সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগ

মামলা দিয়ে কর্মস্থল শূণ্য করে বিদ্যুৎ বিপর্যয় ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা দিয়ে কর্মস্থল শূণ্য করে পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিপর্যয় ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩টায় পাটকেলঘাটাস্থল পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন পল্লী সমিতি সাতক্ষীরা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) লিটন চন্দ্র দে, মঞ্জুরুল আক্তার, লাইন টেকনিশিয়ান জাকির হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, আরইবি কর্তৃক নিম্নমানের মালামাল পল্লী বিদ্যুৎ সমিতির উপর চাপিয়ে জনগণের ভোগান্তি ও গ্রাহক হয়রানী বাড়াচ্ছে। পরিকল্পিতভাবে মাঠ পর্যায়ে কর্মরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের গ্রাহকের রোষানলে দাঁড় করাচ্ছে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন অমান্য করে সমিতিও সমূহকে আলাদা ব্যাখ্যা দিয়ে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন করছেন। বৈষম্য দূরীকরণের আন্দোলনের ফলে মন্ত্রণালয় কর্তৃক গঠিত সংস্কার কমিটির কার্যক্রম চলমান থাকা অবস্থায়, আরইবি কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের বিরুদ্ধে মামলা প্রদান, গ্রেপ্তার ও চাকরিচ্যুত করায় ব্লাক আউট করতে আরইবি বাধ্য করে। যার দায় আরইবিকেই নিতে হবে। অবিলম্বে বক্তারা সকল প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তি দাবি করেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাক আহমেদের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা আ: হান্নান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দীন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বিআরডিবি’র সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর।

এসময় জেলা প্রশাসক বলেন, ৫৩ বছর পরেও স্বাধীনতাটাকে খুজছি। আমরা কি স্বাধীনতা পেয়েছি। আমরা রাজনীতিকে নষ্ট করেছি, আমরা স্বাস্থ্য, শিক্ষা সব কিছুই নষ্ট করেছি। নিজেদের স্বার্থের জন্য রাষ্ট্রের স্বার্থকে শেষ করে দিয়েছি। যারাই জনগনের স্বার্থের বাইরে কাজ করেছে তারাই সমস্যায় পড়েছে। জনগনের স্বার্থের বাইরে কোন কাজ করা যাবে না। রাস্ট্র এবং জনগনের জন্যই আমাদের কাজ করতে হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এনজিও প্রতিনিধি – যুব সংগঠনে নেতৃবৃন্দের সাথে পরিবেশ অধিদপ্তরের আলোচনা

নিজস্ব প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে এনজিও প্রতিনিধি এবং যুব সংগঠনে নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা অফিসের হলরুমে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন, পলিপ্রপাইলিন, পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধের আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলার পরিচালক সরদার শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং যুব সংগঠনে নেতৃবৃন্দ। উক্ত সভায় পরিবেশ রক্ষার জন্য পলিথিনের বিকল্প হিসেবে পচনশীল পাটের শপিং ব্যাগ ব্যবহার করার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাতা গায়েব: ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকাতসহ গ্রেপ্তার-৫

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েব হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাতক্ষীরা সদর থানায় একটি ফৌজদারি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এর আগে, বুধবার (১৬ অক্টোবর) রাতে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর উক্ত পাঁচজনকে পুলিশের হাতে তুলে দেন সদর সাব-রেজিস্ট্রার মো. রিপন মুন্সি।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, তার ভাইপো ইয়াছিন আরাফাত (শাওন), রেজিস্ট্রি অফিসের নকলনবিশ অনল কৃষ্ণ রায়, কাজী আবুল বাশার ও স্ট্যাম্প ভেন্ডার এম. এম. শাহজাহান আলী।

সাতক্ষীরা সদর সাব-রেজিস্টার মোঃ রিপন মুন্সি জানান, ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। তারা পরস্পর যোগসাজশে এই কাজ করেছিল।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফি বলেন, রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েবের ঘটনায় চেয়ারম্যান গাজী শওকাত হোসেনসহ উক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রেকর্ড করা হয়েছে।##

১৭.১০.২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান শাফিয়াসহ ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিনিধি : সাবেক তাঁতীদল নেতা ও ইউপি সদস্য আব্দুল জলিল হত্যার ঘটনায় কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান শাফিয়া পারভীন সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইনে তদন্তের নির্দেশ দিয়েছে। গত ১৪ অক্টোবর নিহতের মামা মিনারুল ইসলাম বাদী হয়ে কালিগঞ্জ আমলী ১নং আদালতে মামলাটি দায়ের করেন। যার মামলা নং-৭৮৪/২৪।

মামলার অন্যান্য আসামীরা হলেন, কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মৃত মুনছুর কাগুচীর পুত্র আজিবর কাগুচী, রুহুল আমিন গাজীর পুত্র সিরাজ গাজী, মাছলেম তরদারের পুত্র আখিনুর রহমান, নেঙ্গী গ্রামের মৃত মোমিন আলী গাজীর পুত্র জাবেদ আলী গাজী,কৃষ্ণনগর ঘোষপাড়া গ্রামের কানাই ঘোষের পুত্র গোবিন্দ ঘোষ, কৃষ্ণনগর গ্রামের ছোসরাফ কাগুচীর পুত্র আনিছুর কাগুচী,মোনছের গাজীর পুত্র হাফিজুল গাজী, সোহরাব কাগুচীর পুত্র আমিনুর কাগুচী, মৃত সাধন ঘোষের পুত্র সুশান্ত ঘোষ, মোসলেম কাগুচীর পুত্র মোহসীন কাগুচী, সোতা গ্রামের তোহরালী মোড়লের পুত্র রফিকুল মোড়ল, মানপুর গ্রামের ওয়াজেত আলীর পুত্র বাবু ওরফে হোচট বাবু, আলী গাজীর পুত্র রমজান গাজী, মৃত আরমান কাগুচীর পুত্র আক্তার কাগুচী, মুক্তার কাগুচী, ছফেদ আলী সরদারের পুত্র মোস্তফা সরদার, রামনগর গ্রামের শেখ ফারুক হোসেনের শাহীনুর শেখ, রঘুনাথপুর গ্রামের আলিম উদ্দীন সরদারের পুত্র নজরুল সরদার, গোবিন্দপুর গ্রামের মৃত জয়নাল গাজীর পুত্র মজিবর গাজী, সোতা গ্রামের আদম গাজীর পুত্র কাশেম গাজী, বড়দোনা গ্রামের আফসার আলীর পুত্র আজিজুল গাজী, শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মুজিবর গাজীর পুত্র ফয়সাল রাসেল।
মামলার বিবরনে জানা গেছে, ১৪ দলের আভ্যন্তরিন কোন্দাল এবং অবৈধ নিয়োগ বাণিজ্য ও অবৈধ উপায়ে উপার্জিত অর্থের ভাগ বন্টনসহ বিভিন্ন কারনে গত ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর অজ্ঞাত সন্ত্রাসীরা কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনকে হত্যা করে। উক্ত ঘটনায় হয়রানিমূলকভাবে কৃষ্ণনগর ইউপির সাবেক সদস্য তাঁতীদল নেতা আব্দুল জলিলকে আসামী করা হয়।

তালাক প্রাপ্তা সাফিয়ার পারভীনের সাথে পুলিশ মহলে সখ্যতা এবং কতক পদস্থ পুলিশ কর্মকর্তার সাথে অনৈতিক সম্পর্ক থাকায় পূর্ব পরিকল্পিতভাবে কালিগঞ্জ থানা পুলিশের যোজসাজসে ১৫ সেপ্টেম্বর আব্দুল জলিল কে আটকের নাটক সাজায়। আটকের পর নাটকীয়ভাবে জনতার বিচারে হত্যা দেখানোর উদ্দেশ্যে সাফিয়ার গুন্ডা বাহিনী আব্দুল জলিলকে ছিনিয়ে নেয়। পরে সাফিয়ার নির্দেশে অন্যন্যা আসামীরা আব্দুল জলিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। সে সময় কালিগঞ্জ থানায় একটি মামলা হলেও আসামী সনাক্ত করা যায়নি মর্মে চ‚ড়ান্ত রিপোর্ট প্রদান করে। হত্যাকারীদের অপকর্ম ঢাকতে এবং আব্দুল জলিল মেম্বরের জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে এ হত্যা ঘটনানো হয়েছে বলে দাবি করেন বাদী। সে সময় অনুক‚ল পরিবেশ না থাকায় মামলা করতে পারেনি। তবে বর্তমানে পরিশে অনুক‚লে আসায় মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest
২৫ লক্ষ টাকা ঋণ নিয়ে পলাতক জামাতা: বিদেশ যেতে সহযোগিতার অভিযোগ শ^শুরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি : ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা ঋণ নিয়ে পালিয়ে থাকা জামাতাকে বিদেশে পাঠানোর চেষ্টার অভিযোগ উঠেছে শ^শুরের বিরুদ্ধে। এঘটনায় পলাতক জামাতা এবং শ^শুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগীদের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, ইটাগাছা গ্রামের মৃত কাজী আশরাফ হোসেনের পুত্র কাজী তানভীর হোসেন আবীর ইটাগাছা বাজারে কসমেটিকস এর দোকান পরিচালনা করে আসছেন। ব্যবসায়ীক সমস্যা দেখিয়ে বিভিন্ন সময়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ২৪ লক্ষ ৯০ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু পরে টাকা ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে। একপর্যায়ে দোকান রেখে পলাতক জীবন যাপন শুরু করে তানভীর হোসেন আবীর। পরবর্তীতে টাকার জন্য তাদের বাড়িতে গেলে শ^শুর শহরের বেস্ট ফার্ণিচারের মালিক শাহজাহান আলী মধু টাকা পরিশোধের প্রতিশ্রæতি দিলেও টাকা না হাকিয়ে দেয়। খোজ নিয়ে জানা গেছে, গোপনে তানভীর হোসেন আবীর কে বিদেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছেন শ^শুর শাহাজান আলী মধু।

তবে এ অভিযোগ অস্বীকার করে শাহজান আলী মধু বলেন, মেয়েকে আমার ঘাড়ের তুলে দিয়ে পালিয়েছে তানভীর। এতে আমি নিজেও বিপাকে পড়েছি। এই বুড়ো বয়সে মেয়ে,নাতী, নাতনীদের কতদিন টানবো। আমিও তাকে খুজে বেড়াচ্ছি।

পাওনাদারের মধ্যে রয়েছে শরিফুল ইসলামের কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, বুলবুল সরদারের কাছ থেকে ২ লক্ষ টাকা, ডলি খাতুনের কাছ থেকে ১লক্ষ ২০ হাজার টাকা, মেরিনার নিকট থেকে ১ লক্ষ টাকা, মাসুদার নিকট থেকে ১ লক্ষ টাকা, তহিদুল হকের নিকট থেকে ১লক্ষ ৭০ হাজার টাকা, সাকিব আল হাসানের নিকট থেকে ৫৫ হাজার টাকা, মাছুমের কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া শক্তি ফাউন্ডেশন থেকে ৩ লক্ষ টাকা, উদ্দীপন থেকে ১ লক্ষ ৫০ হাজার , জাগরণী চক্র থেকে ৩ লক্ষ টাকা, আশা থেকে ৫লক্ষ ৫০ হাজার টাকা, উন্নয়ন প্রচেষ্টা থেকে ২ লক্ষ টাকা, নওয়াবেকী গণমুখী থেকে ৫ লক্ষ টাকা, টিএমএসএস থেকে ৪লক্ষ ৯০ হাজার টাকা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা প্রেসক্লাবের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রেসক্লাবের বার্ষিক সভায় শেষে গঠনতন্ত্রের আলোকে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মীর খায়রুল আলম, দৈনিক দৃষ্টিপাতের বায়েজিত বোস্তামি উজ্বল সাধারন সম্পাদক, দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার কবির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুমন পারভেজ বাবু ও প্রভাষক সুমন ঘোষ সুজন, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক পদে সন্যাসি কুমার ওভি, দপ্তর সম্পাদক পদে এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, অধ্যাপক রাজু আহম্মেদ, রুহুল আমিন ও আব্দুস সালামকে মনোনিত করা হয়।

শুরুতে প্রথম অধিবেশেনে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এসময় বিগত দিনের কর্মকান্ড তুলে ধরা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনিত উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত ওসমানকে প্রধান নির্বাচন কমিশন করে উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব এবং আব্দুল কাদের মহিউদ্দীনকে সহকারী কমিশনার করা হয়। প্রথম অধিবেশন শেষে নির্বাচন কমিশনার নিকট ক্ষমতা হস্তান্তর করা হয়। পরে ২য় অধিবেশনে গঠনতন্ত্রের ১৬ ধারার আলোকে সাধারণ পরিষদের সম্মতিক্রমে আলোচনা সাপেক্ষে কমিশনের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়

এতে সাধারণ পরিষদ হাত তুলে কার্যকরী কমিটির নাম প্রস্তাব ও সমার্থন করেন। এতে সকলের সম্মতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন তা চূড়ান্ত হিসাবে ঘোষনা করেন। এর আগে সাধারণ সভায় কার্যনির্বাহী সদস্য ২ জনের স্থলে ৪ জন করে মোট ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিকী কমিটি ঘোষনার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিতিত ছিলেন প্রধান নির্বাচন কমিশন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত ওসমান, সহকারী কমিশনার উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, নব-কমিটির নেতৃবৃন্দরা, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আবু হুরাইরা, সাবেক আহবায়ক আজিজুল হক, সদস্য দিপঙ্কর বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যক্ষ্মারোগীদের অধিকার ওজেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় যক্ষ্মারোগীর অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ ফরহাদ জামিল।

প্রশিক্ষণের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সম্প্রীতি ফাউন্ডেশন এর প্রকল্প পরিচালক আছাদুল ইসলাম।
প্রশিক্ষণে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মধ্য দিয়ে যক্ষ্মারোগীদের অধিকার, যক্ষ্মারোগীদের সামাজিক কলঙ্ক এবং জেন্ডার সমতা বিষয় উপস্থাপন করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ। অনুষ্ঠানের অন্যতম আলোচক হিসেবে মি: লুইস রানা। উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার সকল স্বাস্থ্যকর্মীগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির ডা: ফরহাদ জামিল বলেন, সকল যক্ষ্মারোগীদের রয়েছে সমান অধিকার এবং যক্ষ্মারোগীর চিকিৎসার ক্ষেত্রে কোন ধরনের বৈষম্য করা যাবেনা। তিনি তার বক্তব্যে যক্ষ্মারোগীদের সামাজিক কলঙ্কের হাত থেকে রক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের সমাজের নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে হবে এবং কোন ধরনের কলঙ্কের শিকার যেন না হয় সেবিষয়টি দূর করার জন্য কাজ করতে হবে। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের যক্ষ্মারোগের ঔষধ সেবন সম্পর্কে কাউন্সেলিং প্রদান করতে হবে এবং যথাযথভাবে তারা যে ঔষধ খায় সেটা ফলো আপ রাখতে হবে।

জেন্ডার সমতা নিয়ে প্রশিক্ষণ পরিচালনাকরেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর এডভোকেসী অফিসার দীপা রানী মন্ডল। প্রশিক্ষন উন্নয়নের মধ্যে আলোচনা করেন মেডিকেল টেকনোলজিস্ট শেখ মহিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা যক্ষ্মা চিকিৎসা এবং প্রতিবন্ধকতা দুর করার বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেন এবং ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে যক্ষা নির্মূল করার অঙ্গিকার করেন এবং সম্মিলিত ভাবে শ্লোগান দেন। হ্যাঁ!আমরাই পারি যক্ষ্মা নির্মূল করতে”।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest