সরদার মানুষের চলাচলের জন্য এই রাস্তাটি তৈরী করে দিয়েছিলেন। সম্প্রতি সাতক্ষীরা পৌরসভা কর্তৃক রাস্তাটির প্রায় ৩শ ফুট সিসি ঢালাইয়ের জন্য অনুমোদন দিলে নির্মাণ কাজ চলাকালে সাবেক কমিশনার আবুল কাশেম (মসল্যা ভান্ডার) রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

অথচ ম্যাপেও এটি রাস্তা হিসেবে উল্লেখ আছে। এসময় বক্তারা চলাচলের একমাত্র এই রাস্তাটির চলমান নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।’ এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা ফজলু রহমান ঢালী, মো. রকিব উদ্দিন মাস্টারসহ এলাকার শতাধিক নারী পুরুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সাবেক সেনা সদস্যের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কে এম রেজাউল করিম দেবহাটা :  দেবহাটায় সাবেক সেনা সদস্যের নামাযে জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে। শনিবার ১৭ জুন, ২৩ ইং বাদ যোহর সাবেক সেনা সদস্য অবঃ মাষ্টার ওয়ারেন্ট অফিসার মরহুম রেজাউল করিমের নামাযে জানাযা শেষে তাকে তার দেবহাটাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম রেজাউল করিম উপজেলার সুশীলগাতী গ্রামের মরহুম আব্দুল গফুর খানের ছেলে। গত শুক্রবার ১৬ জুন ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুর ১টার দিকে মৃত্যুবরন করেন। মরহুম রেজাউল করিম হার্ডজনিত সমস্যায় সেখানে চিকিৎসাধীন ছিলেন। যশোর ক্যান্টনমেন্টের ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মাজহারের নেতৃত্বে ১৮ সদস্যের একটি চৌকস সেনাদল শনিবার পৌনে ১২ টার দিকে দেবহাটায় পৌছান।
পরে সেনা সদস্যদের নেতৃত্বে মরহুমের দ্বিতীয় নামাযে জানাযা পড়ানো শেষে মরহুমের কবরে ফুলের ডালি দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয় এবং সেনাবাহিনীর নিয়মে গুলি ছুড়ে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ক্যাপ্টেন মাজহার মরহুমের স্ত্রীর নিকট ১০ হাজার টাকার চেক প্রদান করেন এবং সেনা কল্যানের পক্ষ থেকে পরিবারের প্রতি সকল সহযোগিতার আম্বাস প্রদান করেন। মরহুম রেজাউল করিম মৃত্যুকালে বৃদ্ধা মা, স্ত্রী, ২ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। দেবহাটা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ গোলাম মোস্তফার ভগ্নিপতি মরহুম রেজাউল করিমের মৃত্যুতে নামাযে জানাযায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের পরিবার যেন শোক কাটিয়ে পারে সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তৈয়েব হাসানকে ঢাকা শারীরিক শিক্ষা কলেজের এল্যামনাই এসোসিয়েশনের  সম্মাননা
প্রেস বিজ্ঞপ্তি :  জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্তিতে, ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ এ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে  জাতীয় ক্রীড়া  পুরস্কার প্রাপ্ত ও সাবেক এলিট ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
(১৬ জুন)শুক্রবার সরকারি শারীরিক শিক্ষা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা স্মারক তুলে দেন ক্রীড়া পরিষদের পরিচালক (যুগ্ম সচিব) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ণমিলনী উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ  তারেক ইকবাল খান মজলিশ, ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ অধ্যক্ষ পারভীন লায়লা সহ সারাদেশ থেকে আগত বিভিন্ন  বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শারীরিক শিক্ষাবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ১৮ বছর আন্তর্জাতিক অঙ্গনে ফিফা রেফারি হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। তিনিই সবচেয়ে বেশি (১০০ এর বেশি) আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন।
দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ইন্টারন্যাশনাল রেফারি অ্যাওয়ার্ড প্রাপ্ত (এএফসি রেফারীজ মোমেন্তো  অ্যাওয়ার্ড) রেফারি তৈয়ব। এশিয়ার সেরা ২৫ রেফারির তালিকায় থাকা তৈয়ব প্রথম সাউথ এশিয়ান রেফারি হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে (নেপাল-২০১৩) প্রধান রেফারির দায়িত্ব পালন করেন। রেফারী হিসেবে তিনি সর্বাধিকবার বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে জার্সিটি পরে তিনি প্রথম সাউথ এশিয়ান রেফারির দায়িত্ব পালন করেছিলেন,  স্মরণীয় সেই জার্সিটি ৫ লাখ ৫৫ হাজার টাকা নিলামে বিক্রি করে করোনা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে প্রদান করেছিলেন।
করোনা মহামারিতে এমন মহৎ কাজের জন্য তৈয়ব হাসান বাবু দেশ-বিদেশে প্রসংসিত হয়েছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাঁকে অভিনন্দন জানিয়ে পত্র প্রেরণ করেছিলেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্রীড়া পদক – জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারের অর্থ এক লক্ষ টাকা তিনি স্থানীয় দুস্থ-পুষ্টিহীন শিশুদের কল্যাণে ব্যয় করার ঘোষণা দেন।
রেফারিংয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সোনালী অতীত ক্লাবসহ বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আধুনিক ড্রিংকিং ওয়াটার এন্ড হাইজিন কর্নার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
নিরাপদ পানি ও স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থাপনা বিনামূল্যে নিশ্চিত করা ও স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টিতে সাতক্ষীরায় উন্নত ওয়াটার ফিল্টার ও বিশেষ হাইজিন কর্নার স্থাপন করা হয়েছে।

বৈকারী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।

সুইসকন্টাক্ট বাংলাদেশের উদ্যোগে লোকালেস ওয়েসার ৩৭ এজি এর সহযোগিতায় এইচটুও প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসিস্ট্যান্ট ডিরেক্টর (ফাইন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মোঃ জাহাঙ্গীর আলম, লোকালেস ওয়েসার ৩৭ এজি এর প্রতিষ্ঠাতা উরস গ্রুটার, সুইসকন্টাক্ট এর হেড অব ডেভেলপমেন্ট প্রোগ্রাম এলিয়ান হারম্যান। সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার।

সাতক্ষীরা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অনুসারে, কিছু উপকূলীয় এলাকায় লবণাক্ততার মাত্রা প্রতি লিটার (মিলিগ্রাম/লি) ১ হাজার মিলিগ্রামের অনুমোদিত সীমা ছাড়িয়ে গেছে। লবণাক্ততার এই বৃদ্ধির ফলে বৈকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পান করার জন্য নিরাপদ পানি থেকে বঞ্চিত হচ্ছে। সুইকন্টাক্টের নতুন প্রকল্পের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে নিরাপদ পানি পান করার সুযোগ পাবে।

উদ্বেধনী অনুষ্ঠানে প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন জেলা প্রশাসক। তিনি এ অঞ্চলের পানি সংকট মোকাবেলায় সুইসকন্টাক্ট বাংলাদেশ এবং লোকালেস ওয়েসার ৩৭ এজি-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest