সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জাতীয় ঐক্যমত গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত শীর্ষক মতবিনিময়আশাশুনিতে টানা বৃষ্টিপাতে ভয়াবহ জলাবদ্ধতাআশাশুনিতে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপন স্থান পরিদর্শনে জেলা প্রশাসকসাতক্ষীরা সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠনসাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনে সাতক্ষীরায় সভাপণ্যগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিসাতক্ষীরায় গৃহবধু গণধর্ষণের মামলার আসামী গ্রেপ্তারআশাশুনি বাজারের পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন: ইউএনওর পরিদর্শণসাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩৩ জনের জামিন

ইরানের চুক্তি বাঁচাতে একাট্টা চীন-জার্মানি, বৈঠকে ম্যাখোঁ-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু চুক্তি রক্ষা করতে এবার নিজেদের মধ্যে আলোচনা করেছে চীন ও জার্মানি। আর চুক্তি টেকাতে চাইলে ইরানের কিছু দাবিদাওয়াও যে পূরণ করতে হবে, সে কথা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইরান ইস্যুতে আলোচনা করতে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে জানান, ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) শীর্ষক পরমাণু চুক্তি থেকে তিনি যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিচ্ছেন এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবেন। বিশ্বের অন্য কোনো দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র চুক্তি ভেঙে বেরিয়ে গেলেও ইরান যেন সে পথে না হাঁটে, সে জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউরোপ। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বৈঠকও করেছেন। কিন্তু ইরানকে চুক্তিতে রাখতে হলে এবং ইরানে নিজেদের ব্যবসা বাঁচাতে হলে তাঁরা ঠিক কী পদক্ষেপ নেবেন, সেটা স্পষ্ট নয়।

ইউরোপীয় নেতাদের দোলাচলের মধ্যেই গতকাল জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে দেখা করেছেন। চীনের রাজধানী পেইচিংয়ে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মার্কেল ইরানে ইউরোপের ব্যবসা প্রসঙ্গে কথা বলেন। ট্রাম্প জেসিপিওএ ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে সেটা ইরানে ইউরোপের বাণিজ্যে কতটা প্রভাব ফেলবে, সে ব্যাপারে সতর্ক করে দেন এ জার্মান নেতা।

এ ছাড়া চীনের প্রধানমন্ত্রী কেকিয়াং ইরান ইস্যুর সঙ্গে উত্তর কোরিয়া সংকটের সম্পর্ক দেখিয়ে বলেন, জেসিপিওএর অবসান ‘শুধু ইরানকে প্রভাবিত করবে, তা নয়, বরং অন্যান্য উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রক্রিয়ায়ও নেতিবাচক প্রভাব ফেলবে।’

চীন-জার্মানির এসব বক্তব্যের কয়েক ঘণ্টা আগে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি জানান, ইরানকে জেসিপিওএতে রাখতে চাইলে ইরানের জ্বালানি তেলের বাজার চাঙ্গা রাখতে হবে এবং তাঁদের অপরিশোধিত তেল ইউরোপকে কিনতে হবে। শর্ত পূরণ করতে না পারলে ইরান চুক্তি ত্যাগ করে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আবার চালু করবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের তেলের বাজার চাঙ্গা রাখতে ইউরোপকে শর্ত বেঁধে দেন তিনি।

এদিকে ইরান ইস্যুতে আলোচনার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রওনা হয়ে গেছেন। ইরান প্রসঙ্গের পাশাপাশি সিরিয়া ও ইউক্রেন নিয়েও তাঁদের আলোচনা করার কথা। ম্যাখোঁর ঘনিষ্ঠ সহযোগীরা বলছেন, রাশিয়ার সঙ্গে আলোচনার মানে এই নয় যে, ফ্রান্স তার পুরনো মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সূত্র : এএফপি, বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লর্ডসে চালকের আসনে পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে বোলিং সহায়ক কন্ডিশনে টসে জিতে আগে ব্যাটিং নিয়ে ভুল-ই করলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। লর্ডসের পিচ সবুজাভ, পাকিস্তানের একাদশে চারজন পেসার। এমন পরিস্থিতে আগে ব্যাটিং নেওয়ার খেসারত দিল ইংল্যান্ড। চা-বিরতির পরপরই মাত্র ১৮৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৫০ রান।

দুই ডানহাতি পেসার মোহাম্মদ আব্বাস ও হাসান আলী অনেকটা ভাগাভাগি করেই ইংল্যান্ডের উইকেট শিকার করলেন। মোহাম্মদ আব্বাস ১৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। আর হাসান আলি ১৫.২ ওভার বল করে ৫১ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ।

পাকিস্তানি পেসারদের লাইন-লেংথ ছিল অসাধারণ। সুইংও পাচ্ছিলেন সবাই। ৪৩ রানেই ইংলিশদের ৩ উইকেট চলে গেলে কুক ও বেয়ারস্টো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এই দুই ব্যাটসম্যানের ৫৭ রানের জুটিই ছিল ইংলিশদের প্রথম দিনের সবচেয়ে বড় জুটি। অলরাউন্ডার ফাহিম আশরাফের বলে আউট হওয়ার আগে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে খেলতে আসা বেয়ারস্টো করেন ২৭ রান।

ইংল্যান্ডের ব্যাটিং সেশনে আশার আলো হয়ে জ্বলেছে অ্যালিস্টার কুকের ব্যাট। মোহাম্মদ আমিরের বলে বোল্ড হওয়ার আগ পর্যন্ত অন্যদের আসা-যাওয়ার মাঝেও ১৪৮ বলে করেছেন ৭০ রান। এই ৭০ রানে আছে ১৪টি চারের মার। বাকিদের মধ্যে বেন স্টোকস করেছেন ৩৮ রান। আব্বাসের বলে স্টোকস আউট হয়ে ফেরার পর ইংলিশদের কোনো ব্যাটসম্যানই আর ক্রিজে দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। স্বাগতিকদের শেষ ৫ উইকেট পড়ে যায় ১৬ রানের মধ্যেই।

প্রথম দিন শেষে স্কোর
ইংল্যান্ড: ১৮৪ অলআউট
পাকিস্তান: ১ উইকেটে তুলেছে ৫০ রান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদকের গডফাদারদের সম্পদের খোঁজে দুদক

ন্যাশনাল ডেস্ক: মাদক বিক্রেতা, ডিলারসহ মাদকের গডফাদারদের অর্থ-বিত্তের খোঁজে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে খতিয়ে দেখা হবে তাদের নামে-বেনামে গড়া সম্পদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের করা মাদক ব্যবসায়ীদের ১৪১ জনের একটি তালিকা জানুয়ারিতে দুদকে পাঠানো হলেও এতদিন তা হিমাগারে ছিল। তালিকার কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হলে দুদকও নড়েচড়ে বসেছে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ মাদক ব্যবসায়ী ও মাদকের গডফাদারদের অবৈধ সম্পদের খোঁজে জোরেশোরে অনুসন্ধান শুরুর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, দুদকের দু’জন পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও কাজী শফিকুল আলমের নেতৃত্বে বৃহস্পতিবার পৃথক দুটি উচ্চপর্যায়ের টিমকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের অবৈধ সম্পদ অনুসন্ধান তদারকির দায়িত্ব দেয়া হয়েছে।
দুদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে পাওয়া তালিকার বাইরে আরও কোনো তালিকা থাকলে তা দুদককে সরবরাহ করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানদের কাছে চিঠি দেবে। রাজধানীর শীর্ষ ৮২ মাদক ব্যবসায়ীর যে তালিকা পুলিশের কাছে রয়েছে দুদক সেই তালিকাটিও সংগ্রহ করে জড়িতদের সম্পদের তদন্ত করবে। সংস্থাটি নিজস্ব গোয়েন্দাদের দিয়েও গোপনে তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় সহায়তা করে অঢেল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এর সত্যতা নিরূপণ করতে তাদের বিষয়েও তথ্য জোগাড় করবে দুদক।
এদিকে সরকারদলীয় একাধিক এমপির বিরদ্ধে মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হওয়া ও মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ জমা পড়েছে দুদকে। অনুসন্ধানের বিষয়ে দুদক সচিব ড. শামসুল আরেফিন বলেন, মাদক ব্যবসা করে যারা অবৈধ সম্পদের মালিক হয়েছেন, যাদের কারণে সমাজে সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়েছে তাদের বিরুদ্ধে দুদকের তফসিল অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে দুদকের কাছে আসা মাদক ব্যবসা সংক্রান্ত কিছু অভিযোগের বিষয়ে এরই মধ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে অনুসন্ধান চলছে খুলনা-২ আসনের সরকারদলীয় এমপি মিজানুর রহমানের বিরুদ্ধে। দুদকের কাছে থাকা তথ্য বলছে, এমপি মিজানুর রহমান মাদক ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। অবৈধ সম্পদের অভিযোগ এনে ১৬ এপ্রিল তাকে জিজ্ঞাসাবাদও করে দুদক। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে পাওয়া তালিকার ১৪১ জনের মধ্যে কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদির নামও রয়েছে। তালিকায় আবদুর রহমান বদিকে মাদক সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি বলা হয়েছে। তালিকার একটি প্যারায় বলা হয়েছে, ‘মাননীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি দেশের ইয়াবা জগতের অন্যতম নিয়ন্ত্রণকারী। তার ইশারার বাইরে কিছুই হয় না। দেশের ইয়াবা আগ্রাসন বন্ধের জন্য তার ইচ্ছাশক্তিই যথেষ্ট।’ দুদকের তালিকায় বদি ছাড়াও তার পাঁচ ভাইয়ের নাম উঠে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ববাসীর প্রতি প্রিয়াঙ্কার আবেদন

রোহিঙ্গা শিশুদের জন্য সোচ্চার হতে জাতিসংঘের হয়ে বিশ্ববাসীর প্রতি আবেদন জানিয়েছেন জাতিসংঘ ইউনিসেফের শুভেচ্ছাদূত হলিউড ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এ আবেদন করেন বাংলাদেশ সফররত প্রিয়াঙ্কা চোপড়া।

তিনি বলেন, বিশ্বের কোনো শিশুরই যেন রোহিঙ্গা শিশুদের মতো অবস্থা না হয়।

এ সময়, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শিশুদের আশ্রয় ও শিক্ষার সুযোগ দেয়ায় ইউনিসেফের হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান জাতিসংঘের এ শুভেচ্ছাদূত।

মিয়ানমারের ১২ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয়প্রার্থীর মানবেতর জীবনযাপনে বাংলাদেশের মাটিতে প্রতিদিন গড়ে ৬০ রোহিঙ্গা শিশুর জন্মের মতো জটিল সংকট নিরসনে বিশ্ববাসীর জোরালো অবস্থান চান প্রধানমন্ত্রী। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রগুলো থেকে ফিরে বাংলাদেশে ৪ দিনের সফরের শেষ দিনে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের এ বার্তা দেন বলিউড অভিনেত্রী ও শিশু অধিকারে আন্তর্জাতিক খ্যাতিমান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আমি যখন প্রধানমন্ত্রী হব, তখন দেখবেন’- সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: শরণার্থী শিবিরে ঝুঁকির মুখে থাকা রোহিঙ্গা শিশু ও নারীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পগুলোয় ঘুরে এসে বৃহস্পতিবার (২৪ মে) রাজধানীর একটি হোটেল এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

শিশুদের চিত্রকর্ম দেখার কথা জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, তারা দেখেছে মাথার ওপরে রকেট লঞ্চার, পায়ের তলায় মাইন। তারা সেটা মনে রেখেছে এবং এঁকেছে। কেউ অল্প কিছু সাহায্য করলে এক শিশুর কয়েক দিনের খোরাক হয়ে যায়।

সীমান্ত উন্মুক্ত করে দেয়ায় বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছে, তাদের প্রতি মানবিকতার জন্য। যে মানবিকতা সারা বিশ্বের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।

মিয়ানমারের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করলে প্রিয়াঙ্কা বলেন, এটা রাজনৈতিক সমস্যা। এ নিয়ে আমাদের উত্তর নেই। কিন্তু মানবিক বিষয়ে আমার বলার আছে।

তিনি আরও বলেন, আমি যখন রাজনীতিবিদ হব, তখন সব করব। এ মুহূর্তে আমি ইউনিসেফের শুভেচ্ছা দূত। কিন্তু আমি যখন প্রধানমন্ত্রী হব, তখন দেখবেন!

সংবাদ সম্মেলনে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি সীমা সেন গুপ্ত, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস চিফ জ্যঁ জ্যাক সিমনও বক্তব্য দেন।

গত চার দিনে তিনি উখিয়া ও টেকনাফের ১০টি শরণার্থী ক্যাম্প এবং সীমান্তের কাছের রোহিঙ্গা আগমনের ট্রানজিট পয়েন্ট ঘুরে দেখেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশ্মিরে কিশোরীর সঙ্গে রাত কাটাতে গিয়ে আটক সেই মেজর!

আন্তর্জাতিক ডেস্ক: লজ্জা! আর কী বা বলা যায়। একবছর আগে কাশ্মীরে ভোটের সময় স্থানীয়দের ছোড়া পাথরের হাত থেকে ভোটকর্মীদের বাঁচাতে এক স্থানীয় কাশ্মীরি যুবককে মানব ঢাল বানিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি। ভারতীয় সেনাবাহিনী তাঁকে এর জন্য পুরস্কারও দিয়েছিল। সেই মেজরই শ্রীনগরের এক হোটেলে ১৬ বছরের এক কাশ্মীরি কিশোরীর সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা পড়লেন পুলিশের হাতে।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, মেজর লীতুল গগৈ, অনলাইনে, শ্রীনগরের ডালগেট এলাকার গ্র্যান্ড মমতা হোটেলের একটি ঘর বুক করেছিলেন। গত ২৩ মে তারিখে সকালে তিনি শ্রীনগর বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে এসে পৌঁছান। অবশ্য তিনি তাঁর ‘মেজর’ পরিচয় গোপন রেখেছিলেন। হোটেল কর্তৃপক্ষকে জানান তিনি ব্যবসার কাজে কাশ্মীর এসেছেন। তিনি অবশ্য একা ছিলেন না। তাঁর সঙ্গে আসেন স্থানীয় এক ব্যক্তি ও ওই কিশোরী।

হোটেলের মালিক জানিয়েছেন, গগৈ হোটেলের রেজিস্টার ফর্মে দুজনের নাম নথিভুক্ত করতে যেতে হোটেলের ফ্রন্ট ডেস্ক ওই দুজনের আধার কার্ড চায়। আধার কার্ড দুটি দিতেই দেখা যায়, তাদের একজন স্থানীয় কিশোরী। এতে ফ্রন্ট ডেস্ক তাঁকে জানায় স্থানীয়দের তারা ঘর ভাড়া দিতে পারবে না। হোটেল কর্তৃপক্ষের দাবি সেসময় স্থানীয় ওই ব্যক্তি ও কিশোরী বাইরে একটি গাড়িতে বসেছিলেন। এরপরই গাড়িতে থাকা ওই ব্যক্তিকে ফ্রন্ট ডেস্কের কর্মীদের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেন। উত্য়প্ত বাদানুবাদ চলার মধ্যেই হোটেল থেকে খবর দেওয়া হয় খানিয়ার থানায়।

পুলিশ জানিয়েছে, মমতা হোটেলের ফোন পেয়ে তারা এই হোটেলে যায়। এরপরই বেরোয় মেজরের আসল পরিচয়। জানা যায় স্থানীয় ওই ব্যক্তির নাম সমীর আহমেদ। তিনি বুড়গামের বাসিন্দা। জানা যায় কিশোরীর পরিচয়ও। তাঁর বয়স ১৬। তিনজনকেই আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেসময় মেজর বাধা দেন। তাঁকে একরকম টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সেনা অফিসারটির পরিচয় ও তাঁর বিবৃতি গ্রহন করে তাঁকে তাঁর ইউনিটের হাতে তুলে দিয়েছে। বিবৃতি গ্রহন করা হয়েছে কিশোরীটিরও। তবে এবিষয়ে আরো তদন্তের নির্দেশ দিয়েছেন কাশ্মীর পুলিশের আইজি এসপি পানি। এ ব্যাপারে শ্রীনগরের এসপি (উত্তর)-র নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই কাশ্মীর উপত্যকা জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। আসলে মেজর লীতুল গগৈ, কোনও অপরিচিত নাম নয়। গত বছর কাশ্মীরে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন একাংশের কাশ্মীরিরা। ভোটকর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে তারা ভোটকর্মীদের গাড়ি লক্ষ্য করে সমানে পাথর বৃষ্টি করেছিল। সেসময় গগৈ এক কেন্দ্রে ভোটকর্মীদের পৌঁছতে এক অন্য উপায় নিয়েছিলেন। ফারুক দার নামে এক কাশ্মীরি যুবককে তিনি জিপের সামনে ঢাল হিসেবে বেঁধে নেন। এতে স্থানীয়রা আর গাড়িটি লক্ষ্য করে পাথর ছুড়তে পারেনি।

এ নিয়ে আন্তর্জাতিক স্তরে বিতর্ক উঠলেও ভারতীয় সেনাবাহিনী মেজর গগৈ-এর ওই কাজকে পুরস্কৃত করেছিল। তাঁকে নিজে হাতে কমেন্ডেশন কারড তুলে দিয়েছিলেন ভারতের সেনা প্রধান বিপিন রাউত।

এদিনের ঘটনা জানাজানি হতেই স্থানীয় কাশ্মীরিরা একহাত নিয়েছেন মেজরকে। ফারুক দারের আইনজীবি আহসান আনটু বলেন, ‘এবারে মেজরের আসল রূপ সামনে এল।’

তবে সংশ্লিষ্ট অনেকের দাবি, মেজরের সঙ্গে হোটেলের ঘরে রাত কাটাতে কিশোরীটিরও সম্মতি ছিল। তাকে জোর করা হয়নি। কিন্তু সেক্ষেত্রেও তার বয়সের কথা চিন্তা করলে এটা একটা গুরুতর অপরাধ বটেই। সবচেয়ে বড় কথা এই ঘটনায় মুখ পুড়ল ভারতীয় সেনাবাহিনীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি নজরুল, আহসান সম্পাদক

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। ২৩ মে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে সভাপতি পদে নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আহসান হাবীব নির্বাচিত হন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাতক্ষীরা জেলা শাখার এক যৌথ সভার পরে বিবৃতিতে ইন্টার্ন চিকিৎসক পরিষদের কমিটিকে স্বীকৃতি প্রদান করে। ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ সভাপতি পদে সাব্যসাচী বিশ্বাস, আতিকুর রহমান, সাদিয়া ফারহা, যুগ্ম সম্পাদক পদে পিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হাসান খান, আবু সালেহ মোঃ রনি নির্বাচিত হন। এছাড়াও নির্বাহী সদস্য পদে ওয়াসিফ খান মুগ্ধ, দীপু বসাক ও আবু সায়েম সিফাত নির্বাচিত হন। নির্বাচিত কমিটির সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে প্রবাসীর স্ত্রীর ‘আত্মহত্যা’ স্বজনদের দাবি হত্যা

মোঃ আরাফাত আলী: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নুরুজ্জামানের স্ত্রী এবং একই গ্রামের মোহাম্মদ আলী মোড়লের মেয়ে মোহছেনা আক্তার সুমি (২২) পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে। যদিও দুবাই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে তার স্বজনদের অভিযোগ সুমিকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ওড়নার সাহায্যে নিজ ঘরের আড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুমি।
নিহত গৃহবধূর ভাই মোস্তাফিজুর রহমান সুমন জানান, দুবাই প্রবাসী নুরুজ্জামান মোড়লের সাথে প্রায় ৪বছর পূর্বে মোহছেনা আক্তার সুমির বিয়ে হয়। তাদের ফয়সাল নামের দেড় বছর বয়সের একটি ছেলে রয়েছে। স্বামী বিদেশে থাকার সুযোগে বিভিন্ন বিষয় নিয়ে তার শ^শুর ও পরিবারের সদস্যরা সুমির উপর নির্যাতন চালাতো। এক পর্যায়ে বৃহস্পতিবার তার বোন সুমিকে পরিকল্পিত ভাবে হত্যা করে আড়ার সাথে ঝুলিয়ে দিয়ে এটাকে আত্মহত্যা বলে প্রচার করছে শ^শুরবাড়ির লোকজন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান মোহছেনা আক্তার সুমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest