সর্বশেষ সংবাদ-
তালার সরুলিয়ায় যৌথ পরিকল্পনা উন্নয়ন বিষয়ক সংলাপ সভাবড়দলে বিএনপির দলীয় সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনশ্যামনগরে বিজিবি সদস্যের আত্ম*হ*ত্যামানিকহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অর্ধলক্ষ টাকার গাছপালা কেটে নেওয়ার অভিযোগতালার ইসলামকাটিতে যৌথ পরিকল্পনা উন্নয়ন বিষয়ক সংলাপ সভাবুধহাটায় মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে যুবকের মৃত্যুবিশ্ব মা দিবস উপলক্ষে মর্নিং সান প্রি- ক্যাডেট স্কুলে ফ্রি চক্ষু ক্যাম্পসাতক্ষীরার শিয়ালডাঙ্গায় বসতঘরে আগুন : ২ লক্ষ টাকার ক্ষতিদেবহাটায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষসাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

আশাশুনির রাজু বাহিনীর সংবাদ প্রকাশ: সাংবাদিক পরিবারের সদস্যকে হাতুড়িপেটা

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে রাজু বাহিনীর ত্রাস অব্যাহত রয়েছে। “আশাশুনির শ্রীউলায় ১৮ পরিবারের ঘরবাড়ি পুড়িয়েও ক্ষ্যান্ত হয়নি কে এই রাজু?! শিরোনামে সংবাদ প্রকাশের জেরে এবার সেই সাংবাদিক পরিবারের ওপর হামলা চালিয়েছে রাজু বাহিনীর শীর্ষ সন্ত্রাসীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলার গাজীপুর কুড়িগ্রাম এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর কুড়িগ্রাম মাদ্রাসার বাৎসরিক মাহফিলে যান সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের ছোট ভাই দীন ইসলাম। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া রাজু বাহিনীর সন্ত্রাসীরা তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা দীন ইসলামকে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটায়, এতে তিনি গুরুতর আহত হন।

হামলায় নেতৃত্ব দেয় রাজু বাহিনীর সদস্য শ্রীউলা গ্রামের মুজাহিদুল ইসলাম, সাথে ছিল মৃত মহিবুদ্দিন সরদারের ছেলে নাজুম, মৃত সালাম সদরের ছেলে মহসিন, ফারুক সরদারের ছেলে তৈবুর, মজনু সরদারের ছেলে অকিতসহ আরও অনেকে। খবর পেয়ে স্থানীয় যুবক শাকিব হোসেন ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, কোনো পদ-পদবী ছাড়াই বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে রাজু বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। এর আগে, গত ১৫ জানুয়ারি এই বাহিনীর সদস্যরা সাংবাদিক বিপ্লবের ভাইয়ের উপর প্রথমবারের মতো হামলা করে। স্থানীয়দের সহায়তায় সেসময় রক্ষা পায়। বিগত আগস্টের ৬ তারিখে রাজুর নের্তৃত্বে রাজুসহ তার বাহিনী মিলে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ১৮টি পরিবারের ঘরবাড়ি পুড়িয়ে দেয় এবং সর্বস্ব লুট করে। ওই ঘটনার পর দৈনিক মানবজমিন, পত্রদূত, ঢাকা টাইমস, স্বদেশ প্রতিদিন, দি এডিটরসসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে রাজু বাহিনী ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ওপর প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এই হামলা চালায়। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজু বাহিনীর সদস্যরা পলাতক রয়েছে।

এদিকে, সাংবাদিক মহল ও স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও রাজু বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বর্তমানে আহত দীন ইসলাম ও শাকিব হোসেন স্থানীয় চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, রাজু বাহিনীর বিরুদ্ধে থানায় ও সেনাবাহিনী ক্যাম্পে অসংখ্য অভিযোগ জমা হয়েছে। এছাড়াও, ২টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রাজু বাহিনীর প্রধান শামীম রেজা রাজু।

উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ও শ্রীউলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, গতকাল রাতে সাংবাদিক বিপ্লবের ভাই দীন ইসলামসহ বকচর গ্রামের আরো কয়েজনের উপর সন্ত্রাসী রাজু বাহিনীর লোকজন অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে এবং হাতুড়ি, রড এবং চেইন দিয়ে বেধড়ক মারপিট করে। এই শামীম রেজা রাজু আমার দলের পদ পদবীতে কোনদিন ছিল না এবং নেই। এই রাজু তার বাহিনী নিয়ে ইউনিয়নের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বেড়াচ্ছে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এখনই বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন ইসলাম বলেন,”শামীম রেজা রাজু ও তার বাহিনী ৫ তারিখ পরবর্তী সময়ে শ্রীউলা ইউনিয়নের ঘরবাড়ি পোড়ানো, ঘের দখল, চাঁদাবাজি, লুটপাট, মারধর, সন্ত্রাসী হামলা—এমন কোনো বেআইনি কাজ নেই যা তারা করেনি। সে কখনো ছাত্রদল, যুবদল বা বিএনপির নেতা ছিল না। তবে বর্তমানে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, যার দায় জাতীয়তাবাদী দল নেবে না। এখন সে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মীকে নিয়ে এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। আমি প্রশাসনের কাছে এই সন্ত্রাসী রাজু বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে আশাশুনি থানার ওসি বলেন,”বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের ভণ্ডপীর মিজানুর রহমান গ্রেফতার !

শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগরের কথিত ‘পীর’ মোঃ মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় মঙ্গলবার সকালে তাকে নিজ আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সহযোগী ও জামাতা মোঃ আবু নাইমকেও গ্রেপ্তার করা হয়।

এর আগে প্রতারণাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ এনে শ্যামনগরের শংকরকাঠি গ্রামের সিদ্দিকুল ইসলাম নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন।

মিজানুর রহমান শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালী গ্রামের মৃত দীনদার গাজীর ছেলে। আবু নাইম শরীয়তপুরের সখিপুর থানার মোল্যাবাজার গ্রামের নুরুল হুদার ছেলে।

নিজেকে আল্লাহ পাকের কুতুব ও ওলি দাবি করে মানুষের অন্তঃচক্ষু খুলে দেয়ার নামে অসংখ্য মানুষের থেকে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে।

মিজানকে ‘ভন্ড’ আখ্যায়িত করে গত শুক্রবার তার আস্তানা গুড়িয়ে দিতে কয়েকশ মানুষ আস্তানা অভিমুখে পদযাত্রা করেছিল। একপর্যায়ে পুলিশ ও সেনাবহিনী সদস্যরা পথিমধ্যে উত্তেজিত জনতাকে আটকে দিলে সে যাত্রায় তার আস্তানা ভাংচুর থেকে রক্ষা পায়। এসময় উপজেলা বাতিল প্রতিরোধ কমিটি ও উপজেলা ওলামা পরিষদের নেতৃবৃন্দ মিজানকে আইনের আওতায় আনতে তিনদিনের সময়সীমা বেঁধে দিয়েছিল।

মামলার বাদি সিদ্দিকুল ইসলাম জানান মিজানের নির্দেশনায় তার জামাতা আবু নাইম শরীয়তের মানদন্ডে ওলীগণের হালত নামীয় একটি বই প্রকাশ করে। উক্ত বাইয়ের বিভিন্ন অংশে আল্লাহ পাক ও তার রাসুল (সঃ) এর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। তিনি আরও জানান গত ২০১৬ সালে প্রকাশিত উক্ত বইয়ে দাবি করা হয়েছে আল্লাহ পাকের সাথে মানুষের কথা হয়, বান্দার ইচ্ছায় আল্লাহ পাক অনেক সময় নিজের হুকুম পরিবর্তন করেন- এ নানান শিরকমুলক উক্তি।

তিনি আরও অভিযোগ করেন নিজেকে ক্রস ফায়ারের আসামী দাবি করে মিজান আরও অনেকের মত তার নিকট থেকে তিন লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা চাইলে ‘মাওলা দিচ্ছে না’ জানিয়ে টালবাহানা শুরু করে পরবর্তীতে তাড়িয়ে দিয়েছিল।

এদিকে মিজান একজন প্রতারক দাবি করে তাকে আইনের আওতায় নেয়ার আহবান জানিয়ে সোমবার দুপুরের দিকে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়। মিজানের প্রতারণার শিকার হয়েছেন দাবি করে চাঁদপুর জেলার মহামায়াবাজারের বেলায়েত হোসেনের ছেলে ইমরান হোসেন, শরিয়তপুরের সখিপুর থানার মাঝিকান্দি গ্রামের মৃত বশির আহম্মেদের ছেলে জাফর আহম্মদ ও ঢাকা পল্লবীর রুপনগর টিনসেড এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুল হালিম উক্ত সংবাদ সম্মেলন করেন।

তারা নিজেদের ভুক্তোভোগী দাবি করে জানান আল্লাহ পাকের ওলি বানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সাত বছর তার আস্তানায় থাকতে বাধ্য করে। এসময় অন্তঃচক্ষু খুলে দেয়াসহ আল্লাহ পাকের দিদার লাভের কথা বলে তাদের সাথে প্রতারনা করা হয়। নানা অজুহাতে মানুষেরে থকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে ‘মাওলা’ তাকে দিয়েছে দাবি করার পাশাপাশি মহান আল্লাহ পাকের সাথে তার নিয়মিত কথা হয় বলেও মিজান দাবি করেছিল। নিজের ছেলে ইউসুফকে রাসুলের জামাতা দাবি করার পাশাপাশি তিনি আজগুবি বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন বলেও উক্ত সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান সিদ্দিকুল ইসলামের দায়েরকৃত মামলার আসামী হিসেবে মিজানুর রহমান ও আবু নাইমকে গ্রেপ্তার করা হয়েছে। আবু নাইমের সম্পাদনায় প্রকাশিত ‘শরীয়তের মানদন্ডে ওলীগণের হালত’ নামীয় বইয়ের মাধ্যমে মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তাদের দু’জনের বিরুদ্ধে মামলা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে আহ্বায়ক হয়েছেন সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আনারুল ইসলাম।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই আংশিক কমিটি অনুমোদন দেন। ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়ে খুলনা রোড মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শারাফাত হোসেন ও সাবেক সাংগঠনিক আব্দুল আজিজ নয়ন, সাতক্ষীরা গণধিকার পরিষদের সভাপতি প্রত্যাশী ও সাংবাদিক হাসানুর রহমান হাসান, যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি মো. তবিবুর রহমান প্রমুখ।

তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র অধিকার পরিষদের ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের নেতারা বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম। শুরু থেকেই শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। আগামীতে যুক্তিসঙ্গত সকল দাবি আদায়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের পাশে থাকবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন ভিপি নুরুল হক নুর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ড. ইউনুসের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল

ডেস্ক রিপোর্ট :

অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদরের বকচরা মোড়ের বাইপাস সড়কে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান।

এতে অংশগ্রহণ করেন, পৌর যুবলীগের ইউসুফ সুলতান মিলন, আশাশুনির সামসুল আলমসহ অন্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর থানার ওসি শামিনুল হক

অপরাধ দমন ও আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর থানার ওসি মো: শামিনুল হক। রবিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত জেলা পুলিশের কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা তুলে দেন।

এসময় নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলা ডিবির ওসি নিজাম উদ্দিন মোল্যাকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ হাসানুর রহমান,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), ডাঃ আবু হোসেন,পুলিশ হাসপাতাল,সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গলায় গামছা পিছিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় গলায় গামছা পিছিয়ে পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় তার ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

আত্মহনানকারী অনুপম ঘোষ (২৫)। তিনি বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে। তার কনস্টেবল নাম্বার ১১২২।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সদস্য অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। ডিউটি শেষে রোববার রাত ২টার দিকে তিনি বাসায় ফেরেন।

পরে ভোর রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। তাকে উদ্ধার করে ভোর রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসা ডা. মারুফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোররাতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণ করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিকরা জাতির বিবেক ঃ উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল

প্রেস বিজ্ঞপ্তি : অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া প্রতিদিনের উদ্যোগে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১টায় সাতক্ষীরা মোজাফ্ফর গাডেনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

কলারোয়া প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস। কর্মশালায় দৈনিক সোনালি কন্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest