সর্বশেষ সংবাদ-
পুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন সাতক্ষীরার আহ্বায়কজাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরিসাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধনউত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধনআশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশশ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  

নাটোরকে ৩-১ গোলে হারিয়ে জাতীয় স্কুল ফুটবলের ফাইনালে সাতক্ষীরা

মাহফিজুল ইসলাম আককাজ : প্রাণ মিল্ক জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৭-১৮ এর বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলায় নাটোর জেলা ফুটবল দলের সাথে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে সাতক্ষীরা জেলা ফুটবল দল। মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখো মুখি হয় সাতক্ষীরা জেলা দল বনাম নাটোর জেলা ফুটবল দল। খেলার প্রথমােের্ধর শুরুতে সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় আলামিন ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় সাতক্ষীরা জেলা দলের ৯ নং জার্সি পরিহীত খেলোয়াড় হাবিবুল্লাহ ১টি গোল করে এবং এর ১০ মিনিটের মাথায় আবার একই দলের হাসানুল ১টি গোল করে। এর ১০ মিনিট পরে নাটোর জেলা দল ১টি গোল করে। পরে দ্বিতীয়ার্ধের খেলায় দুই দলই তুমুল প্রতিদ্বদ্বিতা করেও কোন গোলের দেখা পায়নি। ফলে সাতক্ষীরা জেলা দল ৩-১ গোলে নাটোর জেলা দলকে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় আলামিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। আগামী ০৭ জুন ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে মুখো মুখি হবে বরিশাল জেলা দলের সাথে। সাতক্ষীরা জেলার পক্ষে জি-ফুল বাড়ি দরগা শরিফ আলিম মাদ্রাসার ছাত্ররা ভালো খেলা উপহার দিয়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করে ক্রীড়াঙ্গণে জেলার সাফল্য ও সুনাম ধরে রাখায় জেলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পিসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আগামী ০৭ জুন ফাইনাল খেলায় অংশ নেবে সাতক্ষীরা জেলা দল তাই জেলাবাসীর কাছে দোয়া কামনা করেছে বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ইফতার মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার আয়োজনে সিয়াম, তাকওয়া ও সাদাকাহ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার কার্যালয় ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর থানা অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ, যুব উন্নয়নের সহকারী পরিচালক আব্দুল কাদের। ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক শেখ আব্দুস সালামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপক ছবিউল ইসলাম খান,মাওলানা মাহমুদুল হাসান, অধ্যক্ষ ওবাইদুল্লাহ গযনফর, হাফেজ সাইদুর রহমান, সিদ্দিকুর রহমানসহ ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলায় ৩৫ হাজার প্রতিবন্ধী

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলায় প্রতিবন্ধী শিশু কিশোরের সংখ্যা ৩৫ হাজারেরও বেশি। কেবলমাত্র সদর উপজেলায় এই সংখ্যা সাড়ে সাত হাজারের অধিক। এছাড়া সাতক্ষীরা পৌর এলাকায় সব ধরনের প্রতিবন্ধীর সংখ্যা দেড় হাজারের কম নয়।
মঙ্গলবার সাতক্ষীরায় প্রতিবন্ধী কল্যাণ বিষয়ক এক সভায় বেসরকারি জরিপে পাওয়া এই তথ্য জানান কর্মকর্তারা। তারা বলেন এসব প্রতিবন্ধীকে থেরাপি, প্রয়োজনীয় উপকরণ , চিকিৎসা , অর্থ সহায়তা এমনকি সার্জারির মাধ্যমেও সহায়তা করা হচ্ছে।
ডিসঅ্যাবলড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ অ্যাসোসিয়েশন ( ডিআরআরএ) আয়োজিত সভায় আরও বলা হয় গত ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত এই ছয়মাসে জেলায় ২৩৫ জন নতুন প্রতিবন্ধীকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। প্রতিদিন সাতক্ষীরা সদর হাসপাতালে গড় ৭০ থেকে ৮০ জন ব্রেইন স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্থ রোগীকে থেরাপি সেবা দেওয়া হচ্ছে। সভায় আরও জানানো হয় জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়া ছাড়াও সাতক্ষীরা শহরে বেপরোয়াভাবে চলাচল করা যানবাহনের আঘাতে সুস্থ মানুষ শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়ছেন। এ প্রসঙ্গে বাল্য বিবাহরোধ এবং মা ও শিশুর পুষ্টিকর খাদ্য গ্রহনের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন অন্যথায় জন্মগত প্রতিবন্ধীতা থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়বে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরীর সভাপতিত্বে শহরের পলাশপোলে ডিআরআরএ অফিসে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ডিআরআরএর জেলা ম্যানেজার মো.আবুল হোসেন, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম রফিক , দৃষ্টি প্রতিবন্ধী আমিনুর রহমান, প্রতিবন্ধী আবুল কাসেম, আঞ্জুয়ারা খাতুন , হালিমা খাতুন প্রমূখ। এ সময় কয়েকটি প্রতিবন্ধী পরিবার কিভাবে সেবা গ্রহন করছে তা তুলে ধরা হয়। সভায় সদ্য চক্ষু অপারেশন হওয়া হালিমা খাতুনের হাতে ১৫ হাজার টাকার একটি চেক তুলে দেওয়্ াহয়।
সভায় জানানো হয় সরকারের সহায়তায় প্রতিবন্ধীদের জন্য একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন প্রকল্প প্রতিবন্ধীদের সেবায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশের তিনটি জেলা সাতক্ষীরা, মানিকগঞ্জ ও চট্টগ্রাম জেলায় এই কার্যক্রম চলছে। অচিরেই উপজেলা পর্যায়ে এই সেবা ছড়িয়ে পড়বে এমন আশাবাদ ব্যক্ত করে সভায় বলা হয় প্রতিবন্ধীদের কোনোভাবেই অবহেলা নয়, তাদেরকে পরম যতেœ স্বাস্থ্য সেবা দিলে তারাও এক একজন দক্ষ জনশক্তি হিসাবে গড়ে উঠতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মেডিকেল কলেজের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মেডিকেল কলেজের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা তুফান কনভেশনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: হাবিবুর রহমান। মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: নাসির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা স্বাচিবের সভাপতি সাবেক এমপি ডা: মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সিভিল সার্জন ডা: এস জেড আতিক, স্বাচিবের সাধারণ সম্পাদক ডা: মনোয়ার হোসেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারি, দৈনিক পত্রদূতের সম্পাদক লায়লা পারভীন সেজুতি, ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক হাফিজুর রহমান মাসুম, ডা: হরষিত চক্রবর্তী, ডা: কাজী আরিফ, ডা: রুহুল কুদ্দুস প্রমুখ। ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন, মেডিকেল কলেজ মসজিদের ইমাম মাও: মোশাররফ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মিথ্যে সাক্ষী না দেয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামের মৃত শেখ আব্দুল লতিফকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য মিথ্যে সাক্ষী না দেয়ায় তার ছেলেরা এক মুক্তিযোদ্ধা পারিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে মারপিট ও বাড়িঘর ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। তালার মাগুরা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নানের ছেলে শেখ আব্দুল শাহিন পলাশ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার চাচা মৃত শেখ আব্দুল লতিফ মুক্তিযোদ্ধা ছিলেন না। কিন্তু আমার বাবা মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান জীবিত থাকা অবস্থা আব্দুল লতিফ মুক্তিযোদ্ধা হওয়ার পায়তারা শুরু করেন। ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর আমার বাবা মারা যান। সম্প্রতি সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু হলে আমার চাচাত ভাই শেখ আব্দুল আলিম টুটুল, শেখ অব্দুস সেলিম ও শেখ বাবুল আক্তার তাদের পিতাকে মুক্তিযোদ্ধা বাননোর জন্য আমার বৃদ্ধা মা’কে সাক্ষী দিতে বলেন। কিন্তু আমার মা মিথ্যে সাক্ষী দিতে রাজি না হওয়ায় তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমাদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করার ষড়যন্ত্র শুরু করে। এরই জের ধরে গত ২ জুন তারা আমার বাড়িতে হামলা করে বাড়ির পিছনের জমির কিছু অংশের গাছপালা কাটতে থাকে। এসময় বাধা দিতে গেলে উল্লেখিতরা আমার বৃদ্ধা মা, বোন জেসমিন সুলতানা, ভগ্নিপতি মাসুদ রানা ও তাদের দুই মেয়েসহ আমাকে বেধড়ক মারপিট করে। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তারা আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করাসহ বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। ফলে পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে আমি চরম নিরাপত্তহীনতায় ভুগছি।
তিনি টুটুল গংদের হয়রানি থেকে রক্ষা পেয়ে যাতে নিজ বাড়িতে শান্তিতে বসবাস করতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪ সচিবসহ ৮জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ন্যাশনাল ডেস্ক: আদালতের নির্দেশ অমান্য করায় চার সচিবসহ আটজনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালতের নির্দেশ সত্ত্বেও এক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) মুক্তিযোদ্ধা হিসেবে চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি না করায় তাদের বিরুদ্ধে এ রুল জারি করা হয়।

একই সঙ্গে ওই পিআইওর স্থলে নতুন করে একজনকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে জারি করা বিজ্ঞপ্তিও স্থগিত করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, আগামী চার সপ্তাহের মধ্যে তা জানতে চাওয়া হয়েছে।

এই আটজন হলেন- মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, ময়মনসিংহের জেলা প্রশাসক এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে এ বি এম আলতাফ হোসেন জানান, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পিআইও সিরাজুল ইসলাম সিদ্দিকী মুক্তিযোদ্ধা হিসেবে চাকরিতে নিয়োগ পান। পরে যাচাই-বাছাই শেষেও মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম বহাল থাকে। তবে মুক্তিযোদ্ধা হিসেবে চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে যে প্রত্যয়নপত্র প্রয়োজন, সেটি তাকে প্রদান করা হয়নি।

ব্যারিস্টার আলতাফ হোসেন আরও বলেন, এ অবস্থায় গত ৩১ মে স্বাভাবিকভাবে তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই সিরাজুল ইসলাম হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ রিটকারী সিরাজুল ইসলামকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করে চাকরির মেয়াদ ৬০ থেকে ৬১ বছরে বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশ দেন।

আদালতের রায় সত্ত্বেও গত ৩০ মে ময়মনসিংহের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিরাজুল ইসলামের স্থলে পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার পিআইও মো. আ. বাসেদকে ১ জুন থেকে মুক্তাগাছার পিআইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।

এ কারণে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন সিরাজুল ইসলাম। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হুমায়ূনের গল্পে শাওনের পাঁচ পর্বের ধারাবাহিক

বিনোদন ডেস্ক: আবারও পরিচালনায় ফিরছেন মেহের আফরোজ শাওন। আসছে রোজা ঈদ উপলক্ষে তিনি নির্মাণ করেছেন ‘বোতল ভূত’ নামের নাটক। এটি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা একটি গল্প।

শিশুতোষ নাটকটি নির্মাণ করা হয়েছে পাঁচ পর্বের ধারাবাহিক হিসেবে। ছোটদের এই গল্প থেকে ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন লুৎফর রহমান নির্ঝর। এই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, আবদুল্লাহ রানা, ওয়াসেক, শাহনাজ সুমি, প্রীনন, জয়াত, ঋতুসহ আরও অনেকে।

নাটকটি প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, ‘অনেকেই জানতে চাইতেন পরিচালনায় কবে ফিরবো। সেই জবাব নিশ্চয়ই তারা পেয়ে গেছেন। আর হুমায়ূন আহমেদের নাটকে বাচ্চাদের চরিত্রগুলোর বিশেষ ভূমিকা থাকলেও শুধু বাচ্চাদের নিয়ে কখনো কাজ করেননি তিনি। সেই ভাবনা থেকে তার গল্পে এই নাটকটি নির্মাণ করেছি।’

ধারাবাহিকটি দেখা যাবে দুরন্ত টিভিতে। ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন বেলা দেড়টায় আর রাত আটটায় দেখানো হবে নাটকটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আখলাকুর রহমান এর উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার আখলাকুর রহমান এর উপর কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে একাত্মতা ঘোষণা করে উক্ত মানববন্ধনে অংশগ্রহন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি ও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন প্রমুখ। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনায় ছিলেন সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক। পরে সরকারী কর্মকর্তার উপর হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest