সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কবির হোসেনের যোগদাননূরনগর ইউনিয়নবাসীর জন্য সমাজসেবক লিটনের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুসারসা বাহরুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ  মৃত্যুঞ্জয় কুমার ও আবু তাহেরের নেতৃত্বে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণাখালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াসাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশExploring the Flavorful Journey of Ground Beef Enchiladasজেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

বঙ্গবন্ধুর ১ম মৃত্যুবার্ষিকী পালন করায় জেল খেটেছিলেন ২২ যুবক

অনলাইন ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে জেল খাটতে হয়েছিল ২২ যুবককে। ১৯৭৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে ভৈরবের ২২ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করে। পরে থানায় তাদেরকে অমানসিক নির্যাতন করে জেলে পাঠানো হয়।
সেদিন আয়োজনকারীদের অপরাধ ছিল জাতির জনক বঙ্গবন্ধুর নামে মিলাদ পড়ানো। তারপর দীর্ঘদিন কারাভোগ করার পর পর্যায়ক্রমে তাদের মুক্তি দেয়া হয়। সেই সাহসীদের কথা এখন আর কেউ স্মরণ করে না। আজ তারা অবহেলিত হয়ে দিন কাটাচ্ছে। তাদের মধ্য অনেকেই নানা রোগে আক্রান্ত হয়ে দুঃখে-কষ্টে মারা গেছেন।
বঙ্গবন্ধুর ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। এই বিশেষ দিনটি পালন করতে গিয়ে ৪২ বছর আগে গ্রেফতার হয়েছিলেন রসরাজ সাহা ও ফিরোজ মিয়া। তারা বলেন, ১৯৭৫ সালে অাজকের দিনে জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে সামরিক সরকারের ভয়ে তখন এদেশের গাছের পাতাও বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে ভয় পেত। কিন্ত আমরা ২২ জন সেদিন সাহসিকতার সাথে প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে মিলাদের আয়োজন করেছিলাম। আর একারণেই আমাদের গ্রেফতার করা হয়। অথচ এখন আওয়ামী লীগের নেতারাসহ কেউই আমাদের কথা মনে করে না। প্রতিবছর বঙ্গবন্ধুর শাহাদাৎ দিবসে নেতারা আমাদের নিমন্ত্রণ পর্যন্ত দেয় না।
জানা গেছে, আজ থেকে ৪২ বছর আগে ১৯৭৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম শাহাদাৎ বার্ষিকী পালন করতে ভৈরবে মিলাদের আয়োজন করা হয়। আয়োজকদের নেতৃত্বে ছিলেন তৎকালীন থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ও ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান ফারুক। তৎকালীন হাজি আসমত কলেজের শহীদ আশুরঞ্জন ছাত্রাবাসে (বর্তমানে শৈবাল হোটেল) শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। সেদিন বিকেল সাড়ে ৩টায় ১২ জন মৌলভী ছাত্রাবাসে এসে কোরআন খতম শুরু করেন। বিকেল ৪টার মধ্য একে একে ২২জন নেতা কর্মী মিলাদ মাহফিলে উপস্থিত হন। ভৈরবের অনেকেই মিলাদে আসার কথা ছিল কিন্ত সামরিক সরকার ও পুলিশের ভয়ে অনেকেই উপস্থিত হননি। সেদিন যারা উপিস্থিত হয়েছিলেন তারা হলেন বীরমুক্তিযোদ্ধা ও যুবলীগ নেতা ফখরুল আলম আক্কাছ (বর্তমানে ভৈরব পৌর মেয়র), আসাদুজ্জামান ফারুক (বর্তমানে সাংবাদিক), রুহুল আমিন, মাহাবুব (মৃত), মতিউর রহমান, মফিজুর রহমান, মোশারফ হোসেন জজমিয়া (মৃত) , জিল্লুর রহমান জিল্লু (মৃত) , আসাদ মিয়া (মৃত) , আতাউর রহমান, আসাদুল হক শিশু, দীলিপ চন্দ্র সাহা ও তার ভাই দিপেন্দ্র চন্দ্র সাহা, ফজলুর রহমান (মৃত), আবদুল হামিদ, ইদ্রিছ মিয়া, মাহবুব আলম, রসরাজ সাহা, সুবল চন্দ্র কর (মৃত) , শাহজালাল হোসেন, আজমল ভূইয়া ও ফিরোজ মিয়া।

মিলাদ শুরুর আগেই এ খবর পৌঁছে যায় সামরিক সরকারে উচ্চ মহল ঢাকায়। তাৎক্ষণিক খবর পেয়েই ভৈরব থানার প্রায় ৪০/৫০ জন পুলিশ ছাত্রাবাসটি ঘিরে ফেলে। সেদিন পুলিশ ছাত্রাবাসে প্রবেশ করেই মৌলভীদের কোরআন খতম বন্ধ করে দিয়ে গালিগালাজ শুরু করে। লাঠি দিয়ে পেটাতে থাকে সবাইকে। এসময় ফখরুল আলম আক্কাছ পুলিশের উপস্থিতির কারণ জানতে চাইলে তাকে বেধড়ক পেটানো হয়। এরপর মৌলভীসহ সবাইকে ভৈরব থানায় নেয়া হলো। থানায় নিয়ে সারারাত ২২ জনকে অমানসিক নির্যাতন করা হয়। পরদিন সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২২ জনের বিরুদ্ধে মামলা দিয়ে কিশোরগঞ্জ মহকুমা আদালতে চালান দেয়া হয়। মৌলভীদের থানায় নেয়ার পর মুচলেকা রেখে (মুচলেকায় বলা হলো ভবিষ্যতে বঙ্গবন্ধুর কোন মিলাদ আয়োজনে তারা যাবে না) ছেড়ে দেয়া হলো। এরপর আদালত জামিন না দিয়ে সেদিন ২২ জনকেই কারাগারে পাঠিয়ে দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আটক-১

নিজস্ব প্রতিবেদক :
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে কবির নামের এক ব্যক্তিকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ। বুধবার গভীর রাতে আশাশুনি উপজেলার বাকড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ওই ব্যক্তি বাকড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে কবির উদ্দিন আহমেদ।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক হারান চন্দ্র তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন সে জামায়াতের নেতা। তার নামে কয়েকটি মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইনজেকশন দেয়া গরু চেনার উপায়

স্বাস্থ্য বটিকা: পবিত্র ঈদুল আজহা আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। আর মাত্র ছয়দিন বাকি। ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের একটি। বাংলাদেশে এই উৎসবটি কুরবানির ঈদ নামে পরিচিত। ঈদুল আজহা মূলত আরবী শব্দ এর অর্থ হলো ত্যাগের উৎসব। আসলে এটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল কোরবানি বা জবাই দেয়।

ঈদুল আজহা মূলত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা হয়ে থাকে। কিন্তু, কোরবানির ঈদ আসলেই কিছু অসাধু ব্যবসায়ীরা গবাদিপশু কৃত্রিম উপায়ে মোটাতাজা করতে ব্যস্ত হয়ে পড়েন।

সে সমস্ত অসাধু ব্যবসায়ীর এমন অসৎ চিন্তার কারণে ক্ষতির সম্মুখীন হতে হয় সাধারণ মানুষের। অসাধু ব্যবসায়ীরা বেশি দামে পশু বিক্রি করতে হবে এই সব চিন্তা নিয়ে নানা ধরনের পন্থা অবলম্বন করে থাকেন। এ সময় তারা বিভিন্ন ধরনের ওষুধ, ইনজেকশন ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে এসব পশুকে মোটাতাজা করে থাকেন তারা, যা পুরোপুরি স্বাস্থ্যের জন ভয়ানক ক্ষতিকর।

এ নিয়ে বিশেষজ্ঞদের মতামত হচ্ছে, কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরুর মাংস খেলে মানুষের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, পানি জমে যাওয়া, মূত্রনালি ও যকৃতের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এ কারণে এসব পশু ক্রয় করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

তবে মোটাতাজাকরণ গবাদিপশু চেনার কিছু উপায় রয়েছে।

চলুন জেনে নেয়া যাক, ইনজেকশন দেয়া কোরবানির পশু চিনবেন যেভাবে-

খুব শান্ত
স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইনজেকশন দেয়া গরু হবে খুব শান্ত। ঠিকমতো চলাফেরা করতে পারবে না। পশুর ঊরুতে অনেক মাংস মনে হবে।

খাবার
গরুর মুখের সামনে খাবার ধরলে যদি নিজ থেকে জিব দিয়ে খাবার টেনে নিয়ে খেতে থাকে তবে বোঝা যাবে গরুটি সুস্থ। যদি অসুস্থ হয়, তবে সে খাবার খেতে চায় না।

আঙুলের চাপ
কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরুর গায়ে আঙুল দিয়ে চাপ দিলে ওই স্থানের মাংস স্বাভাবিক হতে অনেক সময় লাগে। কিন্তু স্বাভাবিকভাবে মোটা গবাদিপশুর ক্ষেত্রে দ্রুতই মাংস স্বাভাবিক হয়।

লালা বা ফেনা
যেসব গরুর মুখে কম লালা বা ফেনা থাকে সেই গরু কেনার চেষ্টা করুন। এগুলো কৃত্রিম উপায়ে মোটা করা পশু নয়।

শরীরে পানি জমে
অতিরিক্ত হরমোনের কারণে পুরো শরীরে পানি জমে মোটা দেখাবে। আঙুল দিয়ে গরুর শরীরে চাপ দিলে সেখানে দেবে গিয়ে গর্ত হয়ে থাকবে।

দ্রুত শ্বাস-প্রশ্বাস গ্রহণ
কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরু দ্রুত শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে। একটু হাঁটলেই হাঁপায়। খুবই ক্লান্ত দেখায়। ইনজেকশন দেয়া গরুর রানের মাংস নরম হয়। স্বাভাবিকভাবে যেসব গরু মোটা হয় সেগুলোর রানের মাংস শক্ত হয়।

নাকের ওপরটা ভেজা
সুস্থ গরুর নাকের ওপরটা ভেজা ভেজা থাকে। সুস্থ গরুর পিঠের কুঁজ মোটা ও টান টান হয়।

পা ও মুখ ফোলা
বিশেষ করে গরুর পা ও মুখ ফোলা, শরীর থলথল করবে, অধিকাংশ সময় গরু ঝিমাবে, সহজে নড়াচড়া করবে না। এসব গরু অসুস্থতার কারণে সব সময় নিরব থাকে। ঠিকমতো চলাফেরা করতে পারে না। খাবারও খেতে চায় না।

এছাড়াও চকচক করা গরু বা ছাগলকে দেয়া হয় ইনজেকশন। অন্যদিকে, উশকোখুশকো, চামড়ার ওপর দিয়ে হাড় বেরিয়ে পড়া পশু কিনতে চেষ্টা করুন। এগুলো কোনো রকম কৃত্রিম উপায় ছাড়াই বাজারে সরবরাহ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ত্বকের যত্নে নারিকেল তেল

স্বাস্থ্য বটিকা: আমাদের দেশে নারিকেল তেল বলতে চুলের পথ্য হিসেবেই ব্যবহৃত হয়। কিন্তু ত্বকের যত্নে এই তেলের জাদুকরী গুণের কথা অনেকেই জানেন না। এ তেল দিয়ে ত্বকের সুফল ভোগের উপায় নিয়ে আজকের টিপস—

ঠোঁটের যত্নে

শুধু শীতেই যে ঠোঁট ফাটে তা নয়, অনেকে সারা বছর এই যন্ত্রণা ভোগ করেন। তাঁদের ভরসা রাখতে হয় বাজারে পাওয়া রাসায়নিক জেলের ওপর। এটি অনেক সময়ই মুখের ভেতরে চলে যায়, যা মারাত্মক ক্ষতি করতে পারে। এ ক্ষেত্রে শতভাগ নিরাপত্তা দিতে পারে নারিকেল তেল। এটা খুব দ্রুত ঠোঁটের বিভিন্ন সমস্যা উপশম করে।

শুষ্ক ত্বকে

শুষ্ক ত্বকের জন্য নারিকেল তেলের বিকল্প নেই। সামান্য তেল হাতের তালুতে নিয়ে ত্বকে ধীরে ধীরে ঘষে নিন। এটা মুখসহ দেহের যেকোনো স্থানে মাখা যায়। ময়েশ্চারাইজার হিসেবে নারিকেল তেল অনন্য। পায়ের গোড়ালিতে ফাটা থাকলে নির্দ্বিধায় নারিকেল তেলে বিশ্বাস রাখুন। কয়েক দিন ব্যবহার করলেই যন্ত্রণা কমে আসবে। এর সঙ্গে লবণ বা চিনি মিশিয়ে মৃত ত্বক পরিষ্কারের কাজটিও করতে পারেন।

মেকআপ পরিষ্কারে

মেকআপের পর তা তোলার কাজটা অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ। কারণ, রাসায়নিক রিমোভার অনেকের ত্বকে অ্যালার্জির সৃষ্টি করে। তাই নারিকেল তেল প্রাকৃতিক মেকআপ রিমোভার হিসেবে কাজ করে।

ত্বকের সমস্যায়

একনিম সোরিয়াসিস ও একজিমার মতো সমস্যা থেকে মুক্তি পেতে নারিকেল তেল বেশ উপকারী বলে মত দিয়েছেন অনেক বিশেষজ্ঞ। তবে এ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চলছে। ত্বকের রোগে কোষ ক্ষতিগ্রস্ত হয়। অনেক কোষ মরে যায়। এদের সরিয়ে দিয়ে নতুন কোষ গজাতে সহায়তা করে নারিকেল তেলের প্রোটিন। পাশাপাশি দৃশ্যমান ক্ষতও দূর করে।

বয়স ধরে রাখতে

বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, নারিকেল তেল চেহারায় বলিরেখা পড়তে দেয় না। ফলে বয়স ধরে রাখতে এই তেল ব্যবহার করতে পারেন। এটা অ্যান্টি-এজিং ক্রিম হিসেবে খুবই জনপ্রিয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় শতাধিক বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক

কলারোয়া ডেস্ক: কলারোয়ায় ১০১ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মনিরুল ইসলাম মনির (২৮) উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের দক্ষিন পাড়ার মৃত আবুল হোসেন মোড়লের পুত্র।

মঙ্গলবার (১৪আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিংগা গ্রামের তিন রাস্তার মোড় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

থানা সূত্র জানায়- মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানার ওসি মারুফ আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ১০১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মনিরকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে কলারোয়া থানার মামলা (নং-১৪, তাং-১৪/০৮/২০১৮ইং) হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘মাদক ও মাদকসেবিদের কোন ছাড় নেই। কলারোয়া থানাকে মাদকমুক্ত করতে আমি বদ্ধপরিকর।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রীসহ যুবক আটক

ধুলিহর প্রতিনিধি : দুবাই প্রবাসী স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় বে-রসিক জনতার সহায়তায় পুলিশের হাতে দুই সন্তানের জননীসহ এক যুবক আটক হয়েছে।
সোমবার রাতে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজ‏পুর গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, কালেরডাঙ্গা গ্রামের দুবাই প্রবাসী মোঃ হাফিজুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী মোছাঃ মুন্নী খাতুন (৩৫) এর সাথে বড়খামার গ্রামের কামাল উদ্দীন সরদারের অবিবাহিত পুত্র মোঃ রুহুল আমিন (২৯) এর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে রুহুল আমিন প্রায় রাতে তাদের বাড়ীতে যাতায়াত করত।
সোমবার দিবাগত গভীর রাতে রুহুল আমিন ওই বাড়ীতে ঢুকে মুন্নী খাতুনের সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হলে বে-রসিক জনতা বিষয়টি টের পেয়ে বাড়ী ঘেরাও করে পুলিশে খবর দেয়।
ব্র‏হ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই শেখ মোঃ মিরাজ আহম্মদ ও এ,এস,আই শিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (১৪ আগষ্ট) ভোর বেলা হাজির হয়ে তাদেরকে ঘর থেকে আটকের পর সাতক্ষীরা থানায় সোপর্দ করে।
পরবর্তীতে তাদেরকে দন্ডবিধির ২৯০ ধারায় আটক দেখিয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে সাতক্ষীরা থানার নন এফআই আর প্রসিকিউসন নং-৫১, তাং-১৪/০৮/১৮ ইং।
এ ঘটনায় উৎসুক জনতার আলোচনায় এলাকায় ব্যাপক হাসি রহস্যের সৃষ্টি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দেশের খবর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর বিউগলে করুন সুর বেজে ওঠে। এ সময় তারা কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এরপর শ্রদ্ধা জানান। দলের সভাপতি হিসেবে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে এরপর পুনরায় শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আবুল হাসনাত আব্দুল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রীর ওপর রাগ করে নিজ বাড়িতে প্লেনসহ আত্মঘাতী হামলা!

ভিন্ন স্বাদের সংবাদ: বউয়ের ওপর রাগ করে নিজের বাড়িতেই প্লেন নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এক আমেরিকান। যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের এ ঘটনা দুনিয়াজুড়ে মানুষকে স্তম্ভিত করে দিয়েছে। নিজের বাড়িতে আত্মঘাতী হামলা চালানেওয়ালা জুড নামের ওই মার্কিনি খুবই দক্ষ একজন পাইলট ছিলেন।

ঘটনার পটভূমি অনুসন্ধানে জানা যায় স্ত্রীর ওপর মারাত্মক রেগে গিয়েছিলেন জুড। পারিবারিক ঝগড়া-মারামারির সূত্রে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তাকে। তারই ‘প্রতিশোধ’ নিতে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।

জুড আকাশ থেকে সেসনা-২৫ মডেলের প্লেন নিয়ে নিজের বাড়িতে যখন ঢুকে পড়েন তখন সেখানে ছিলেন তার পত্মী এবং সন্তান। ভয়াবহ এই ঘটনায় জুডের মর্মান্তিক মৃত্যু হলেও বেঁচে গেছেন সন্তানসহ স্ত্রী।

প্লেনটি আছড়ে পড়ার ফলে দ্বিতল বাড়িটির সামনের অংশ ভষ্মীভূত হয়েছে। চুরমার হয়ে গেছে সেখানে পার্ক করে রাখা গাড়ি।

রাত আড়াইটায় ইউটাহর পেসন শহরের নিজ বাড়িতে টুইন টাওয়ার স্টাইলে প্লেন নিয়ে হামলার এই ঘটনা ঘটান চাকরিজীবী জুড। পুলিশ জানায়, তিনি যে কোম্পানিতে চাকরি করতেন প্লেনটির মালিক সেই কোম্পানি।

পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ৪৭ বছর বয়সী জুডকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল স্ত্রীকে প্রতারণা এবং পারিবারিক সহিংসতা।

তবে ঘণ্টা কয়েক পরই জামিনে মুক্তি পাওয়ার পর নিজের বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরের এয়ারপোর্টে যান তিনি। সেখান থেকে সেসনা প্লেনটি উড়িয়ে নিয়ে সরাসরি ঢুকে পড়েন নিজের বাড়িতে যেখানে ছিল তার স্ত্রী ও সন্তান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest