সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

পেরুকে হারিয়ে শেষ ষোলতে ফ্রান্স

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে পেরুর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ফ্রান্স। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের গোলে ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় ফরাসিরা। এটি বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের প্রথম গোল। অার এ গোলের সুবাদেই শেষ ষোল নিশ্চিত করেছে ফ্রান্স। দুই ম্যাচ শেষে ফ্রান্সের পয়েন্ট ৬।

এর আগে ইয়েকাতেরিনবার্গে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি শুরু হয় রাত ৯টায়। প্রথমার্ধের ৩০ মিনিট পর্যন্ত ফ্রান্সের সঙ্গে সমানে সমান লড়ে গেছে পেরু। বল দখলে দুই দলই ৫০-৫০ ছিল। এর মধ্যে ফ্রান্স ৪ বার আক্রমণ করে আর পেরু ২ বার। তবে ফ্রান্সের মাতুইদি হলুদ কার্ড দেখেছেন। কিন্তু বিরতির আগে এমবাপ্পের গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ফরাসিরা।

দ্বিতীয়ার্ধে এসে আক্রমণের ধার বাড়ায় পেরু। গোলের জন্য মরিয়া হয়ে উঠে লাতিন দেশটি। ৭বার ফ্রান্সের গোল মুখে আক্রমণ করে পেরু। আর ফ্রান্স ৫ বার। তবে ফ্রান্সের রক্ষণভাগে ছিঁড় ধরাতে পারেনি তারা। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে পেরু। আর এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপে শীর্ষ স্থানে রয়েছে ফ্রান্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ ফিংড়ীর সভাপতি আক্তার সম্পাদক মুজিবর

প্রেস বিজ্ঞপ্তি: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফিংড়ী ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান যৌথ স্বাক্ষরিত এক পত্রে আক্তারজ জামানকে সভাপতি ও মুজিবর রহমান কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ফিংড়ী ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়। এবং আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাতক্ষীরার মাঈনের দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট: খুলনা বিশ্ববিদ্যালয়ের আই সিটি বিভাগের মেধাবী ছাত্র মাঈন মোহাম্মদ হকের (২১) জানাজা শেষে কামাননগর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা শহরের সুলতানপুর বায়থল্লাহ জামে মসজিদ ঈদগাহ মাঠে গতকাল সকাল ১০ টায় জানাজা নামাজ সম্পন্ন হয়। ঝিনাইদহ কালিগঞ্জের এমপি আনোয়ার হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগীয় প্রধান অধ্যাপক মো: আনিসুর রহমান, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বন্ধুরা জানাজা নামাজে শরীক হন।
অর্থ মন্ত্রণালয়ের যুগ্নসচিব মো: আহমেদুর রহিম ও পত্রদুত সম্পাদকমন্ডলীর সভাপতি মো: আনিসুর রহিমের চাচাত ভাই আজিজুল হক বিরুর একমাত্র সন্তান মাঈন মোহাম্মদ হক দুরারোগ্য ব্যধি ব্লাড ক্যানসারে ভারতের এ্যাপলো হাসপাতালে চিকিৎসাসাধীন অবস্থায় গত ২০ জুন বেলা ১১ টা ১৫ মিনিটে মারা যান। আজ বাদ জুম্মা সুলতানপুরস্থ মসজদিয়ে দোয়া অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা যুবদলের নেতৃবৃন্দকে দেবহাটা যুবদল নেতৃবৃন্দের অভিনন্দন

দেবহাটা ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্তৃক সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে সাবেক ছাত্রনেতা আবু জাহিদ ডাবলুকে সভাপতি, আসাদুর রহমান আসাদকে সহ-সভাপতি, হাফিজুর রহমান মুকুলকে সাধারণ সম্পাদক, শাহিনুল ইসলাম শাহিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা আহাদুজ্জামান আজ্জেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেবহাটা উপজেলা যুবদল নেতৃবৃন্দ। এক লিখিত বিবৃতিতে দেবহাটা উপজেলা যুবদল নেতৃবৃন্দ এই অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, দেবহাটা উপজেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, যুগ্ম সাধারন সম্পাদক রওশন আলী, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা যুবদল নেতা এবাদুল ইসলাম। বিবৃতিদাতারা নবগঠিত নেতৃবৃন্দের সংগ্রামী নেতৃত্বে যুবদল তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ
শ্যামনগর ডেস্ক: দেশে যখন একদিকে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে অন্যদিকে বিশ্বকাপ ফুটবল উত্তেজনায় কাঁপছে সারা দেশ তখন আয়তনে বাংলাদেশের বৃহত্তর উপজেলা সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক  প্রীতি ফুটবল ম্যাচ।
২২ শে জুন বিকাল ৪টায় শ্যামনগর ফুটবল একাডেমীর আয়োজনে “ক্রীড়াকে আঁকড়ে ধরি,মাদককে না বলি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস. এম. জগলুল হায়দার’র ঐকান্তিক প্রচেষ্টা ও দিকনির্দেশনায় ঐতিহ্যবাহী শ্যামনগর নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হতে যাচ্ছে মাদক বিরোধী এক প্রীতি ফুটবল খেলা। মাদক বিরোধী এই ম্যাচে একদিকে খেলবে ঢাকার বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের সমন্বয়ে গাজীর হাট প্রগতি সংঘ ফুটবল একাদশ এবং অপর দিকে খেলবে বিকেএসপি ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সমন্বয়ে শ্যামনগর ফুটবল একাডেমী ফুটবল একাদশ। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের ফুটবলার ও শ্যামনগর ফুটবল একাডেমীর চেয়ারম্যান আলমগীর কবির রানা ও সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দিন বাবু।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৩ জুন গণভবনে আ. লীগের বর্ধিত সভা, যাচ্ছেন সাতক্ষীরার নেতারাও

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। এই সভায় সরকারের উন্নয়ন প্রচার, অভ্যন্তরীণ কোন্দল নিরসন, বিএনপি-জামাতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ভিডিও ও স্থিরচিত্র জনগণের সামনে তুলে ধরবেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।

বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে নৌকার পক্ষে ব্যাপক জনমত গঠনের নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাছাড়া দলের পক্ষ থেকে আগামী নির্বাচনের বিশেষ দিক-নির্দেশনা দেওয়া হবে ।

আওয়ামী লীগের নেতারা বলেন, বিশেষ বর্ধিত সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সমূহ জনসম্মুখে তুলে ধরা হবে। বিএনপি-জামাতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা এবং বিগত সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনামূলক উন্নয়ন চিত্র তুলে নৌকার পক্ষে ব্যাপক জনমত গঠনের নির্দেশনাও দেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৩ জুন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। এই সভায় সারাদেশ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেবেন। সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, জেলা/মহানগর, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্যরা, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ+মহিলা), সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র, সকল মহানগরের অন্তর্গত প্রতিটি থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

এই সভায় প্রায় ৪ হাজার থেকে সাড়ে চার হাজার নেতাকর্মী উপস্থিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। এবং সভায় দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা দিক নির্দেশনা থাকবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির পক্ষ থেকে বিশেষ বর্ধিত সভায় বিএনপির অতীতের কার্যক্রম ও বিএনপি ২০০১ থেকে ২০০৬ এবং তার পরে যে তাণ্ডব করেছে এবং সাধারণ মানুষের বিরুদ্ধে যে অত্যাচার করেছে সেই ভিডিও চিত্রগুলো আমরা ব্যাপকভাবে প্রচার করবো। এছাড়া নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে বর্ধিত সভায় পরবর্তী নির্দেশ দেওয়া হবে বলেও তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাড়ি চাপায় পথচারী নিহত; গ্রেফতার হয়নি এমপি পুত্র

দেশের খবর: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে এক সংসদ সদস্যের গাড়ি চাপায় সেলিম ব্যাপারী (৪৫) নামে এক পথচারী নিহতের ঘটনায় এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত শাবাব চৌধুরী। এমনকি ঘাতক গাড়িটিও জব্দে কোনো অগ্রগতি নেই পুলিশের।

এদিকে অভিযুক্ত শাবাব রাজধানীতেই অবস্থান করছেন। এছাড়া গাড়িটি ন্যাম ভবনের ভেতরেই বয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে কাফরুল থানার ওসি মোহাম্মদ শামিম হোসেন জানান, সেলিম ব্যাপারী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযানও অব্যাহত রয়েছে। তারা ঘাতক গাড়িটি খুঁজছেন। তবে এখনও জব্দ করতে পারেননি।

প্রসঙ্গত, ১৯ জুন রাত ১০টায় রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সেলিম ব্যাপারীকে চাপা দেয় ঢাকা মেট্রো ঘ-১৩-৭৬৫৫ নম্বর গাড়িটি। যা নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী স্ত্রী কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলির নামে নিবন্ধিত। আর তাদের একমাত্র ছেলে শাবাব।

নিহত সেলিমের গ্রামের বাড়ি বরিশালে। তিনি মহাখালী এলাকায় একটি ডেভেলপার প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। তিনি পরিবার নিয়ে উত্তরখান এলাকায় থাকতেন। এ ঘটনার পর রাতেই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেছেন নিহতের জামাতা আরিফুল ইসলাম ভুঁইয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে সেলিম মহাখালী ফ্লাইওভারে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় এমপিপুত্র শাবাব তার পায়ের ওপর গাড়ি তুলে দেয়ার পর তিনি বাম্পার ধরে ফেলেন। এর পর গাড়িটির চালক শাবাব ব্যাক গিয়ারে এসে আরও বেপরোয়া হয়ে ওঠে। গতি বাড়িয়ে তিনি আবারও সামনের দিকে এগিয়ে যান। এতে সেলিম ছিটকে ফ্লাইওভারের গার্ডারে গিয়ে পড়েন। মুহূর্তেই মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায় তার। ঘটনাস্থলেই তিনি মারা যান।

চাপা দেয়ার পর গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন মোটরসাইকেল ও প্রাইভেটকারে করে ওই গাড়ির পিছু নেন। গাড়িটি ন্যাম ভবনের সামনে গিয়ে থামে। এ সময় এক রঙের শার্ট ও কালো প্যান্ট পরে ওই গাড়ি থেকে মারমুখি ভঙ্গিতে বেরিয়ে এসে এক তরুণ বলেন, এই তোরা এইখানে ক্যান আইছছ। এটা আমার এলাকা। আমার সঙ্গে লাগতে চাইলে আয়, দেখি কার কতো ক্ষমতা! এ সময় ওই তরুণের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। তখন আশেপাশের লোকজন ছুটে আসে এবং তরুণটিকে শাবাব নাম ধরে ডাকতে থাকে। তবে শাবাব এ সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানান এক প্রত্যক্ষদর্শী।
পরে দায়িত্বরত আনসার ও কেয়ারটেকাররা জানায়, শাবাব এমপি একরাম চৌধুরীর ছেলে। এরপর তাদের ন্যাম ভবন থেকে বের করে দেওয়া হয়। এছাড়া এ ঘটনার প্রমাণ ন্যাম ভবনের সিসি ক্যামেরায় নিশ্চয় ধারণ হয়েছে। ওই সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই সব নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে একরামুলের স্ত্রী কামরুন নাহার শিউলি অভিযুক্ত গাড়ির মালিকানার বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, গাড়িটি চালাচ্ছিলেন নুরুল আলম নামে তাদের গাড়িচালক। তবে ওই গাড়িচালক এখন কোথায় তিনি তা জানেন না।

নিহত সেলিম ব্যাপারীর মেয়ে তামান্না বলেন, বাবা মহাখালীতে একটি ডেভেলপার কোম্পানির এমডির গাড়িচালক ছিলেন। ওই এমডি নাখালপাড়া এলাকায় থাকেন। এমডির বাসায় গাড়ি রেখে আমার বাসায় আসার কথা ছিল বাবার। রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে শেষবারের মতো বাবার সঙ্গে আমার কথা হয়েছিল।

মোবাইল ফোনে বাবা আমাকে বলেন, ডিউটি শেষ করে গাড়ি জমা দিয়েছি। গাড়ির জন্য অপেক্ষা করছি, তোমার বাসায় যাব। মাকেও ফোন করে আমার বাসায় আসার কথা জানিয়েছিলেন।

আরিফুল ইসলাম ভুঁইয়া বলেন, রাত ১০টার দিকে মোবাইল ফোনে কল করে কে যেন জানিয়েছে, আমার শ্বশুর দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, এমপি একরামুল করিমের পরিবারের পক্ষ থেকে সমঝোতার জন্য নিহত সেলিম ব্যাপারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহতের পরিবারকে এ বিষয়ে অভিযোগ করতে নিষেধ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ জন নিহত

খুলনা ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, খুলনার পাইকগাছা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মৌমিতা পরিবহন দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ১৫ জনের মতো আহত হয়েছেন। ওসি আরও জানান, উদ্ধার কাজ এখনো চলছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই বাসের ছাদে ছিলেন। বাসটি ডুমুরিয়া থেকে খুলনা যাচ্ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest