সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের দখল উচ্ছেদে আদালতের নির্দেশসাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধনপ্রকৃতিকে রাঙিয়ে তোলা বসন্তের রুপকন্যা শিমুল বিলুপ্তপ্রায়দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী নিবন্ধিত কমিউনিটি শিশুদের জন্মদিন পালনশ্যামনগরে মাদ্রাসা দখল করে নেওয়ার চেষ্টা এবং মিথ্যা মামলায় আটক দুই শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেকআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেএসডি সাতক্ষীরার শ্রদ্ধাসাতক্ষীরা পৌর তাঁতীদলের আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় নিজের শিশু কন্যাকে পুড়িয়ে হত্যার পর মাকে পিটিয়ে হত্যা করল মানসিক ভারসাম্যহীনসাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে দিগন্ত পরিবহনের ধাক্কা: আহত ১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শাহ আলম সভাপতি :ইমদাদুল সম্পাদক

নিজস্ব প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় সাড়ে তিন বছর পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নিবাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ ইমদাদুল হক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনেরর দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন।

নির্বাচন কমিশন জানায়, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৫৫২ জন ভোটারের মধ্যে ৫৩২ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম অ্যাডভোকেট আব্দুস সাত্তার ২৫৪ ভোট পেয়েছেন।

সহ সভাপতি পদে অ্যাডভোকেট এম আবু বকর ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট খগেন্দ্র নাথ ঘোষ ৬৫ ভোট, অ্যাডভোকেট মো. মহিতুল ইসলাম ১৪১ ভোট ও অ্যাডভোকেট এমএ মোশাররফ হোসেন সিদ্দিকী ২৭ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট আকবর আলী ১০৪ ভোট, অ্যাডভোকেট মোল্যা মো.আব্দুস সোবহান মুকুল ৪৮ ভোট, অ্যাডভোকেট ওসমান গনি ৪২ ভোট, অ্যাডভোকেট মোঃ তোজাম্মেল হোসেন তোজাম ১১৬ ভোট ও অ্যাডভোকেট আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ ৯০ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট
মো. কামরুজ্জামান ভ‚ট্টো ২১৪ ভোট ও অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান ৯২ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৫) ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট মো. ইউনুস আলী(২) ৪৫ ভোট, অ্যাডভোকেট মো. জহুরুল হক ১৫৬ ভোট ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (৩) ১২৯ ভোট পেয়েছেন।

সহ সম্পাদক (লাইব্রেরি বিষয়ক) পদে অ্যাডভোকেট আ ক ম শামসুদ্দোহা খোকন ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাপ্পী ২২২ ভোট পান।

সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে অ্যাডভোকেট মো. শাহেদুজ্জামান শাহেদ ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম (২) ২০৩ ভোট ও অ্যাডভোকেট মো. আব্দুল জলিল(৩) ৮৪ ভোট পেয়েছেন।

নির্বাহী সদস্যের তিন পদে অ্যাডভোকেট আসাদুর রহমান বাবু ২৬৬ ভোট, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ ২৩২ ভোট ও অ্যাডভোকেট মো. সাইদুজ্জামান জিকো ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে একই পদে অ্যাডভোকেট আবু তালেব ১৫০ ভোট, অ্যাডভোকেট মোঃ আব্দুর রাশেদ ১৪৩ ভোট, অ্যাডভোকেট শেখ রাশীদুজ্জামান সুমন ১৬৮ ভোট, অ্যাডভোকেট লুৎফুন্নেছা রুবি ১৬৩ ভোট ও অ্যাডভোকেট শামীম জাহান রুবেল ১৪১ ভোট পেয়েছেন।

এ দিকে সহ সম্পাদক (মহিলা বিষয়ক) পদে অন্য কোন প্রার্থী না থাকায় আগেই বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুলতানা পারভীন শিখা।

গুরুত্বপূর্ণ এ নির্বাচনে অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন ছাড়াও অ্যাডভোকেট ফেরদৌসী আরা লুসি, অ্যাডভোকেট তারক কুমার মিত্র, অ্যাডভোকেট আনিছুর কাদির ময়না, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট এসএম মশিয়ার রহমান ও অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসুন! নতুন স্বাধীনতা ও মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য কাজ করি -ডা: গালিব

প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ময়দানে আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আহলেহাদীস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও সাতক্ষীরা জেলার সভাপতি মাও: আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহলেহাদীস আন্দোলনের আমীর প্রফেসর ড. মোহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মো: নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মো: সাখাওয়াত হোসেন, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমদ আব্দুল্লাহ সাকিব, যুব বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ আক্তার, আহলেহাদীস পেশাজীবী ফোরামের সভাপতি ড. শওকাত হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মো: কাবিরুল ইসলাম, আহলেহাদীস যুবসংঘের সভাপতি শরিফুল ইসলাম মাদানী, আহলেহাদীস আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মো: রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি মাও: আব্দুল মান্নান, প্রিন্সিপাল আজিজুর রহমান, শায়খ সোহেল বিন আকবর মাদানী। এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাও: শামছুর রহমান আজাদী ও মাওলানা জাহাঙ্গীর আলম ইসলাহী। এছাড়া আরো বক্তব্য রাখেন, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. গালিব বলেণ, বর্তমান দ্ব›দ্ব সংঘাতময় বিশে^ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, বিশেষত ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বর আক্রমণ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। জাতীয় রাজনীতিতে ক্ষমতার লিপ্সা জাতিকে বিভক্ত করেছে। বাংলাদেশের নতুন স্বাধীনতার প্রেক্ষাপটে ছাত্র জনতার মহান সংগ্রামের মাধ্যমে নতুন মানবিক মূল্যবোধের জন্ম হয়েছে। সকল ধর্মের লোকদের ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধ চেতনায় উজ্জীবিত নাগরিক ও ছাত্র জনতার আকাঙ্খার নতুন স্বাধীনতা হবে ইসলামী রাষ্ট্র। যেখানে সকল বৈষম্যের অবসান হবে। আসুন! আমরা নতুন স্বাধীনতাকে মূল্যায়নের লক্ষ্যে অহি ভিত্তিক জীবন গড়ি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটার সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন,

দেবহাটা উপজেলা জামায়াতের ইউনিট সদস্য জিয়াউর রহমান, দেবহাটা থানার এসআই সুজন তালুকদার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা উপজেলা ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, বিজিবির টাউনশ্রীপুর কোম্পানি কমান্ডার সুবেদার কবির হোসেন, দেবহাটা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ইমান আলী, দেবহাটা ফায়ার স্টেশনের লিডার কলিমউদ্দিন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা : প্রত্যেককে ১ লাখ টাকা প্রদান

নিজস্ব প্রতিনিধি:
সাফজয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় প্রত্যেক খেলোয়াড়কে ১ লাখ টাকা ও ক্রেস্ট দিয়েছে জেলা প্রশাসন। নিজ জেলার মাটিতে সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত নারী ফুটবলাররা। ক্রীড়াঙ্গনের জন্য উর্ববভূমি সাতক্ষীরা জেলার মাটি। ক্রিকেটে মুস্তাফিজ ও সৌম্য,দ্রুততম মানবী শিরিন আক্তারসহ ক্রীড়াঙ্গনের অনেক তারকার বাড়ি সাতক্ষীরায়। জাতীয় নারী দলের ক্যাপ্টেন ও দুই ডিফেন্ডারের বাড়িও সাতক্ষীরায়।
দ্বিতীয়বারের মতো সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। সংবর্ধনা পেয়ে খুশি মাছুরা ও প্রথমবারের মতো সাফজয়ী ফুটবল দলের সদস্য আফঈদা খন্দকর প্রান্তি।

এপ্রসঙ্গে জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরা খাতুন বলেন,‘‘ আমরা যখন খেলায় জিতি,তখন এমন সংবর্ধনা পেয়ে খুব খুশি হই।’’ আফঈদা খাতুন প্রান্তি বলেন,‘‘ আমরা আগামীতে আরও ভালো করতে চাই,এর জন্য সাতক্ষীরা তথা দেশবাসির কাছে দোয়া চাই। আমরা কঠোর পরিশ্রম করি,যাতে সাতক্ষীরা তথা দেশকে উচুতে নিয়ে যেতে পারি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। ’’ নতুন মেয়েদের ক্রীড়াঙ্গনে নিয়ে আসার প্রচেষ্টা না থাকায় সংবর্ধনা সভায় ক্ষোভ প্রকাশ করেন জাতীয় দলের ক্যাপ্টেন সাবিনা খাতুন। তিনি বলেন, ‘‘ সাতক্ষীরায় অনেকে আছেন,যারা জাতীয় পর্যায়ে খেলছেন। এখানে অনেক প্রতিভা আছে,কিন্তু পরিচর্যার অভাবে ঝরে যাচ্ছে। মাসুরা ও আমার কোচ আকবার স্যার মারা গেছেন। প্রান্তিকে তুলে এনেছেন তার বাবা। বর্তমানে সাতক্ষীরায় মেয়েদের তুলে এনে খেলোয়াড় বানানোর কোন চেষ্টা নেই। স্টেডিয়ামে মেয়েদের টুর্নামেন্ট বা প্রশিক্ষণের ব্যবস্থা নেই। ভালো খেললে আমরা সংবর্ধনা পাব,কিন্তু নতুন খেলোয়াড় উঠে আসার পরিবেশ থাকবেনা,এটা আমরা চাইনা। ’’ সাতক্ষীরার নারী খেলোয়াড়দের সর্বাত্বক সহযোগীতার আশ^াস পুলিশ সুপার মনিরুল ইসলাম মুনিরের। তিনি বলেন, ‘‘ সাতক্ষীরার মাছুরা,প্রান্তি ও সাবিনা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে শুধু দেশে নয়,বিশ^কে আলোকিত করেছে। তাদের শুধু সংবর্ধনা দিলেই হবেনা,জেলার খেলোয়াড় তৈরিতে অবকাঠামোগত উন্নয়ন দরকার।
সাতক্ষীরায় ১০০ জনেরও বেশি খেলোয়াড় রয়েছেন,যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করছেন। স্থানীয়ভাবে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে জেলা পুলিশ আন্তরিক রয়েছে।’’ সাফজয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা দিতে পেরে জেলা প্রশাসন গর্বিত বলে জানান জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন,‘‘এই তিন নারী ফুটবলার সাতক্ষীরাকে গৌরান্বিত করেছে। তাদেরকে সংবর্ধনা দিতে পেরে জেলা প্রশাসন গর্বিত। তাদের কৃতিত্ব একদিনে আসেনি। অনেক ত্যাগ ও পরিশ্রমের ফলে তারা এ জায়গায় পৌছাতে পেরেছে। একজন দামী খেলোয়াড় দেশের সম্পদ,ক্রীড়াঙ্গনের সম্পদ।

তাদের উৎসাহিত করা সকলের দায়িত্ব। ’’ তবে সাতক্ষীরার ক্রীড়া সংগঠক তাইজুল ইসলাম রিপন জানান,সাতক্ষীরা থেকে আরও খেলোয়াড় তৈরিতে দরকার সরকারি-বেসরকারি পৃষ্টপোষকতা। তিনি বলেন, ‘‘ সরকারি-বেসরকারি পৃষ্টপোষকতা পেলে সাতক্ষীরা থেকে আরও অনেক খেলোয়াড় উঠে আসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিতকরন ও মানবিক রাষ্ট্র গঠনে গণসমাবেশ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিত করন ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কালিগঞ্জ ফুটবল মাঠে অনুষ্ঠিত এই গণসমাবেশে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল ইসলাম।

কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন লিটন, সাতক্ষীরা জেলা তাঁতিদলের আহবায়ক শাহরিয়ার রিপন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, আজও অনেক মা তার সন্তানকে খুজে পাই না, অনেক গৃহবধু তার স্বামীকে খুঁেজ পাওয়া যায়। তাদের কে গুম করা হয়েছে। আমরা তারেক রহমানের কথায় আস্থাশীল হয়ে ধর্য্যধারন করে চলেছি। ১৭টি বছর আমরা আন্দোলন করেছি। জেল জুলুম অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি যেটুকু সংস্কার দরকার সেটুকু করেই নির্বাচনের ব্যবস্থা করুন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বোটানীক্যাল সোসাইটির হেমন্তকালীন পরিবেশ আড্ডা

পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হেমন্তকালীন পরিবেশ আড্ডার আয়োজন করেছে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

২০ নভেম্বর,বুধবার বিকাল ৪ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরের ভেষজ উদ্যানে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির উদ্যোগে পরিবেশ সচেতন তরুণ প্র‍জন্মকে নিয়ে হেমন্তকালীন পরিবেশ আড্ডা অনুষ্ঠিত হয়।

হেমন্তকালীন পরিবেশ আড্ডায় সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলামের সভাপতিত্বে ও সদস্য ,সিয়াম রহমানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন
কার্যনির্বাহী সদস্য ইখতিয়ার উদ্দিন,
সোহাগ হোসেন, ইমরান হোসেন,ঝুমা মারিয়ম, রতনা খাতুন,এস. এম একরামুল হক,রিদওয়ান,মাসুদূর রহমান, নজমুজ সাকিব,সৈয়দ শামসের ই এলাহী,মুজাহিদ বিন ফিরোজ প্র‍মুখ।

হেমন্তকালীন পরিবেশ আড্ডায় মূলত জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এবং এই সমস্যার পেছনের কারণগুলো চিহ্নিত করার বিষয়গুলো নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। কার্বন নিঃসরণ কমিয়ে আনার পদক্ষেপগুলো কতোটা বাস্তবাসম্মত এবং এর প্রধান চ্যালেঞ্জগুলো কী কী সে বিষয়গুলো তুলে ধরেন বক্তারা।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব কতটুকু পালন করছি সে প্রশ্ন এখন চিন্তার বিষয়। পরিবেশ রক্ষায় সচেতনতা এখন ব্যক্তিপর্যায়ে সীমাবদ্ধ না রেখে সামাজিক, রাষ্ট্রীয়পর্যায়ে ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই।পরিবেশ আন্দোলন এখন সময়ের দাবি।

তিনি আরো বলেন,তরুণ সমাজ এখন অনেক সচেতন।পরিবেশ রক্ষার আন্দোলন শুধু তাত্ত্বিক নয়, এটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক আন্দোলনও। এই আন্দোলনে তরুণ সমাজ যত বেশি যুক্ত হবে আন্দোলন ততই শক্তিশালী হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ২০ নভেম্বর ভোর ৪টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।

মারা যাওয়ার যুবক সাইদুল ইসলাম (৩৩) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের শহর আলীর পুত্র। সে সাতক্ষীরা শহরের ভ্যারাইটি স্টোরে কর্মরত ছিলো।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম শরীরে জ¦র নিয়ে গত ১৮ নভেম্বর বিকাল ৫টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ২০ নভেম্বর ভোর রাতে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নভেম্বর মাসে ডেঙ্গু উপগর্স নিয়ে ৫৩ জন ভর্তি হয়ে সকলেই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় ৭জন ভর্তি রয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মানষ কুমার মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ##

২০.১১.২০২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শ্রীউলা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিত করণ ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করে জনমত গড়ার লক্ষ্যে মঙ্গলবার বিকালে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পুইজালা বাজারে ওয়ার্ড বিএনপি আয়োজিত ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক মোড়লের সভাপতিত্বে স্থানীয় স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাতক্ষীরা জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, শ্রীউলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক মল্লিক, সদস্য সচিব মফিজুল ইসলাম, সন্মানিত সদস্য আবু মুছা মল্লিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ চৌধুরী, জিএম ওসমান গনি, মাগফুর রহমান বুলু, আক্তার হোসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান রাজু, কৃষকদলের আহ্বায়ক খায়রুল হাসান, সদস্য সচিব শাহাজান আলী, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদ মোড়ল, ইউনিয়ন বিএনপি নেতা সাদ্দাম হোসেন, নাইম, শম্ভুনাথ মন্ডল, মৎস্যজীবী দল নেতা মিলনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচীর বিভিন্ন দিক উল্লেখ করেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেই নির্দেশনা বর্ণনা করেন।প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest