সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

শিক্ষা ক্যাডারে অধ্যাপক হলেন ৪০৯ জন

অনলাইন ডেস্ক: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৪০৯ জন সহযোগী অধ্যাপককে পূর্ণ অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। গত সপ্তাহে মন্ত্রণালয়ে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ডিপিসি সভায় সভাপতিত্ব করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত পদোন্নতির আদেশে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত সবাই আগের কর্মস্থলেই (ইনসিটো) থাকবেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা ক্যাডারে শিগগিরই আরও পদোন্নতি দেওয়া হচ্ছে। শিগগিরই সহযোগী ও সহকারী অধ্যাপক পদেও পদোন্নতি দেওয়া হবে। গতকাল অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া প্রায় সবাই বিসিএসের ১৪তম ব্যাচের কর্মকর্তা। এ ব্যাচের বেশিরভাগ কর্মকর্তা ২০১৩ সাল থেকে অধ্যাপকের স্কেলে বেতন পাচ্ছেন। আর সহযোগী অধ্যাপক পদে প্রায় ৩০০ জন এবার পদোন্নতি পাবেন। সহযোগী অধ্যাপক পদে এবার বিসিএসের ১৭, ১৮, ২০, ২১ ও ২২তম ব্যাচের কর্মকর্তারা ডিপিসির বিবেচনায় রয়েছেন।
অন্যদিকে, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে এবার প্রায় ৫০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার কথা ভাবা হচ্ছে। সহকারী অধ্যাপক হওয়ার জন্য এবার বিসিএসের ২৭, ২৮, ২৯ ও ৩০তম ব্যাচের কর্মকর্তারা বিবেচিত হচ্ছেন। মন্ত্রণালয় সূত্র জানায়, পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হলে সেদিনই প্রজ্ঞাপন জারি করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাকার অভাবে দুধ না খাইয়ে শিশুর মুখে লবণ দিলেন মা

অনলাইন ডেস্ক: টাকার অভাবে দুধ কিনে খাওয়াতে না পেরে রাগের বশবর্তী হয়ে অতিরিক্ত লবণ মুখে ঢেলে দিয়ে নিজ পুত্রসন্তানকে হত্যা করেছেন মা সাথী আক্তার (২২)।
রোববার রাতে ঢাকার দোহার উপজেলায় উত্তর জয়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুই মাসের সন্তানকে হত্যার দায়ে সোমবার সাথীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাথী আক্তার উপজেলার মিয়াপাড়া গ্রামের মো. বাচ্চুর স্ত্রী।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় সাথী তার দুই মাস বয়সী শিশুসন্তান শেখ মুহাম্মদ সাইফকে টাকার অভাবে দুধ কিনে খাওয়াতে না পেরে রাগের বশবর্তী হয়ে অতিরিক্ত লবণ মুখে ঢেলে দেন। ফলে তাৎক্ষণিক শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, এসআই হাফিজুল ইসলাম ঘটনাস্থল থেকে শিশু হত্যাকারী মাকে গ্রেফতার করে দোহার থানায় নিয়ে আসেন। অভিযুক্ত মা তার শিশু হত্যার দায় স্বীকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গেইলকে ধন্যবাদ মাহমুদউল্লাহর

খেলার খবর: স্বপ্নের মতো সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর কাটায় বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে টেস্ট সিরিজে হারের মধুর প্রতিশোধ নেয় টাইগাররা। ৯ আগস্ট সফল মিশন শেষে দেশে ফেরেন তারা।
তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে সেখানে থেকে যান মাহমুদউল্লাহ রিয়াদ। সব মিলিয়ে ৭৬ দিন শেষে ৯ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। মাত্র একদিনের বিরতি নিয়ে ফের বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়ে আরব আমিরাতের উদ্দেশে পাড়ি জমান। এর আগে সিপিএল অভিজ্ঞতার কথা জানান মিস্টার কুল।
সিপিএলে এবারের আসরে আটটি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ছয় ইনিংসে ব্যাট করে ২১.৬ গড়ে করেন ৮৭ রান। বল হাতে নেন ৪ উইকেট। আহামরি কোনো পারফরম্যান্স নয়। তবে এতেও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে প্লে-অফে তুলতে রাখেন অগ্রণী ভূমিকা।
নিজের পারফরম্যান্স নিয়ে মাহমুদউল্লাহ বলেন, বলব না, শতভাগ দিতে পেরেছি। তবে চেষ্টা করেছি। একে মোটামুটি পারফরম বলা যায়। হয়তো সব কিছু মনের মতো হলে আরও ভালো করতে পারতাম। বেশিরভাগ ইনিংসে ভালো শুরু পেয়েছি। তবে সেটি লম্বা করতে পারিনি। ১৪-২২ এর মধ্যে আটকে গেছি।
বড় অবদান রাখতে না পারলেও মাহমুদউল্লাহর ব্যাটে চড়েই প্লে-অফ নিশ্চিত করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। শেষ চারে খেলার জন্য সিপিএলের ২৫তম মহাগুরুত্বপূর্ণ ছিল দলটির। জ্যামাইকার বিপক্ষে জয়টা খুবই জরুরি ছিল গেইল বাহিনীর! সেখানে হেরে যেতে বসেছিলেন তারা।
শেষ দিকে জয়ের জন্য দরকার ছিল ২৩ বলে ৪৭ রান। ইতিমধ্যে সাজঘরে ফিরেছেন ক্রিস গেইল ও এভিন লুইস। এমন পরিস্থিতিতে ব্যাট করতে নামেন মাহমুদউল্লাহ। নেমেই রুদ্রমূর্তি ধারণ করেন। হাতের ব্যাটকে বানান তলোয়ার। তাতে কচুকাটা করেন প্রতিপক্ষ বোলারদের। একের পর এক বাউন্ডারিতে চালান তাণ্ডব। কঠিন সমীকরণও মিলিয়ে দেন। শেষ পর্যন্ত ৭ উইকেটে জিতে যায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ১১ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন মিডল অর্ডারের স্তম্ভ। দুটি করে চার-ছক্কায় এ হার না মানা ইনিংস খেলেন তিনি।
ওই দিন পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন বাংলাদেশি ব্যাটার। এর আগের ম্যাচে ৯ নম্বরে ব্যাটিং করেন। মূলত তার ওপর আস্থা রাখেন ক্রিস গেইল। তাতেই ব্যাটিং অর্ডারে উন্নতি এবং নিজের স্বভাবসুলভ ব্যাটিং।
আস্থা রাখার জন্য সেন্ট কিটস অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছেন মাহমুদউল্লাহ, সব কিছুর জন্য তাকে (গেইল) ধন্যবাদ দেব। তিনি আমাকে যেতে বলেছিলেন। তার চাওয়াতেই গিয়েছিলাম। আমিও তার আস্থার প্রতিদান দিতে চাচ্ছিলাম। ছোট ইনিংস হলেও দলের জয়ে কাজে লেগেছিল। ভালো লাগছে দল জিতেছে, শীর্ষ চারে উঠেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলিদের বেতন জানাল বিসিসিআই

খেলার খবর: এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুত অংশগ্রহণকারী দলগুলো। তারই জের ধরে নিজেদের দলকে সামলে নিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের মাটিতে শোচনীয় পারফরমেন্সের পর ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে রবি শাস্ত্রীর দল। এরইমধ্যে আগস্ট মাসে কে কত বেতন পেয়েছেন তা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা বাবদ পারিশ্রমিক ও পুরস্কারমূল্য বাবদ পেয়েছেন ১ কোটি ২৫ লক্ষ ৪ হাজার ৯৬৪ টাকা। অন্যদিকে, ইংল্যান্ড সিরিজে পর অপসারণের আলোচনার মধ্যেই দলের কোচ রবি শাস্ত্রী পেয়েছেন ২ কোটি পাঁচ লক্ষ টাকা। হার্দিক পাণ্ড্য পেয়েছেন মার্চ ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৫১ লক্ষ টাকা। ইশান্ত শর্মা পেয়েছেন ৫৫ লক্ষের একটু বেশি। চেতেশ্বর পূজারা পেলেন ৩০ লক্ষ টাকার সামান্য বেশি। যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, পার্থিব প্যাটেলরা পেয়েছেন যথাক্রমে ৬০ লক্ষ, ২৫ লক্ষ এবং ৪৩ লক্ষ টাকা।
পাশাপাশি বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটি আলাদা করে আলোচনা করছে রবি শাস্ত্রীকে নিয়েও। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ও ওয়ানডেতে হারার পর তাকে বরখাস্ত করার সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে। বিসিসিআই’রর এক প্রবীণ কর্মকর্তার কথায়, ‘‌কোচ নিয়ে পরের বৈঠকে অবশ্যই আলোচনা হবে। ১১ সেপ্টেম্বর আমরা বৈঠকে বসছি। সেখানে কোচ নির্বাচনের সময় ইংল্যান্ড সিরিজের ফলাফল অবশ্যই মাথায় রাখা হবে।’‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১ যুগ পর ফিরছে প্লুটো

অনলাইন ডেস্ক: আবার গ্রহ তালিকায় ফিরছে মহাকাশের ক্ষুদ্রতম গ্রহ প্লুটো। দীর্ঘ ১২ বছর পর তার এই প্রত্যাবর্তন। প্রায় এক যুগ পর বিজ্ঞানীরা আবার বলছেন, প্লুটোকে গ্রহ তালিকাভুক্ত করা যায়।
২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোন্মিক্যাল ইউনিয়ন, জ্যোতির্বিজ্ঞানীদের সংগঠন একটি গ্রহের সংজ্ঞা প্রকাশ করেন। তাতে স্পষ্ট করে বলা হয় একটি গ্রহের একটি সুস্পষ্ট কক্ষপথ থাকা জরুরি। এরপর নেপচুন প্লুটোর কক্ষপথের উপর প্রভাব বিস্তার করতে চাইলে গ্রহ তালিকা থেকে ছিটকে যায় প্লুটো।
যদিও একটি জার্নালে প্রকাশিত এই খবর দেখে এখনই প্লুটোকে গ্রহ বলা নিয়ে নিশ্চিত হচ্ছেন না সবাই। বিজ্ঞানীরা ২০০ বছরের পুরোনো জার্নাল ঘেঁটে বের করার চেষ্টা করছেন একটি গ্রহ হওয়ার জন্য কি কি বৈশিষ্টের প্রয়োজন। ১৮০২ সালের একটি জার্নাল থেকে তারা এই তথ্যের সন্ধান পান। এদিকে গ্যালিলিওর সময় থেকেই স্যাটার্নের টাইটান ও জুপিটারের ইউরোপাকে উপগ্রহ হিসেবে পরিগণিত করা হয়
‘এটি সৌর জগতের দ্বিতীয় সবচেয়ে জটিল এবং উল্লেখযোগ্য গ্রহতে পরিণত হবে’ প্লুটো প্রসঙ্গে একথা বলেন আমেরিকার সেন্ট্রাল ফ্লোরিডা ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপ মারটজার।
তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের হাতে ১০০ টিরও বেশী উদাহরণ আছে যেখানে বিজ্ঞানীরা এমন কয়েকটি ক্ষেত্রে প্লুটো কথাটি ব্যবহার করেছেন যার সাথে ইন্টারন্যাশানাল অ্যাস্ট্রোন্মিক্যাল ইউনিয়নের দেওয়া সংজ্ঞার কোনো মিল নেই। তবে তাঁরা এটা করছেন কারণ কার্যক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন’

দেশের খবর: কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির বিল জাতীয় সংসদে উত্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন।
পাশাপাশি তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদে বহুল আলোচিত বিলটি উত্থাপনের পর এক বিবৃতিতে আল্লামা রুহুল আমীন বলেন, ‘কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আশা করি এটি পাস করার মাধ্যমে আওয়ামী লীগ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন।’

বিবৃতিতে মুফতি রুহুল আমীন বলেন, ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের অধীন কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিস তাকমিলের সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবির সমমান প্রদান) বিল ২০১৮’- সংসদে উত্থাপিত হওয়ায় সনদের স্বীকৃতির জন্য আর কোনো বাধা রইলো না। আশা করি, শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বিলটি যাচাই-বাছাই করে নির্ধারিত সময়ে সংসদে প্রতিবেদন প্রদান করবে এবং সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে এই বিলের পক্ষে ভোট দিয়ে বিলটি পাস করবেন।’
এর আগে সোমবার সন্ধ্যায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে ইসলামিক স্টাডিজ ও আরবিতে মাস্টার্সের সমমান দেয়ার বিল সংসদে উত্থাপিত হয়। সাত দিনের মধ্যেই এই বিলটি পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন দেবে সংসদীয় স্থায়ী কমিটি। এরপর বিলটি পাসের উদ্যোগ নেয়া হবে।
গত ১৩ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এই আইনটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আর সেদিনই বর্তমান সংসদের শেষ অধিবেশনে বিলটি তোলার কথা জানানো হয়। এর আগে ২০১৭ সালের এপ্রিলেই এটি স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কওমি সনদের স্বীকৃতির বিষয়টি এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের দীর্ঘদিনের দাবি। আর এই দাবি পূরণের আশ্বাস দেয়ার পর ১৯৯৯ সালে বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির সঙ্গে জোট করে কওমি মাদ্রাসাকেন্দ্রীক রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট।
জামায়াতে ইসলামীর সঙ্গে ধর্মভিত্তিক এই দলগুলোর আক্বিদাগত ব্যাপক পার্থক্য থাকলেও কেবল এই ইস্যুতে তারা ‘শত্রুর’ সঙ্গে হাত মেলাতে রাজি হয়। তবে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই স্বীকৃতির বাস্তবায়ন হয়নি।
তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারে আসার পর এ বিষয়ে উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় কওমি আলেমদের গুরু আহমেদ শাহ শফিকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়। তবে সে সময় নিজেদের মধ্যে বিরোধের পাশাপাশি বিএনপি-জামায়াতের সঙ্গে জোটবদ্ধ শক্তির বিরোধিতায় সেটা আর আগায়নি।
২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন গণভবনে উপস্থিত ছিলেন আহমেদ শাহ শফিও যিনি হেফাজতে ইসলাম নামে একটি সংগঠনের আমির।
এর দুই দিন পর কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে আদেশ জারি করে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) উচ্চপর্যায়ের আলেমদের সঙ্গে দফায় দফায় বসে এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাইভ টকশোতে হঠাৎ মারা গেলেন আলোচক

অনলাইন ডেস্ক: ভারতে টেলিভিশনে লাইভ টকশোতে কথা বলার সমায় হঠাৎ মারা গেলেন দেশটির বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী রীতা যতীন্দ্র। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি টিভি চ্যানেলে ‘গুড মর্নিং জে অ্যান্ড কে’ নামের লাইভ টকশো চলাকালিন এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়েছে, আলোচনার এক পর্যায়ে হঠাৎ রীতা যতীন্দ্রর দুই চোখ কুঁচকে যায়। ডান পাশে হেলে পড়ে মাথাটা। ডান হাতটাও খানিকটা নড়ে ওঠে কোলের ওপর পড়ে যায়। মাথাটা টলতে টলতে একেবারে স্থির হয়ে পড়ে। চোখ দুটি দেখা যায় খোলা। ঠোঁট দুটি উপরের দিকে হা হয়ে খোলা।
এ অবস্থায় একেবারে অসাড় হয়ে পড়ে দেহটি। অচেতন রীতাকে দেখে তখন কার্যত হতভম্ভ হয়ে যান অনুষ্ঠানের সঞ্চালক। সঙ্গে সঙ্গে রীতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রীতার।
লাইভ সম্প্রচারে উপস্থিত এক কর্মী বলেন, অনুষ্ঠানে কথা বলার সময় হার্ট অ্যাটাক হয় রীতার। সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাই আমরা। সেখানে বলা হয়, কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে রীতার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরকীয়ার জের; স্ত্রীর মাথা হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক: স্ত্রীর কাটা মাথা নিয়ে আত্মসমর্পণ করতে থানায় উপস্থিত হলেন স্বামী। এই ঘটনার কেন্দ্রস্থল ভারতের কর্ণাটকের চিকমাঙ্গালুর।
বাড়ি ফেরার পর স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখার পর মাথা ঠিক রাখতে পারেননি সতীশ। রাগের বসে স্ত্রীর সঙ্গীকে আক্রমণ করতে গিয়ে সেই কোপ পড়ে যায় স্ত্রীর উপর। বিপদ বুঝে পালিয়ে যায় স্ত্রীর সঙ্গী।
৩০ বছর বয়সী সতীশের সঙ্গে রূপার বিয়ে হয় নয় বছর আগে। তাদের দুটি সন্তানও রয়েছে। এদিকে গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রূপা। সতীশ তাদের বারবার সতর্ক করলেও লাভ হয়নি কিছুই। রবিবার বেঙ্গালুরু থেকে ফিরে সতীশ এই ঘটনা দেখার পর নিজেকে আর স্থির রাখতে পারেনি।
রাগের বশে সেখানেই মাথা দেহ থেকে বিচ্ছেদ করেন। তারপর সেই কাটা মাথা একটি ব্যাগে নিয়ে মোটরবাইক চালিয়ে ২০ কিলোমিটার দূরের থানায় উপস্থিত হন। এরপর থানায় ঢোকার আগে ব্যাগ থেকে সেই মাথা বের করে চুলের মুঠি ধরে নিয়ে যান পুলিশের কাছে। পুলিশ তাকে গ্রেফতার করে।
চিকমাঙ্গালুর পুলিশ সুপার আন্নামালাই কুপ্পাস্বামী জানিয়েছেন, তার বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest