সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

সাতক্ষীরা সীমান্তে বিজিবি‘র অভিযানে ৩৫৭ বোতল ফেন্সিডিল জব্দ

আসাদুজ্জামান: সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৩৫৭ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করেছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত ফেন্সিডিল গুলো জব্দ করা হয়। তবে বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।
বিজিবি জানায়, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেন্সিডিলের একটি চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির নায়েক সুবেদার জহির উদ্দীন বাবারের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় কালিয়ানী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত ফেন্সিডিল গুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি‘র অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ৬৩

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদক মামলার আসামী ও তিন জামায়াত কর্মীসহ ৬৩ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৫ টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ১৩ জন, শ্যামনগর থানা ১১ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভয়াবহতম নিধনযজ্ঞের শিকার রোহিঙ্গারা: পররাষ্ট্রমন্ত্রী

বিদেশের খবর: মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নিপীড়নের ঘটনাকে ‘সাম্প্রতিককালের ভয়াবহতম জাতিগত-ধর্মীয় নিধনযজ্ঞ’ হিসেবে বর্ণনা করে বর্বরতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার উপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের উদ্যোগে বৃহস্পতিবার ওয়াশিংটনে ‘আধুনিক ধর্মীয় স্বাধীনতা’ বিষয়ে প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি একথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, মিয়ানমারে নিপীড়নের কারণে বাংলাদেশ অভিমুখে যে শরণার্থীর ঢল নেমেছে, তা সাম্প্রতিককালের ভয়াবহতম জাতিগত-ধর্মীয় নিধনযজ্ঞে পরিণত হয়েছে।

“এই শরণার্থীদের আশ্রয় দিয়ে এবং প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে সহায়তা করে বাংলাদেশ যে ভূমিকা পালন করেছে, তা সত্যিকারের ত্রাণকর্তার এবং এটাই বাংলাদেশের সামগ্রিক উদারতার পরিচয়।

বাংলাদেশে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার চর্চা এবং উদার, অংশগ্রহণমূলক ও আন্তঃসাম্প্রদায়িক সামাজিক কাঠামো বিনির্মাণে সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্বরোচিত দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যেন নিরাপদে, সম্মানজনকভাবে মিয়ানমারে ফিরতে পারেন, স্থায়ী নাগরিকত্ব পান, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে।

মাইক পম্পেও ছাড়া আন্তর্জাতিক ধর্মীয় ফোরামে (আইআরএফ) নিযুক্ত যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্যাম ব্রাউনব্যাকের সভাপতিত্বে এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি।

বিভিন্ন দেশের মন্ত্রীসহ ৮০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন, যাদের মধ্যে ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতারাও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩০ কেজি স্বর্ণের লেহেঙ্গা! ফ্যাশন শোতে কারিনার চমক

বিনোদন সংবাদ: ৩০ কেজি ওজন তার পোশাকের! একেবারে যেন নিজেকে সোনায় মুড়ে নিলেন কারিনা কাপুর। সোনালি রঙের লেহেঙ্গা, ওজনও তেমন। সেই পরে মঞ্চে যেন গোল্ডেন গার্ল কারিনা। ডিজাইনার গাউনের কথা আগেও শুনেছেন। সেগুলো অসম্ভব সুন্দর, তবে এত ভারি পোশাকে কীভাবে স্বচ্ছন্দ থাকেন নায়িকারা।

করিনা নিজে অবশ্য বলছেন, তার জন্য সুন্দর দেখাটাই প্রধান। এর জন্য কোন কিছু করতে তিনি পিছপা হবেন না। তাই ৩০ কেজি ওজনের লেহেঙ্গা পরেই র‍্যাম্পে হাঁটলেন করিনা। কুড়িয়ে নিলেন অসংখ্য হাততালি।

র‍্যাম্প মাতালেন করিনা। গোল্ডেন লেহেঙ্গায় ঝলসে উঠল মঞ্চ। হওয়াটাই স্বাভাবিক, কারণ সুন্দরের পূজারি কারিনা। সর্বদাই তার স্টানিং লুক! তিনি যে পোশাকই পরুন না কেন, সবেতেই সুপার হিট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাওয়া গেছে অপহৃত আ. লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যানকে

রাজনীতির খবর: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় নিজ বাসার সামনে থেকে অপহৃত কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকারকে পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর তিনশ ফিট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছিল। রাতে কে বা কারা তাকে তিনশ ফিট এলাকায় ফেলে রেখে চলে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, তিনশ ফিট রাস্তায় রাত সোয়া ১২টার দিকে তাকে কে বা কারা রেখে যায়। এরপর তিনি পরিবারকে ফোন দিলে তারা সেখানে যায়। পুলিশকে তারাই খবর দেয়। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তার মুখ থেকে বিস্তারিত শুনবো। তারপর বুঝতে পারবো, কারা তাকে অপহরণ করেছিল।”

পারভেজ সরকারের খালাতো ভাই ফরহাদ ভুঁইয়া বলেন, রাত ১০টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে তার স্ত্রীর নম্বরে ফোন দিয়ে তিনি নিজেই বলেন, তিনি ভালো আছেন, সুস্থ আছেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে তিনি আবার ফোন করে জানান, তাকে তিনশ ফিট এলাকায় রেখে যাওয়া হয়েছে। যে গাড়িতে তাকে তুলছিলো সেই গাড়িতেই তাকে নামিয়ে দেয়া হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনসহ সবকিছু অপহরণকারীরা ফেরত দিয়েছে। তার ফোন পাওয়ার পর আমাদের পরিবারের সদস্যরা গাড়ি নিয়ে তিনশ ফিট যায়। সেখানে তাকে পেয়ে রাত সাড়ে ১২টায় বাসায় নিয়ে আসা হয়।”

ফরহাদ আরও বলেন, ”ফিরে আসার পর আমরা বেশি কোনও কথা বলিনি, তিনি রেস্টে আছেন। তার সঙ্গে অপহরণকারীরা বিকাল ৩টা পযন্ত খারাপ ব্যবহার করেছে। এরপর থেকে স্যার সম্মোধন করে কথা বলেছে। তাকে অপহরণ করা ঠিক হয়নি বলেও নাকি অপহরণকারীরা নিজেরা দুঃখ প্রকাশ করেছে”।

অপহরণের পর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিতাসের বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল শিকদারের সঙ্গে অনেক দিন ধরেই রাজনৈতিক ঝামেলা চলছে পারভেজ হোসেনের। ওই এলাকায় প্রোটোকল ছাড়া পারভেজ কখনও যাতায়াত করতেন না। গত বছর ওই এলাকায় সোহেল শিকদারের লোকজন পারভেজের ওপর হামলাও করেছিল। লালমাটিয়া সি ব্লকের ৩০ নম্বর বাড়িতে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন পারভেজ। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিতাসের উপজেলা চেয়ারম্যান ছিলেন।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বেলা পৌনে ২টার দিকে এক ব্যক্তি তার বাসার সামনে কুশল বিনিময়ের জন্য হাত বাড়িয়ে দেন। পারভেজ মোবাইলের দিকে তাকাতে তাকাতে হাত মেলান। এরপর দুজনের মধ্যে একটু কথা হয়। এর মধ্যেই লম্বা চুলওয়ালা অপর এক ব্যক্তি পারভেজের পেছনে গিয়ে দাঁড়ায়। তাদের মধ্যে ১৩ সেকেন্ড কথা হয়। এরপরই দুজন মিলে পারভেজকে টেনেহিচড়ে নিয়ে যায়। ৪০ সেকেন্ডের মধ্যেই তাকে একটি কালো বিলাসবহুল গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। এরপর দ্রুত তারা ওই এলাকা থেকে চলে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুরু হয়েছে এই শতাব্দীর বিরল চন্দ্রগ্রহণ; স্থায়ী হবে পৌনে ছয় ঘণ্টা

বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ: ভরা পূর্ণিমায় ‘আত্মজা’ চাঁদকে গাঢ় অন্ধকারে ঢেকে দেবে পৃথিবী। মহাজাগতিক এই দৃশ্য, যা চন্দ্রগ্রহণ নামে পরিচিত, তা দেখা যাবে আজ শুক্রবার মধ্যরাতে। একুশ শতকের দীর্ঘস্থায়ী চন্দ্রগ্রহণ এটি। বিরল এই ঘটনা ঘটবে প্রায় পৌনে ছয় ঘণ্টা সময় ধরে। তবে পূর্ণগ্রহণ শুরু হয়ে শেষ হবে ১০৩ মিনিটে। পৃথিবীর অন্যান্য প্রান্তের মতো বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। এমন মহাজাগতিক ঘটনা এই শতাব্দীতে (২০০১ থেকে ২১০০) আর ঘটবে না।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ১৩ মিনিট ৬ সেকেন্ড থেকে শনিবার ভোর ৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত চন্দ্রগ্রহণের পুরো ঘটনাটি ঘটবে। এর মধ্যে পূর্ণগ্রহণ শুরু হবে রাত ১টা ৩০ মিনিটে; আর পূর্ণগ্রহণ শেষ হবে রাত ৩টা ১৩ মিনিট ৩৬ সেকেন্ডে। আকাশ মেঘমুক্ত থাকলে দেশের সব বিভাগ থেকেই গ্রহণটি পুরোপুরি দেখা যাবে।

সূর্য, পৃথিবী ও চাঁদ কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় এসে পড়লে গ্রহণ হয়। চাঁদ আর পৃথিবী কারো নিজের আলো নেই। সূর্যের আলোতেই তারা আলোকিত হয়। সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী এলে পৃথিবীর ছায়ায় মুখ ঢেকে যায় চাঁদের, যা চন্দ্রগ্রহণ নামে পরিচিত। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী থেকে চাঁদকে দেখায় গাঢ় কমলা বা লাল রঙের। এ কারণে চাঁদের এ অবস্থাকে বলা হয় ‘ব্লাড মুন’ বা ‘রক্তাভ চাঁদ’। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ রীতিমতো উৎসবের আমেজে এই ‘রক্তাভ চাঁদ’ দেখার আয়োজন করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ‘রক্তাভ চাঁদ’ দেখার আয়োজন রয়েছে বাংলাদেশেও।

এর আগে ২০০০ সালের ১৬ জুলাই ১০৬ মিনিট দীর্ঘস্থায়ী চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল; বিংশ শতাব্দীর দীর্ঘ চন্দ্রগ্রহণ ছিল এটি। আরেকটি পূর্ণ চন্দ্রগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সেই চন্দ্রগ্রহণ এত দীর্ঘ হবে না।

আজ প্রতিবেশী ‘লাল গ্রহ’ মঙ্গলও পৃথিবীর খুব কাছে এসে পড়বে। কারণ কক্ষপথে ঘুরতে ঘুরতে এই দিন পৃথিবীকে মাঝখানে রেখে সূর্যের ঠিক উল্টো দিকে চলে যাবে মঙ্গল। ফলে আজ সন্ধ্যা থেকে আগামীকাল ভোর পর্যন্ত মঙ্গলকে জ্বলজ্বল করতে দেখা যাবে আকাশে। গ্রহণের রাতে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢাকা পড়লে মঙ্গলকে আরো ভালোভাবে নজরে পড়বে; যদিও মঙ্গলগ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে আসবে আগামী মঙ্গলবার। ওই দিন পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব হবে প্রায় পাঁচ কোটি ৭৬ লাখ কিলোমিটার।

ঢাকার বিজ্ঞান জাদুঘরে দর্শনার্থীদের জন্য নিয়মিতভাবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখার আয়োজন করা হয়। বিজ্ঞান জাদুঘরের সিনিয়র কিউরেটর এ এস এম শফিউল আলম তালুকদার জানান, আজ রাত সাড়ে ১০টা থেকে উন্মুক্ত থাকবে জাদুঘর। চন্দ্রগ্রহণ উপলক্ষে থাকবে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সেমিনার। আকাশ মেঘমুক্ত থাকলে গ্রহণ দেখারও আয়োজন হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের ফাঁদে পা দিয়েছে জামায়াত- অভিযোগ বিএনপির

রাজনীতির খবর: সিলেটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও তাদের গ্রেফতার করা হলেও জামায়াতে ইসলামীর কোনও নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ বিএনপির। দলটির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এতদিন গোপনে থাকলেও এখন প্রকাশ্যে এসেছে। তারা অবাধে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে। ফলে বিষয়টি পরিষ্কার যে তারা সরকারের ফাঁদে পা দিয়েছে।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে সরকারের গোপন সখ্য রয়েছে। আর এই দলটি সরকারের ফাঁদে পা দিয়েছে এবার। সিটি নির্বাচনের আগে সিলেটে জামায়াত-শিবিরের সাংগঠনিক কার্যক্রম নীরব থাকলেও এখন তা সম্পূর্ণ বিপরীত। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সিলেটে বর্তমানে অন্যান্য দলের চেয়ে তারাই বেশি সরব।’ তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা সিলেটে প্রচারণায় নামলেই পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালায়। রাতে নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালায়। এক্ষেত্রে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রয়েছে বিপদমুক্ত। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সিলেটে দুটি সাজানো মামলা হলেও জামায়াত-শিবিরের বিরুদ্ধে কোনও মামলা নেই। আমাদের নেতাকর্মীরা প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও তাদের কোনও নেতাকর্মী গ্রেফতার হচ্ছে না।’

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি যেসব অভিযোগ করেছে, সেগুলো কোনোভাবেই সত্যি নয়। সিলেটে সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে জোটের অন্যান্য শরিক দলের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াত-শিবির। এবার সিলেট সিটি নির্বাচনে জোটের পক্ষ থেকে আমাদের মেয়র প্রার্থী দেওয়ার কথা থাকলেও তারা দেননি। অথচ অতীতে তারা আমাদের কথাও দিয়েছিল। আমাদের সঙ্গে মিথ্যাচার করায় জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা প্রার্থী দিয়েছি।’ অভিযোগ রয়েছে—নির্বাচনকে কেন্দ্র করে বাইরে থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সিলেটে নিয়ে আসা হচ্ছে, এ প্রশ্নে ফখরুল ইসলাম বলেন, ‘আসলে এটা অনেকাংশেই সত্য। জামায়াতের প্রার্থী যেহেতু সিলেটে রয়েছেন—সেখানে প্রচারণার জন্য দলটির সাংগঠনিক নেতারা আসবেন, এটাই স্বাভাবিক।’

সিটি নির্বাচনকে কেন্দ্র করে সিলেটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার পাশাপাশি পুলিশ গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। কিন্তু পুলিশ জামায়াতের ক্ষেত্রে এ বিষয়ে নমনীয়, বিএনপির এ অভিযোগের বিষয়ে ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের মতো আমাদের নেতাকর্মীরা এত বেশি উচ্ছৃঙ্খল নন। আমরা নির্বাচন আচরণবিধি মেনেই প্রচারণা চালিয়ে যাচ্ছি।’

এমসি কলেজ ছাত্রশিবিরের সাবেক এক নেতা বলেন, ‘আমার বিরুদ্ধে এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর মিথ্যা মামলা রয়েছে। শুধু আমি নই, আমার সঙ্গে অনেক সাথীও (ছাত্রশিবিরের সাংগঠনিক পদ) আছেন এই মামলার আসামি। নির্বাচনের আগে সিলেট নগরীতে আসলেই পুলিশের তালিকায় থাকা আমাদের মেসগুলোসহ সম্ভাব্য বাসাবাড়িতে অভিযান চালাতো পুলিশ। কিন্তু এবার এ ধরনের কোনও সমস্যা হচ্ছে না। পুলিশ আমাদের অবস্থান জানলেও গ্রেফতার বা হয়রানি করছে না।’ তিনি আরও বলেন, ‘শুধু আমি নই, জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী দলের প্রার্থীর পক্ষে স্বাচ্ছন্দ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের ফাঁকে আমরা দলের সদস্যও সংগ্রহ করে যাচ্ছি। ভোটের ফলাফলে বেরিয়ে আসবে ওয়ার্ডভিত্তিক জামায়াত-শিবিরের সাংগঠনিক পরিসংখ্যান।’

সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম বলেন, ‘জামায়াত বিভিন্ন সময় সিলেটকে তাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে দাবি করেছে। এই নির্বাচন থেকেই বোঝা যাবে নগরীতে জামায়াতের কত ভোট রয়েছে। সুবিধাভোগীদের কাছ থাকে জামায়াত হয়তো এমন কোনও আশ্বাস পেয়েছে, যাতে তাদের নিজেদের কোনও লাভ নেই জানার পরও এই নির্বাচনে অংশগ্রহণ করেছে।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব বলেন, ‘শুধু জামায়াত-শিবির নয়,সিলেটে নির্বাচনকে কেন্দ্র করে যারাই অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাবে, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশনে যাবে।’

পুলিশ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতার না করে শুধু বিএনপির নেতকর্মীদের গ্রেফতার করছে, বিএনপি নেতাদের এই অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ পুলিশের কাজ করে যাচ্ছে। বিএনপির নেতারা যেসব অভিযোগ করেছেন তা সত্য নয়। আমরা সব দলের প্রার্থী ও সমর্থকদের নিরাপত্তা দিয়েই যাচ্ছি। নিরাপত্তা দিতে গিয়ে বরং পুলিশ হামলার শিকার হচ্ছে।’ তিনি আরও জানান, ২৭ জুলাই থেকে পুলিশ সিলেট মহানগরী এলাকায় সাঁড়াশি অভিযান চালাবে। সিটি করপোরেশন এলাকার ভোটার ছাড়া বহিরাগতদের দেখলেই গ্রেফতার করা হবে। এজন্য তিনি সিলেট সিটির ভোটারদের ভোটার আইডি কার্ড সঙ্গে রাখার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি-রোনালদোকে হটিয়ে সেরা যিনি!

খেলার খবর: বর্ষসেরা পুরস্কার এর জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। চূড়ান্ত ফলাফল জানা যাবে ২৪ সেপ্টেম্বর। তার আগে চলবে ভোট। সদস্য দেশের অধিনায়ক, কোচ ও সাংবাদিক ছাড়াও ভোট দিতে পারবেন ফুটবল ভক্তরাও।

এদিকে স্প্যানিশ ভক্তদের ভোটের হিসাব করে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, লিওনেল মিস ও ক্রিস্তিয়ানো রোনালদো হটিয়ে বেশি ভোট পেয়েছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, তিন দিনে ৩০,৪১৩ জন স্প্যানিশ ভক্ত ভোট দিয়েছেন। তাতে সর্বোচ্চ ১৪,২২৭টি ভোট পেয়েছেন মদ্রিচ। এরপর ৫,৩৫০ ভোট পেয়েছেন রোনালদো। মেসি পেয়েছেন ৪,৩৮৪ ভোট।

রাশিয়ার বিশ্বকাপে অবিশ্বাস্য ফুটবল খেলে ফাইনালে উঠে গিয়েছিল ক্রোয়েশিয়া। আর অপ্রতিরোধ্য এই ফুটবলে দেশটিকে নেতৃত্ব দেন রিয়াল মাদ্রিদের তারকা মদ্রিচ। যদিও ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায় ক্রোয়েশিয়া। তবু ফুটবলপ্রেমিদের মন জয় করে মদ্রিচরা। মদ্রিচ নিজে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

স্প্যানিশ ভক্তরা কাদের কত ভোট দিয়েছে:

১. লুকা মদ্রিচ- ১৪,২২৭ ভোট
২. ক্রিস্তিয়ানো রোনালদো- ৫,৩৫০ ভোট
৩. লিওনেল মেসি- ৪,৩৮৪ ভোট
৪. আঁতোয়া গ্রিজমান- ৩,৮৯৪ ভোট
৫. রাফায়েল ভারানে- ১,১১০ ভোট
৬. কিলিয়ান এমবাপে- ৮৬১ ভোট
৭. মোহাম্মদ সালাহ- ২৪২ ভোট
৮. ইডেন হ্যাজার্ড- ২২৪ ভোট
৯. কেভিন ডি ব্রুইন- ৮৭ ভোট
১০. হ্যারি কেন- ৩৪ ভোট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest