চাম্পাফুল প্রতিনিধি : ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টার সময় কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ আব্দুর রউফের পিতা অমেদ আলী মোল্যা নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি—- রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর। তিনি ২ ছেলে ও দুই মেয়েসহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানাযায় বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। ১৮ ডিসেম্বর বাদ জোহর জানাজা নামাযের পর পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার জানাযায় দলমত নির্বিশেষে সকলেই অংশ গ্রহণ করেন। এলাকাবাসির নিকট তিনি খুবই জনপ্রিয় ছিলেন। আগামী ২৩ ডিসেম্বর জুম’আ বাদ মসজিদে মরহুমের আতœার মাগফিরাত কামনা করে দোয়ার অনুষ্ঠান হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।

মুক্তিযুদ্ধে তরুণদের ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে অনুদানের চলচ্চিত্র ‘লাল-সবুজের সুর’। গতকাল শুক্রবার বিজয় দিবসে ছবিটি মুক্তি পেয়েছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ছবিটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন ওমর সানী ও এস আই ফারুক।
নিজস্ব প্রতিবেদক: তথ্য গোপন করে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করায় সাতক্ষীরার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুনসুর আহমেদকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে করা রিট খারিজ করে ১৫ ডিসেম্বর বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন এবং বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামকে ঋণখেলাপি দাবি করে হাইকোর্টে এ রিট করেন মনসুর। নজরুলের ঋণখেলাপের বিষয়ে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে স্থগিতাদেশ ও রুল জারি ছিল। সেই বিষয়টি গোপন করে নজরুলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মনসুর। এ কারণে তাকে ক্ষতিপূরণের নির্দেশ দেয় হাইকোর্ট।gggg