সর্বশেষ সংবাদ-
জাতীয় চ্যাম্পিয়নশিপে ট্রাইবেকারে ৩-২ গোলে সাতক্ষীরার জয়লাভসাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে জামায়াতের স্মারকলিপিসংবাদ সম্মেলনে আয়া : ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ও সহকারী প্রধান শিক্ষককে অপবাদ দেওয়া হচ্ছেমেহেরপুরে অনলাইন জুয়ার প্লাটফর্ম চালানো ২ যুবক সাতক্ষীরায় গ্রেফতারআমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাতক্ষীরা জেলা কমিটি পুর্নগঠনশিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্তআশাশুনিতে পরিচর্চাকারীদের পজেটিভ প্যারেনটিং বিষয়ক প্রশিক্ষণদক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা মুক্তির একমাত্র পথ টিআরএম: আলোচনায় বক্তারাসাতক্ষীরায় তরুণ নেতৃত্বে নির্বাচনী সংলাপ: জনগণকেন্দ্রিক ইশতেহারে স্থানীয় উন্নয়নের চাহিদা উপস্থাপনদেবহাটার টাউনশ্রীপুর হাইস্কুলের শিক্ষক ও আয়াকে অপসারনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সড়ক পরিবহন ও মহাসড়ক ব্যবস্থাপনার নিরাপত্তার জন্য দেশজুড়ে চালু হওয়া ‘নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাতেও পুরাতন ও খেলাপি মোটরযানের চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই ‘২৫) বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানে ২০ বছরের বেশি পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরাতন ট্রাক-কভার্ডভ্যান চলাচল বন্ধ ছাড়াও, ওভারস্পিডে গাড়ি চালানো এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী, ২ টি মামলার বিপরীতে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।

সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির জানান, বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় এই অভিযান চালানো হচ্ছে।

তিনি আরো জানান, সড়কে শৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে এই ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে এই মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের মধ্যে সড়ক নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সচেতনতা বাড়ছে।

বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, সাতক্ষীরাসহ সারাদেশের বিভিন্ন জেলায় এ ধরণের মোবাইল কোর্টের মাধ্যমে পুরাতন এবং অননুমোদিত মোটরযানের চলাচল বন্ধ করা হচ্ছে। এসব অভিযানের ফলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে এবং সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে এটি একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।

এই উদ্যোগের ফলে স্থানীয় জনগণ এবং চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন যানবাহন মালিক এবং চালকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তারা মনে করেন যে, এর ফলে সড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় থাকবে। সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তারা আশা করছেন যে, এ ধরণের উদ্যোগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মর্নিং সান প্রি-ক্যাডেট  স্কুলের  দোয়া

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সকলের আহতদের দ্রুত সুস্থতা ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন পুরাতন কোট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শেখ ফিরোজ আহম্মেদ।

এসময় উপস্থিত ছিল স্কুলের প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান কাজল সহ স্কুুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় পারিবারিক কলহের জেরে যুবক খুন

তালা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামে মোঃ হাবিবুর মোড়ল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাবিবুর ওই গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে।

সোমবার (২ ১জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে হাবিবুরের স্ত্রী ও মা তাকে গুরুতর আহত অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথা ও শরীরজুড়ে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন ছিল।

হাবিবুর মোড়লের পরিবার এখনো হত্যার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করতে নারাজ। তবে এলাকাবাসীর দাবি, হাবিবুর মাদকাসক্ত ছিলেন এবং ঘটনার আগে স্ত্রী ও মায়ের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়।

খবর পেয়ে তালা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুখরালী আমতলা মোড়ে রাতভর মাদক-জুয়ার উৎসব, প্রশাসন নীরব!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকাটি আজ আর আগের মতো নিরাপদ, শান্তিপূর্ণ আবাসভূমি নয়। এলাকাজুড়ে এখন ছড়িয়ে পড়েছে অন্ধকার এক সংস্কৃতি-মাদক, অনলাইন জুয়া ও অশ্লীলতা। উঠতি বয়সী তরুণদের একটি বড় অংশ নেশার জগতে ঢুকে পড়ছে। রাতভর চায়ের দোকানে চলা গান-বাজনা, ধোঁয়ার কুন্ডলী আর মোবাইল স্ক্রিনে চলা জুয়ার দাপটে কুখরালী যেন হারিয়ে ফেলছে তার সভ্যতা ও সংযমের ইতিহাস।

অপরাধের ঘাঁটি হিসেবে এখন পরিষ্কারভাবে উঠে আসছে কুখরালী আমতলা মোড় এলাকার চায়ের দোকান। চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত খোলা থাকে। বাইরের দৃষ্টিতে এটি একটি সাধারণ চায়ের দোকান হলেও বাস্তবে এটি মাদকসেবী ও জুয়ারীদের ‘অপরাধের গ্যারেজ’। স্থানীয়দের অভিযোগ, এখানে রাতভর উচ্চস্বরে হিন্দি গানের তালে তালে চলে অনলাইন জুয়া, মাদকসেবন, এবং নারীদের প্রতি অশালীন আচরণ। আশেপাশের পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে।

স্থানীয় নারী-পুরুষ, বৃদ্ধ ও তরুণ প্রজন্ম সবার মুখেই এখন একটাই প্রশ্ন এখনো কেন থামানো যাচ্ছে না এই অনাচার? কেন প্রশাসনের চোখের সামনে এই অপরাধীরা বুক চিতিয়ে চলাফেরা করছে?

নাম প্রকাশ না করার শর্তে মসজিদের ইমাম অভিযোগ করে বলেন, “গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে বসে অনলাইন জুয়া ও মাদকের আসর চলতে পারে না। এটি সামাজিক অবক্ষয়ের স্পষ্ট উদাহরণ। যুব সমাজকে রক্ষা করতে হলে এখনই ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও জানান, “আমাদের মা-বোনেরা যখন রাস্তা দিয়ে চলেন, তখন অল্পবয়সী কিছু তরুণ উচ্চস্বরে বাজে হিন্দি গান চালিয়ে বাজে ইঙ্গিত দেয়। এমনকি প্রকাশ্যে অশ্লীল ভাষা ব্যবহার করতেও দ্বিধা করে না। এটা কি আমরা মেনে নিতে পারি?”
স্থানীয় বাসিন্দা মোঃ মনিরুল ইসলাম বলেন, কুখরালী আমতলা মোড়ে ওপেন উঠতি বয়সী তরুণরা অনলাইন জুয়ায় আসক্ত। কুখরালী আমতলা মোড়ে চায়ের দোকানে জুয়ার আসক্ত হয়ে পড়েছে, এতে করে যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে
স্থানীয় বাসিন্দারা জানান, “রাতের বেলা বাড়ির জানালা বন্ধ করেও শান্তি নেই। বাইরের গানের শব্দ, চিৎকার আর হাসাহাসিতে ঘুম হারাম হয়ে যায়। এভাবে কি বেঁচে থাকা যায়?”

আব্দুর রাজ্জাক বলেন, “কুখরালীতে আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কিছু কুচক্রী মহলের হাতে। মাদক আর জুয়ার সাথে জড়িত এই ব্যক্তিরা একসময় রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এলাকায় দাপট চালিয়েছিল। এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠছে।”
তিনি আরও বলেন, “যারা একসময় চাঁদাবাজি, জমি দখল, এমনকি বখাটেপনার জন্য পরিচিত ছিল, তারাই এখন রাতের আঁধারে আবার সক্রিয় হয়ে উঠছে। যদি এখনই প্রশাসন ও সমাজ একসাথে না জাগে, তবে ভবিষ্যৎ আরও ভয়ংকর হয়ে দাঁড়াবে।”
স্থানীয় এক নারী বলেন, “আমার মেয়েটা কলেজে পড়ে। গত সপ্তাহে সন্ধ্যায় ফিরছিল, ওকে দেখে কয়েকটা ছেলে উচ্চস্বরে ‘বেবি-বেবি’ বলে চেঁচাতে থাকে। আমরা এখন সন্ধ্যার পর মেয়েদের বাইরে বের হতেই দেই না।”
স্থানীয় এক মুদি দোকানদার জানান, “চায়ের দোকানের পাশেই আমার দোকান। আমি রাত ১০টার পর বন্ধ করে দেই। কারণ ওরা এমন ভয়ংকর ভাষায় গালাগালি করে, যেন কেউ বাধা দিলে তার বেঁচে থাকার অধিকার থাকবে না। বিগত সময়ে আওয়ামীলীগের কিছু পাতি নেতাদের সাথে এদের উঠাবসা ছিল, তারা এখন দেখছি আস্তে আস্তে বেপোরোয়া হয়ে উঠেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক বলেন, “আমরা কুখরালী এলাকায় মাদক ও জুয়ার অভিযোগ আমাদের কাছে ছিলো না। তথ্য পেলে আমরা দ্রুত ব্যবস্থা নিব।”

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে এসব অপরাধীরা দিনদিন আরও বেপরোয়া হয়ে উঠছে। রাতের আঁধারে চায়ের দোকানে মাদক ও জুয়ার পাশাপাশি নতুন করে যুক্ত হচ্ছে কিশোর অপরাধ। অনেকে বলছেন, এদের নিয়ন্ত্রণ করা এখনই জরুরি, নতুবা আগামী দিনে এ এলাকায় ছিনতাই, ইভটিজিং এবং বড় ধরনের অপরাধ প্রবণতা দেখা দিতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
জলাবদ্ধতা নিরসনে তালা উপজেলার শালিখা-দেলুয়া নদীতে পরিচালিত হলো বিশেষ উচ্ছেদ অভিযান। সোমবার (২১ জুলাই) মাদরা থেকে কলাগাছি পর্যন্ত নদীপথে অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত নেটপাটা অপসারণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা থানার এসআই জিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।

অভিযান শেষে ইউএনও দিপা রানী সরকার বলেন, “নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং জলাবদ্ধতা নিরসনে এই অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার প্রতিটি নদী, খাল এই ধরনের অভিযান চলমান থাকবে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়লো

অন লাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে এই মৃত্যু হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত ১৭১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিন সন্ধ্যায় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিস সন্ধ্যা ৬টার দিকে এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার বেলা ১ টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় (যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে)। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজ এর দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

এতে আরও জানানো হয়, এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। আহত সকলকে বিমান বাহিনীর হেলিকপ্টারসহ এ্যাম্বুলেন্স এর সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হচ্ছে।

অনাকাঙ্খিত এ দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায়,সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এছাড়া সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সামরিক বাহিনীর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে । এছাড়া দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ক্লিনিং ক্যাম্পেইন : মশার উৎপত্তিস্থল ধ্বংসের আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি : ‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা  পৌরসভায়  মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে এক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  সকাল ৯ টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক-এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর আয়োজনে এবং সাতক্ষীরা  পৌরসভার সহযোগিতায় এই ক্যাম্পেইন শুরু হয়।

ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিলো মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং মশার উপদ্রব হ্রাস করা।

সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত  পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাগানবাড়ি, গড়ের কান্দা , বাটকে খালি, মিশন স্কুলের পিছনে, চালতেতলা কলোনি, সহ  ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি জমে থাকা নোংরা পানি পরিষ্কার কর হয়।

এ সময়  ব্রাকের সিসিএইচ প্রজেক্ট ম্যানেজার সাদিয়া সুলতানা বলেন, সাতক্ষীরায় মশা ও ডেঙ্গুমুক্ত রাখতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।প্রত্যেকের নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, টায়ার, পরিত্যক্ত পাত্র, এমনকি এসির জলীয় অংশেও যদি জল জমে থাকে, তাহলে সেখানে মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই নিয়মিতভাবে এই স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অপরিহার্য।

সমন্নয়ক সুশীলন প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস বলেন, সাতক্ষীরা পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে হলে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। ময়লা আবর্জনা অবশ্যই ডাস্টবিনে ফেলতে হবে, তাহলে এই শহর সুন্দর থাকবে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর সাতক্ষীরা  গড়ি।

ক্লিনিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট ইকিউএ ব্রাক স্বাস্থ্য প্রোগ্রাম সাতক্ষীরা মো: মাহমুদ হোসেন,কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার,কমিউনিটি হেলথ ওয়ার্কার হীরা খাতুন। 
হেলথ ওয়ার্কার সাহেদা খাতুন।রেড ক্রিসেন্ট  সোসাইটির ইউএলও হাসিবুর ইসলাম সোহান,রেড ক্রিসেন্ট  সোসাইটির স্বেচ্ছাসেবক 
আরিফুল ইসলাম, সাংবাদিক সোহারাফ হোসেন সৌরাভ, এছাড়াও পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদ্রাসার শৌচাগারে ঝুলছিল সাতক্ষীরার সিয়ামের মরদেহ : পরিবারের দাবি হত্যা

অনলাইন ডেস্ক :
রাজধানী ঢাকার একটি মাদ্রাসার শৌচাগার থেকে হাফেজ মোহাম্মদ তৌফিক সিয়াম (১৭) নামে একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ জুলাই) সকালে ঢাকার মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা থেকে তার মরদের উদ্ধার করা হয়। হাফেজ সিয়াম ওই মাদ্রাসার শিক্ষার্থী।

হাফেজ সিয়াম সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের বাসিন্দা মো. সালাউদ্দিন সরদারের ছেলে।

মাদ্রাসা কর্তৃপক্ষ পরিবারকে জানিয়েছে, সিয়াম আত্মহত্যা করেছে। তবে, পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এদিকে, লাশের সুরতহালে শরীরে দুটি স্থানে বেতের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার দারুস সালাম থানার এএসআই আজিজুল ইসলাম।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঢাকার মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামিয়া মাদদ্রাসার শিক্ষার্থী তৌফিক সিয়াম খুলনা বিভাগীয় পর্যায়ে জাতীয় হিফজ প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কারপ্রাপ্ত। রবিবার সকালে মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয়, সিয়াম আত্মহত্যা করেছে। এরপর ঢাকায় থাকা স্বজনরা দ্রুত মাদ্রাসাটিতে যান।

পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা যায়।

তৌফিকের বাবা সালাউদ্দিন সরদার বলেন, “আমার ছেলে কখনো আত্মহত্যা করতে পারে না। সে ধর্মভীরু, শৃঙ্খলাপরায়ণ ও পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল। বহুবার জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে। এটা স্পষ্ট হত্যাকাণ্ড। আমরা সুষ্ঠু তদন্ত চাই।”

তৌফিকের মৃত্যুর খবরে সাতক্ষীরার গাবুরা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও স্বজনদের দাবি, এই মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা হোক।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকার দারুস সালাম থানার এএসআই আজিজুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। নিহতের শরীরের দুটি স্থানে বেতের আঘাতের চিহ্ন ছিল। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে। তদন্তের স্বার্থে আপাতত কিছু বলা যাচ্ছে না।”

এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest