সর্বশেষ সংবাদ-
জাতীয় চ্যাম্পিয়নশিপে ট্রাইবেকারে ৩-২ গোলে সাতক্ষীরার জয়লাভসাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে জামায়াতের স্মারকলিপিসংবাদ সম্মেলনে আয়া : ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ও সহকারী প্রধান শিক্ষককে অপবাদ দেওয়া হচ্ছেমেহেরপুরে অনলাইন জুয়ার প্লাটফর্ম চালানো ২ যুবক সাতক্ষীরায় গ্রেফতারআমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাতক্ষীরা জেলা কমিটি পুর্নগঠনশিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্তআশাশুনিতে পরিচর্চাকারীদের পজেটিভ প্যারেনটিং বিষয়ক প্রশিক্ষণদক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা মুক্তির একমাত্র পথ টিআরএম: আলোচনায় বক্তারাসাতক্ষীরায় তরুণ নেতৃত্বে নির্বাচনী সংলাপ: জনগণকেন্দ্রিক ইশতেহারে স্থানীয় উন্নয়নের চাহিদা উপস্থাপনদেবহাটার টাউনশ্রীপুর হাইস্কুলের শিক্ষক ও আয়াকে অপসারনের দাবিতে মানববন্ধন

প্যারোলে মুক্ত হয়ে স্ত্রীর জানাযায় অংশ নিলেন শ্রীউলার সাবেক চেয়ারম্যান সাকিল

আশাশুনি প্রতিনিধি : কারাগার থেকে প্যারোলে মুক্ত হয়ে স্ত্রী শাহনাজ পারভিন ঝর্ণার নামাজে জানাযায় অংশ নিলেন আশাশুনি উপজেলার শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল। রবিবার(২৭ জুলাই) বাদ আসর বুড়াখারাটি জামে মসজিদের সামনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা আবু হেনা সাকিলের স্ত্রী,নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সককারী শিক্ষক শাহনাজ পারভিন ঝর্ণা শনিবার সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। কারাগারে বন্দি স্বামী আবু হেনা সাকিল স্ত্রীর জানাযায় অংশ নিতে আবেদন করলে বিজ্ঞ আদালত প্যারোলে মুক্তির আদেশ প্রদান করেন। ব্যাপক নিরাপত্তার মধ্যে তাকে শ্রীউলায় আনা হয়।

সেখানে নামাজে জানাযা পূর্ব আলোচনায় আবু হেনা সাকিল,সাকিলের চাচাত ভাই মিজানুর রহমান, সাইফুল ইসলাম বাবলু,বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু,জামায়াত নেতা লুৎফর রহমান,ইসলামী ব্যাংকের কর্মকর্তা শাহিনুর রহমান কাজল,ইউপি সদস্য আক্তারুজ্জামান মোল্যা প্রমুখ বক্তব্য রাখেন। নামাজে জানাযায় ইমামতি করেন বুড়াখারাটি জামে মসজিদের ইমাম মাওঃ আবু ঈসা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এডভোকেসি এন্ড নেটওয়াকিং সভা

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আনন্দ’ উপকূলীয় সাতক্ষীরা জেলায় জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। জার্মান ভিত্তিক সমাজ উন্নয়ণ সংস্থা বিএমজেড ও উবিøউএইচএইচ এর অর্থায়ণে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় ২৭ জুলাই রবিবার সাতক্ষীরা শহরের লেক ভিউ কনফারেন্স হলে এক ‘এডভোকেসি এন্ড নেটওয়াকিং সভা’ অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার মাশরুবা ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই আলোচনা সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধিবৃন্দ, ফিংড়ী, কুলিয়া ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং আনন্দ ও প্রেরণা’র কর্মীগণ উপস্থিত ছিলেন।

শুরুতে প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম প্রকল্পের উপর একটি নাতিদীর্ঘ প্রেজেন্টেশন দেন ও তার উপর সম্মিলিত আলোচনা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রকল্পের যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে কর্মমুখী কারিগরী শিক্ষা নিয়ে যাতে সবার কর্মসংস্থান হয় সেদিকে মনযোগী হতে তিনি ‘আনন্দ’ সংস্থাকে আহŸান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কালিগঞ্জে ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার ২৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কালিগঞ্জের শহীদ জায়েদানগরে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মো: শহিদুল আলম।

শহীদ জায়েদার স্বামী আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ অন্যরা। আলোচনাসভা শেষে শহীদ জায়েদার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, দেবহাটার বাবুরাবাদে সরকারি খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টনের দাবিতে আন্দোলনরত ভূমিহীনদের উপর ১৯৯৮ সালের ২৭ জুলাই প্রশাসন ও ভ‚মিদস্যুদের নির্বিচারে করা গুলিতে শহীদ হন জায়েদা। এরপর থেকে সাতক্ষীরা উত্তাল হয়ে ওঠে। অবশেষে ভ‚মিহীনদের জয় হয়। অসহায় ভ‚মিহীনদের মাথা গোজার ঠাঁই হয় এই জনপদে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃষক বাস্তুহারা ভূমিহীন সমাজ কল্যাণ সংস্থার তিন উপজেলার কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা কৃষক বাস্তুহারা ভূমিহীন সমাজ কল্যাণ সংস্থার তিন উপজেলার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২০ জুলাই সাতক্ষীরা জেলা কৃষক বাস্তুহারা ভ‚মিহীন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো: মোকছেদ আলী স্বাক্ষরিত একপত্রে আবুল সালাম কে আহবায়ক, যুগ্ম আহবায়ক মো: রায়হানুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, শেখ সাহেব আলী এবং গফুর মোড়লকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট শ্যামনগর উপজেলা কমিটি,

শরিফুল ইসলাম কে আহবায়ক ও শরিফুল হালদারকে সদস্য সচিব করে কালিগঞ্জ উপজেলা এবং খোকন মল্লিককে আহবায়ক ও রফি ঘোরামীকে সদস্য সচিব করে আশাশুনি উপজেলার কমিটি অনুমোদন দেওয়া হয়। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবের সুস্থতা কামনায় আইনজীবী ফোরামের বিবৃতি

সাতক্ষীরার জনপ্রিয় নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবীব অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তার সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাড. আকবর আলী,

সদস্য সচিব এ্যাড. আলহাজ¦ নূরুল আমিন, এ্যাড. আবু সাঈদ রাজা, এ্যাড. শহীদ হাসান, এ্যাড. এ বিএম সেলিম, এ্যাড. শাহরিয়ার হাসীব, এ্যাড. জি এম ফিরোজ আহমেদ, এ্যাড. এ বি এম ইমরান হোসেন, এ্যাড. মিজানুর রহমান বাপ্পী, এ্যাড. সিরাজুল ইসলাম-৫, এ্যাড. লুৎফুন নেছা রুবী। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খেলাধুলার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা গড়ছে ব্রহ্মরাজপুরের শিশুরা

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ফলে সাতক্ষীরা সদরের অধিকাংশ এলাকা বছরের ছয় মাসেরও বেশি সময় পানির নিচে তলিয়ে থাকে। এর প্রভাবে শিশুদের খেলার উপযোগী মাঠ থাকে না, শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হয়, লেখাপড়া ছেড়ে দেয় এবং বাল্যবিবাহের ঝুঁকি বেড়ে যায়। এই পরিস্থিতি মোকাবেলায় শিশুদের মনোসামাজিক সহায়তা দিতে এগিয়ে এসেছে বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নতুন উদ্যোগ হিসেবে সংস্থাটি ব্রহ্মরাজপুর ইউনিয়নে নিরাপদ খেলাধুলার ব্যবস্থা করেছে। এর মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সচেতনতা তৈরি হচ্ছে। এই কার্যক্রমে সহযোগিতা করছে টি ডি এইচ, সুইজারল্যান্ড।

প্রতি সপ্তাহে ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ, শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসা মাঠ, শাল্যে আব্দুল গফফার স্মৃতি ফুটবল মাঠ, শাল্যে সরকারি প্রাইমারি স্কুল এবং মাছখোলা নুর ইসলামের বাড়ির উঠানে ফুটবলসহ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হচ্ছে। ফুটবল কোচ জহিরুল ইসলামের তত্ত্বাবধানে শিশুরা ফুটবলের নানা কলাকৌশল শেখার পাশাপাশি নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে পারছে এবং জলবায়ুর প্রভাব মোকাবেলায় বিভিন্ন যুব কার্যক্রমে অংশ নিচ্ছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘স্পিরিট কল’ প্রকল্পের নিয়মিত সেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল হুদা। তিনি মেয়েদের নিয়মিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, “বর্তমান বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সাতক্ষীরার মেয়ে। জাতীয় দলে সাতক্ষীরার আরও কয়েকজন মেয়ে রয়েছে। তোমরাও চাইলে এই প্রকল্পের মাধ্যমে দক্ষতা অর্জন করে জাতীয় দলে খেলার সুযোগ পেতে পারো। এজন্য মনোযোগ সহকারে খেলতে হবে, খেলার কলাকৌশল রপ্ত করতে হবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর উপায়গুলো শিখতে হবে।”

নুরুল হুদা মেয়েদের অনুপ্রাণিত করে বলেন, খেলাধুলা যেমন স্বাস্থ্য ও আত্মবিশ্বাস বাড়ায়, তেমনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একত্রে কাজ করার ক্ষমতাও গড়ে তোলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে পারভেজ মল্লিকের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি:

তেরখাদায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সভাপতি পারভেজ মল্লিক। বৃহস্পতিবার বিকালে তেরখাদা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এ মতবিনিময় সভায় অংশ নেন তিনি। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কমান্ডার শেখ শহিদুর রহমান এতে সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় পারভেজ মল্লিক বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতীর শ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত ব্যক্তি। বীর মুক্তিযোদ্ধাসহ তেরখাদার সকল নাগরিকদের সেবা দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক আপনাদের সহযোদ্ধা। আমি আপনাদের সন্তানের মতো। দীর্ঘ এক যুগের বেশি সময় আমি প্রবাস জীবন থেকে এখন আপনাদের সেবায় ফিরে এসেছি।’

মতবিনিময় সভায় সাচিয়াদাহ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সন্তান মোঃ ফারুখ তরফদারের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন।

শেখ তবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা- সরদার আমির হোসেন, মো. বিল্লাল হোসেন, চৌধুরী আবুল খায়ের, সুনীল কুমার সাহা, লষ্কর অলিয়র রহমান, মকবুল হোসেন, মো. মিজানুর রহমান, শেখ এনায়েত হোসেন, গোলাম মোর্তুজা, মো. হুমায়ুন কবির ও মোল্লা মুজিবুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. রবিউল হোসেন, তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠা সভাপতি মো. বিল্লাল হোসেন, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, তেরোখাদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাকু, তেরোখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরদার জিয়াউর রহমান, তেরোখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, তেরখাদা উপজেলা বিএনপি নেতা গোলজার আলম, লালিম শেখ, আরিফ শেখ, বাহার মোল্লা, এনামুল শেখ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আকষ্মিক ঘূর্নিঝড়ে বসতঘর লন্ডভন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী এক আকস্মিক ঘূর্ণিঝড়ে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণরুপে লন্ডভন্ড হয়ে গেছে।

শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এ দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্থ বসতঘরের মালিক বীরেন্দ্রনাথ ঢালী জানান, শনিবার ভোররাতের দিকে বৃষ্টির মধ্যে আকষ্মিক ঘূর্নিঝড়ের কবলে পড়ে তার বসতঘরে আঘাত হানলে মুহূর্তেই ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় এবং ভেতরের সব আসবাবপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ শুরু হওয়া প্রবল বাতাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘরটিকে উল্টে-পাল্টে দেয়। তারা আরও জানান, এমন ক্ষতিকর ঘূর্ণিঝড় এত অল্প সময়ের জন্য হলেও স্থানীয়দের আতঙ্কিত করেছে।

ক্ষতিগ্রস্ত বিরেন্দ্রনাথ ঢালী বলেন, “আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঝড় শুরু হয়। ঘর কাঁপতে থাকে, এরপর ধ্বসে পড়ে। সব কিছু শেষ হয়ে গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকবো, কিছুই বুঝতে পারছি না”।এই ক্ষয়ক্ষতির পর ঘটনাস্থলে অনেক স্থানীয় মানুষ ছুটে আসেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তবে এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পৌঁছায়নি বলেও অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest