সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

সাতক্ষীরায় বিএনপি নেতা আমান হত্যা মামলার বিচার বাধাগ্রস্থ করতে পরিবারকে হুমকির অভিযোগ

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় বিএনপি নেতা চাঞ্চল্যকর আমান হত্যা মামলার সঠিকবিচার বাধা গ্রস্ত করতে নিহতের পরিবারের কাউকে স্বাক্ষী না হতে দেওয়ার জন্য বিভিন্ন হুমকি-ধামকি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের কন্যা নিশাত তাছনীন। তিনি সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা শিল্পকলা একাডেমী চত্বরে জেলা বিএনপির সম্মেলনে সাবেক এমপি ও সাবেক জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব এবং সাবেক সাধারন এড. সৈয়দ ইফতেখার আলীর দলীয় কোন্দলে আমার পিতা তৎকালীন জেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক আমান উল্লাহ আমানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। আমি তখন ৬ষ্ঠ শ্রেনীতে পড়াশুনা করতাম। এই নৃশংস হত্যাকান্ডের ঘটনায় আমার দাদী ফতেমা খাতুন বাদী হয়ে ৮৯ জনের নামে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই আবুল কাশেম ২০১৪ সালের ২৪ অক্টোবর আদালতে ৫৪ জনের নামে চার্জশীট প্রদান করেন। এজাহারে বর্ণিত আসামীদের মধ্যে পুরাতন সাতক্ষীরার আনোয়ার হোসেন চান্দু আমার বাবাকে হত্যা করার জন্য খুনি ভাড়া করে শিল্পকলা একাডেমীতে পৌছে দিয়ে পালিয়ে যান। আসামী সোহেল আহম্মেদ মানিক, ফারুক ড্রাইভার, আইনুল ইসলাম নান্টা, হিমু, কামরুল দর্জি, আইয়ুব, কামরুজ্জামান ভুট্টো, আনিছ, মাছুম বিল্লাহ শাহিন, কামরুজ্জামান কামু, তুহিন গাজী, মীর তাজুল ইসলাম রিপন, শিবলু, আব্দুল কাদের বাচ্চু, নুর মুহাম্মদ পাড়, অহেদ মাস্টারসহ চার্জশীট ভুক্ত আসামীরা আমার পিতাকে খুন করে বা খুন করার উৎসাহিত করে। আদালতে স্বাক্ষীর শুনানী চলছে।
তিনি বলেন, আমার পিতা হত্যা মামলার আর্জি লেখার সময় আমি, আমার মা, আমার চাচু যাদেরকে আমার পিতা নিজের জীবনের চেয়ে বেশী ভালো বাসতেন তাদের কাউকেই বিএনপি নেতারা ওই সময় স্বাক্ষী হতে দেয়নি। তাই মামলাটি যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয় সে জন্য উক্ত মামলায় পুনরায় স্বাক্ষী হওয়ার জন্য আমি, আমার মা ও আমার চাচু আবেদন জানিয়েছি আদালতে। আর এই আবেদন করার কারনে আসামীরা মোটা অংকের অর্থের বিনিময়ে এই মামলার স্বাক্ষীদের ম্যানেজ করে আমাদের হত্যাসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির হুমকি প্রদর্শন করছে। যে কারনে আমার পিতা হত্যার সঠিক বিচার নিয়ে আমরা সংশয়ে আছি। আর এ কারনে আমি আমার পিতার কন্যা হিসেবে আমার পিতাকে যারা হত্যা করেছে তাদেও সঠিক বিচার দাবী করছি এবং আমার পরিবারের নিরাপত্তার দাবীতে পুলিশসুপারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, নিহত আমানের স্ত্রী হোসনে আরা শিরীন, তার দ্বিতীয় স্বামী কলারোয়া উপজেলার শফিকুল ইসলাম, পুরাতন সাতক্ষীরার এলাকার আব্দুল কাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা নারকেলতলা-আখড়াখোলা সড়কে ধান চাষ!

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা-নারিকেলতলা সড়কে এবার বিক্ষুদ্ধ জনতা ধানের চারা রোপন করেছেন। সড়কটি দীর্ঘ ৪/৫ বছরেও সংস্কার না হওয়ার এলাকার কয়েকজন যুবক সম্প্রতি প্রতিবাদ স্বরূপ ধানের চারা রোপন করেন। তারা জানান, দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় এটি এখন বোঝার উপায় নেই যে, এটি সড়ক না ফসলের জমি। ৩ ইউনিয়ানের শহরের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হলো এই সড়ক। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় বর্তমানে সড়ক দিয়ে সরাসরি যোগযোগ বন্ধ আছে। স্থানীয় সরকার বিভাগের গাফিলতির কারণে সড়ক সংস্কার না হওয়ায় সরকারের ভাবমুতিও ক্ষুন্ন হচ্ছে বলে স্থানীয়রা মনে করেন।
স্থানীয় সূত্র জানান, প্রায় প্রতি বছরের বর্ষা মৌসুমে আখড়াখোলা থেকে নারিকেলতলার মধ্যকার আখড়াখোলা ও উত্তর দেবনগর সড়কের উপর পানি জমে থাকতে দেখা যায়। এ বছরও এর ব্যতিক্রম হবে না। গত বছর প্রায় ২-৩ মাস সড়কটি পানিতে ডুবে থাকার পর বর্তমানে সেখানে ঘাস জন্মেছে। সড়কর পিচের নিচের মাটি উঠে গেছে। ফলে সেখানে ঘাস জন্মানোই স্বাভাবিক। গত প্রায় এক যুগ ধরে সড়কটির বেহাল দশা। কিন্তু সংস্কারের অভাবে সড়কটি আজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় দেবনগরের বাসিন্দা নব কুমার বলেন, এই অঞ্চলের ৩ ইউনিয়নের প্রায় ১২-১৫ গ্রামের বাসিন্দারা এই ছাল-চামড়াহীন, খানা-খন্দকে ভরা সড়কটি দিয়ে প্রতিনিয়তই যাতায়াত করে থাকেন। কিন্তু বর্তমানে সড়কটি দিয়ে যাতায়াত করা একেবারেই দায় হয়ে পড়েছে। তবুও ঝুঁকি নিয়ে চলছে ইঞ্জিন চালিত ভ্যান, ব্যাটারী চালিত ভ্যান, রেন্ট-এ মোটর সাইকেল সহ বাইসাইকেল। প্রতিনিয়তই ঘটে দূর্ঘটনা। যেমনঃ ভ্যান খানা-খন্দকের কারণে উল্টে পড়ে, মোটর সাইকেল, বাইসাইকেল পিছলে পড়ে জনগণ আহত হচ্ছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সদর উপজেলার আখড়াখোলা থেকে নারিকেলতলা সড়কে গত ১ যুগ আগে পিচ দেওয়া হয়। কিন্তু গত ৪-৫ বছরের বেশি সময় ধরে সড়কটির অবস্থা ভয়াবহ হতে থাকে। গত ২-৩ বছরে যা মারাত্মক ভয়বহ অবস্থার রুপ নিয়েছে।
সেখানে গিয়ে দেখা যায়, সদরের থানাঘাটা মোড় থেকে নারিকেলতলা পর্যন্ত সড়কটির করুণ অবস্থা। সড়কের ছাল-চামড়া নেই বললেই চলে। সড়কের বেশ কিছু দূর সড়কটি নিচু হওয়ার কারণে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় যাতায়াতের সময় যাতায়াতকারীদের পোশাক নোংরা হতে দেখা যায়।
অন্যদিকে, থানাঘাটার মোড় থেকে আখড়াখোলা সড়কের বিভিন্ন অংশে খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মথুরাপুর বাজার থেকে উত্তর দেবনগর বিল পর্যন্ত সড়কে খানা খন্দকে ভরা। দেবনগর চারা বটতলা সংলগ্ন জামে মসজিদের পাশে এতোটাই গর্ত যে পিচের নিচের মাটি দখা যাচ্ছে। আর এই বর্ষা মৌসুমে অল্প বৃষ্টি হলেই গর্তটি পানিতে ভরে ছোট-খাটো পুকুরে পরিণত হয়। এছাড়াও ছোট-বড় অনেক গর্ত রয়েছে।
সবচেযয়ে করুন অবস্থা দেবনগরের বিলের সড়ক। সড়কের উপর পিচ নেই বললেই চলে। এমনকি সড়কর এক পাশ বসে গিগে বড় বড় ড্রেনের সৃষ্টি হয়েছে। অনেকে এটাকে ছোট / সরু খালের সাথে তুলনা করছেন। আর বর্ষা মৌসুম এলেই সড়কটি বিলের পানিতে একাকার হয়ে যায়। বিলের নিকটস্থ সড়কের পাশে ২০০৫ সালে স্থাপিত হয় ‘ আখড়াখোলা আইডিয়াল কলেজ’। এমনকি পার্শ্ববর্তী সুনামধণ্য বিদ্যাপীঠ বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, আখড়াখোলা বাজার, বালিকা বিদ্যালয় পৌঁছাতে চরম দূর্ভোগ পোহাতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। আর এই স্থানেই ধানের চারা রোপন করেন কতিপয় যুবক। তারা জানান, সড়কের টেন্ডার ৬/৭ মাস আগে হয়েছে। কিন্তু কাজ করছে না। ফলে সরকারের ভাবমুতি ক্ষুন্ন হচ্ছে।
স্থানীরা আরো জানান, আমরা ছাত্র সমাজ সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এই সড়কটি ব্যবহার করি। কিন্তু সড়টি দীর্ঘ দিন যাবত সংস্কারের অভাবে পড়ে আছে। সড়কটি দিয়ে ঝাউডাঙ্গা, বল্লী, লাবসা ইউনিয়নের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ প্রতিনিয়তই যাতায়াত করে। সংস্কার না করায় দিন দিন সড়কটি পরিত্যাক্ত হচ্ছে।
এ বিষয়ে সরকার প্রশাসন সবই জানেন। সদর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্জ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবিকে বার বার অবহিত করা শর্তেও সড়কটির সংস্কারের কাজ বাস্তবায়িত হচ্ছে না। ফলে সরকারের উন্নয়ন বাধাগ্রস্থা হচ্ছে বলে স্থানীয়রা আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে রিভলবার ও গুলিসহ বুলি মেম্বর আটক

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের অভিযানে দেশীয় লোহার তৈরী রিভলবার ও ২ রাউন্ড রিভলবারের গুলিসহ রফিকুল ইসলাম ওরফে বুলি মেম্বরকে গ্রেফতার করা হয়েছে। আশাশুনি থানা সূত্রে জানাগেছ, আশাশুনি থানা পুলিশ কর্তৃক অবৈধ অস্ত্র-গুলি ও বিষ্ফোরকদ্রব্যাদী উদ্ধারের লক্ষ্যে আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনজুরুল হাসান, এএসআই মাহাবুব হাসান, এএসআই স্বরজিৎ বিশ্বাস সঙ্গীয় ফোর্স কুমারেশ মন্ডল এর সহায়তায় প্রতাপনগর ইউনিয়নেরর কুড়িকাহুনিয়া গ্রামের মৃত: আ: খালেক মোড়লের পুত্র ইউনিয়ন যুবদল সভাপতি মো: রফিকুল ইসলাম ওরফে বুলী মেম্বর (৪৫) কে আশাশুনি থানাধীন কুড়িকাহুনিয়া তালতলা বাজার থেকে রুইয়ার বিলে যাওয়ার রাস্তায় বাহাদুর হাওলাদারের পুকুরের সামনে ইটের সলিং এর উপর হতে ১টি দেশীয় লোহার তৈরি রিভলবার ও ০২ (দুই) রাউন্ড রিভলবারের গুলি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র-আইনে আশাশুনি থানার মামলা নং-২(০৯)১৮ রুজু করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে আশাশুনি থানা সহ দেশের বিভিন্ন থানায় নাশকতা ও অস্ত্র মামলা সহ বিভিন্ন ধারায় বেশ কয়েকটি মামলা রুজু আছে। অপরদিকে পৃথক অভিযানে এএসআই মাহাবুব হাসান সঙ্গীয় ফোর্স সহ এসসি-৭৩/১৬ (ওয়ারেন্ট) এর আসামী মোঃ মোক্তার মাসুম আবেদীন (মন্টু) সরদার, পিতা-মৃত ফজলু সরদার, গ্রাম-শ্রীউলা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে রবিবার রাত দেড় টায় সময় নিজ বাড়ী হইতে গ্রেফতার করা হয়। সোমবার সকালে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় উপজেলা সদরে মল্লিকা রেস্তোরার উদ্বোধন

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা সদরে মল্লিকা রেস্তোরার উদ্বোধন সোমবার সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদের মার্কেটের পাশে উক্ত রেস্তোরাটির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। আধুনিকভাবে তৈরী নতুন সাজে সজ্জিত মল্লিকা রেস্তোরি পরিচালনার দায়িত্বে আছেন আব্দুস সালাম ও সাদ্দাম হোসেন নামের দুই সহোদর। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি ভাল মানের খাবার পরিবেশন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী না করার জন্য রেস্তোরা পরিচালনাকারীদের প্রতি আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ কোন ধরনের বাসি ও স্বাস্থ্য হানিকর কোন খাবার পরিবেশন না করা এবং সকল ক্রেতাদের প্রতি সুব্যবহার করার জন্য রেস্তোরা পরিচালনাকারীদের প্রতি নির্দেশনা দেন। এসময় বাংলাদেশ আঃলীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আফছার আলী বাবলু, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক আকতার হোসেন ডাবলু, সাংবাদিক কে.এম রেজাউল করিম সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় গ্রীষ্মকালীন ৪৭তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট। এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা থানার এসআই মামুন শরিফ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, টাউনশ্রীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় টাউনশ্রীপুর হাইস্কুল ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে খেলায় টাউনশ্রীপুর হাইস্কুল ২-০ গোলে জয়লাভ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আব্দুল আলিম: শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলায় নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় বিকাল ৪ টায়
ঈশ্বরীপুর ইউনিয়ন বনাম আটুলিয়া ইউনিয়নের মধ্যেকার খেলা অনুষ্ঠিত হয়। প্রথম হাফে ১-১ গোলে সমতা থাকে। দ্বিতীয় হাফে ৩ গোল করে এগিয়ে যায় ঈশ্বরীপুর ইউনিয়ন। ৪-১ গোলে জয় লাভ করে ঈশ্বরীপুর ইউনিয়ন।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, এস.এম. জগলুল হায়দার। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার, মো: কামরুজজামান, আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার সুজন সরকার, ঈশ্বরীপুর ইউ,পি চেয়ারম্যান শুকর আলি, আটুলিয়া ইউ,পি চেয়ারম্যান আবু সালেহ বাবু, নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নোয়াবেঁকি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখ্যার্জি, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সত্তার, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাঃ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুন্ম সাধারন সম্পাদক আব্দুল আলিম, খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আলমগীর হোসেন, জাহাঙ্গীর কবীর, সোহাগ হোসেন।

ম্যাচ সেরা খেলোয়ার হয় ঈশ্বরীপুর ইউনিয়নের রিজভী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেল থেকে ৪০০ বন্দি উধাও

বিদেশের খবর: লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণীয় শহরের ‘আইন জারা’ নামক একটি কারাগার থেকে অন্তত ৪৪০ বন্দি গেছেন। এ ঘটনার জেরে লিবিয়ার সরকার শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সুযোগে কারাগারের বন্দিরা জেলখানার দরজা ভেঙে সদলবলে বেরিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, কারাগারের নিরাপত্তারক্ষীরা প্রাণভয়ে পলায়নরত বন্দিদের বাধা দেয়ার চেষ্টা করেননি। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের জের ধরে লিবিয়ার জাতিসংঘ-সমর্থিত সরকার নগরীতে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে।
আইন জারা কারাগারে আটক বন্দিদের বেশিরভাগ সাবেক লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুসারী বলে জানা গেছে। ২০১১ সালে গাদ্দাফি বিরোধী গণঅভ্যুত্থানের সময় এসব ব্যক্তি বিক্ষোভ দমন করতে গিয়ে বহু মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
২০১১ সালের শেষ দিকে গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় সহিংসতা অব্যাহত রয়েছে। গাদ্দাফি সরকারের পতনের পর দেশটিতে বহু সশস্ত্র গোষ্ঠীর জন্ম হয় এবং এসব গোষ্ঠী এক একটি এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে। বর্তমানে জাতিসংঘ-সমর্থিত একটি সরকার রাজধানী ত্রিপোলির ক্ষমতায় থাকলেও লিবিয়ার বেশিরভাগ এলাকা সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ করছে। -বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওভাল টেস্ট শেষে অবসরে অ্যালিস্টার কুক

খেলার খবর: ভারতের বিপক্ষে ওভাল টেস্ট শেষেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিয়েছেন অ্যালিস্টার কুক। ফলে মাত্র ৩৩ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন কুক।
আগামী ৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ওভালে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। ইতোমধ্যেই ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা। তবে কুকের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচে জয় উপহার দিতে পারে কি না সেটাই দেখার বিষয়।
অ্যালিস্টার কুক ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত ১৬০ টেস্ট ম্যাচ খেলেছেন। ক্যারিয়ারে ৩২টি সেঞ্চুরিসহ ১২ হাজার ২৫৪ রান করেছেন কুক। টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।দেশকে নেতৃত্ব দিয়েছেন রেকর্ড ৫৯ টেস্টে।
বিদায়বেলায় কুক বলেন, ‘আমার আর কিছু দেয়ার বাকি নেই। যতটা অর্জন করতে পেরেছি, সেটা আমার ভাবনারও বাইরে। দীর্ঘ সময় ধরে ইংল্যান্ডের কয়েকজন গ্রেটের সঙ্গে খেলতে পেরেছি, এটা আমার জন্য সম্মানের।’
শুধু ইংল্যান্ডের নয়। টেস্ট ইতিহাসেরই সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ষষ্ঠ অবস্থানে আছেন কুক। ওপেনার হিসেবে টেস্টে ১১ হাজার ৬২৭ রান করেছেন, যেটিও আবার এক রেকর্ড।
তবে চলতি বছরটা একদমই ভালো কাটেনি কুকের। ১৬ ইনিংসে রান করেছেন মাত্র ১৮.৬২ গড়ে। ভারতের বিপক্ষে চলতি সিরিজে একটি ফিফটিও পাননি। সমালোচকদের মুখটা তিনি বন্ধ করলেন অবসরের মতো কঠিন সিদ্ধান্তে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest