সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

আফ্রিদির সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে মুখ খুললেন আরশি খান

খেলার খবর: আরশি খান। অনেকেই তাকে বলে থাকেন বিতর্কে থাকাটাই তার স্বভাব। বিগ বস ১১-র সদস্য আরশি খান নিজেই দাবি করেছিলেন যে তার সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির যৌন সম্পর্ক হয়েছে। তার এই মন্তব্যে গণমাধ্যমে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল।

বিতর্কিত মডেল ও অভিনেত্রী আরশি খান একাধিকবার এই দাবি করেছেন।

২০১৫ তে ট্যুইটে প্রথম এই দাবি করেন তিনি। তিনি লিখেন, ‘হ্যাঁ, আফ্রিদির সঙ্গে আমি সেক্স করেছি। আমাকে কী কারো সঙ্গে ঘুমানোর জন্য মিডিয়ার অনুমতি নিতে হবে? এটা আমার ব্যক্তিগত জীবন। আমার কাছে এটা ভালবাসা।’

এমনকি আফ্রিদিকে বিয়ে করবেন বলেও দাবি করেন আরশি।

পরে একটি সাক্ষাৎকারে আরশি খান বলেন, বিগ বসে ঢোকার আগে পাকিস্তানি ওই ক্রিকেটারকে (আফ্রিদি) ফোনও করেছিলেন তিনি।

তবে এবার সেই প্রসঙ্গে উল্টো সুর শোনা গেলো আরশি খানের কণ্ঠে। তিনি নাকি ভুল করেছিলেন। ওই ট্যুইট করা উচিত হয়নি তার।

রাজীব খান্ডেওয়ালের শো’তে এসে তিনি বলেন, ‘আমি আফ্রিদিকে যথেষ্ট সম্মান করি। উনি আমার জন্য অনেক করেছেন। ট্যুইট করাটা আমার ভুল ছিল। প্রকাশ্যে এত সেনসিটিভ ইস্যু নিয়ে মুখ খোলাটা আমার উচিত হয়নি। আফ্রিদি সাব আমাকে অনেক দয়া করেছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওজন কমায় যে ঘরোয়া ঔষধি!

স্বাস্থ্য ডেস্ক: আমাদের দেশের দৈনিক রান্নার জন্য বিভিন্ন ধরণের মশলার প্রয়োজন হয়। এ সকল মশলা ছাড়া খাবারের স্বাদ বোঝা যায় না। গোলমরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ইত্যাদি অবশ্যই প্রয়োজনীয়। গবেষণায় দেখা গেছে, বনজ ঔষধি ও মশলা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, খাদ্যের মান উন্নত ও বিপাক অনুমোদনে সহায়তা করে।

তাই আপনার দৈনন্দিন রান্নায় মশলার প্রয়োগ বেশি করুন এবং আপনার ওজনের পরিমাণ সঠিক রাখুন। যে সকল মশলা ওজন নিয়ন্ত্রনে রাখে তা নিম্নে দেয়া হল-

১. দারুচিনি:
দারুচিনি ওজন কমানোর জন্য সবচেয়ে ভাল ঔষধি। কারণ, এটি রক্তে শর্করার মাত্রা স্থির করতে সাহায্য করে, দীর্ঘ সময় আপনার ক্ষুধা নিবারণ করতে সাহায্য করে, ক্ষুধা কমে যায় এবং দ্রুততর হারে চর্বির বিপাক ঘটায়।

২. আদা:
আদা শরীরের জন্য অত্যন্ত উপকারী শুদ্ধিকারক। আদা পাচনতন্ত্রের খাদ্য অপসারণ করতে সাহায্য করে এবং এইভাবে চর্বি দূর করে এবং ওজন বৃদ্ধিতে বাধা প্রদান করে।

৩. এলাচ:
এলাচ আপনার বিপাক অনুমোদন করে এবং ফ্যাট বার্ন করে আপনার শরীরের ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

৪. হলুদ:
হলুদের মসলার মাঝে বিভিন্ন ওজন হ্রাস বৈশিষ্ট্য আছে। এটা চর্বি টিস্যুর গঠন কমাতে সাহায্য করে এবং এভাবে সম্পূর্ণ শরীরের চর্বি কমিয়ে আনে এবং ওজন বৃদ্ধিতে বাধা দেয়।

৫. গোলমরিচ:
গোলমরিচ এ Capsaicin নামক একটি যৌগ রয়েছে যা চর্বি বার্ন করতে সাহায্য করে এবং আপনার ক্ষুধা cravings শুষে নেয়। Prudue বিশ্ববিদ্যালয় দ্বারা সম্পন্ন একটি গবেষণায় দেখা গেছে – এটা শরীরের ওজন কমানোর জন্য কার্যকর ভূমিকা পালন করে। কারণ, এটি শরীরের বিপাক কার্যকলাপ বৃদ্ধি করে যার ফলে প্রচুর ক্যালরি খরচ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘোড়াদের জন্য ফাইভস্টার হোটেল!

ভিন্ন স্বাদের খবর: ঘোড়াদের প্রশিক্ষণ দিতে আছেন বেশ কয়েকজন জিম প্রশিক্ষক, প্রতিদিন নিয়ম মতো ‘গ্রুম’ করাই তাদের কাজ। আর থাকবেই বা না কেন? এ না থাকলে কি ফাইভস্টার হোটেল বলা যায়? তবে এত কিছু আয়োজনের পুরোটাই ঘোড়ার জন্য!

ঘোড়ার আরাম-আয়েশের জন্য আস্তাবলের বদলে অন্যরকম এই হোটেলটি গড়ে তোলা হয়েছে কাতারে। ‘আল শাকাব’ নামে বিলাসবহুল পাঁচতারা হোটেলটির আকারও তাই ঘোড়ার পায়ের ক্ষুরের মতো। এটির সব ব্যবস্থা দেখলে ঈর্ষা হবে মানুষেরই।

এমনিতে মরুপ্রদেশীয় কাতার দিনের বেলা মারাত্মক দাবদাহ জ্বলতে থাকে। সূর্যের প্রখর তেজ অনেক সময় কাবু করে দেয় ঘোড়াদেরও। তাই প্রায় ৭৪০টির মতো ঘোড়ার শরীর-মন জুড়োতে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা আছে হোটেলে। আছে পেট ও প্রাণ ভরে খাওয়ার সুন্দর ডাইনিং হল।

এটুকুতেই থেমে নেই ঘোড়াদের খাতির-যত্ন। সব কিছু ঠিকঠাক চললে কিছুদিনের মধ্যে ঘোটক, ঘোটকি ও তাদের পরিবারের জন্য সবুজ গালিচায় মোড়া সাততারা হোটেল খোলার ইচ্ছা আছে আল শাকাবের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতালির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের দুর্দান্ত জয়

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে ফুটবলপ্রেমীরা। এরইমধ্যে শুরু হয়ে গেছে অংশগ্রহণকারী দেশগুলোর প্রস্তুতি ম্যাচ। তারই জের ধরে ফুটবল বিশ্বযুদ্ধের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার লড়াইয়ে দক্ষতা প্রমাণ করল ফ্রান্স। শুক্রবার রাতে ইতালিকে ৩-১ হারাল দিদিয়ের দল। ইতালির মতো দলকে বড় ব্যবধানে হারিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে রাশিয়ার মাঠে নামবে ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালিয়েছে ফ্রান্সের ফুটবলাররা। শুরুতেই উমতিতি এবং গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় ফ্রান্স। প্রথমার্ধে গ্রিজম্যানের ফ্রিকিক থেকে পাওয়া বল ভলিতে করে বিপক্ষের জালে ঠেলে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন কিলিয়ান এমবাপে। ৮ মিনিটের মাথায় বিপক্ষ গোলির ফেরানো সেই বল গোল মুখে পেয়ে ফ্রান্সের স্কোরবোর্ড সচল করেন উমতিতি।

২৯ মিনিটে স্পট কিকে ফ্রান্সের ব্যবধান দ্বিগুন করেন ফরোয়ার্ড গ্রিজম্যান। সাত মিনিট পর দুরন্ত আক্রমনে ফিরে জোরালো ফ্রিকিকে ফ্রান্সের জালে বল জড়ানোর চেষ্টা করেন বালোতেল্লি। কিন্তু তার শট আটকে দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো। ঠিক এই সময় গোলবক্সের কাছে বল পেয়ে ইতালির ব্যবধান কমান বোনুচ্চি। ২-১ গোলে শেষ হয় খেলার প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের খেলাটা বরং যেন কিছুটা একপেশে হয়ে পড়ে। ম্যাচে সম্পূর্ণ আধিপত্য নিয়ে নেয় দিদিয়ের শিষ্যরা। ৬৫ মিনিটে ডি-বক্স থেকে কোনাকুনি শটে তৃতীয় বারের জন্য বল ইতালির জালে জড়িয়ে দেন দেমবেলে। প্রাক-বিশ্বকাপ বন্ধুত্বের ম্যাচে ৩-১ ইতালিকে পরাজিত করে ফ্রান্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি মন্ত্রীসভায় বড় রকমের রদবদল

আন্তর্জাতিক ডেস্ক: আজ শনিবার ভোরে বেশ কিছু সৌদি রয়াল ডিক্রি জারি হয়েছে। মন্ত্রীসভায় রদবদল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ পদে ব্যাপক পরিবর্তন এসেছে।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল লেবার মিনিস্টারের পরিবর্তন।

ড. আলী বিন নাসের আল গুফাইসের পরিবর্তে নতুন মন্ত্রী হিসেবে ঐতিহ্যবাহী ব্যবসায়ী পরিবার আল রাজেহী পরিবারের ইঞ্জিনিয়ার আহমাদ বিন সুলাইমান আল রাজেহী নিয়োগ পেয়েছেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম করণ করা হয়েছে তথ্য মন্ত্রণালয়। আর এই মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী করা হয়েছে আল উলা প্রদেশের গভর্নর প্রিন্স বাদর বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ফারহান আল সৌদকে।
ধর্মীয় পুলিশের সাবেক প্রধান শেইখ আব্দুল লতিফ আল শেইখকে ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়ের নিযুক্ত করা হয়েছ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উচ্চবর্ণের হিন্দুদের সামনে পা তুলে বসায় ৩ দলিত খুন!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে উচ্চবর্ণের হিন্দুদের সামনে পায়ের উপর পা তুলে বসায় দলিত গ্রামে হামলা চালিয়ে তিন জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছ’জন। হামলাকারীদের তাণ্ডবে গুঁড়িয়ে গেছে কিছু ঘরবাড়ি। গত শুক্রবার দেশটির তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কাচনাথম গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় কারুপ্পাস্বামী মন্দিরের বাইরে পায়ের উপর পা তুলে বসে ছিলেন ৩ দলিত যুবক। সেখানে উপস্থিত ছিলেন উচ্চবর্ণের দুই হিন্দু। অভিযোগ, তাঁদের ‘অসম্মান’ করা হচ্ছে বলে দাবি করে ওই তিন যুবককে কটূক্তি করলে ঝগড়া বেধে যায় দু’পক্ষের। পরে চন্দ্রকুমার নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ওই দলিত যুবকরা।

এই ঘটনার তিন দিন পর, সোমবার দলিত গ্রামে অস্ত্র নিয়ে চড়াও হয় ১৫ জনের বাহিনী। অভিযোগ মন্দিরের ঝামেলার পর থেকেই দলিতদের হুমকি দিচ্ছিলেন পাশের গ্রামের তেবর সম্প্রদায়ের কিছু মানুষ। তা নিয়ে থানায় অভিযোগ জানিয়েও ফল হয়নি। সোমবারের হামলার ছক কষেছিল চন্দ্রকুমারের ছেলেই। ওই দিন রাতে বন্ধুদের নিয়ে কাচনাথম গ্রামে হামলা চালান তিনি। হাসপাতালের পথে মৃত্যু হয় অরুমুগম ও শন্মুগনাথম নামে দু’জনের। মাদুরাইয়ের হাসপাতালে মৃত্যু হয় চন্দ্রশেখর নামে আরও এক দলিতের। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাজাজি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ নিতে অস্বীকার করে পরিবার। শিবগঙ্গা ও মাদুরাইয়ের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পরে তাঁদের দাবিদাওয়া মানার প্রতিশ্রুতি পেলে বিক্ষোভ তোলেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, কাচনাথম গ্রামে ৩০টি দলিত পরিবার ও পাঁচটি হিন্দু পরিবার থাকলেও বরাবরই কোণঠাসা দলিতরা। দলিতদের হাতে জমিজমা থাকলেও উচ্চবর্ণের হিন্দু পানি দিলে তবেই চাষবাস করতে পারেন তাঁরা। এমনকি, উচ্চবর্ণের গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলেও ব্যবস্থা নেয় না পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইগারদের উড়িয়ে দিল আফগানিস্তান

খেলাব খবর: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেল সাকিবরা। বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের টার্গেটে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ১৬ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানরা।

শুক্রবার রাতে ভারতের দেরাদুনের মাঠে আফগানিস্তান বলতে গেলে একবারে পাত্তাই দিল না টাইগার দলকে। যদিও প্রস্তুতি মূলক ম্যাচ, তবুও আফগানিস্তানের মতো নবীন ক্রিকেট দলের কাছে এমন হার অবশ্যই লজ্জাজনক।

বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ রান করেন। তিনি ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ মুশফিকুর রহিমের। তিনি ৩২ বলে ২৭ রানের। সৌম্য সরকার-মাহমুদুল্লাহ রিয়াদ-সাব্বির রহমানরাও দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ ১৪৫ রান জোগাড়ের পর আফগানদের টার্গেট দাঁড়ায় ১৪৬।

বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ওভারেই আবু জায়েদ রাহি তুলে নেন উইকেট। পঞ্চম ওভারে ২২ রানের মাথায় আরও একটি উইকেট নেন আবু হায়দার রনি। এরপর বাংলাদেশি বোলারদের অসহায় আত্মসমর্পন। হযরতউল্লাহ জেজাই ও মোহাম্মদ নবীদের মারকুটে ব্যাটিংয়ে ভর করে ১৭তম ওভারে, ১৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে আফগানরা।

এই প্রস্তুতি ম্যাচের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বাংলাদেশ দল আজ এভাবে ভেঙে পড়লো আফগানিস্তানের যে বোলিং আক্রমনের কাছে , সেই আক্রমণে আবার ছিলেন না রশিদ খান বা মুজিবুর রহমানরা। তারা না নামার পরেই যদি এই অবস্থা হয় টাইগারদের, তাহলে পূর্ণ শক্তি আফগানিস্তানের কি হবে সেটাই এখন ভাবনার বিষয়। আগামীকাল রবিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথমটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে স্কুল শিক্ষক মিঠুন নন্দীর আত্মহত্যা

কালিগঞ্জ  প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে স্কুল শিক্ষক মিঠুন নন্দী গলায় (দড়ি) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ানের চাঁচাই গ্রামের রাম চন্দ্র নন্দীর পুত্র। পারিবারিক সুত্রে জানাগেছে, মিঠুন নন্দী(২৭) শনিবার (২ জুন) রাত ১টার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ‍”খবর পেয়ে থানা থেকে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।”

জানা যায়, মিঠুন নন্দী পাশ্ববর্তী চৌমুহুনী আছিয়া লুৎফর প্রিপারেটরি স্কুলের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি রাত বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে লিচু গাছে গলায় ফাঁস দেয়, তারপর বাড়ির লোকজন বুঝতে পেরে মিঠুন নন্দির মরাদেহ রশিতে ঝুলান্ত অবস্থা থেকে বাড়িতে নিয়ে আসে। মাথার ভারসাম্য নষ্ট হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে মিঠুন এমনটা বললেন পরিবারের সদস্যরা। মিঠুন নন্দীর মৃত্যুেতে পিতা মাতা, আত্ময়ী-স্বজন, স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার জনমানুষ শোকাহত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest