সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী নারীসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগশ্যামনগরে “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত” শীর্ষক সেমিনারফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা. পলাশসাতক্ষীরায় পাওয়ার ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে শরবত বিতরণসাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগসাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৯ মেট্রিক টন গোবিন্দভোগ আম বিনষ্টসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাসাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভ‚মি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভাবিএনপির কানাডা পশ্চিম শাখা শাখার সাধারণ সম্পাদক হলেন সাতক্ষীরার মুজিবর রহমান

ঝড়ের ছোবলে দেশজুড়ে চারজনের মৃত্যু

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে, যাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। শনিবার রাজধানীর বাইরে সিলেট, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, লালমনিরহাট, মাগুরা, রাজশাহী ও মেহেরপুরে ঝড়ের সঙ্গে বজ্র ও শিলা বৃষ্টি হয়েছে।

সিলেটে ঝড়ের মধ্যে টিনের চালের আঘাতে এক পথচারী নিহত এবং এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। শিলার আঘাতে দুজনের মৃত্যু হয়েছে মাগুরা ও দিনাজপুরে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবারও দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টিতে অস্বস্তিকর গরমের রেশ কাটলেও কয়েকদিন পর ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে সাড়ে ৩টার পর থেকেই ঢাকায় বৈরী আবহাওয়া শুরু হয়। বিকাল ৪টার পরে আকাশ ঢেকে যায় কালো মেঘে। ঘণ্টারও বেশি সময় হালকা বৃষ্টির মধ্যে বজ্রঝড়ও বয়ে যায়।

বিকালে এই আবহাওয়ার মধ্যে পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় রূপালী ব্যাংকের একটি নিয়োগ পরীক্ষা বাতিল হয়। অন্ধকারাচ্ছন্ন পরিবেশে পরীক্ষার্থীরা দেখতে পারছিলেন না বলে পরীক্ষা বাতিল করা হয়েছে বলে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন খান জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রোটারী ক্লাবের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জি. এম আবুল হোসাইন : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “দি সাতক্ষীরা” শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা এলজিইডি অডিটোরিয়ামে প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. হাসিবুর রহমান রনি’র
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, এলজিইডি নির্বাহী প্রকৌশলী সামছুজ্জামান, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল, রোটা. পিপি মুফতি মোখলেছুর রহমান, রোটা. পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটা. পিপি মাহমুদুল হক পিএইচএফ, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সেক্রেটারি এ্যাড. রোটা. শাহনওয়াজ পারভীন মিলি, রোটা. মো. মনিরুজ্জামান টিটু প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষঙ্গ রোটা. ডা. মনোয়ার হোসেন, রোটা. হাবিবুর রহমান, রোটারেক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটা. জি.এম আবুল হোসাইন, সেক্রেটারি রোটা. শেখ কাইয়ুম রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটা. পিপি প্রফেসর ভূধর সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের মুক্তি এবং অন্যান্য নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনিসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। ইতোমধ্যে নেতৃবৃন্দ খন্ড খন্ডভাবে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শুক্রবার সকালে মান্নানের মুক্তিসহ অন্যান্য নেতাদের নামে মামলা প্রত্যহারের দাবিতে শ্যামনগর বঙ্গবন্ধু মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেসি কমপ্লেক্স চত্তরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুজিদের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হারুনুর রশিদ,আহসান, কামরুল ইসলাম,নিমাই গাইন,পরেশ কুমার দাশ,আনারুল ইসলাম, শিমুল, ভুরুলিয়া ইউনিয়নের সভাপতি আব্দুর রব সভাপতি, কাশিমাড়ি ইউনিয়নের সভাপতি এস এম রেজাউল প্রমুখ।
এদিকে, একইদিন সকালে কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল কালিগঞ্জ বাসটার্মিনাল থেকে শুরু হয়ে চৌরাস্তার মোড়ে শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন, সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক,সহ সভাপতি,সম্পাদক ও ভাড়াশিমলা ইউনিয়ন শাখার সভাপতি, আলিম, সাঃসম্পাদক আজগার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার সুযোগ্য সফল আহবায়ক মোঃ আব্দুল মান্নান ভাই কে অবিলম্বে মুক্তিচাই এবং অনু ও তুহিন ভাই সহ সকল যুবলীগ নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। উক্ত মিথ্যা মামলার সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকার নিরিহ যুবলীগ কর্মীদের বাড়িতে হানা দিচ্ছেন। অথচ তাদের নামে কোন মামলা হয়নি। অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান অন্যথায় সাতক্ষীরার প্রতিটি শাখার নেতা, কর্মিরা ঘরে বসে থাকবেনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিএমআরসি’র ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) কর্তৃক পরিচালিত এডুকেশন হেলথ্ কেয়ার অফ সেকেন্ডারী হাই স্কুল স্টুডেন্টস্ গার্লস প্রকল্পের বিষয়ে গবেষণার তথ্য সংগ্রহের জন্য মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীদের মায়েদের সাথে ফোকাস গ্রুপ’র মতবিনিময় উপলক্ষ্যে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শহরের রসুলপুর মেহেদীবাগস্থ নব দিগন্ত সংস্থার মিলনায়তনে শুরু হয়েছে। নব দিগন্ত সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ও নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক বজলুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেনেটারী ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার, প্রশিক্ষণ প্রদান করেন এডুকেশন হেলথ্ কেয়ার অফ সেকেন্ডারী হাই স্কুল স্টুডেন্টস্ গার্লস প্রকল্পের কো-অর্ডিনেটর চিত্ত রঞ্জন সরকার। কর্মশালায় ১০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুত্র সন্তান না হওয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
নলতায় এক গ্রাম ডাক্তারের কান্ড। পর পর ২টি কন্যা সন্তান জন্ম দেওয়ায় ১ম স্ত্রী থাকতেও ২য় বিবাহ। কিন্তু বিধিবাম ২য় স্ত্রীর গর্ভেও কন্যা সন্তানের আগাম পূর্বাভাস পেয়ে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে গর্ভপাত ঘটিয়েছেন তিনি। পাষান্ড ওই ডাক্তার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের ফজর আলীর ছেলে আব্দুস সাত্তার।
সূত্র জানায়, বিগত ২০০৩ সালে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার আব্দুল ওহাব আলীর কন্যা গোলেনুর বেগমের বিবাহ হয় নলতা গ্রামের ফজর আলীর ছেলে গ্রাম ডাক্তার আব্দুস সাত্তারের সাথে।
বিবাহের পর পর ২টি কন্যা জন্ম গ্রহণ করে। এতে ক্ষিপ্ত হয় স্বামী আব্দুস সাত্তার। শুরু হয় নির্মম নির্যাতন। কিন্তু তারপরও স্ত্রী গোলেনুর মুখ বুঝে সহ্য করে যাচ্ছিলেন। একপর্যায়ে স্বামী সাত্তার একই উপজেলার ঘোনা কাশেমপুর এলাকার বায়েজিতের কন্যা আকলিমার সাথে ২য় বিবাহ বন্ধনে আবন্ধ হন। কিন্তু তার গর্ভেও কন্যা সন্তানের পূর্বাভাস পেয়ে গর্ভপাতের মাধ্যমে নিশ্বেস করা হয় একটি প্রাণ।
এদিকে ২য় স্ত্রী গ্রহণের পর থেকে ১ম স্ত্রী ও তার সন্তানরা যেন স্বামী সাত্তারের কাছে বোঝা হয়ে ওঠে। ইতোমধ্যে কন্যা ২টির পড়ালেখা ও বাজার ঘাট বন্ধ করে দেয় সাত্তার। এর প্রতিবাদ করায় স্ত্রী গোলেনুর ও কন্যা সন্তানদের মারপিট করে গুরুতর আহত করে সাত্তার। শুক্রবার সকালে নলতা গ্রামে এঘটনা ঘটে।
আহত স্ত্রী গোলেনুর জানান, আমার অপরাধ কন্যা সন্তান জন্ম দেওয়া। শুধু আমি না আমার কন্যা দুটিও যেন অনেক বড় অপরাধ করেছে জন্ম নিয়ে। তাদের জন্মের পর থেকে স্বামী সাত্তার তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতন চালাতে থাকে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বসাবসি হলেও কোন সমাধান হয়নি। এর জের ধরে শুক্রবার সকালে স্বামী সাত্তার ও শ্বশুর মিলে স্ত্রী গোলেনুর এবং তার কন্যা তাসনিম ও শারমিনকে বেধড়ক মারপিট করে বাড়িতে বের করে দেয়। এতে গোলেনুর বেগম মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে বড় কন্যা দুটি সুস্থ্য হলেও স্ত্রী গোলেনুরের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এঘটনায় অসুস্থ্য গোলেনুর ওই পাষান্ড স্বামীর বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বধ্যভূমি সংরক্ষণসহ ৯ দাবিতে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভা

জলাবদ্ধতা নিরসনের জন্য সকল নদী ও খাল খনন, বধ্যভূমি অবৈধ দখল মুক্ত, বাইপাস সড়কের সংযোগ আলীপুর চেকপোস্ট পর্যন্ত বর্ধিত, খড়িবিলার বিল আবাদানির ৩ শ বিঘা খাস জমিতে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রেল লাইন স্থাপন, ভোমরাস্থল বন্দরের আধুনিক অবকাঠামো নির্মাণ, সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যাটন কেন্দ্র নির্মাণের দাবিতে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল কিসলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আলীনুর খান বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. ওসমান গণি(পিপি), নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম আহবায়ক সুধাংশু শেখর সরকার, স্বপন কুমার শীল, ইঞ্জি: আবেদুর রহমান ওবায়েদুস সুলতান বাবলু, সদস্য সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, হাফিজুর রহমান মাসুম, নিত্যনন্দ সরকার, এড. খগেন্দ্র নাথ, বিশ্বনাথ ঘোষ, বিশিষ্ট চিত্র শিল্পী এম.এ জলিল, ইদ্রিস আলী, সুরেশ পান্ডে, এড. মুনির উদ্দিন, শেখ মনিরুজ্জামান, অধ্যক্ষ শিবপদ গাইন, রওনক বাসার, শেখ সিদ্দিকুর রহমান, আমির হোসেন খান চৌধুরী, ইকবাল লোদী প্রমুখ। বক্তারা গভীর ক্ষোভের সাথে সাতক্ষীরা পৌরবাসী দীর্ঘদিন যাবত পৌরসভার সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সুপেয় পানি ও মশা নিধনের কোন ব্যবস্থা গ্রহণ না করায় নাগরিক আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দর ক্ষোভ প্রকাশ করেন। প্রাণ সায়ের খালের সৌন্দর্য্য বর্ধনের কাজ কিছু দিন পূর্বে উদ্বোধন করা হলেও সেই কাজের কোন অগ্রগতি না হওয়ায় নেতৃবৃন্দ হতাশ হয়েছেন এবং অতিদ্রুততার সাথে উক্ত কাজ সম্পন্ন করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়: আমাদের ন্যায্য প্রাপ্য’  শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আয়োজনে শুক্রবার বিকেল ৪টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়: আমাদের ন্যায্য প্রাপ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কমিটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান (মন্ময় মনির)-এর সভাপতিত্বে আলোচনা করেন প্রধান শিক্ষক উত্তম কুমার দাশ, কলারোয়া উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)-এর সদস্য সচিব মাস্টার প্রদীপ পাল, শিক্ষিকা ও কবি গুলশান আরা, নাট্যজন মোঃ ইউনুছ আলী, সীমান্ত আদর্শ কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দিক, দৈনিক দক্ষিণের মশালের সাংবাদিক মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি কবি শাহানা মহিদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক প্রভাষক এম. সুশান্ত, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ভাস্কর সুরেশ পান্ডে, বাস্তবায়ন কমিটির সদস্য কবি তৃপ্তিমোহন মল্লিক, কবি স.ম তুহিন, সব্যসাচী আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু, সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরী সরদার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, প্রাবন্ধিক কবির রায়হান ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা জেলা গণফোরামের সভাপতি মামুনুর রহমান, সিকান্দার একাডেমির সভাপতি মনিরুজ্জামান মুন্না, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমত আরা, লাইব্রেরিয়ান আনিসুর রহমান প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী অনিষা রায়, মিজানুর রহমান ও আব্দুল্লাহ সিদ্দিক।
বক্তারা অতিদ্রুত সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি করেন। সাতক্ষীরা থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয় এবং সম্পদ উৎপাদিত হয় তাতে করে একটি সম্পুর্ণ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় সাতক্ষীরাবাসীর ন্যায্য প্রাপ্য। বক্তারা আরো বলেন, সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়ের দাবিটি যৌক্তিক। এই দাবি সাতক্ষীরা জেলার সর্বত্র ছড়িয়ে দিতে হবে এবং চেতনা সৃষ্টি করতে হবে যাতে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় দ্রুত প্রতিষ্ঠা করা যায়। সেমিনারে প্রায় সকল বক্তাই সাতক্ষীরার শিক্ষা প্রসারে এবং উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়নে একটি অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয় দাবি করেন। অতিদ্রুত মাননীয় ডিসি মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারো একটি স্মারকলিপি প্রদানের কথাও বক্তারা তুলে ধরেন। শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণকে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার যৌক্তিকতা তুলে ধরে উদ্ধুদ্ধ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আব্দুল ওহাব আজাদের ‘আলো যখন অন্ধকারে’ গল্প গ্রন্থের প্রকাশনা

প্রেস বিজ্ঞপ্তি : মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে বিশিষ্ট কবি, গল্পকার, নাট্যকার আব্দুল ওহাব আজাদের ‘আলো যখন অন্ধকারে’ গল্প গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি আব্দুর রশীদ সুমন। অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহীদুর রহমান,প্রকাশিত গ্রন্থের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, কবি ও গল্পকার সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক মোজাম্মেল হোসেন, শেখ মোশফেকুর রহমান মিল্টন, মাসুদা মোবারক, তৃপ্তিমোহন মল্লিক, কবি সোহরাব হোসেন মনু, আবুল হোসেন আজাদ, মোঃ আ: মজিদ, গাজী শাহজাহান সিরাজ, মনিরুজ্জামান ছট্টু, স.ম তুহিন, মনিরুজ্জামান মুন্না, বেদুঈন মোস্তফা,শেখ আজিজুল হক, শাহানা জামান ও ছাবিলা ইয়াসমিন মিতা । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ম. জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest