সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কবির হোসেনের যোগদাননূরনগর ইউনিয়নবাসীর জন্য সমাজসেবক লিটনের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুসারসা বাহরুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ  মৃত্যুঞ্জয় কুমার ও আবু তাহেরের নেতৃত্বে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণাখালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াসাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশExploring the Flavorful Journey of Ground Beef Enchiladasজেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

সাতক্ষীরায় হুমকির মুখে দেড় হাজার স্কুল শিক্ষার্থীর লেখাপড়া

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় তিনটি প্রাইমারি স্কুলের জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্কুলগুলো হচ্ছে কলারোয়া উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ উপজেলার সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্যামনগর উপজেলার নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিষয়টি নিরসনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল অমীন গত ১৬ আগস্ট ১৭২২/১(১০) নং স্মারকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং মহাপরিচালক বরাবর পত্র দিয়েছেন। পত্রের মর্মানুযায়ি জানা গেছে, কলারোয়া উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচির ও গেট নির্মাণে বাঁধা দিচ্ছে স্থানীয় একটি মহল। স্কুলের মাঠে এলাকার মানুষ ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার নামাজ আদায় করেন। স্কুলের সীমানা প্রাচির নির্মিত হলে সেখানে ঈদের নামাজের স্থান আরো সুরক্ষিত থাকবে। ঈদের সময় স্কুল ছুটি থাকে। ফলে ঈদের নামাজ আদায়ে স্কুলের মাঠ ব্যবহারে কোন সমস্যা নেই। কিন্তু এলাকার একটি বিশেষ মহল ঈদের নামাজের দোহাই দিয়ে স্কুলের সীমানা প্রাচির নির্মাণে বাঁধা দিচ্ছে।
এদিকে কালিগঞ্জ উপজেলার সাদপুর প্রাইমারি স্কুলে খেলার মাঠ বাদ রেখে সেখানে অবৈধভাবে দেয়াল নির্মাণ করছে একটি মহল। স্কুলের দুটি গাছও জোর করে কেটে নিয়েছে তারা। ফলে এ স্কুলের শিক্ষার পরিবেশ হুমকির মুখে পড়েছে বলে জানান শিক্ষা অফিসার।
এদিকে শ্যামনগর উপজেলার নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে সেখানে প্রাচির নির্মাণ করছে হাইস্কুল কর্তৃপক্ষ। ফলে সেখানেও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসির বরাত দিয়ে শিক্ষা অফিসার জানান, জেলার তিন উপজেলার তিনটি প্রাইমারি স্কুলের প্রায় দেড় হাজার শিক্ষার্থীর লেখাপড়া হুমকির মুখে। স্থানীয় দলাদলির মুখে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যত আজ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে প্রাথমিক শিক্ষায় ব্যাপক ক্ষতি হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ শেষের দিক দিয়ে অষ্টম

খেলার খবর: বিশ্ব ফুটবল র‌্যাংকিংয়ে অষ্টম স্থান অধিকার করেছে বাংলাদেশ। তবে শুরু দিক দিয়ে নয়, শেষের দিক দিয়ে। বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অবস্থা সেই আগের মতোই গুরুতর। ২০১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান র‌্যাংকিংয়ের ১৯৪তম স্থানে। এশিয়ার দুই দেশ শ্রীলঙ্কা আর পাকিস্তান আছে বাংলাদেশের পেছনে।
বিশ্বকাপের পর বৃহস্পতিবার প্রথমবারের মত র‌্যাংকিং ঘোষণা করে ফিফা। গত আসরের চ্যাম্পিয়ন জার্মানি রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। ফলে শীর্ষ স্থানচ্যুত হয়ে ১৫তম স্থানে নেমে গেছে জোয়াকিম লোর দল। অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগে সপ্তমস্থানে ছিল ফ্রান্স। এর আগে ২০০১ সালের মে মাসে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ফরাসিরা। ২০০২ সালের মে মাস পর্যন্ত তাদের এই অবস্থান বজায় ছিল। ২০১০ সালের সেপ্টেম্বরে সর্বনিম্ন র‌্যাংকিং ২৬ নম্বরে নেমেছিল ফরাসিরা।
রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম রয়েছে র‌্যাংকিংয়ের দ্বিতীয়স্থানে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে তৃতীয়স্থানে। চতুর্থস্থানে রয়েছে বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া। পঞ্চম থেকে দশম পর্যন্ত রয়েছে যথাক্রমে- উরুগুয়ে, ইংল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক। ১১তম স্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রতিবেশী ভারত রয়েছে র‌্যাংকিংয়ের ৯৬তম স্থানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাগ্য পরিবর্তনে মালয়েশিয়ায় গিয়ে লাশ হয়ে ফিরলো সাতক্ষীরার লুৎফর

নিজস্ব প্রতিবেদক ঃ ভাগ্য পরিবর্তন ও সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে জমিজমা বিক্রি করে নির্মাণ শ্রমিক হয়ে লুৎফর রহমান ১২ বছর আগে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তার সুখের সংসার। সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ আকস্মিক এক দূর্ঘটনায় তাদের সুখের সংসারে নেমে এসেছে দুঃসহ বেদনা। গত ১১ আগষ্ট নিজ কর্মস্থলে কর্মরত অবস্থায় ছাদ থেকে পড়ে গেলে তার সহকর্মীরা তাকে মালয়েশিয়ার সেরামবান শহরে অবস্থিত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ১৫ আগষ্ট না ফেরার দেশে পাড়ি জমান তিনি। শুক্রবার দিবাগত রাত একটার দিকে মালয়েশিয়ার একটি বিমানে তার লাশ ঢাকা শাহাজালাল বিমানবন্দরে আনা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। সেখান শনিবার সকাল ১০ টার দিকে তার লাশ সাতক্ষীরা শহরের গড়েরকান্দার নিজ বাড়িতে আনা হবে। বাদ যোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৎ কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

অনলাইন ডেস্ক: বগুড়ায় স্ত্রীর প্রথম পক্ষের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু জালাল (হিরু) নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার সকালে প্রতিবেশিরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
আবু জালাল হিরু বগুড়া শহরের রহমান নগর এলাকার মৃত হামিদ আলির ছেলে। পেশায় পরিবহন শ্রমিক হলেও বর্তমানে বেকার। তিনি শহরতলীর মধ্য ধাওয়াপাড়ায় ২য় স্ত্রীর সাথে বসবাস করেন।
জানা গেছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় চার বছর আগে গাবতলীর এক নারীকে দ্বিতীয় বিয়ে করে আবু জালাল (হিরু)। ওই নারীর আগের পক্ষের তিনটি সন্তান ছিল। তার মধ্যে ৯ বছর বয়সী মেয়ে ছিল। সে স্থানীয় স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। আবু জালাল হিরু বর্তমানে কোন পেশায় নেই। ২য় স্ত্রী অন্যের বাসা বাড়িতে কাজ করে পুরো সংসার চালায়।
মা অন্যের বাড়িতে কাজ করতে গেলে মেয়েটি একাই বাড়িতে থাকতো। এই সুযোগে মেয়েটির ওপর কু-নজর পড়ে সৎ বাবা জালাল ওরফে হিরুর। একাধিকবার সে সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। অবশেষে বৃহস্পতিবার রাতে আবারও মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি শুক্রবার সকালে জানাজানি হলে প্রতিবেশিরা তাকে আটক করে এবং বেদম মারপিট করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে হিরুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত জালাল ওরফে হিরুর বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চোটের কারণে ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিঁটকে পড়লেন ভুবনেশ্বর কুমার!

খেলার খবর: কোহলির কপালে চিন্তার ভাঁজ ক্রমশই বাড়ছে। প্রথম দুই টেস্টে হেরে সিরিজ হারের আশঙ্কায় ভারতীয় ক্রিকেট দল। ব্যাটসম্যানদের ব্যর্থতা,টেস্টে ভরাডুবি সব মিলিয়ে টিম ইন্ডিয়ার খারাপ সময় চলছে৷ সূত্রের খবর, এবার সিরিজের শেষ দুটি টেস্টে পাওয়া যাবে না ভুবনেশ্বর কুমারকে৷
ইংল্যান্ডের মাটিতে শেষ দুটি টেস্টে ভুবনেশ্বর কুমারকে পাওয়া যাবে, এমনটাই আশা করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আপাতত সেই আশা ভেস্তে গেলো ভুবির মেডিক্যাল রিপোর্ট পেয়ে৷ ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের শেষ দুই টেস্টেও পাওয়া যাচ্ছে না ভুবিকে৷ ভারতীয় বোর্ড সূত্রে খবর, এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ভারতের ‘সুইং স্পেশালিস্ট’। বোর্ডের তরফে জানানো হয়েছে, ভুবি এখনও ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি৷ পুরোপুরি ফিট হতে ভুবির আরও কিছুদিন সময় লাগবে৷
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে কোমরে চোট পেয়েছিলেন ভুবি। তাই প্রথম তিনটি টেস্টে ভুবনেশ্বর কুমারকে দলে রাখেননি নির্বাচকরা। ট্রেন্ট ব্রিজ টেস্টের পরই শেষ দুটি টেস্টের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা৷ ভুবিকে না পাওয়ায় তাঁদের কপালেও চিন্তার ভাঁজ বলা চলে৷ পিঠের চোটের কারণে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন ভুবি৷
ভুবির বোলিংয়ে ভর করেই দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টে ফিরে এসেছিল টিম ইন্ডিয়া। চলতি ইংল্যান্ড সিরিজেও তাই ভুবির দিকে তাকিয়ে ছিলেন কোহলিরা৷ কিন্তু পিঠের চোট ব্যকফুটে ঠেলে দেয় এই সুইং বোলারকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওয়েট লিফ্টিংয়ে ছবি পোস্ট করেছিলেন ভুবনেশ্বর৷ মনে করা হয়েছিল ধীরে ধীরে ফিট হচ্ছেন তিনি৷ ফলে শেষ দুই টেস্টে ভারতীয় বোলিংয়ে ফিরতে পারেন ভুবি। কিন্তু ভুবির মেডিক্যাল রির্পোটে আশার আলো দেখা যাচ্ছে না। পাঁচ টেস্টের সিরিজে বিরাটরা পিছিয়ে ০-২ ব্যবধানে৷ শনিবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু তৃতীয় টেস্ট৷ এই টেস্ট হারলে সিরিজ হারবে ভারতীয় দল৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্কুল শিক্ষিকার প্রেমে পড়েছিলেন সালমান!

বিনোদনের খবর: বলিউড সুপারস্টার সালমান খান জানালেন, স্কুলে পড়ার সময় শিক্ষিকার প্রেমে মজেছিলেন তিনি। তিনি মনে করেন, স্কুলে কেউ শিক্ষিকার প্রেমে পড়েনি, এটা অসম্ভব ব্যাপার। টিভি শো ‘দাস কা দাম–দামদার’-এর একটি পর্বের শুটিং চলাকালে সালমান এসব কথা বলেন।
সালমান খান জানান, যখন তিনি স্কুলে পড়তেন, তখন তিনিও শিক্ষিকার সঙ্গে দুষ্টুমি করতেন। শুধু তা-ই নয়, স্কুল ছুটি হলে সালমান খান তাঁর শিক্ষিকাকে সাইকেলে চড়িয়ে বাসায় দিয়ে আসতেন। সাইকেলের পেছনে যে বসার ক্যারিয়ারটি থাকে, তিনি সেটা খুলে ফেলেছিলেন। কারণ শিক্ষিকাকে তিনি তাঁর সামনে বসাতে চাইতেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এসব তথ্য দেয়।
সালমান খান বলেন, ‘স্কুলে কেউ শিক্ষিকার প্রেমে পড়েনি, এটা অসম্ভব। বেশিরভাগ মানুষই এটা বলতে চায় না। কিন্তু আমি সবার সমানে বলছি, আমি আমার স্কুলের শিক্ষিকার সঙ্গে অনেক দুষ্টুমি করেছি।’
সম্প্রতি ওই শোতে বলিউডের আরেক সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে সালমান অভিনেতা-কমেডিয়ান সুনীল গ্রোভারের জন্মদিন উদযাপন করেন। একটি বিশেষ পর্বের শুটিংয়ের জন্য শাহরুখ সেখানে উপস্থিত হন। ওই দিনই সুনীল গ্রোভারের জন্মদিন ছিল। শুটিংয়ের এক ফাঁকে দুই খানের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটেন সুনীল গ্রোভার।
সুনীল গ্রোভারের আয়োজনে এটা ‘দাস কা দামে’র শেষ পর্ব। সালমান খানের ‘ভারত’ ছবিতেও অভিনয় করছেন সুনীল। ছবিতে সালমান খানের বন্ধুর ভূমিকায় অভিনয় করবেন সুনীল। এ ছাড়া ছবিতে সুনীলের অভিনয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
কালারস টিভিতে সালমান খানের ‘বিগ বস’ শো এখন জনপ্রিয়তার তুঙ্গে। আগামী মাসে পরবর্তী পর্বের জন্যও তিনি শুটিং করেছেন। প্রথম প্রোমোর ভিডিওতে দেখা যায়, শিক্ষক সালমান শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। বিগ বসের ১২তম পর্বটি আগামী ১৬ সেপ্টেম্বর কালারস টিভিতে দেখানো হবে।
সালমান খান এখন ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ইউরোপের দেশ মালটায় দ্বিতীয় পর্বের শুটিং চলছে। আরব আমিরাতের আবুধাবিতেও এ ছবির শুটিং হবে। তা ছাড়া ভারতের পাঞ্জাব ও দিল্লি তো আছেই। আলী আব্বাস জাফর পরিচালিত এ ছবিতে আরো অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি ও টাবু।
ছবিটি প্রযোজনা করছে অতুল অগ্নিহোত্রীর রিল লাইফ প্রডাকশন প্রাইভেট লিমিটেড ও ভূষণ কুমারের টি-সিরিজ। ২০১৯ সালে ‘ভারত’ মুক্তি পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদের আগে মসলার বাজার ফাঁকা, দাম বেড়েছে মাছ-মুরগির

অনলাইন ডেস্ক: ঢাকার কারওয়ান বাজারে মসলার বাজার প্রায় ফাঁকা। বিক্রেতা আছেন, ক্রেতা নেই। দুই ঘণ্টা ধরে সেই বাজারে এদিক-সেদিক ঘুরে মসলার বাজারে ফের উঁকি দিয়েও ক্রেতার দেখা পাওয়া গেল না। শুক্রবার বলেই কি ক্রেতাশূন্য? বিক্রেতারা বলছেন ভিন্ন কথা।
পবিত্র ঈদুল আজহার আগে মসলার বাজার যেভাবে জমে ওঠে, এবার সেভাবে এখনো জমে ওঠেনি। তাঁদের দাবি, মসলার দাম সেভাবে না বাড়লেও, বেশির ভাগ মানুষ বাড়ি চলে যাওয়ায় ক্রেতা কমে গেছে বলে মনে করছেন তাঁরা।
সকালে কারওয়ান বাজারে মসলার পাইকারি বিক্রেতা আবুল বাশার হতাশ কণ্ঠে বলেন, ‘দেখছেন না ক্রেতা নাই, মসলার বিক্রিও নাই।’ তিনি দাবি করেন, ঈদের আগে মসলার দাম যেভাবে বাড়ে, এবার তেমন বাড়েনি। ক্রেতা কম থাকায় তাঁরা চিন্তিত।
বাশার বলেন, দুই ধরনের জিরা পাওয়া যায়। একটি সিরিয়ার, অন্যটি ভারতের। সিরিয়ার জিরার দাম কেজিপ্রতি ৪০০ টাকা ছিল। ভারতের জিরার দাম ছিল ৩২০ টাকা কেজি। দুটো জিরার দামই ২০ টাকা করে বেড়েছে। ছোট এলাচির দাম ছিল ১ হাজার ৭০০ টাকা, এখন তা বেড়ে ১ হাজার ৮০০ টাকা হয়েছে। দারুচিনির দাম বাড়েনি। ২৯০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিনিগুঁড়া পোলাওয়ের চাল ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আবদুস সালামখুচরা মসলার দোকানদার ছোবহান জেনারেল স্টোরের মালিক ছোবহান বলেন, ‘সব মানুষ ঢাকা ছাইড়া চইলা যাইতেছে, মসলা কেনার লোক নাই। সকাল থাইকা অল্প কিছু বেচছি। মানুষ পাইতেছি না।’ তিনিও জানান, এবারে মসলার দাম সেভাবে বাড়েনি। যতটুকু বেড়েছে তা খুব সামান্যই। এতটুকু দাম বাড়লে ক্রেতা কমে না।
বাজার ঘুরে দেখা গেল, মাছের মধ্যে কেবল ইলিশের চাহিদা বেশি। অন্য মাছ কম কিনছেন ক্রেতারা। কারওয়ান বাজারে মাছের দোকানদার কামরুজ্জামান এক কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি করছেন ১ হাজার ৫০০ টাকা দরে। এর চেয়ে কিছুটা ছোট ইলিশ ১ হাজার টাকা দরে বিক্রি করছেন। কামরুজ্জামান বলেন, ‘অখন ইলিশের মৌসুম। মাছ ধরাও পড়ছে বেশি আর কিনছেও বেশি। এখনকার ইলিশ স্বাদে ভালো, তাই বিক্রি বেশি।’ তাঁর মতে, মানুষ ঈদে মাংস খেতে খেতে কিছুটা অন্য স্বাদের খাবার খোঁজে, যা ইলিশ দিয়ে পূরণ হয়।
ইলিশ মাছ কিনছিলেন পূর্ব রাজাবাজারের বাসিন্দা আকলিমা আক্তার। তিনি বলেন, ‘দুটি এক কেজি ওজনের ইলিশ কিনলাম। ঈদে মানুষ বেড়াতে আসে। মাংসের পাশাপাশি ইলিশ মাছ দিয়ে তাদের আপ্যায়ন করতেই ইলিশ মাছ কিনে নিলাম।’
ইলিশ বাদে অন্যান্য মাছের চাহিদা কিছুটা কম বলে জানালেন আরেক মাছ বিক্রেতা সুকুমার দাস। তিনি জানালেন, বড় সাইজের রুই মাছ ৪০০ টাকা কেজি আর মাঝারি সাইজের মাছ ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি করছেন। সুকুমার বলেন, এই ঈদে ট্রাকের চাপে মাছ আসতে সমস্যা হচ্ছে বলে দাম কিছুটা বেশি। তবে ঈদের আগে আগে ও পরে দাম কিছুটা কমবে। মানুষ মাংস বেশি খাবে বলে মাছের চাহিদা কমে আসবে।
ব্রয়লার মুরগির বাজার ঘুরে দেখা গেল, মুরগির কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। মুরগির দাম বাড়ার যুক্তি দেখালেন বিক্রেতা মো. হোসেন। তিনি বললেন, রাস্তায় এখন চাঁদা ওঠানো হচ্ছে। গরুর ট্রাকের পাশাপাশি তাঁদেরও এই চাঁদা দিতে হচ্ছে। এই ভয়ে মুরগির সরবরাহ অনেক কমে গেছে। তাই দাম বেশি। তবে ঈদের পরপর দাম আবার কমতে পারে বলে মনে করেন তিনি।
কাঁঠালবাগান এলাকার বাসিন্দা আকবর হোসেন কারওয়ান বাজারে এসেছেন বাজার করতে। তিনি ঈদ ঢাকাতেই করবেন বলে বেশি পরিমাণে বাজার করছেন। তিনি বলেন, সবকিছুরই দাম একটু বেশি মনে হচ্ছে। ঈদের আগে বলে এটি হতে পারে। কিছুটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘উৎসবে অন্য দেশে পণ্যের দাম কমে যায়। আর আমাদের দেশে পুরো উল্টো। উৎসব এলে দাম বেড়ে যায়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিক্সিংয়ের দায়ে দশ বছর নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ

খেলার খবর: বর্তমান সময়ের ক্রিকেটে স্পট ফিক্সিং তথা ম্যাচ গড়াপেটার ঘটনা খুবই প্রকট হয়ে দাঁড়িয়েছে। একের পর এক বড় ধরনের শাস্তি দিয়েও থামানো যাচ্ছে না ম্যাচ পাতানোর ঘটনা। ফিক্সিংয়ের আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাকিস্তান ক্রিকেটেই ঘটছে একের পর এক ঘটনা।
তবে ম্যাচ পাতানোর রীতি বন্ধের লক্ষ্যে ম্যাচ পাতানো খেলোয়াড়দের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ধারাবাহিকতায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচ পাতানোর দায়ে ১০ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে দেশটির ওপেনার নাসির জামশেদ।পিএসএলের ২০১৬-১৭ মৌসুমে ম্যাচ গড়াপেটার দায়ে অভিযুক্ত হয়েছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। যাদের মধ্যে অন্যতম শাহজাইব হাসানকে গত শুক্রবার ৪ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পিসিবি। ঠিক এক সপ্তাহ পর ১০ বছরের নিষেধাজ্ঞা পেলেন জামশেদ।
চলতি বছরের এপ্রিলে নিজের উপরে আসা সকল অভিযোগ অস্বীকার করেছিলেন জামশেদ। ফলে বাধ্য হয়েই পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি একটি তিন সদস্যের অ্যান্টি করাপশন ট্রাইবুনাল গঠন করেন। যেখানে ছিলেন সাবেক তিন ক্রিকেট ফজলে মিরান চৌহান, শাহজাইব মাকসুদ ও আকিব জাভেদ।
এই ট্রাইবুনালের রায়েই ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন জামশেদ। শাহজাইব ও জামশেদ ছাড়াও একই ঘটনায় বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা ভোগ করছেন শারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নওয়াজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest