সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যানল স্টুডেন্টস ফোরামের নির্বাচন সম্পন্ন

ত্বকের উজ্জ্বলতা বাড়ায় হলুদ!

স্বাস্থ্য ও জীবন: হলুদ একটি জাদুকরী ভেষজ উপাদান তাৎক্ষণিক এবং স্থায়ী সৌন্দর্যের মূলমন্ত্র হল হলুদ। প্রাচীনকাল থেকেই আমাদের দেশে হলুদের গুরুত্ব অপরিসীম। হলুদ শুধু রান্নায় ব্যবহার করা হয়না, সুন্দর নিখুঁত ত্বকের যত্নেও ব্যবহৃত হয়ে আসছে সৌন্দর্য সচেতন নারীদের রুপচর্চায়। এখনও অনেকেই রুপচর্চার আভিজাত্য হিসেবে হলুদকেই প্রাধান্য দেয়।

চলুন, হলুদের ব্যবহার এবং উপকারিতা সম্পর্কে জেনে নিই-

১) মধু ও হলুদের প্যাক-
এক চা চামচ হলুদ আর আধ চা চামচ মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। ব্রণের উপর লাগিয়ে দশ মিনিট এর মত অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ব্রণ না শুকোনো পর্যন্ত দিনে একবার লাগাতে হবে। আপনি যদি ত্বকে আগে কখনও হলুদ না লাগিয়ে থাকেন, তবে প্যাচ টেস্ট করে নিবেন।

২) হলুদ ও টক দইয়ের মাস্ক-
দু’ টেবিলচামচ টকদই আর আধ চা চামচ হলুদ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ব্রণের জায়গাগুলোতে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন বার লাগালেই ব্রণ দূর হয়ে যাবে।

৩) নিম ও হলুদের প্যাক-
ত্বক সুস্থ রাখতে নিমের ব্যবহার বহু প্রচলিত। দরকার ১০-১২টা টাটকা নিমপাতা আর সিকি চামচ হলুদগুঁড়ো। নিমপাতাগুলো জলে ফুটিয়ে বেটে নিন। এবার তাতে হলুদগুঁড়ো মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এখন ব্রণের উপর লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জলের ঝাপটায় ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার লাগাতে হবে।

৪) চন্দন ও হলুদের প্যাক-
শুধু ত্বকই নয়, চন্দনের মনমাতানো গন্ধ আপনার মনকেও শীতল করে তোলে। দু’ টেবিলচামচ চন্দনগুঁড়ো নিন। তার সঙ্গে আধ চা চামচ হলুদগুঁড়ো আর পরিমাণমতো গোলাপজল দিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট করে নিন। ব্রণের উপর লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে হালকা গরমজলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার লাগাতে হবে।

৫) বেসন ও হলুদের প্যাক-
এই ফেসপ্যাকটি শুধু ব্রণর উপরেই নয়, সারা মুখেও মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এক চা চামচ হলুদগুঁড়ো, দু’চা চামচ বেসন আর তিন চা চামচ গোলাপজল। তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মুখ পরিষ্কার করে তারপর সারা মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলবেন। সপ্তাহে দু’বার করলে ব্রণ তো কমবেই, ত্বক ভরপুর জেল্লাদারও হয়ে উঠবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে ৭০ লাখ মাদকাসক্ত, প্রতিবছর মাদকে ব্যয় ৬০ হাজার কোটি টাকা

দেশের খবর: জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্য ডা. অরুপ রতন চৌধুরী বলেছেন, দেশে প্রায় ৭০ লাখ মাদকাসক্ত রয়েছে, আর প্রতিবছর মাদকের পেছনে তারা ৬০ হাজার কোটি টাকা ব্যয় করছে।

আজ শনিবার সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘মাদক বিরোধী অভিযান ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি সমাজে মাদকাসক্তির কারণ হিসেবে বন্ধুদের পাল্লায় পড়ে মাদক গ্রহণ , কৌতুহলবশত মাদক গ্রহণ, হতাশা, পরীক্ষায় ফেল, প্রেমে ব্যর্থতা, পারিবারিক প্রতিকূল পরিবেশ, ধর্মীয় ভাবাগের অনুপস্থিতি, মাদকের সহজ লভ্যতাকে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তিনভাবে মাদকের প্রসার রোধ করা যায়, আর তা হলো- সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন ও হার্ম রিডাকশন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন আহমদ, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব নাসির উদ্দিন আহমদ, বিএসএমএমইউ এর ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, ঢাবি অধ্যাপক ড. জিনাত হুদা, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট বাসেত মজুমদার, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার (অব.), নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মো. আব্দুর রশীদ (অব.), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা.ফারজানা, জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ আসলাম, অভিনেতা জায়েদ খান, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিকে-শাকিরার দামি সম্পত্তি চুরি হয়ে গেল!

খেলার খবর: বিশ্বকাপ নিয়ে এখন চূড়ান্ত প্রস্তুতিতে স্পেন। তবে এর মধ্যেই তারকা ডিফেন্ডার পিকে’র মন নেই বিশ্বকাপে। তিনি এখন ব্যস্ত বাড়ি থেকে খোওয়া যাওয়া দামি জিনিসপত্র উদ্ধার করা নিয়ে। আসলে পিকে-শাকিরার বাড়িতে বড়সড় চুরি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, দামি গহনা, জুয়েলারি, ঘড়ি চুরি হয়েছে এসপ্লাগেস ডি লবরিগাটের বাড়ি থেকে। বার্সেলোনা থেকে এই স্থানের দূরত্ব ৫ কিলোমিটার। এখানেই শাকিরার সঙ্গে বাসা পিকে’র।

তবে বিশ্বকাপ প্রস্তুতির জন্য বর্তমানে জাতীয় দলের সঙ্গে রয়েছেন পিকে। অন্যদিকে স্ত্রী শাকিরা গান গাইতে বেড়িয়েছেন ওয়ার্ল্ড ট্যুরে। কর্তা-গিন্নির অনুপস্থিতিকেই ভালোভাবে কাজে লাগিয়েছেন চোরেরা।

তবে জানা গেছে, পিকে, শাকিরা বাড়িতে না থাকলেও সেই বাড়িতে ছিলেন পিকের বাবা-মা। তাদেরই প্রথম নজরে আসে চুরির ঘটনা। তৎক্ষণিকভাবে কাতালান থানায় খবর দেন তারা।। আপাতত সেই ঘটনার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা গড়িয়েছে বহুদূর। এমনকি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের কানেও পৌঁছেছে এই চুরির ঘটনা।

রাশিয়ার বিমানে ওড়ার আগে জাতীয় দলের ফুটবলারদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন রাজা ফিলিপ। সেখানেই রাজার কাছে ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরেন পিকে। তবে চোরদের হদিস পেতে ছুটেছে পুলিশ। কারণ, বাড়িতে চোরেদের কোনও হাতের ছাপ পাওয়া যায়নি। সেলিব্রিটি চোর বলে কথা!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দাঁড়িয়ে প্রস্রাব করছেন? তাহলে জেনে নিন!

স্বাস্থ্য কণিকা: বেশিরভাগ পুরুষই দাঁড়িয়ে প্রস্রাব করেন কিন্তু জানেন কী, একাধিক গবেষণায় দেখা গেছে দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে শরীরে মারত্মক ক্ষতি হয়। দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যে সব মারাত্মক ক্ষতি হয় তা নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ। এক নজরে দেখে নিন দাড়িয়ে প্রস্রাব করার মারাত্বক ক্ষতিকর দিকগুলো-

১) দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের দূষিত পদার্থগুলি মূত্রথলির নীচে গিয়ে জমা হয়। অথচ বসে প্রস্রাব করলে মূত্রথলিতে চাপ লাগে, ফলে সহজেই ওসব দূষিত পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়।

২) দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ ধীরে ধীরে কমতে থাকে।

৩) দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপরের অংশে কোনও চাপ পড়ে না। ফলে দূষিত বায়ু স্বাভাবিক ভাবে বের হতে পারে না। উল্টে তা শরীরের উপর দিকে উঠে যায়। এর ফলে শরীরের অস্থিরতা, রক্তচাপ, হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পায়।

৪) দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের দূষিত পদার্থগুলি শরীর থেকে ঠিক মতো বেরিয়ে যেতে পারে না। সেগুলি মূত্রথলির নীচে গিয়ে জমা হয়। দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে এই দূষিত পদার্থগুলি জমতে জমতে কিডনিতে পাথর সৃষ্টি করে।

৫) একাধিক গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করেন, তাঁরা শেষ জীবনে ডায়াবেটিস, জন্ডিস বা মারাত্মক কিডনির অসুখে আক্রান্ত হন।

সুতরাং, বদলে নিন অভ্যাস, সুস্থ শরীরে বাঁচুন দীর্ঘদিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হোয়াইটওয়াশ হয়েও মাহমুদউল্লাহ-মুশফিকের র‌্যাঙ্কিংয়ে উন্নতি

খেলার খবর: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। আফগান বোলিং তোপে পুরোপুরি বিধ্বস্ত টাইগার ব্যাটিং লাইন। তবে টিম বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও প্রতি ম্যাচেই চেষ্টা চালিয়ে গেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আর তারই পুরস্কার হিসেবে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলো এই দুই তারকা টাইগারের।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় মাহমুদউল্লাহ ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩তম স্থানে। অন্যদিকে মুশফিক ৩ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৪১তম স্থানে।

আফগানিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ তৃতীয় ম্যাচে ব্যাট হাতে করেছেন ৪৫ রান। তার আগে দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১৪ আর প্রথম ম্যাচে ২৯ রান। তিন ম্যাচে তার মোট রান ৮৮ রান। ব্যাট হাতে এই রান করার পাশাপাশি বল হাতে ২টি উইকেটও নিয়েছেন মাহমুদউল্লাহ।

অন্যদিকে মুশফিক তিন ম্যাচে করেছেন ৮৮ রান। সিরিজের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার করেছেন ৪৬ রান। তার আগে দ্বিতীয় ম্যাচে করেছিলেন ২২ রান। আর প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২০টি রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওজন কমায় ইসবগুল!

স্বাস্থ্য: কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য বরাবরই আমরা ইসবগুলের শরণাপন্ন হয়ে থাকি। তবে এটি অভ্যন্তরীণ পাচনতন্ত্রের সমস্যার ঘরোয়া চিকিৎসা ও প্রতিকারের জন্য বেশ উপকারি। তবে এই সাদা ভুষিটির উপকারিতা শুধুমাত্র হজমতন্ত্রের মাঝেই সীমিত নয়। এর অনেক ধরনের উপকারিতা রয়েছে। এটি আমাদের শরীর থেকে খারাপ পানীয় বের করে দিতে সক্ষম। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা ওজন কমাতেও সক্ষম। আসুন এর নানাবিধ উপকারিতা সম্পর্কে জেনে নেয়া যাক-

১। হজমক্রিয়ার উন্নতি:
দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশে ভরপুর ইসবগুল হজম প্রক্রিয়াকে সঠিক অবস্থায় রাখতে সাহায্য করে। এটি শুধু পাকস্থলী পরিস্কার রাখতেই সাহায্য করে না, এটি পাকস্থলীর ভেতরের খাবারের চলাচলে এবং পাকস্থলীর বর্জ্য পদার্থ নিষ্কাশনেও সাহায্য করে। তাই হজম প্রক্রিয়াকে উন্নত করতে নিয়মিতভাবে ইসবগুল খেতে পারেন। এছাড়া মাঠা বা ঘোলের সাথে ইসবগুল মিশিয়ে খেতে পারেন ভাত খাওয়ার পরপরই।

২। কোষ্ঠকাঠিন্য দূরীকরণ:
ইসবগুলে থাকে কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্য আঁশের চমত্কার সংমিশ্রণ যা কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো ঘরোয়া উপায় হিসেবে কাজ করে। এটি পাকস্থলীতে গিয়ে ফুলে ভেতরের সব বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে পানিগ্রাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে ২ চামচ ইসবগুল এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন ঘুমাতে যাবার আগে পান করে নিন।

৩। ওজন কমানো:
ওজন কমানোর উদ্দেশ্যকে সফল করতে ইসবগুল হচ্ছে উত্তম হাতিয়ার। এটি খেলে বেশ লম্বা সময় পেট ভরা থাকার অনুভূতি দেয় এবং ফ্যাটি খাবার খাওয়ার ইচ্ছাকে কমায়। এছাড়াও ইসবগুল কোলন পরিস্কারক হিসেবেও পরিচিত। এটি পাকস্থলী থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে, হজম প্রক্রিয়াকে আরো বেশি কার্যকর করে স্বাস্থ্যবান থাকতে সাহায্য করে।

ভেষজ শাস্ত্র অনুযায়ী এটি পাকস্থলীর দেয়ালে যেসব বর্জ্য পদার্থ থাকে তা পরিস্কার করতে সাহায্য করে, যা অন্যান্য হজমজনিত সমস্যাও দূর করে। কুসুম গরম পানিতে ২ চামচ ইসবগুল ও সামান্য লেবুর রস মিশিয়ে নিয়ে ভাত খাবার ঠিক আগে খেতে হবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলেও তা ওজন কমাতে সাহায্য করবে।

৪। অ্যাসিডিটি প্রতিরোধ:
বেশির ভাগ মানুষেরই অ্যাসিডিটির সমস্যা থাকে আর ইসবগুল হতে পারে এই অবস্থার ঘরোয়া প্রতিকার। ইসগুল খেলে তা পাকস্থলীর ভেতরের দেয়ালে একটা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা অ্যাসিডিটির বার্ন থেকে পাকস্থলীকে রক্ষা করে। এছাড়া এটি সঠিক হজমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন এসিড নিঃসরণে সাহায্য করে।

৫। ক্যালোরির পরিমাণ কম:
ইসবগুলে থাকা খাদ্য আঁশ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যা আমাদেরকে হৃদরোগ থেকে সুরক্ষিত করে। হৃদরোগের সুস্থতায় ইসবগুল সাহায্য করে কারণ এটি উচ্চ আঁশ সমৃদ্ধ এবং কম ক্যালরিযুক্ত। ডাক্তাররা সব সময় হৃদরোগ প্রতিরোধে এমন খাবারের কথাই বলে থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রহস্যজনক অাগুনে বিঅারটিসির ১১টি বাস পুড়ে ছাই

দেশের খবর: রাজধানী খিলক্ষেতে বিআরটিসির জোয়ারসাহারায় বাস ডিপোতে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে ১১টি বাস ভস্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুল হাসান জানান, রাত সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১১টি বাস পুড়ে যায়। এদের মধ্যে একতলা ৬টি ও ৫টি দোতলা বাস রয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনো ক্ষয়ক্ষতি পরিমান হিসাব করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি। কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছার কারণে ডিপোতে রক্ষিত অনেকগুলো বাস আগুন থেকে রক্ষা পেয়েছে।

বিঅারটিসি সূত্র জানায়, অগ্নিকাণ্ড পুড়ে যাওয়া বাসগুলো মতিঝিল-জয়দেবপুর, মোহাম্মদপুর-কুড়িল বিশ্বরোড ও মতিঝিল-আবদুল্লাহপুর রুটে চলাচল করতো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফুটবল বিশ্বকাপে শ্রাবণ্যর ‘কিক অফ’

বিনোদনের খবর: রাশিয়ায় আয়োজিত ফুটবল বিশ্বকাপের জন্য প্রায় প্রতিদিনই হাজির হবেন তৌহিদা শ্রাবণ্য। মাছরাঙা টেলিভিশনে ‘কিক অফ’ নামের একটি লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। দ্বিতীয় রাউন্ড থেকে প্রতিদিন এর উপস্থাপকের আসনে দেখা যাবে তাকে।

এ প্রসঙ্গে শ্রাবণ্য বললেন, ‘ক্রিকেট হোক আর ফুটবল, যে কোনও বড় টুর্নামেন্ট এলে উপস্থাপনার সুযোগ পেলে ভালো লাগে। ফিফা বিশ্বকাপ হলো ফুটবলের বৈশ্বিক আসর। তাই আমি এককথায় রোমাঞ্চিত।’

ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যানসহ বিভিন্ন তথ্য দেওয়া হবে ‘কিক অফ’ অনুষ্ঠানে। কিন্তু একদিনে একাধিক ম্যাচ থাকলে? শ্রাবণ্যর উত্তর, “একদিনে তো চারটি ম্যাচও আছে। সেজন্য নওশীন আপুও উপস্থাপনা করবেন ‘কিক অফ’। পালা করে আমরা উপস্থাপনা করবো। আমাদের অতিথি থাকবেন দেশের খ্যাতনামা ফুটবলার ও বিশ্লেষকরা।”
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ চলাকালেও টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন শ্রাবণ্য। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগবে বলে আশাবাদী তিনি। তার প্রিয় দল আর্জেন্টিনা। অন্য সমর্থকদের মতো তিনিও লিওনেল মেসির হাতে শিরোপা দেখতে চান।
আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০১৮’। এবার ৩২টি দলের অংশগ্রহণে ৬৪টি খেলা অনুষ্ঠিত হবে। ১৪ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব। ১৫ জুলাই পর্দা নামবে ফুটবলের এই বৃহত্তম আসরের।

মূলত ক্রিকেটকেন্দ্রিক অনুষ্ঠানের নিয়মিত মুখ তৌহিদা শ্রাবণ্য। নাটক-বিজ্ঞাপনেও রয়েছে তার ঝলমলে উপস্থিতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest