সর্বশেষ সংবাদ-
নওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগদেবহাটায় ফেয়ার মিশনের অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরনদেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী ও মতবিনিময়আমতলা উদিয়মান ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনসাতক্ষীরায় কায়পুত্র স¤প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা

রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণের দাবীতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপি ও তার অংগ সংগঠনের আয়োজনে শহরের পরিবহন কাউন্টার এলাকায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবুল হাসান হাদী,

জেলা যুব দলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন রাজু, জিয়া পরিষদের সদস্য সচিব প্রভাষক মনিরুজ্জামান, জেলা যুব দলের সাবেক সহ-সমন্বয়ক ফরিদ উদ্দিন, ছাত্র দলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাবেক সেক্রেটারী মমতাজুল ইসলাম চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, সাইদুল ইসলাম হিমু, শিপলুর রহমান, সদর যুব দলের সদস্য সচিব মো. জাকির হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শামীম কবির সুমন, ফিরোজ শাহ ও শ্রমিক দলের রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “১৯৭১ সালে পাকিস্থানী শাসক পলায়নের পর তাদের কোন পদত্যাগ পত্র শেখ মুজিবের কাছে ছিল না। সুতারাং শেখ হাসিনার পলায়নের পর তারও পদত্যাগের প্রয়োজন নেই। রাষ্ট্রপতি সাহাববুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছেন। সাংবিধানিক রীতিকে উপেক্ষা করে দেশ ও জাতিকে সংকটের মধ্যে ফেলে দেয়ার চেষ্টা করছেন। তিনি শেখ হাসিনাকে রক্ষার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছেন। বিধায় তিনি রাষ্ট্রপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমরা তার দ্রুত পদত্যাগ দাবী করছি।

বিক্ষোভ সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবীতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় মিছিলে জেলা বিএনপিসহ অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বাহিনী প্রধান যুবলীগ নেতা সাইফুল্লাহ গ্রেপ্তার

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরের দুর্ধর্ষ্য সন্ত্রাসী ও সীমান্ত এলাকার আতংক সাঈফুল্লাহ-কাশেম বাহিনী প্রধান সরদার সাইফুল্লাহ আল মামুন (৪৬)কে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে উপ-পরির্দশক আব্দুল মালেকের নেতৃত্বে উপজেলার নুরনগর পোস্ট অফিস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ উপজেলার রামজীবনপুর গ্রামের শুকোর আলী সরদারের ছেলে। সে ২০১৬ সালে উপজেলার ধুমঘাট গ্রামের প্রভাষক সফিকুল ইসলামের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী সে। এলাকার চিহ্নিত মামলাবাঁজ আবুল কাশেমের সহায়তায় তার নেতৃত্বে গড়ে উঠেছে সাইফুল্লাহ-কাশেম বাহিনী।

পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানায় এলাকায় জমি ও চিংড়িঘের দখল ও লুটতরাজসহ নানা অপকর্মে সাইফুল্লাহ জড়িত। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাাদক গোলাম মোস্তফা বাংলার ভাগ্নে হওয়ার সুযোগ নিয়ে উঠতি বয়সীদের নিয়ে সে নিজস্ব বাহিনী গড়ে তুলেছে। সম্প্রতি উপজেলার সৈয়দালীপুর মৌজার প্রায় ৯০ বিঘা আয়তনের একটি চিংড়িঘের মালিকের কাছে চাঁদা দাবি করে সে। এঘটনায় এলাকাবাসী ও চিংড়িঘের মালিকরা সাইফুল্লা ও তার বাহিনীর হাত থেকে রক্ষার্থে এলাকায় মানববন্ধন করে।

এমনকি তার অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে সম্প্রতি সেনাবাহিনীর কাছেও লিখিত আবেদন করে আলমগীর হোসেন নামে আরও এক জমির মালিক।স্থানীয়রা জানান শুরুতে আবুল কাশেম এলাকার মানুষের নামে মিথ্যা ও হয়রানীমুলক মামলা দায়ের করেন। পরবর্তীতে সেই মামলার সুত্র ধরে সাইফুল্লাহ লোকজন নিয়ে সেই জমি দখলের চেষ্টা চালায়। এভাবে তারা গোটা নুরনগর ও রমজাননগরসহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয়রা আরও জানায় সাইফুল্লাহ মাঠ দখরের কাজ আর আবুল কাশেম প্রশাসন ও আদালত পাড়ায় দৌড়ঝাঁপ করে। একইভাবে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তাকে ‘ঘুষ’ দেয়ার কথা বলে প্রায় দুই বছর পুর্বে আবুল কাশেম রামজীবনপুরের এক ব্যক্তির থেকে সাত লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে কথিত মানবাধিকার সংগঠনের নেতার সহায়তায় সেই টাকা আবুল কাশেম ও তার বাহিনীর অপরাপর সদস্যরা ‘হজম’ করে দেন।শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সাইফুল্লাহকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর থানায় হামলা ও অগ্নিসংযোগের মামলায় সন্ত্রাসী দোলনসহ গ্রেপ্তার-৪

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার(২১ অক্টোবর) ভোরে শহরের পলাশপোল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৫ই আগস্ট সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলো- সদর থানার পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল প্রিয়, শ্যামনগরের নোয়াবেকী এলাকার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস ও একই এলাকার স্বপন রায়ের ছেলে বিশ্বজিত রায়।

সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী দোলনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার তিন সহযোগী সহ চাইনিজ পিস্তল (ঞড়শধৎবা ঞঞ-৩৩), দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও গাঁজা আটক করা হয়। আটক আসামী, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গাঁজা সদর থানায় হস্তান্তর করেছে সেনাসদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমরা নতুন, আধুনিক ও বৈষম্যহীন সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি–  জেলা প্রশাসক

কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারী কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, ছাত্র সমন্বয়ক, সাংবাদিক এবং সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। তিনি দীর্ঘ বক্তব্যে কোরআন ও হাদিসের উদ্ধৃতি তুলে ধরে বলেন আমরা একটি নতুন, আধুনিক ও বৈষম্যহীন সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি।দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় জেলার মানুষ শান্তিপ্রিয় এবং সৃজনশীল মনের। এ জেলার ইতিহাস- ঐতিহ্য অনেক গর্বের।

কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে এ জেলার দুর্নাম হয়। বিআরটি এ, সাব-রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরে অনেকেই দুর্নীতি করে আসছেন। আজ থেকে আমি আপনাদের উপর নির্দেশনা দিচ্ছি আগামীকাল থেকে একজনও দুর্নীতি করতে পারবেন না, কোন অনিয়ম থাকবে না। থাকবে না কোন বৈষম্য। কোন সেবা গ্রহিতা হয়রানীর শিকার হবে না এ নিশ্চয়তা আমাকে দিতে হবে। তহশিল অফিসে কোন দুর্নীতি হবে না, হলে তাকে আইনের আওতায় আনা হবে। আজকের মতবিনিময় শুধু আমি চেহারা দেখানোর জন্যে আসেনি। এসেছি সততার সাথে প্রকৃত জনকল্যাণে যাহাতে প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজ করে এলক্ষ্যে জন সচেতনতা বাড়াতে। আমরা আগামীকাল পর্যন্ত বাঁচাব এমন গ্রারান্টি যেমন দিতে পারবো না ঠিক তেমনি ঘুষ গ্রহন করে পরকালে অনিশ্চয়তায় জড়াতে চাই না।

আমি চাই এখন থেকে সত্যের পথে থেকে মানুষের কল্যাণে কাজ করতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ উপজেলার ক্যাম্প ইনচার্জ মেজর মুশফিক আহমেদ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিম উদ্দীন প্রমুখ।

এ সময়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউপ,
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, শিমু রেজা এমপি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সেক্রেটারী মিলন কুমার ঘোষ, ছাত্র সমন্বয়ক রাকিব হাসান।এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনছার, গোয়েন্দা সংস্থা, ধর্মীয় নেতা ও সূধীজন। মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তাঁতীদলের দুটি উপজেলা কমিটির অনুমোদন

সাতক্ষীরায় তাঁতীদলের দুটি উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২০ অক্টোবর জেলা তাঁতীদলের আহবায়ক হাসান শাহরিয়া রিপন ও সদস্য সচিব স্বাক্ষরিত একপত্রে শরীফ মো: আব্দুর রাজ্জাক কে আহবায়ক, ফারুক হোসেন কে সদস্য সচিব করে কালিগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেন।

এছাড়া হিরন কুমার মন্ডলকে আহবায়ক ও আবির হোসেন লিওন কে সদস্য সচিব করে দেবহাটা উপজেলা কমিটির অনুমোদন দেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৈনিক রুপালি বাংলাদেশের নবযাত্রা উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা

দৈনিক রুপালি বাংলাদেশের নবযাত্রা উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় রুপালি বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কেককাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এস এ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদার, ডিবিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি ও পত্রিকাটির পাটকেলঘাটা প্রতিনিধি আব্দুল মোমিন, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ^াস, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আতাউর রহমান, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন সবুজ, আকরামুজ্জামান জনিসহ অন্যরা। এর আগে একটি র‌্যালি শহরের মিনি মার্কেট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পত্রিকাটি যাতে অসহায় মানুষের দু:খ দুর্দসার কথা তুলে ধরে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পত্রিকাটি পাঠক হৃদয়ে স্থান করে নিবে এই কাম্য আমাদের। বিশেষ করে ডিজিটাল মিডিয়ার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য সাহসী ভ‚মিকা নিয়ে মাঠে আসায় পত্রিকার সাথে সম্পৃক্ত সকলের উত্তোরত্তর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রূপান্তর প্রতিদিন’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হলেন গাজী হাবিব

প্রেস বিজ্ঞপ্তি : যশোর থেকে প্রকাশিত ‘রূপান্তর প্রতিদিন’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হলেন গাজী হাবিব।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে পত্রিকাটির প্রধান কার্যালয়ে সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর কবীর তাকে সাতক্ষীরা জেলা প্রতিনিধির কার্ডসহ অন্যান্য কাগজপপত্র তুলে দেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, মোহনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল জলিল, রূপান্তর প্রতিদিনের বার্তা সম্পাদক বিপুল সরকার, সহকারী বার্তা সম্পাদক এমএইচ উজ্জল, নিরঞ্জন দাদাসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গাজী হাবিব এর আগে দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার, সাহিত্য সম্পাদক ও সার্কুলেশন ম্যানেজার হিসেবে ২০১৬ সাল থেকে কর্মরত। এছাড়া তিনি ২০২২ সালে দৈনিক বানিজ্য প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তবে, গাজী হাবিব সাতক্ষীরার একজন কবি হিসেবে সমধিক পরিচিত। তিনি তার পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা ও দোয়াপ্রার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার অনুমোদনের দাবিতে সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার চারশ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার অনুমোদনের দাবিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ জাতীয় ভ‚মিহীন অধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: বাবলু হাসান।

বক্তব্য রাখেন, জেলা ভ‚মিহীণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাংলাদেশ জাতীয় ভ‚মিহীন অধিকার পরিষদের উপদেষ্টা শওকত আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল আলিম, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী সাহিদা আক্তার ময়না, শ্রী রামপ্রসাদসহ অন্যরা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী। পরে মেলার অনুমোদনের পক্ষে গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়।

আলোচনাসভায় বক্তারা বলেন, গুড় পুকুর মেলা দীর্ঘ ৪শ বছর ধরে সাতক্ষীরায় চলে আসছে। বহু মানুষ মেলার জন্য মুখিয়ে থাকেন। শত শত মানুষের কর্মসংস্থান হয় মেলা থেকে। সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি প্রতি বছর স্বগৌরবে মেলাটি হোক। কিন্তু মেলার অনুমতি না পাওয়ায় আমরা হতাশ হয়েছি। মেলাটির অনুমোদনের জন্য সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest