সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: প্রাণ মিল্ক জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৭-১৮ এর বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলায় ঢাকা বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন নারায়নগঞ্জ জেলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করেছে সাতক্ষীরা জেলা ফুটবল দল। শনিবার ঢাকা কমলাপুর স্টেডিয়ামে মুখোমুখি হয় সাতক্ষীরা জেলা দল বনাম নারায়নগঞ্জ জেলা ফুটবল দল। খেলার প্রথমােের্ধর খেলা গোল শুন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলার প্রথমে সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় আলামিন ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। পরে দ্বিতীয়ার্ধের খেলার শেষের দিকে সাতক্ষীরা জেলা দলের ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় ইউছুফ আলী দ্বিতীয় গোল করে। সেই সুবাধে সাতক্ষীরা জেলা দল ২-০ গোলে ঢাকা বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন নারায়নগঞ্জ জেলা দলকে পরাজিত করে। সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় আলামিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। এর আগের খেলায় সাতক্ষীরা জেলা দল নীলফামারী জেলা দলের সাথে গোল শুণ্য ড্র করে। আজ রবিবার ০৩ জুন ঢাকা কমলাপুর স্টেডিয়ামে সিলেট জেলা দলের মুখোমুখি হবে সাতক্ষীরা জেলা দল। সাতক্ষীরা জেলার পক্ষে জি-ফুল বাড়ি দরগা শরিফ আলিম মাদ্রাসার ছাত্ররা ভালো খেলা উপহার দিয়ে ক্রীড়াঙ্গণে জেলার সাফল্য ও সুনাম ধরে রাখায় জেলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোপন বৈঠক; দেবহাটায় ৩৪ জন নারী ও ২ জন পুরুষ আটক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় পুলিশের অভিযানে জামায়াতের গোপন বৈঠক করার অভিযোগে ৩৪ জন নারী ও ২ জন পুরুষ আটক হয়েছে। আটককৃতদের দেবহাটা থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের মৃত মোহর আলীর ছেলে মহিউদ্দীনের বাড়ি থেকে তার স্ত্রী জেবুন্নেছা সহ ৩৪ জন মহিলা ও ২ জন পুরুষ রয়েছে। তাদেরকে জামায়াতের গোপন বৈঠক করার অভিযোগে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতদের মধ্যে তাছলিমা, জোহরা খাতুন, মানু বিবি , শাহিদা প্রমুখ রয়েছে। আটককৃতরা সবাই দেবহাটা উপজেলার সখিপুর, পারুলিয়া, কুলিয়া ও গাজীরহাট এলাকার বাসিন্দা বলে প্রাথমকিভাবে জানা গেছে। দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্য্যক্রম চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জার্মানিতে চিড়িয়াখানা থেকে পালাল বাঘ-সিংহ, লোকালয়ে সতর্কতা

পশ্চিম জার্মানির লুনেবাকের চিড়িয়াখানা থেকে শুক্রবার বেশ কয়েকটি হিংস্র পশু পালিয়েছে। তারা কোথায় গেছে, তা জানা যায়নি। এ ব্যাপারে লোকালয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানাো হয়েছে, পালিয়ে যাওয়া পশুদের মধ্যে রয়েছে দু’টি সিংহ, দু’টি বাঘ ও একটি জাগুয়ার।

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করে দিয়ে বাসার ভেতরে অবস্থান করতে বলেছে। পাশাপাশি ওই পাঁচটি শিকারি পশুর কোনোটিকে দেখা গেলে পুলিশে খবর দিতে বলা হয়েছে।

সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের একসঙ্গে অক্ষয়-কারিনা

বিনোদন ডেস্ক: অক্ষয় কুমার ও কারিনা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। এ জুটির কাছ থেকে এতরাজ, তাশান, কমবখত ইশক, গাব্বার ইজ ব্যাক এর মতো বেশকয়টি ব্যবসা সফল ছবি উপহার পেয়েছে বলিউড। ফের পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন অক্ষয়-কারিনা।

করন জোহরের পরবর্তী সিনেমাতে দেখা যাবে এ জুটিকে। সিনেমাটিতে কারিনার বিপরীতে থাকছেন অক্ষয়। চলতি বছরের শেষ দিকে এর শুটিং শুরু হবে।

এর আগে কারিনার বিপরীতে সিদ্ধার্থ মালহোত্রাকে নিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু পর্দায় অক্ষয়-কারিনা জুটির জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন তারা। অক্ষয়-কারিনা ছাড়াও এ সিনেমায় আরো একটি জুটিকে দেখা যাবে। শ্রীদেবী কন্যা জানভি কাপুরও সিনেমাটিতে অভিনয় করবেন।

এদিকে গতকাল মুক্তি পেয়েছে কারিনা অভিনীত সিনেমা বীরে ডি ওয়েডিং। মা হওয়ার পর এটিই তার প্রথম সিনেমা। এতে এ অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসা পাচ্ছে। কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সোনম কাপুর, স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া প্রমুখ। এটি পরিচালনা করেছেন শশাংক ঘোষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবিশ্বাস্য পারিশ্রমিকে কাতারের কোচ হচ্ছেন জিদান!

স্পোর্টস ডেস্ক: হঠাৎ করেই রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ায় পুরো ফুটবল বিশ্ব চমকে গেলো ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের সিদ্ধান্তে। গুঞ্জন ওঠে হয়তো ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্যই এত বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু সে গুঞ্জনকেও রহস্যজনকভাবে ভুল প্রমাণ করলেন জিদান।

নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন জিদান। ফ্রান্স নয়, কাতারে যাচ্ছেন রিয়ালের হয়ে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কোচ। বৃহস্পতিবার (৩১ মে) তার রিয়াল ছাড়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই নতুন করে ধাক্কা খেলো ফুটবল বিশ্ব।

নাররগিব সাউরিস নামে এক মিশরীয় ব্যবসায়ী কাতারের সাথে জিদানের চুক্তি প্রসঙ্গে টুইটারে লিখেছেন, ‘২০২২ সালের বিশ্বকাপকে সামনে রেখে কাতার জাতীয় দলের কোচ হচ্ছেন জিদান। ৫০ মিলিয়ন ইউরোতে চার বছরের জন্য। অর্থ কথা বলে?’

হ্যা আসলেই অর্থ কথা বলে। কারণ যে পারিশ্রমিকের বিনিমিয়ে কাতারে যাচ্ছেন জিদান, তার হিসেব করতে গেলে মাথা ঘুরে যাবে। বার্ষিক ৫০ মিলিয়ন পাউন্ডে কাতার জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন জিনেদিন জিদান। যেখানে ১ লাখ ২০ হাজার ইউরো দেওয়া হবে দৈনিক ভাতা হিসেবে। সব মিলিয়ে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত চার বছরে জিদানের আয় হবে ১৭৬ মিলিয়ন ইউরো! আর এই চুক্তি হয়ে গেলে জিদানই হবেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচ।

২০২২ সালের বিশ্বকাপের আসর বসবে কাতারে। আর ওই বিশ্বকাপকে সামনে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে কাতার ফুটবল ফেডারেশন। বর্তমানে ফিফার র‌্যাংকিংয়ে ১০৩ নম্বরে অবস্থান করছে দলটি। তাই কাতার ফুটবলের কর্মকর্তারা চাচ্ছেন জিদানকে নিয়োগ দিয়ে চমক দেখাতে। এখন অপেক্ষা, আসলেই টাকা কথা বলে কিনা তা দেখার।

রিয়ালের কোচ হয়ে ১৪৯ ম্যাচে ১০৪ জয়ের দেখা পেয়েছেন জিদান, ড্র ২৯ ম্যাচে। তার সময়ে ৩৯৩ গোল করেছে দল। শিরোপা জিতেছেন ৯টি। টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি একবার লা লিগা, দুইবার ক্লাব বিশ্বকাপ এবং দুইবার উয়েফা সুপার কাপ জিতেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতালের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

আসাদুজ্জামান: সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশীপ হাসপাতালের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সোয়ালিয়া গ্রামে হাসপাতালটির সামনে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জমি দাতা পরিবার ও শ্যামনগরবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, জমিদাতা আলহাজ্ব আব্দুল হামিদ, মোকছেদ আলী গাজী, আব্দুর রউফ, আব্দুর রাজ্জাক ও আব্দুর রহিম প্রমুখ। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সোয়ালিয়া, দেবীপুর, যাদবপুর ও গোপালপুর গ্রামের বাসিন্দারা।
বক্তারা বলেন, ফ্রেন্ডশীপ হাসপাতালের কর্তৃপক্ষ তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে জমিদাতাদের অবমূল্যায়ন, ট্রেনিং সেন্টারে মরহুম শহিদুজ্জামান সৈকত নামকরণ না করা, জমিদাতা পরিবারসহ স্থানীয় জনবল না নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যা মামলার ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। ফ্রেন্ডশীপ প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান ও ঠিকাদার ইঞ্জিনিয়ার এহসানুল হক রতন জমিদাতাদের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র, স্বেচ্ছাচারিতা ও জামায়াত-বিএনপি সমর্থনপুষ্ট জনবল নিয়োগের জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান।
তবে, এ ব্যাপারে ফ্রেন্ডশীপ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বুদ্ধি-প্রতিবন্ধি ও অটিজম শিক্ষার্থীদের পোশাক সামগ্রী প্রদান

আসাদুজ্জামান: সাতক্ষীরায় ঈদুল ফিতর উপলক্ষে বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিজম ছাত্রছাত্রীদের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সুইড খাতিমুনেচ্ছা হানিফ লস্কার বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে উক্ত পোশাক সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত পোশাক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা, এ্যাড: শহিদুল্লাহ, উপজেলা সমাজ সেবার প্রফেশনাল কর্মকর্তা মিজানুর রহমান, অধ্যক্ষ এমদাদুল হক প্রমুখ।
প্রধান অতিথি এ সময় বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তাদের সঠিক গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে।
উক্ত অনুষ্ঠান থেকে ৯৩ জন বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিজম ছাত্রছাত্রীদের মঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এতিম শিশুদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫ শিশুর হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুর হাতে এই ঈদ উপহার তুলে দেন তিনি। দেশের বিভিন্ন জেলায় এসব এতিম শিশুদের বাড়ি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে দেওয়া ঈদ উপহার সামগ্রী এবারের ঈদে তাদের জীবনে একটা অন্য রকম আনন্দ জোগাবে। প্রধানমন্ত্রী হাত থেকে ঈদের উপহার পেয়ে আনন্দে আত্মহারা মমতাজ, সাফিয়া ও মারিয়ামসহ অন্য শিশুরা। তারা জানায়, জীবনেও ভাবতে পারেনি এমন মুহুর্ত আসবে তাদের জীবনে। সত্যিই ভাবতে অবাক লাগছে। কোনদিন তারা এ মুহূর্তের কথা ভুলবে না।

এসব এতিম শিশু দুই হাত তুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর পৌনে ১২টায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে এসব শিশুদের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন। শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ও শেখ জামিল যুব প্রশিক্ষণ কেন্দ্রের মোট ৩০০ এতিম ও দুস্থ শিশুকে পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest