সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

বিটিভি’র দুই চ্যানেল নিয়ে বিভ্রান্তি

দেশের খবর: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা সরাসরি দেখানোর মাধ্যমে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর ট্রান্সমিশন শুরু হয়েছে আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর)। বিটিভিতে এর মাধ্যমে সরাসরি খেলা দেখানো হচ্ছে। তবে টেলিভিশন চালু করে বিটিভি নামেই দুটি চ্যানেলে এই খেলা দেখতে পাওয়ায় দর্শকরা বিভ্রান্তিতে পড়েছেন কোনটি আসলে বিটিভি?
মো. আতিকুর রহমান নামে এক ব্যক্তি রায়েরবাজার এলাকা থেকে জানান, ‘সাফ ফুটবলের খেলা বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে দেখাবে জেনে খেলা দেখতে বসেছি। কিন্তু, টেলিভিশনের রিমোট ঘোরাতেই দেখি বিটিভি নামের দুটি চ্যানেলে এই খেলা দেখানো হচ্ছে। এর কোনোটা বিটিভি ওয়ার্ল্ড চ্যানেল না। তাই বুঝতে পারছি না কোনটা আসল বিটিভির চ্যানেল।’
দেখা গেছে, বিটিভি নামের একটি চ্যানেলে ‘বাংলাদেশ টেলিভিশনের কারিগরী সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এ পরীক্ষামূলক সম্প্রচার’ ওপরে লেখা, একই লোগোর অপর চ্যানেলে সাফ ফুটবলের খেলা দেখানো হচ্ছে বটে তবে এখানে নিচের স্ক্রলে ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমেও সরাসরি সম্প্রচার হচ্ছে’।

দর্শকদের এই ধন্দ চলে পুরো খেলা জুড়েই। কোনও পূর্ব ঘোষণা ছাড়া বিটিভির একই নামে দুটি চ্যানেল পরিচালনা অবাক করে ক্রীড়ামোদি দর্শকদের। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বিটিভির চ্যানেল মূলত একটি হলেও আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু স্যাটেলাইট এর পরীক্ষামূলক সম্প্রচার সরাসরি দেখাতে বিটিভি নামেই ওই চ্যানেলটি চালানো হচ্ছে। টিভির ওপরে যেখানে ‘বাংলাদেশ টেলিভিশনের কারিগরী সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এ পরীক্ষামূলক সম্প্রচার’ লেখা সেটি বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সরাসরি নেওয়া, আর বিটিভির মূল চ্যানেলে দেখানো খেলা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সহ ব্যাকআপ হিসেবে রাখা তালিবাবাদ উপগ্রহ ভূকেন্দ্র থেকে সম্প্রচারিত।
বিটিভি নামে আরেক চ্যানেলে দেখা যায় ওপরে কোনও লেখা নাই, নিচের স্ক্রলে লেখা খেলাটি বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেও সম্প্রচারিত হচ্ছে।
সূত্র আরও জানায়, সাফ ফুটবলের সম্প্রচার স্বত্ব চ্যানেল নাইনের। তাদের কাছ থেকে সিগন্যাল নিয়ে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে ফিড দেওয়া হচ্ছে বিটিভিকে।
বিটিভির মহাপরিচালক হারুনুর রশীদ বলেন, ‘যেটিতে স্যাটেলাইট থেকে পরীক্ষামূলক সম্প্রচার লেখাটি ওপরে দেখা যাচ্ছে সেটি ডেডিকেটেডলি বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়েই দেখানো হচ্ছে। আর যেটাতে এই লেখাটি নিচে দেখাচ্ছে সেটায় খেলাসহ মূল অনুষ্ঠান দেখানো হচ্ছে। এটিই বিটিভির মূল চ্যানেল।’
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, আমরা সফল হয়েছি। ট্রান্সমিশন ওকে। কোনও ধরনের সমস্যা হয়নি। খেলা ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা বিটিভিতে সরাসরি দেখাচ্ছি। আর বিটিভি ..ব্যাকআপ নিয়ে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সময় গত ১১ মে বিকাল ৪টায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপিত হয়। স্যাটেলাইটটিকে নিরক্ষ রেখার ১১৯ দশমিক ১ ডিগ্রিতে স্থাপন করা হয়। স্যাটেলাইটটি সেখানে সেট হওয়ার পরে টেস্ট সিগন্যাল পাঠাতে শুরু করে। পরবর্তী সময়ে ইন অরবিট টেস্ট (আইওটি)-সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পরে স্যাটেলাইটটিকে ট্রান্সমিশনের জন্য প্রস্তুত করা হয়। এ স্যাটেলাইটের আজ পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্যারাগুয়ের নতুন কোচ ওসোরিও

খেলার খবর: প্যারাগুয়ের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মেক্সিকোর সাবেক কোচ হুয়ান কার্লোস ওসোরিও। বিশ্বকাপের পরে মেক্সিকান জাতীয় দলের কোচের পদ থেকে ওসোরিও নিজেই সড়ে দাঁড়ান।
টুর্নামেন্টের আগে সমর্থকদের চাপের মুখে থাকলেও ওসোরিওর অধীনে রাশিয়ায় মেক্সিকোর পারফরমেন্স বেশ প্রশংসিত হয়। ব্রাজিলের কাছে শেষ ১৬’র লড়াইয়ে পরাজিত হয়ে বিদায় নেয় মেক্সিকো। এর পরপরই মেক্সিকো থেকে বিদায়ের ঘোষণা দেন অভিজ্ঞ ওসোরিও। এরপর অনেক দেশই তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও তার নিজ দেশ কলম্বিয়া অন্যতম। বিশেষ করে হোসে পেকারম্যান দল ত্যাগের ইঙ্গিত দিলে কলম্বিয়া ওসোরিওকে পেতে বেশি উদগ্রীব ছিল। তবে ২০১৯ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে প্যারাগুয়ের কোচ হিসেবেই শেষ পর্যন্ত নিয়োগ পেলেন ওসোরিও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনা-৪ উপ-নির্বাচনে সালাম মুর্শেদীকে সংসদ সদস্য ঘোষণা

অনলাইন ডেস্ক: খুলনা-৪ আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংসদ সদস্য ঘোষণা করে। এরপর বিধি অনুযায়ী গ্রেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠিত হবে। সালাম মুর্শেদী সাবেক কৃতি ফুটবলার এবং এনভয় গ্রুপের চেয়ারম্যান।
উপ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারে শেষ দিনে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় তাকে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য ঘোষণা করা হয়েছে।
জানা যায়, সালাম মুর্শেদী ছাড়াও নির্বাচনে জাতীয় পার্টির এসএম আনিসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান মনোনয়নপত্র তোলেন। কিন্তু পরবর্তীতে তাদের কেউ মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেননি।

উল্লেখ্য, গত ২৬ জুলাই খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ৩১ বছর ছুটি না নেয়া সেই শিক্ষককে পুরস্কৃত করলেন মন্ত্রী

অনলাইন ডেস্ক: টানা ৩১ বছরের চাকরিজীবনে এক দিনও ছুটি না নেওয়া ও স্কুলের সব নিয়ম মেনে চলে কর্তব্যপরায়ণতার বিরল নজির স্থাপনকারী সেই শিক্ষক পেলেন মন্ত্রীর পুরস্কার। অনন্য এ নজির স্থাপনে পুরস্কার হিসেবে যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক সত্যজিত বিশ্বাসকে এক লাখ টাকার চেক দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান।
সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অভয়নগরের ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্যদিয়ে মন্ত্রীর পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায় এ চেক তুলে দেন।
যশোরের মনিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামে বেড়ে উঠা সত্যজিৎ মন্ডলের। ১৯৮৬ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন বাড়ি থেকে ৭ কিলোমিটার দূরের অভয়নগর উপজেলার ধোপাদি মাধ্যমিক বিদ্যালয়ে। চাকরি জীবনের প্রথম দিন থেকেই স্কুল শুরুর আগেই তিনি পৌঁছে যেতেন। দীর্ঘ ৩১ বছরের চাকরি জীবনে তার এ সু-অভ্যাসের ব্যতিক্রম ঘটেনি।
শুধু তাই নয়, প্রায় তিন যুগের চাকরি জীবনে একদিনও স্কুল কামাই করেননি, নেননি ছুটিও। এমনকি নিজের বিয়ের দিন, বাবার মত্যুর দিনেও স্কুলে উপস্থিত থেকেছেন তিনি। এজন্য নিজের পরিবারের লোকজনসহ অনেকেই তাকে পাগল বলে আখ্যায়িত করেছেন। তবুও অটল থেকেছেন সত্যজিৎ। বিবেকের শতভাগ প্রদীপ জ্বেলে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো জ্বেলে চলেছেন তিনি।
শিক্ষক সত্যজিৎ মন্ডল বলেন, আমি এই স্কুলে নিয়োগ বিজ্ঞানের শিক্ষক হিসেবে। তখন এখানে আর কোন বিজ্ঞানের শিক্ষক ছিল না। তাই বিজ্ঞানের ক্লাসগুলো কোন শিক্ষক নিতে পারতেন না। সে কারণে আমি ছুটি নিলে বা উপস্থিত না থাকলে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে যাবে। এসব কথা ভেবেই আমি স্কুলে উপস্থিত থেকেছি।
তিনি বলেন, তখনকার সময় কাঁদা ও বুক পানি মাড়িয়ে ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে এসেছি। কখনও লুঙ্গি পরে, জুতা হাতে নিয়ে আসতে হয়েছে। স্কুলে এসে তা পরিবর্তন করে ক্লাস করেছি। বলতে বলতে চোখ ভারি হয়ে যায় সত্যজিৎ মন্ডলের। হাত দিয়ে চোখ মুছতে মুছতে বলেন, শিক্ষার্থীদের সাথে আমার আত্মার সম্পার্ক হয়ে গেছে। তাদের না দেখলে আমি থাকতে পারি না।
সংসার জীবনেও একজন সুখী ও আদর্শ মানুষ গণিতের শিক্ষক দুই সন্তানের জনক সত্যজিৎ মন্ডল।

তার প্রতশ্যা; এই স্কুলটিকে তিনি অভয়নগর উপজেলার শ্রেষ্ঠ করা। তার জন্য সবার সহযোগিতা চান তিনি।
কাজের প্রতি এমন বিরল নিষ্ঠার কারণে পরিবার, সহকর্মী আর শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় এই শিক্ষক।
গণিতের শিক্ষক সত্যজিৎ মন্ডলের কর্তব্যনিষ্ঠায় মুগ্ধ যশোর অভয়নগর উপজেলার ধোপাদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। তিনি বলেন, সত্যজিৎ মন্ডল শুধু শিক্ষার্থীদের পড়াশোনা করান না। তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।

যশোর মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু বলেন, নি:সন্দেহে কর্মস্থালে এতো বছর ছুটি না নেওয়া অনুস্বরণীয়। পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। কারণ ব্যক্তি জীবনে অনেক সমস্যা থাকতে পারে। তার মধ্যেও তিনি বিদ্যালয়ে উপস্থিত থেকেছেন। আসলে আর্দশ শিক্ষক বলতে আমরা যাদের অনুস্বরণ করতে পারি সত্যজিৎ মন্ডল তার মধ্যে একজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন রায় বলেন, শিক্ষক সত্যজিত বিশ্বাসের কর্মজীবনে কোনোদিন ছুটি না নেওয়া এবং কর্তব্যপরায়ণের বিষয়ের সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইফায়েস ওসমান মহোদয়ের নজরে আসে। পরে তার নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে সত্যতা জানতে পেরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের উন্নয়নে এক লাখ টাকার চেক স্কুল পরিচালনা কমিটির হাতে ও এক লাখ টাকার চেক শিক্ষক সত্যজিত বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

দেশের খবর: দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম মহাকাশ যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকালে ঢাকায় মাঠে গড়িয়েছে এই ফুটবল টুর্নামেন্ট।
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সাংবাদিকদের বলেন, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মাধ্যমে এই স্যাটেলাইটের কার্যক্রম শুরু হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সাফ ফুটবলের খেলাগুলো বিকালে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। খেলার সম্প্রচার সত্ত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের লিংক থেকে বিটিভিতে প্রচার করা হবে।
অক্টোবরের মাঝামাঝি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেন বিসিএসসিএল চেয়ারম্যান।

উল্লেখ্য, গত ১২ মে ভোররাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায়। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের পরিকল্পনা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এডিবির সঙ্গে চীনের ৬০০ কোটি ডলারের চুক্তি

বিদেশের খবর: পল্লী উন্নয়নের জন্য চীনের অর্থমন্ত্রী এশিয়ান ডেভেলভমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে ৬০০ কোটি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে।
চীনের অর্থমন্ত্রী আজ বলেন, আমাদের কৃষি ব্যবস্থাকে আধুনিক করতে ও গ্রামীণ পরিবেশের উন্নয়নের জন্য আমরা এ চুক্তি করলাম।
তিনি আরো বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের কৃষি ব্যবস্থাকে আরো আধুনিকায়ন প্রয়োজন। আমাদের কৃষক ভাইদের সকল ধরনের সহযোগীতার জন্য আমরা সদা প্রস্তুত।
২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে এডিবি ব্যাংক ও তার সহযোগীরা এই সাহায্য প্রদান করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বস নিজের মেয়ে, স্যালুট গর্বিত বাবার

অনলাইন ডেস্ক: তিরিশ বছরেরও বেশি সময় ধরে পুলিশে কাজ করছেন বাবা। আর মেয়ে পুলিশে এসেছেন সবে চার বছর। কিন্তু রবিবার মুখোমুখি হতেই বাবা স্যালুট করলেন মেয়েকে। কারণ, পদমর্যাদায় মেয়ে তাঁর থেকে অনেকটাই এগিয়ে। ঘটনাটি ভারতের তেলঙ্গানার।
সাব-ইন্সপেক্টর হিসেবে কাজ শুরু করা বাবা এ আর উমামহেশ্বরা শর্মা তেলঙ্গানা পুলিশের ডেপুটি কমিশনার। আর ২০১৪ ব্যাচের আইপিএস কর্মকর্তা মেয়ে সিন্ধু শর্মা এখন তেলঙ্গানার জাগতিয়াল জেলার এসপি। পদমর্যাদায় বাবার চেয়ে অনেকটাই এগিয়ে। দু’জনেই পুলিশ বাহিনীতে থাকলেও কখনও মুখোমুখি হননি। রবিবার হায়দরাবাদের কাছে তেলঙ্গানা রাষ্ট্র সমিতির সভায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন দু’জনেই। সেখানেই প্রথমবারের জন্য মুখোমুখি হন তাঁরা। আর দেখা হতেই ব্যক্তিগত সম্পর্ক ভুলে সিনিয়র পদমর্যাদার মেয়েকে স্যালুট করেন বাবা।
ঘটনার পর জানিয়েছেন বাবা উমামহেশ্বরা শর্মা বলেন, ‘এই প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মুখোমুখি হলাম আমরা। এক সঙ্গে কাজ করতে পারায় আমি গর্বিত। ও আমার থেকে সিনিয়র, তাই স্যালুট করেছি।’
টিআরএসের সভায় মহিলাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন মেয়ে সিন্ধু শর্মা। সভা শেষে জানিয়েছেন, ‘বাবার সঙ্গে একই জায়গায় কাজ করতে পেরে আমি খুব খুশি।’
কাজের জায়গায় মেয়ে ‘বস’, বাবা অধস্তন। তবে দু’জনেই জানান, বাড়িতে ‘বস’ কিন্তু একজনই। সিন্ধুর মা তথা উমামহেশ্বরার স্ত্রী। দু’জনকেই থাকতে হয় তাঁর অধস্তন কর্মী হিসেবেই!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার মামলার আদালত বসবে কারাগারে

দেশের খবর: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিশেষ আদালত কাল বকশীবাজারের আলিয়া মাদ্রাসার পরিবর্তে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যেখানে বন্দি, সেই পুরোনো কেন্দ্রীয় কারাগারে বসতে যাচ্ছে।
আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তবে একে ‘আইন পরিপন্থী’ বলেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন—খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান। এ মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অর্থদণ্ডও করা হয়। রায়ের পর খালেদা জিয়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest