সর্বশেষ সংবাদ-
ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠনসাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমের

যুক্তরাষ্ট্রের সাথে ১-১ গোলে ড্র করলো ফ্রান্স

খেলার খবর: বিশ্বকাপ মাঠে গড়ানোর দিন কয়েক আগে বড় এক ধাক্কা খেল ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট দিদিয়ে দেশমের দলকে রুখে দিয়েছে বাছাইপর্ব উৎরাতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্র।
শনিবার রাতে ঘরের মাঠে বিশ্বকাপ প্রস্তুতিপর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কদিন আগে ইতালিকে ৩-১ গোলে উড়িয়ে দেয়া ফ্রান্স এ দিনও শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে আধিপত্য করে। পঞ্চম মিনিটে এগিয়েও যেতে পারতো তারা; কিন্তু পল পগবার বিদ্যুৎ গতির শট পোস্টে বাধা পায়।

একের পর এক আক্রমণ করতে থাকা ফ্রান্স পরপর দুই মিনিটে দুটি সুযোগ নষ্ট করে। কিলিয়ান এমবাপের প্রথম প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর তার দ্বিতীয় শট গোলমুখে প্রতিহত হয়। আর ৩৮তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের জোরালো বাঁকানো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
খেলার ধারার বিপরীতে ৪৪তম মিনিটে অতর্কিত এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ডান দিক থেকে আসা ক্রস ডি-বক্সে সামুয়েল উমতিতি বিপদমুক্ত করতে ব্যর্থ হলে আলগা বল ধরে কোনাকুনি শটে জালে পাঠান ফরোয়ার্ড জুলিয়ান গ্রিন।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে প্রতিপক্ষের ডি-বক্সে লাফিয়ে হেড করতে গিয়ে মাথায় আঘাত পান অলিভিয়ে জিরুদ। বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর মাথায় ব্যান্ডেজ নিয়ে মাঠ ছেড়ে যান আর্সেনাল ফরোয়ার্ড। তার জায়গায় বদলি নামেন বার্সেলোনা উইঙ্গার উসমান দেম্বেলে।

৬৯তম মিনিটে বাঁ-দিক থেকে এমবাপের দারুণ একটি ফ্রি-কিক দূরের পোস্ট ঘেঁষে চলে যায়। কিছুক্ষণ পর লুকা এরনদেঁজের দূরপাল্লার শট হয় লক্ষ্যভ্রষ্ট।
প্রতিপক্ষের সীমানায় একচেটিয়া চাপ ধরে রাখা ফ্রান্স ৭৮তম মিনিটে অবশেষে গোলের দেখা পায়। ডান দিক থেকে ডিফেন্ডার বাঁজামা পাভার্দের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন পিএসজির ফরোয়ার্ড এমবাপে।

দুই মিনিট পর লিঁওর ফরোয়ার্ড নাবিল ফেকির দারুণ একটি ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান যুক্তরাষ্ট্রের গোলরক্ষক। যোগ করা সময়ে দেম্বেলের দারুণ একটি প্রচেষ্টা গোলরক্ষক রুখে দিলে কাঙ্ক্ষিত জয়সূচক গোলের দেখা আর পায়নি ফ্রান্স।

আগামী ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ফ্রান্সের। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও ডেনমার্ক।

প্রস্তুতিপর্বে নিজেদের শেষ ম্যাচে তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

সুইডেন ও পেরুর মধ্যে বিশ্বকাপের আরেক প্রস্তুতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

লাতিন আমেরিকার দল বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সার্বিয়া। হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ প্রস্তুতি ম্যাচে কষ্টে জিতেছে স্পেন

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে কষ্টে জিতেছে স্পেন। ইয়াগো আসপাসের গোলে ১-০ ব্যবধানে তিউনিশিয়াকে হারিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
রাশিয়ার ক্রাসনোদার স্টেডিয়ামে শনিবার গোলশূন্য প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্পেন। ইসকো, দাভিদ সিলভা, আন্দ্রেস ইনিয়েস্তারা গোলরক্ষককে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি।

অন্যদিকে তিউনিশিয়ার তিনটি প্রচেষ্টার মধ্যে দুটি গোলমুখে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় স্পেন। ৫৫তম মিনিটে লুকাস ভাসকেসের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ জর্দি আলবা। একটু পর সিলভার শট লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের।

৮৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্পেন। দিয়েগো কস্তার শেষ মুহূর্তে বাড়ানো ব্যাক পাস থেকে পাওয়া বল বাঁ পায়ের জোরালো শটে জালে জড়িয়ে দেন আসপাস। এ গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা।

আগামী ১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে স্পেন। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ইরান ও মরক্কো।

ইংল্যান্ড, বেলজিয়াম ও পানামার সঙ্গে ‘জি’ গ্রুপে আছে তিউনিশিয়া। আগামী ১৮ জুন প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সবচেয়ে কঠিন গ্রুপে ব্রাজিল
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪৩ বছর বয়সে এখনও বিয়ের প্রস্তাব পান রাভিনা!

বিনোদন ডেস্ক: রাভিনা ট্যান্ডন। নব্বই দশকে বলিউডের রুপালী পর্দায় রূপের আগুন ঝরিয়েছিলেন তিনি। তার গ্ল্যামার আর অভিনয়ে মেতেছিলো দশর্ক ও ভক্তরা। রোম্যান্টিক হোক কিংবা আইটেম নাম্বার, সব রূপেই ধরা দিয়েছিলেন আবেদনময়ী এই অভিনেত্রী। ‘তু চিজ বড়ি হে মাস্ত মাস্ত’ এখনো ভক্তদের মুখে মুখে শোনা যায়।

দীর্ঘ দিন ধরেই রাভিনা ট্যান্ডন পর্দায় নেই। সোশ্যাল মিডিয়াতেও খুব একটা নিয়মিত নন। তবে ভক্তদের হৃদয়ে যে সেই আগের রাভিনাই রয়ে গেছেন, সেটারই প্রমাণ মিললো আবার। এক ভক্ত রাভিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। টুইট করে সেই ভক্ত বলেন, ‘আমাকে বিয়ে করবেন?’

৪৩ বছর বয়সে এসেও বিয়ের প্রস্তাব পাওয়া অভিনেত্রী রাভিনা জবাব দিয়েছেন সেই ভক্তের। বলেছেন, দুঃখিত বন্ধু, এ কথা আমাকে জিজ্ঞেস করতে আপনি ১৩ বছর দেরি করে ফেলেছেন। উল্লেখ্য, রাভিনা ট্যান্ডন ২০০৫ সালে ব্যবসায়ী অনিল থাডবাণীকে বিয়ে করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগান সরকারের সঙ্গে তালেবানের যুদ্ধবিরতি

আফগান সরকারের সঙ্গে তালেবান যোদ্ধারা তিন দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এ মাসের শেষে ঈদের জন্য যুদ্ধবিরতি। তবে এর আগে তালেবান সরকার একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। খবর বিবিসি।

২০০১ সালে মার্কিন হামলায় তালেবান সরকার ক্ষমতা হারানোর পর এটাই প্রথম আফগান সরকারের সঙ্গে তালেবানের প্রথম যুদ্ধবিরতি।

তালেবান জানায়, বিদেশি বাহিনী ছাড়া ছুটির সময় সব অভিযান বন্ধ থাকবে।

সম্প্রতি তালেবান যোদ্ধারা ডজনখানেক আফগান নিরাপত্তা সৈন্য হত্যা করেছে।

এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন, তালেবান জঙ্গিদের একটা ব্যাপার বোঝা উচিত যে, তাদের হিংসাত্মক প্রচারাভিযান জনগণের হৃদয় ও মনজয় করতে পারেনি বরং আফগানিস্তানের জনগণ তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ড্রেসিংরুমে ‘মারামারি’ করায় শেষ ম্যাচে ছিলেন না সাব্বির!

দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচে ০ ও ১৩ রান করেছিলেন সাব্বির রহমান। বাংলাদেশের সিরিজ হার নিশ্চিত হওয়ার পর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাদ পড়েন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সাদা চোখে তার বাদ পড়ার পেছনে রান না পাওয়া মনে হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে অন্য কারণ জানিয়েছে ভারতের এক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম।

ক্রিকবাজের খবর, শৃঙ্খলাভঙ্গের কারণে শেষ ম্যাচে বাদ পড়েছিলেন সাব্বির। শনিবার এ খবর তারা জানায় বিসিবির কয়েকটি সূত্রের মাধ্যমে।

গত ডিসেম্বরে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ চলার সময় এক কিশোর ভক্তকে পেটান সাব্বির। তাতে ৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হন তিনি। জরিমানাও দিতে হয়েছে ২০ লাখ টাকা। এবার সাব্বির বিতর্কে জড়ালেন সতীর্থের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে। শুধু তাই নয়, সেটা নাকি এক সময় মারামারি পর্যন্তও গড়িয়েছে।

দ্বিতীয় টি-টোয়েন্টি চলার সময় একজন প্রত্যক্ষদর্শীর চোখে ধরা পড়ে, ড্রেসিংরুমে মেহেদী হাসান মিরাজের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু করেছেন সাব্বির। সেটা শেষ হয়েছে মারামারিতে।

ওই সফরে যাওয়া বোর্ডের এক কমর্কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘এটা তেমন বড় কোনও ইস্যু নয়, কেবল ভুল বোঝাবুঝি। এমনকি এই ঘটনা ম্যানেজারের রিপোর্টেও উল্লেখ করা হয়নি।’

জানা গেছে, সাব্বির যেন বড় ধরনের শাস্তি না পান সেজন্য এই ইস্যু সামনে আনতে চাননি বাংলাদেশের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এর আগে ছয় মাসের নিষেধাজ্ঞার সঙ্গে সাব্বিরকে ‘শেষ সুযোগ’ দিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

রাজশাহীর ঘটনার আগেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল সাব্বিরের বিরুদ্ধে। ২০১৬ সালে টিম হোটেলে মেয়ে অতিথিকে ঢুকিয়ে গুরুতর শৃঙ্খলাভঙ্গ করায় ১২ লাখ টাকা জরিমানা দিয়েছিলেন তিনি।

আর গত বিপিএলে মাচ ফির অর্ধেক জরিমানা করা হয়েছিল, সঙ্গে জুটেছিল তিনটি ডিমেরিট পয়েন্ট। কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠের আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেছিলেন সিলেট সিক্সার্সের এই ব্যাটসম্যান। ক্রিকবাজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৃথিবীর সেরা শরীরী আবেদনময়ী অভিনেত্রী

বিনোদন ডেস্ক: প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই সাড়া ফেলে দিয়েছিলেন বিনোদন জগতে। এখন পৃথিবীর সেরা ম্যাগাজিনের কভার গার্ল তিনি। তখন বয়স মাত্র ১৬। নেহায়েত শখেই গিয়েছিলেন এলিট মডেল ম্যানেজমেন্ট কোম্পানির একটি কাস্টিং কল-এ।

হিরা চিনতে দেরি হয়নি এজেন্সির। সেই দিনই তাকে সাইন করে কোম্পানি এবং কয়েক দিনের মধ্যেই পাড়ি নিউইয়র্ক।

সেই যে শুরু হয়েছিল কেট আপটনের যাত্রা, তার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। হলিউড ছবি থেকে আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন ‘ভো‌গ’-এর কভার পেজে সবই তার হাতের মুঠোয়।

সম্প্রতি ম্যাক্সিম ম্যাগাজিন তাকে পৃথিবীর সেরা যৌন আবেদনময়ীর তকমা দিয়েছে। ওই ম্যাগাজিনের সাম্প্রতিক ইস্য়ুতে প্রকাশিত হয়েছে এই বছরের হট হান্ড্রেড তালিকা। সেই তালিকায় কার্দাশিয়ান বোনেদেরও পিছনে ফেলে দিয়েছেন কেট।

মার্কিন মুলুকের মিশিগানে তার জন্ম। স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর স্যুইমস্যুট ইস্যুতে তার ছবি ঝড় তুলেছিল ২০১০-১১ সালে। ২০১১ সালেই তার একটি হিপ-হপ ভিডিও সোশ্যাল মিডিয়ায় লিক হতেই তার জনপ্রিয়তা তুঙ্গে উঠে।

এরপর ২০১৪ সালে ইন্টারনেটে তার নগ্ন ছবি লিক হওয়া নিয়ে প্রবল বিতর্কও তৈরি হয়। তবে সেই সব নিয়ে কোনও দিনই মাথা ঘামাননি কেট। মাত্র ২৬ বছর বয়সেই পৃথিবীর হায়েস্ট পেইড মডেলদের তালিকায় নাম লিখিয়েছেন, মডেলিং জগতের সেরা পুরস্কারও জিতেছেন। আর ম্যাক্সিম হট হান্ড্রেড হওয়ার পরে স্বাভাবিক ভাবেই আরও বেড়ে গেছে তার তারকামূল্য।

সবচেয়ে মজার বিষয়, এই তালিকায় তিনি এবছর পিছনে ফেলে দিয়েছেন কার্দাশিয়ান বোনেদেরও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রামোসকে ক্ষমা না করার কথা জানালেন সালাহ

খেলার খবর: বিশ্বকাপ শুরু হতে আর বেশি বাকি নেই৷ এখনও উরুগুয়ের বিরুদ্ধে রাশিয়া অভিযানের প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা নিশ্চিত নন মিশরের সালাহ৷ এর মাঝেই আবার তার চোটের জন্য অভিযুক্ত রামোসকে ক্ষমা না করার কথা জানিয়ে দিলেন মিশরের মেসি৷

কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রামোসের কড়া চ্যালেঞ্জে পড়ে গিয়ে কাঁধে গুরুতর চোট পান সালাহ৷ সেই ট্যাকেলের জন্য সেদিন মাঠেই লিভারপুল স্ট্রাইকারের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন রামোস৷ এরপর গোটা বিশ্বজুড়ে রামোসকে নিয়ে তুমুল সমালোচনা হয়েছে৷ স্প্যনিশ ফুটবলারকে নিয়ে মিশরে গণপ্রতিবাদও শুরু হয়৷

সালাহার জীবনের অভিশপ্ত রাতের পর কেটে গিয়েছে দুই সপ্তাহ৷ প্রাক বিশ্বকাপ প্রস্তুতি পর্বকালে অনেকেই যখন ধরে নিয়েছেন সেই দুর্ঘটনা ভুলে রামোসকে নিশ্চয়ই ক্ষমা করে দিয়েছেন সালাহ৷ মিশরীয় ফুটবলার অবশ্য অন্য কথা বলছেন৷

সালাহ জানিয়েছেন, ‘ওটা আমার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে খারাপ দিন৷ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পুরো সময় মাঠে না থাকতে পারার যন্ত্রণা ভোলার নয়৷ চোটের পর এক মূহূর্তে জন্য মনে হয়েছিল, বিশ্বকাপ থেকে পুরোপুরি বোধহয় ছিটকে গেলাম৷ পরে রামোস আমায় মেসেজ করেছিল৷ তার উত্তর আমি কিন্তু ঠিক আছে বলিনি৷’

এই উক্তিতেই স্পষ্ট সেই ট্যাকেল এখনও ভুলতে পারেনি সালাহ৷ রিয়াল তারকাকে তিনি যে ক্ষমা করেননি সেটাও স্পষ্ট সালাহের বক্তব্যে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest