সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

প্রাথমিক পর্যায়ের নীতি শিক্ষায় অভিভাবক সমাবেশ…… ইউএনও দেবহাটা

 

কেএম রেজাউল করিম, দেবহাটা: শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না এমন বাক্য ছোট বেলা থেকেই আমরা বুঝে বা না বুঝে মুখস্থ করে এসেছি এবং এগুলো অতিশয় সত্য বাণীও বটে। আর এ মেরুদন্ড যে কারখানায় তৈরি হয় তার নাম প্রাথমিক বিদ্যালয়। একটি শিশু ভবিষ্যতে কতটুকু ন্যায় নীতিবান, আদর্শবান, চরিত্রবান হবে কিংবা দেশ, জাতি, সমাজের প্রতি কতটুকু দায়িত্বশীল হবে এটি অনেকাংশেই নির্ভর করে তাঁর প্রাথমিক জীবনের শিক্ষার উপর। প্রাথমিক শিক্ষার গুরুত্ব তাই অপরিসীম। সবার জন্য গুনগত মানের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে প্রয়োজন বিদ্যালয়ের সাথে সমাজের সম্পর্ক স্থাপন। সমাজে বসবাসকারী বিভিন্ন পেশায় নিয়োজিত, বিভিন্ন ধর্মে বিশ্বাসী, বিভিন্ন বর্ণ, স্বভাব ও রুচির অধিকারী ব্যক্তিবর্গের বিভিন্ন আশা ও আকাঙ্খা পূরনের উদ্দেশে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি তাদের সকলের চাহিদা অনুযায়ী গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকগণের মধ্যে সুন্দর বোঝাপড়া জরুরী। শিক্ষকগণ একটি নির্দিষ্ট সময় শেষে (প্রতি ৩ মাস পরপর) শিখন-শেখানো কার্যাবলীর পাশাপাশি বিদ্যালয়ের গৃহীত বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম অভিভাবকদের সামনে উপস্থাপন করে থাকেন। এতে অভিভাবকগণ সম্মানিতবোধ করেন এবং বিদ্যালয়ের সকল প্রকার কর্মকান্ডে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সাধারনত প্রতি সাময়িক ও বার্ষিক পরীক্ষার ফলাফল অভিভাবক সমাবেশের মাধ্যমে ঘোষণা করা হয়ে থাকে। এর ফলে অভিভাবকগন তাদের আদরের সন্তানদের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং তাদের জন্য করনীয় নির্ধারণ করেন। এছাড়া সরকার ঘোষিত যেকোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাৎক্ষণিক বাস্তবায়ন করতে বিদ্যালয় অনেক সময় অভিভাবকদের দারস্থ হন এবং অভিভাবক সমাবেশ আহবান করেন। উদাহরণ স্বরুপ- শতভাগ মিড-ডে মিলের প্রসঙ্গ উল্লেখ করা যেতে পারে। সরকার সিদ্ধান্ত নিলেন ৩০জুনের মধ্যে বাংলাদেশের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ মিড-ডে মিল বাস্তবায়ন করতে হবে। শত ভাগ মিড-ডে মিল বাস্তবায়ন অভিভাবকগণের সম্পূর্ণ সহযোগিতা ছাড়া কোন ভাবেই সম্ভাব নয়। সন্তানদের দুপুরের খাবার প্রস্তুত করে টিফিন পটে করে গুছিয়ে দেওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে অভিভাবকদের জন্য অত্যন্ত দূরুহ একটি কাজ। তারপর ও বিদ্যালয় যখন অভিভাবক সমাবেশের ডাক দিলেন, অভিভাবকগণ সমাবেশে হাজির হলেন। শিক্ষকগণ তাদের সন্তানদের উপকারার্থে সরকারের গৃহীত সিদ্ধান্ত তখন জানালেন। মিড-ডে মিলের উপকারিতা শিক্ষকগণ অভিভাবকদের সামনে উপস্থাপন করলেন। অভিভবকগণ এই দূরুহ কাজটিকে সহজ করে নিলেন। তাদের আর পাঁচটি কাজের সাথে এই কাজটি ও করে চলেছেন সানন্দে। এটি সম্ভাব হয়েছে কার্যকর অভিভাবক সমাবেশের মাধ্যমে। তাছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের শত ভাগ উপস্থিতি, শতভাগ স্কুল ড্রেস পরে বিদ্যালয়ে আসা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়নে অভিভাবক সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই বলা যায়, নিয়মিত অভিভাবক সমাবেশ গুণগত মানের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের অন্যতম হাতিয়ার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুনা খানের বাসায় তারকামেলা

বিনোদনের খবর: অভিনেত্রী রুনা খানের নিমন্ত্রণে সম্প্রতি তার বাসায় উপস্থিত হয়েছিলেন দীর্ঘদিনের সহকর্মীরা। আমন্ত্রিত অতিথিদের নিয়ে আড্ডা এবং ভোজনে মেতেছিলেন তিনি।
উপস্থিত শিল্পীদের মধ্যে রয়েছেন ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, রোজী সেলিম, সাবেরী আলম, তানভীন সুইটি, করভী মিজান, বিজরী বরকত উল্যাহ, ইন্তেখাব দিনার, জয়া আহসান, শারমিন শিলা, ফারজানা চুমকি, সজল, দীপা খন্দকার, রিচি সোলায়মান, তাহমিনা সুলতানা মৌ, অপি করিম, রুমানা, জিতু আহসান, জেনি, মৌসুমী নাগ, তুষ্টি, বাঁধন, ভাবনা, মনিরা মিঠু ও নির্মাতা চয়নিকা চৌধুরী, রহমতুল্লাহ তুহিন, সকাল আহমেদ প্রমুখ।
এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘আমরা সবাই যে একই পরিবারের তা নতুন করে আবারও প্রমাণিত হল। আমার নিমন্ত্রণে সাড়া দিয়ে সবাই যে এসেছিলেন তাতেই সন্তুষ্ট। এজন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার সঙ্গে এভাবে দেখা হওয়া ও আড্ডা দেয়া হয়ে উঠে না। সময়টা বেশ ভালোই কেটেছে।’
আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশেষ কোনো কারণ ছিল না। দীর্ঘদিন ধরেই ভাবছি সবাইকে নিয়ে কিছুক্ষণ সময় কাটাব। সেই ভাবনা থেকেই এ আয়োজন। তাছাড়া রিচিও দীর্ঘদিন পর দেশে এসেছেন। তার চলে যাওয়ার আগেই আয়োজনটি যাতে করতে পারি সেই ইচ্ছে ছিল।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোমালিয়ায় সরকারি ভবনে আত্মঘাতী হামলা, নিহত ৬

বিদেশের খবর: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সরকারি ভবনে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছে।
সোমবার ওই হামলা চালানো হয়েছে বলে সোমালিয়ার পুলিশ এবং উদ্ধার কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দে বিস্ফোরণ এবং গোলাগুলির পর শহরের আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
সোমবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর মোহাম্মদ নূর বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, মোগাদিসুর হোদান জেলার একটি সরকারি ভবনে একটি আত্মঘাতী গাড়ি ভেতরে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায়।
শহরের আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে, তাদের অ্যাম্বুলেন্সে করে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবিতে দেখা গেছে, হোদান জেলার ওই ভবনের একটি দেয়াল বিস্ফোরণের পর ধ্বংস হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী হুসাইন ওসমান বলেন, একটি দ্রুতগতির গাড়ি অফিসের ভেতর ঢুকে পড়ে। তবে এখনও পর্যন্ত সোমবারের ওই হামলার দায় কেউ স্বীকার করেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুড়িগোয়ালিনী ইউনিয়ন ২নং ওয়ার্ড  আ’লীগের বর্ধিত সভা
আব্দুল আলিম শ্যামনগর :
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী  ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মানিত  সভাপতি মোঃ মাহতাফ হোসেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবু অসীম কুমার জোয়াদ্দার  সহ  সভাপতি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও  সাবেক চেয়ারমান  বুড়িগোয়ালিনী ইউ/পি    বিশেষ অতিথি  উপস্থিত ছিলেন
বাবু ভবতোষ কুমার মন্ডল  সাধারন সম্পাদক  ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগ ও  চেয়ারম্যান ৯নং বুড়িগোয়ালিনী  ইউনিয়ন পরিষদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  মোঃ আব্দুর রউফ  প্যানেল চেয়ারম্যান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, মোঃ আব্দুর রশিদ সহ সভাপতি  শ্যামনগর উপজেলা যুবলীগ   ,মোঃ গাজী গোলাম মোস্তফা সাধারন সম্পাদক ২নং ওয়ার্ড আ’লীগ ও ইউ/ পি সদস্য ২ নং ওয়ার্ড মোঃ আসিকুর রহমান(আসিক) সাধারন সম্পাদক বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগ ,মোছাঃ খাদিজা খাতুন সংরক্ষিত  মহিলা ইউ/পি সদস্য   মোঃ  শ্রীমতী লক্ষী রানী শীল  সংরক্ষিত  মহিলা ইউ/পি সদস্য,  মোঃ আব্দুর রশিদ  ইউ/পি ৩ নং ওয়ার্ড  মাস্টার নিমাই চন্দ্র মন্ডল, সাংবাদিক আব্দুল হালিম,  সাংবাদিক দীপক মিস্ত্রী সাংবাদিক এস এম সাহেব আলী,এনামুল হক ইউডিসি বুড়িগোয়ালিনী ইউ/পি ,মোঃ , মতিউর রহমান   প্রমুখ। তরুন উদয়ীমান জননেতা চেয়ারম্যান  বাবু ভবতোষ কুমার মন্ডল বলেন
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলেন  ও আগামী ১১ তম সংসদ নির্বাচনে  নৌকাকে বিজয়ী করতে হবে। যেই সাতক্ষীরা -৪ আসনে নৌকার মাঝি হয়ে আসবে আমরা তার সাথে কাজ করব। বুড়িগোয়ালিনী  ইউনিয়নকে আওয়ামী লীগের ঘাটি তৈরি করতে হবে।  আওয়ামী সরকার মানে বাংলার মানুষের উন্নয়ন  এজন্য আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার বার বার দরকার। সরকারে স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী মানবতার জননী দেশরত্ন জননেত্রী  শেখ হাসিনার জন্য সর্বস্তরের জন সাধারনের নিকট দোয়া চাইলেন। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন মোঃ মিনারুল ইসলাম।
উক্ত সভার সভাপতির সমাপ্তি বক্তব্যের  মধ্যে  দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক-১

মোস্তাফিজুর রহমান : আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই(নিঃ) প্রদীপ কুমার সানা, এএসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান, এএসআই (নিঃ) মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় রবিবার রাত ৯ ঘটিকার দিকে আশাশুনি থানাধীন কাদাকাটি ইউনিয়নের তেতুঁলিয়া বাজারে জনৈক মোঃ আল-আমিন ইসলাম এর ইলেট্রিক দোকানের সামনে কাদাকাটি টু প্রতাপনগর গামী পাকা রাস্তার উপর হইতে ৫৭ পিচ ইয়াবা সহ আসামী মোঃ হাসান গাজী (২৫), পিতা- মৃত খায়রুল গাজী, গ্রাম-কাপসন্ডাকে হাতেনাতে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানার মামলা নং-১৩(০৯)১৮ রুজু করা হয়েছে। পরবর্তীতে সোমবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালীতে শিশু সুরক্ষা কমিটির বার্ষিক পরিকল্পনা উন্নয়ন কর্মশালা

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির বার্ষিক পরিকল্পনা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় কর্মশালায় সভাপতিত্ব করেন সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ও ইউপি সদস্যা মোছা. মনজুরা খানম (ইতি)। এসময় উপস্থিত ছিলেন, কুশখালী ইউপি সচিব মো. কবিরুল আলম, কমিটির সদস্য ও ভাদড়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল কুদ্দুস, সাবেক এসআই আব্দুল বারী, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মো. অছিকুর রহমান, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মো. সাইফুজ্জামান শাহিন, ফিরোজা খাতুন, শিশু প্রতিনিধি রাহিদুজ্জামান ও মিতালী, ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি মোবিলাইজার মো. আব্দুল আলীম, সিরাজুম মনিরা প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিয়ায় ফসফরাস বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী সিরিয়ায় ফসফরাস বোমা নিক্ষেপ করেছে।এমনটাই দাবি করছে রাশিয়া।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ভ্লাদিমির স্যাভচেঙ্কো জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে ওই বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
জেনারেল স্যাভচেঙ্কো জানান, গত ৮ সেপ্টেম্বর দেইর আজ-জোর প্রদেশের হাজিন গ্রামে চালানো হামলায় ফসফরাস বোমা ব্যবহার করেছে মার্কিন বিমানবাহিনী।
তিনি জানান, গত বছর সিরিয়ার রাকা শহরেও ফসফরাস বোমা নিক্ষেপ করেছিল মার্কিন বাহিনী। ওই হামলার ফলে ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
জেনারেল স্যাভচেঙ্কো সতর্ক করে দিয়ে বলেছেন, জেনেভা কনভেনশনের সম্পূরক প্রটোকল অনুযায়ী হলুদ ফসফরাসসমৃদ্ধ সমরাস্ত্র ব্যবহার নিষিদ্ধ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এশিয়া কাপ মিশনে বাবা; পথ আগলে ম্যাশ কন্যা

অনলাইন ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর তাই ইতোমধ্যেই দেশ ছেড়েছে মাশরাফি বাহিনী। আর দেশ ছাড়ার মুহূর্তে কন্যা হুমায়রার ভালোবাসায় বাঁধা পড়লেন ম্যাশ।
টিম পোশাক পরে দরজার সামনে দাঁড়িয়ে ম্যাশ। বাইরে বের হওয়ার প্রস্তুতি। গাড়ি অপেক্ষা করছে। এমন সময় পথ আগলে দাঁড়িয়ে মেয়ে। বাবাকে দূরে যেতে দিতে চায় না। বাবার জার্সি টেনে ধরে সে। বাবা ম্যাশ হাসিমুখে মেয়েকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেন। স্রেফ ১১ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।
বড় ভাই মাশরাফি এবং ভাতিজি হুমায়রার এই দৃশ্যটি ভিডিও করে সোশ্যাল সাইটে আপলোড করেছেন মোরসালিন মুর্তজা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দেশের ১৬ কোটি মানুষের কাছে তাদের অন্য দেশে খেলতে যাওয়াটা যেমন আনন্দের, তেমনি পরিবারের কিছু অবুঝদের কাছে তাদের যাওয়াটা অনেক কষ্টদায়ক।’
সত্যিই, অবুঝ কন্যা এখনও পুরোপুরি বোঝে না, তার বাবা কতবড় দায়িত্ব নিয়ে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিতে যাচ্ছেন। বড় হওয়ার পর এই কন্যাই গর্ব করবে বাবার জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest