সর্বশেষ সংবাদ-
দেবহাটায় পুলিশ সদস্যের অবসরজনিত বিদায়ী সংবর্ধনাদেবহাটায় এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে অমানুষিক নির্যাতনসাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কবির হোসেনের যোগদাননূরনগর ইউনিয়নবাসীর জন্য সমাজসেবক লিটনের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুসারসা বাহরুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ  মৃত্যুঞ্জয় কুমার ও আবু তাহেরের নেতৃত্বে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণাখালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াসাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশ

গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্ম দিলেন তরুণী!

ভিন্ন স্বাদের খবর: ‘মাতৃত্ব’ প্রতিটি নারীর জীবনে সবচেয়ে প্রত্যাশিত ঘটনা। স্বামী না থাকলে সেটা কঠিন। তবে অসম্ভব নয়। কারণ বর্তমান চিকিৎসা বিজ্ঞান সেই কাজটি সম্ভব করতে পেরেছে। ভারতে সেরকম উপায় অবলম্বন করেই মাতৃত্বের স্বাদ লাভ করলেন এক তরুণী।

স্বামীর মৃত্যু হয়েছে তিন বছর আগে। তাঁরই সন্তানের জন্ম দিলেন স্ত্রী। লড়াইটা খুব সহজ ছিল না সুপ্রিয়া জৈনের। বিয়ের পাঁচ বছর পরেও সন্তান না হওয়ায়, সংরক্ষিত শুক্রাণু থেকেই আইভিএফ পদ্ধতিতে চিকিৎসা শুরু করেছিলেন বেঙ্গালুরুর দম্পতি গৌরব আর সুপ্রিয়া। আচমকাই ২০১৫ সালের আগস্টে, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান গৌরব।

স্বামীর মৃত্যুর পরে অনিদ্রা গ্রাস করেছিল তাঁকে। তখন ব্লগ লেখা শুরু করেন তিনি। দিশাহারা হলেও তাঁর সন্তানকে পৃথিবীতে আনতে চেয়েছিলেন মার্কেটিং প্রফেশনাল সুপ্রিয়া। নিজের ব্লগে তিনি লেখেন, রাজস্থানে শিকড় রয়েছে তাঁর স্বামীর পরিবারের। গৌরবের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে মরিয়া তিনি। সুপ্রিয়ার ব্লগ পড়ে একজন লেখেন মুম্বাইয়ের যশলোক হাসপাতালের কথা। গৌরবের মৃত্যুর পর বাড়ির কারও সঙ্গে কথা না বলেই চিকিৎসা চালিয়ে যান সুপ্রিয়া। সাহায্য নেন সারোগেসির (বিকল্প মাতৃত্বের)।

বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এর আগে এই হাসপাতালেই জিন এডিটিং করে সুস্থ যমজের জন্ম দিয়েছিলেন এক তরুণী। ক্যান্সার মুক্ত হয়েছিল শিশুর জিন। এবার বিশেষজ্ঞ চিকিৎসক ফিরুজা পারিখের কথা জানতে পারেন সুপ্রিয়া। শুরু হয় চিকিৎসা। বেঙ্গালুরু থেকে সংরক্ষিত শুক্রাণু মুম্বইয়ে এসে পৌঁছয়। তবে আইভিএফ পদ্ধতি বারবার ব্যর্থ হওয়ায় সারোগেসি পদ্ধতি ব্যবহার করেন পারিখ।

এই প্রসঙ্গে আমেরিকার হেনরিফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক পারিজাত সেন বলেন, প্রচলিত আইভিএফ-এ অনেক ওষুধ ও প্রচুর ইস্ট্রোজেন হরমোন ইঞ্জেকশন প্রয়োগ করে ডিম্বাশয়ে ১০-১২ বা তারও বেশি ফলিকল বা ডিম তৈরি করা হয়। তার মধ্যে অন্তত ৫-৬টি গবেষণাগারে বিশেষ পদ্ধতিতে নিষিক্ত করে ভ্রূণ প্রস্তুত করা হয়। ২-৩টি ভ্রূণকে গর্ভে স্থাপন করা হয়। তার পরেও সাফল্যের হার হয় মাত্র ৪০-৪৫ শতাংশ।

ড. পারিখ বলেন, ‘‘এই পদ্ধতিতে প্রচুর হরমোন প্রয়োগের ফলে গর্ভপাতের আশঙ্কাও ছ্লি। বিকলাঙ্গ সন্তান জন্ম ছাড়াও ভ্রূণের মানের উপরেও প্রভাব পড়ার আশঙ্কা ছিল। কিন্তু শেষবারের মতো চেষ্টা করি। তখনই আসে সাফল্য।’’

সুপ্রিয়া ইন্দোনেশিয়ার বালিতে ছিলেন, তখনই পুত্র সন্তান জন্মানোর খবর পান তিনি। সারোগেসি পদ্ধতিতে গৌরবের সন্তানের মা হতে পেরে সবচেয়ে বেশি খুশি তিনি, জানান সুপ্রিয়া। জৈন পরিবারে এখন আনন্দের ঢল। ছেলেকে দেখতেও নাকি তাঁর স্বামীর মতোই, এমনটাই বলেন সুপ্রিয়া। সূত্র: আনন্দবাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ফিলিস্তিনকে ইসরায়েলের জন্য জ্বলন্ত ভূখণ্ডে পরিণত করুন’

বিদেশের খবর: ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের অব্যাহত দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি মুক্তি আন্দোলন বা পিএলও’র কেন্দ্রীয় পরিষদকে তিনি এ আহ্বান জানান।

মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডকে জ্বলন্ত অবস্থায় রাখতে হবে। অনেকটা আপোষকামী নেতা হিসেবে পরিচিত মাহমুদ আব্বাসের কড়া ভাষার এই বক্তব্যকে নজিরবিহীন মনে করা হচ্ছে।

ফিলিস্তিনের হামাস ও জিহাদ আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই সংগ্রামের পথ বেছে নিলেও মাহমুদ আব্বাস বহু বছর ধরে কথিত শান্তি আলোচনার পথে হেঁটেছেন। কিন্তু তিনি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’কেও প্রত্যাখ্যান করছেন।

গতকাল শনিবার কনভেনশনে তিনি বলেছেন, ডোনাল্ড প্রশাসন হচ্ছে ইসরাইলি দখলদারিত্বের অংশীদার; তারা সমস্যার অংশ, সমাধানের অংশ নয়।

তিনদিনের এ সম্মেলন থেকে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি প্রত্যাখ্যান করা হয়েছে। জাতীয় পরিষদ বলেছে, ফিলিস্তিন বিষয়ে ট্রাম্প যে নীতি নিয়েছেন তা প্রতিরোধ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রক্তদাতার উপকারিতা

স্বাস্থ্য কণিকা: রক্ত ছাড়া বেঁচে থাকার কথা ভাবা যায় না। দুর্ঘটনায় রক্তক্ষরণ হলে, অস্ত্রোপচারের সময়, রক্তস্বল্পতা হলে-ইত্যাদি ক্ষেত্রে অনেক সময় রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে।
নির্দিষ্ট সময়ের ব্যবধানে রক্ত দিলে শরীরের ক্ষতি হয় না, বরং শরীরের জন্য উপকারী। কারণ, এমনিতেই রক্তের লোহিত কণিকাগুলো চার মাস পরপর স্বাভাবিকভাবেই ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় বা ক্ষয় প্রাপ্ত হয়।
১৮ বছর বয়স থেকে ৬০ বছর পর্যন্ত একজন মানুষ রক্ত দিতে পারবে। রক্তদাতার ওজন হতে হবে ৫০ কেজি বা ১১০ পাউন্ড। একবার রক্তদানের দুই মাস পরই একজন ব্যক্তি আবার রক্তদান করতে পারবেন।
রক্তদান করলে রক্তদাতার কী উপকার হয়?
১. রক্তদান করলে উচ্চ রক্ত চাপের ঝুঁকি কমে।
২. স্ট্রোকের ঝুঁকি কমে।
৩. শরীরে অতিরিক্ত কোলেস্টেরল থাকলে তাও কমে যায়।
৪. অনেক সময় রক্তদাতার বড় পাওনা- অসহায় বিপন্ন মানুষের জীবন বাঁচানো। সামাজিকভাবেও বিশেষ মর্যাদা পান। গ্রহীতা চিরদিন ঋণী থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হু আর ইউ? : আমেরিকাকে দুতের্তে

বিদেশের খবর: সামরিক বাহিনীকে আধুনিকায়নের প্রচেষ্টায় বাধা দেয়া এবং রাশিয়া থেকে সাবমেরিন কেনার বিরোধিতা করার জন্য আমেরিকাকে তীব্র ভর্ৎসনা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

মার্কিন সরকারকে উদ্দেশ করে তিনি বলেছেন, আমাদের হুঁশিয়ারি দেয়ার আপনি কে? এভাবেই কী আপনি মিত্রদের সঙ্গে ব্যবহার করেন এবং আপনি কী চিরদিনের জন্য আমাদের সঙ্গে থাকতে চান?

ফিলিপাইনের নিজের শহর দাভাওয়ে শুক্রবার এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট দুতের্তে।

তিনি আরও বলেন, ফিলিপাইন যদি আমেরিকা থেকে সাবমেরিক কিনতো তাহলে হেলিকপ্টারের কেনার মতোই তা বিলম্বিত হতো।

তিনি আরও অভিযোগ করেন, আমেরিকা ম্যানিলার কাছে ব্যবহার করা পুরনো অস্ত্র বিক্রি করে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী রানডাল শ্রীভার রাশিয়া থেকে সাবমেরিন কেনার বিষয়ে ম্যানিলাকে সতর্ক করেছেন। এর একদিন পর দুতের্তে আমেরিকার বিরুদ্ধে কড়া ভাষায় এসব কথা বললেন।

তিনি বলেন, কেন আপনারা এশিয়ার অন দেশগুলোকে থামান না? আপনারা কেন আমাদের ঠেকাচ্ছেন? আপনারা আমাদের পেছনে থাকতে চান অথচ ভিয়েতনামের হাতে রয়েছে সাতটি সাবমেরিন, মালয়েশিয়ার আছে দুটি এবং ইন্দোনেশিয়ার হাতে আছে ৮টি। শুধুমাত্র আমাদের হাতে কোনো সাবমেরিন নেই। আপনারা আমাদের সাবমেরিন দেননি।

রাশিয়া কয়েকদিন আগে ফিলিপাইনকে ডিজেল-ইলেক্ট্রিক কিলো-ক্লাস সাবমেরিন বিক্রির প্রস্তাব দিয়েছে। এজন্য প্রয়োজনীয় ঋণ দেয়ার কথাও জানিয়েছে মস্কো যা কয়েক বছর ধরে শোধ করা যাবে। প্রস্তাবটি বিবেচনা করছে ফিলিপাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে বিদ্যুৎ পেল তালার দোহার গ্রামের মানুষ

তালা প্রতিনিধি: স্বাধীনতার ৪৭ বছর পর বিদ্যুতের আলো পেল সাতক্ষীরা তালা উপজেলার দোহার গ্রামের মানুষ। প্রথম ধাপে ৯০টি পরিবারের মধ্যে এই বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় উপজেলা জালালপুর ইউনিয়নের দোহার পশ্চিম পাড়ায় বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন করেন স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ি ১৫ লক্ষ ৯২ হাজার ৪ শ’ টাকা ব্যয়ে ১.৩২৭ কিমি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাশ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেস ক্লাবে সভাপতি প্রণব ঘোষ বাবলু, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, ওয়ার্কার্স পার্টি নেতা আয়ুব আলী সানা, সমাজসেবক জলিল মোড়ল,শামীম মোড়ল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদে চঞ্চল চৌধুরীর ‘ভাগের মা’

বিনোদনের খবর: চঞ্চল চৌধুরী অভিনীত এবারের ঈদে বিশেষ নাটক ‘ভাগের মা’। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস ও পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে চঞ্চল চৌধুরী সাথে আরো অভিনয় করেছেন, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, শাহনাজ খুশী, শিরিন আলম, মাসুদ রানা মিঠু, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, মাসুদ হারুন প্রমুখ ।
নাটকটির গল্পে দেখা যায়, লেকু ও ছেকু দুই ভাই। পাশাপাশি ঘরে বসবাস হলেও বাড়ি ও জমিজমা নিয়ে দু’পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ছোটভাই লেকু চায় বাড়ির উঠানে কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা হয়ে যেতে। প্রস্তুতিও চলে সেভাবে। কিন্তু বাধ সাধে ছেকু। তিনি কোনভাবেই এটি চান না। অবশেষে গ্রামের লোকজনের মধ্যস্থতায় সম্পদের ভাগাভাগির বিষয়টি সমাধান হয়। কিন্তু তাদের মায়ের দায়িত্ব কে নেবেন ? এ নিয়ে তৈরি হয় নতুন সমস্যা। তাহলে কি মাকেও জমিজমার মতো ভাগ করা হবে? কে ই বা নেবে তার দায়িত্ব? এ নিয়ে চলতে থাকে সিদ্ধান্তহীনতা। এ ভাবেই এগিয়ে চলে ‘ভাগের মা’ নাটকের গল্প। নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ১১টায় গাজী টিভিতে প্রচারিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্তকে শতভাগ চোরা-চালান মুক্ত শীর্ষক আলোচন সভা
 হোসেন আলী,কাকডাঙ্গা
 সাতক্ষীরা জেলার (বর্ডার) সীমান্তকে শতভাগ চোরা-চালান মুক্ত করার লক্ষে স্থানীয় কলারোয়ার কাকডাঙ্গা বি জি বি ক্যাম্প গোল চত্বর প্রাঙ্গণে অনুষ্ঠিত  শনিবার বিকাল ৫ ঘটিকায় আলোচনা সভায় রাজনৈতিক প্রতিনিধি সহ এলাকা বাসীর সহযোগীতা চাইলেন ৩৩ বি জি বি অধিনায়ক লেফ্টানেন্ট কর্ণেল মোস্তাফিজুর রহমান সরকার। এসময় উপস্থিত ছিলেন কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, ইউ পি সদস্য ইয়ার আলী, মহিদুল ইসলাম, সামসুর রহমান, আলহাজ নজরুল ইসলাম, আবুল কাশেম, রফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, মজিবর রহমান, অত্র ইউনিয়নের গ্রাম পুলিশ বৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশাজীবি ব্যক্তি সহ এলাকার সুধীজনেরা।
প্রধান আলোচকের বক্তব্যে ৩৩ বিজিবি অধিনায়ক লেফ্টানেন্ট কর্ণেল মোস্তাফিজুর রহমান সকলের উদ্দেশ্যে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার সার্থে সীমান্ত দিয়ে চোরা-চালান প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক মুক্ত সমাজ গঠনে যে মহৎ পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়নের লক্ষে চোরা-চালান বন্ধ করা অপরিহার্য। আপনাদের এলাকায় চোরাকারবারির সাথে যারা  জড়িত তাদেরকে সতর্ক করবেন এবং চোরা-চালান দমন করতে বিজিবিকে সর্বদা সহযোগীতা করবেন।
ইউ পি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বিজিবির উদ্দেশ্যে বলেন, চোরা-চালান প্রতিরোধ অভিযানে সাধারন নিরাপরাধ মানুষ যেন কোনভাবে হয়রানি না হয় সে দিকে আপনারা  গুরুত্ব দিবেন। ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান বলেন, বন্ধুর মত পাশে থেকে বিজিবিকে আমরা চোরাকারবার প্রতিরোধে সহযোগীতা করব
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফারুকীর নাটকে আরজে মম

বিনোদনের খবর:  গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নাটকে অভিনয় করেছেন আরজে মম। নাটকটিতে শিউলি চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের সম্ভাবনাময় এই অভিনেত্রী। ভাই-ব্রাদার সিরিয়ালের ‘আয়েশা’ নামের এই দুই পর্বের নাটকটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এবং ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে।
এ প্রসঙ্গে মম বলেন, ‘আরো আগে থেকেই ফারুকী ভাইয়ের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। প্রথম ফারুকী ভাইয়ের পরিচালনায় একটা বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়েছিলাম যেটি অনেক জনপ্রিয় হয়। ফারুকী ভাইয়ের টিমে কাজ করার ফলে আমি নিত্য-নতুন অনেক কিছু শিখতে পারছি যা আমার ক্যারিয়ারকে সমৃদ্ধ করছে।’
মিডিয়াতে অনেকদিন ধরেই কাজ করছেন আরজে মম। এফএম রেডিওতে তার শো’গুলো ব্যাপক শ্রোতাপ্রিয়।
নাটক, শর্টফিল্ম, বিজ্ঞাপনচিত্র, রেডিও শো ও মডেলিং সব মিলিয়ে দারুণ ব্যস্ত এই গুণী মানুষটি আরও বলেন, ‘সব সময় ভালো ভালো কাজ দর্শক ও শ্রোতাদের উপহার দিতে চাই। এর জন্য আমি সর্বোচ্চ পরিশ্রম করতে রাজি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest