সর্বশেষ সংবাদ-
নওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগদেবহাটায় ফেয়ার মিশনের অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরনদেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী ও মতবিনিময়আমতলা উদিয়মান ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনসাতক্ষীরায় কায়পুত্র স¤প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা

শ্যামনগরের জেলিয়াখালী থেকে ২১ কেজি হরিনের মাংসসহ দুই চোরাশিকারী আটক

নিজস্ব প্রতিনিধি ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার জেলিয়াখালী নামক স্থান থেকে ২১ কেজি হরিনের মাংসসহ দুই চোরাশিকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। রবিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোর ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক চোরাশিকারীরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরার মাহমুদ মল্লিকের ছেলে মোঃ মশিউর রহমান শামিম (৪৭) ও একই এলাকার মৃত মোহাম্মদ ওয়াজেদ আলী গাজীর ছেলে মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।

প্রেবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ কয়রা বিসিজি স্টেশনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি এলাকায় কয়েকজন চোরাশিকারী হরিণ শিকারের পর তার মাংস বিক্রি করার জন্য সেখানে অপেক্ষা করছেন।

এসময় তারা সেখানে অভিযান চালিয়ে উক্ত দুই চোরাশিকারীকে ২১ কেজি মাংসসহ হাতে নাতে আটক করেন। এসময় তাদের ব্যবহারিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত হরিণ শিকারীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ল স্টুডেন্স ফোরামের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা ল স্টুডেন্স ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৯৬ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে ফিরোজ আলী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইফুল্লা মো: জোবায়ের পেয়েছেন ৩৩ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সদানন্দ কুমার সরকার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুন নাহার জলি পেয়েছেন ৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির রায়হান ১০৩ পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকতম প্রতিদ্বন্দ্বি এস এম রেজাউল করিম পেয়েছেন ১৭ ভোট। অর্থ সম্পাদক পদে শরিফুল ইসলাম ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকতম প্রতিদ্বন্দ্বি প্রসূন কুমার পেয়েছেন ৫৯ ভোট।

নির্বাচনে ২১ টি পদের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৭ টি পদে নির্বাচিত হন। যে কারনে বাকী ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য তালায় লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি

তালা প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার তালায় লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েব মুন্না।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে তালা বাজার উপশহরে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির লক্ষ্যে জেলা ভিত্তিক লিফলেট বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে আজ সাতক্ষীরার তালা উপজেলায় লিফলেট বিতরন করছি। তিনি বলেন নির্বাচন পর্যন্ত সাধারণ নেতা-কর্মীদের মাঠে রাখা, সাংগঠনিক ভাবে বিভিন্ন কর্মকান্ডে তাদেরকে ব্যস্ত রাখা, দলকে সুসংগঠিত করা আমাদের একমাত্র লক্ষ্য। কোথাও কোনো অপকর্ম বরদাশত করবো না। সৎ কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করে রাজনীতি করতে হবে। বিগত ১৫ বছরের দুঃশাসনকালে মামলা-হামলা-নির্যাতনের পরও বিএনপি জনগণের ভালোবাসায় টিকে আছে।

এসময় সাতক্ষীরা জেলা যুবদলের নেতা আইনুল ইসলাম নান্টা, হাফিজুর রহমান মুকুল, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপন সহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্ট্যান্ড এজিস্ট ইনহিউমিনিটি নামক স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ^দ্যিালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রীদের নিয়ে স্ট্যান্ড এজিস্ট ইনহিউমিনিটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন হয়েছে। শনিবার দুপুরে শহরের কামালনগর এলাকায় উক্ত কমিটি গঠন করা হয়।

সবার সম্পতিক্রমে প্রাথমিক ভাবে ১৭ সদস্য বিশিষ্ট্য এই কমিটিতে যারা রয়েছেন তারা হলেন, সভাপতি আমিনুর রহমান রাতুল, সহ-সভাপতি তৌফিক হোসেন, সাধারন সম্পাদক আইয়ুব হোসেন, সহ-সাধারন সম্পাদক রিয়াছাদ হোসেন শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু আহসান সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক সামিরা আফরিন, অর্থ সম্পাদক রাফিয়া সুলতানা জুই, মহিলা বিষয়ক সম্পাদক মেহনাজ পারভীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মারুফ হোসেনসহ ১৭ জন।

এছাড়া স্বেচ্ছাসেবী এই সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন, সাতক্ষীরা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মোঃ ইলিয়াস ইকবাল এবং বাংলাভিশন টিভি চ্যানেল ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ।

উল্লেখ্য ঃ স্ট্যান্ড এজিস্ট ইনহিউমিনিটি নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, বন্যাকবলিত মানুষের মাঝে ত্রান বিতরনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়োজিত থাকবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মামলা দিয়ে কর্মস্থল শূণ্য করে বিদ্যুৎ বিপর্যয় ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা দিয়ে কর্মস্থল শূণ্য করে পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিপর্যয় ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩টায় পাটকেলঘাটাস্থল পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন পল্লী সমিতি সাতক্ষীরা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) লিটন চন্দ্র দে, মঞ্জুরুল আক্তার, লাইন টেকনিশিয়ান জাকির হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, আরইবি কর্তৃক নিম্নমানের মালামাল পল্লী বিদ্যুৎ সমিতির উপর চাপিয়ে জনগণের ভোগান্তি ও গ্রাহক হয়রানী বাড়াচ্ছে। পরিকল্পিতভাবে মাঠ পর্যায়ে কর্মরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের গ্রাহকের রোষানলে দাঁড় করাচ্ছে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন অমান্য করে সমিতিও সমূহকে আলাদা ব্যাখ্যা দিয়ে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন করছেন। বৈষম্য দূরীকরণের আন্দোলনের ফলে মন্ত্রণালয় কর্তৃক গঠিত সংস্কার কমিটির কার্যক্রম চলমান থাকা অবস্থায়, আরইবি কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের বিরুদ্ধে মামলা প্রদান, গ্রেপ্তার ও চাকরিচ্যুত করায় ব্লাক আউট করতে আরইবি বাধ্য করে। যার দায় আরইবিকেই নিতে হবে। অবিলম্বে বক্তারা সকল প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তি দাবি করেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাক আহমেদের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা আ: হান্নান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দীন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বিআরডিবি’র সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর।

এসময় জেলা প্রশাসক বলেন, ৫৩ বছর পরেও স্বাধীনতাটাকে খুজছি। আমরা কি স্বাধীনতা পেয়েছি। আমরা রাজনীতিকে নষ্ট করেছি, আমরা স্বাস্থ্য, শিক্ষা সব কিছুই নষ্ট করেছি। নিজেদের স্বার্থের জন্য রাষ্ট্রের স্বার্থকে শেষ করে দিয়েছি। যারাই জনগনের স্বার্থের বাইরে কাজ করেছে তারাই সমস্যায় পড়েছে। জনগনের স্বার্থের বাইরে কোন কাজ করা যাবে না। রাস্ট্র এবং জনগনের জন্যই আমাদের কাজ করতে হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এনজিও প্রতিনিধি – যুব সংগঠনে নেতৃবৃন্দের সাথে পরিবেশ অধিদপ্তরের আলোচনা

নিজস্ব প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে এনজিও প্রতিনিধি এবং যুব সংগঠনে নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা অফিসের হলরুমে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন, পলিপ্রপাইলিন, পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধের আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলার পরিচালক সরদার শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং যুব সংগঠনে নেতৃবৃন্দ। উক্ত সভায় পরিবেশ রক্ষার জন্য পলিথিনের বিকল্প হিসেবে পচনশীল পাটের শপিং ব্যাগ ব্যবহার করার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাতা গায়েব: ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকাতসহ গ্রেপ্তার-৫

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েব হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাতক্ষীরা সদর থানায় একটি ফৌজদারি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এর আগে, বুধবার (১৬ অক্টোবর) রাতে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর উক্ত পাঁচজনকে পুলিশের হাতে তুলে দেন সদর সাব-রেজিস্ট্রার মো. রিপন মুন্সি।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, তার ভাইপো ইয়াছিন আরাফাত (শাওন), রেজিস্ট্রি অফিসের নকলনবিশ অনল কৃষ্ণ রায়, কাজী আবুল বাশার ও স্ট্যাম্প ভেন্ডার এম. এম. শাহজাহান আলী।

সাতক্ষীরা সদর সাব-রেজিস্টার মোঃ রিপন মুন্সি জানান, ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। তারা পরস্পর যোগসাজশে এই কাজ করেছিল।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফি বলেন, রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েবের ঘটনায় চেয়ারম্যান গাজী শওকাত হোসেনসহ উক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রেকর্ড করা হয়েছে।##

১৭.১০.২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest