সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী নারীসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগশ্যামনগরে “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত” শীর্ষক সেমিনারফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা. পলাশসাতক্ষীরায় পাওয়ার ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে শরবত বিতরণসাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগসাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৯ মেট্রিক টন গোবিন্দভোগ আম বিনষ্টসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাসাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভ‚মি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভাবিএনপির কানাডা পশ্চিম শাখা শাখার সাধারণ সম্পাদক হলেন সাতক্ষীরার মুজিবর রহমান

রাশিয়ার নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা

রাশিয়া নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাতের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। নতুন এ ক্ষেপণাস্ত্র স্যাটান-২ নামেও পরিচিত।

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের টুইটে বলা হয়, প্লেসেটস্ক কসমোড্রোম ঘাঁটি থেকে এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। সাবেক সোভিয়েত আমলের ভিওভোডা ক্ষেপণাস্ত্রের জায়গা নেবে সারমাত।

ক্ষেপণাস্ত্রটি ১০টি পারমাণবিক বোমা বহনে সক্ষম বলে জানা গেছে। এটি ২০০ টন ওজনবিশিষ্ট এবং আগের ভার্সনের তুলনায় বেশিদূর অতিক্রম করতে পারে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণলয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছে।

ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি উৎক্ষেপণের তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আগেভাগে জানানো হয়নি।

ভিডিওতে দেখা যায়, মাটির নিচ থেকে উঠে এসে ক্ষেপণাস্ত্রটি অল্প সময়ের জন্য বাতাসে ভেসে থাকে। এরপর একটি ধাক্কায় ঘন ধোঁয়ার মেঘ তৈরি করে এটি দ্রুত ছুটে যায়।

এটি সারমাতের দ্বিতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণ। প্রথমবার এটি পরীক্ষা করা হয়েছিল গত বছরের শেষ দিকে।

রাশিয়া দাবি করছে, সারমাত যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য বা ফ্রান্সের মতো দেশ সম্পূর্ণ ধুলোয় মিশিয়ে দিতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, সারমাত ‘বিশ্বের যেকোনো প্রান্তে গিয়ে আঘাত হানতে সক্ষম’।

রাশিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি এমন সময় পরীক্ষা চালাল, যখন অন্যান্য দেশের সঙ্গে রাশিয়ার কূটনীতিক সম্পর্কের দারুণ অবনতি ঘটেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ’লীগের আঞ্চলিক কমিটির সভা

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি পাওয়ায় প্রধান মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরতলীর কুখরালি আমতলা ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আঞ্চলিক কমিটির আয়োজনে আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আঞ্চলিক কমিটির সভাপতি রবিন সরকার। প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সাঈদ। বিষেশ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, সহ-সভাপতি আনসার আলী, সদস্য আঃ মজিদ। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নুর মনোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, আদম আলি, আবুল হোসেন, মুজিত, কালাম, শহিদুল, মুসা আলম, গফফার, রবিউল, ডাঃ কবির, আঃ মাজেদ, সিদ্দিক, মন্টু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি পাওয়ায় অভিনন্দ জানিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘোনায় স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ০৪ নং ঘোনা ইউনিয়নের বিজিবি ক্যাম্পের পাশে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আলম সাদ্দাম, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়-ডাঃ রুহুল হক এমপি

নলতা প্রতিবেদক: গ্রামের ঝরে পড়া অশিক্ষিত, অসহায়, নারী-পুরুষ বিধবাদের আর্থিক অভাব দুর করতে হলে নতুন নতুন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা গরীব অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ইতো মধ্যে ১০টাকা কেজি চাল দিয়ে যাচ্ছে। সে সুবিধা আপনারা ভোগ করছেন। ন্যাশনাল সার্ভিস, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্দ্বী ভাতা সহ গ্রামের কৃষকদের মাঝে বিনামুল্যে সার, বীজ বিতরণ, ভিক্ষুকদের পুনঃবাসনের জন্য গৃহ নির্মান, আপনাদের সন্তানদের লেখা পড়ার জন্য বিনা মুল্যে বই প্রদান, মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মান, ভাতা বৃদ্ধি সহ নানা বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাদের ছেলে মেয়েদের লেখা পড়া শিখিয়ে শিক্ষিত করে তুলুন, তাদের চাকুরীর মাধ্যমে আপনাদের ভাগ্য পরিবর্তন ঘটবে। আমার নির্বাচনী এলাকায় রাস্তাঘাট, ব্রীজ, কালভাট, স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, নতুন বিদ্যুৎ সংযোগ সহ ব্যাপক কাজ করা হয়েছে। আপনাদের স্বাস্থ্য সেবার জন্য আমি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৫০শর্য্যায় উন্নীত সহ চাম্পাফুল ১০ শর্য্যা বিশিষ্ট হাসপাতাল তৈরী করে দিয়েছি। আপনাদের যাতে ঢাকা খুলনা না দৌড়াতে হয় সে জন্য সাতক্ষীরায় মেডিকেল কলেজ এবং নলতায় নার্সিং ইন্সিটিটিউট নির্মান করে দিয়েছি। আগামীতে এর সুফল আপনারাই ভোগ করবেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, সারের জন্য কৃষক গুলিতে মরে না। তাই আওয়ামীলীগের অগ্রযাত্রা বজায় রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ এখন আর তলা বিহীন ঝুড়ি না। আপনারা জানেন অতিসম্প্রতি বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে তার ধারাবাহিক উন্নয়ন বহাল রাখতে হবে। আমি মন্ত্রী বা সংসদ সদস্য হয়ে আপনাদের সেবক হতে চাই আপনারাই আমার মুল শক্তি, আপনাদের মুল্যবান ভোটে আমি আজ সংসদে কথা বলার সুযোগ পাই। তাই আবারও আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে সহযাগীতা করবেন। শুক্রবার সকাল ১০টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কালিগঞ্জ উপজেলার আয়োজনে নলতায় সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের বাসভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-২ প্রকল্পের ২য় পর্যায়ে সমাপ্তকৃত নলতা, ভাড়াশিমলা, তারালী এবং চাম্পাফুল ইউনিয়নের ৮০জন মহিলা কর্মী গণের মাঝে ৩০ লক্ষ টাকার চেক ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও প্রাক্তন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এই কথা গুলো বলেন। উক্ত অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহাবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ রুহুল হকের সহ ধর্মিনী ইলা হক, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হোসেন ছোট, নলতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য আসাদুর রহমান সেলিম প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট আদায়কালে ভূয়া কাস্টমস অফিসার আটক

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো : আশাশুনির কুল্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট আদায় কালে কাস্টম অফিসার পরিচয়ে এক প্রতারক আটক হয়েছে। কুল্যা ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বাজার ব্যবসায়ীরা কাস্টম অফিসার পরিচয় দানকারি সাতক্ষীরা সদরের বাটকেখালী গ্রামের মৃত: নূরালী গাজীর পুত্র প্রতারক তবিবুর রহমানকে আটক করে আশাশুনি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ইউনিয়নের মহিষাডাংগা বাজারে। সরেজমিন ঘুরে ও প্রতারনার স্বিকার বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে, গত বুধবার তবিবুর রহমান তাদের বাজারে এসে নিজেকে জেলা ভ্যাট অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে দোকান প্রতি ৭ হাজার টাকার একটি করে ভ্যাট আদাইয়ের রশিদ দিয়ে বলেন টাকা দিতে ব্যার্থ হলে তাদের নামে মামলা দেওয়া হবে। ঐদিনে প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যান এবং বলে যান তিনি শুক্রবারে আসবেন বাকি টাকা নিতে। বৃহস্পতিবার ব্যবসায়ীরা খোজ খবর নিয়ে জানতে পারেন উনি কোন ভ্যাট অফিসের কর্মকর্তা নয়। তারপর শুক্রবারে সে আসলেই আমরা সবাই তাকে আটকে রেখে পুলিশে খবর দেই। বাজার কমিটির সভাপতি জানান, প্রতারক তবিবুর রহমান মহিষাডাংগা বাজার ছাড়াও তালা উপজেলার দোলুয়া, নলীনি ও সোনাবাধান বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ী নিকট হতে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম জানান, বাজার ব্যবসায়ীরা ঘটনাটি আমাকে জানালে আমি তাদেরকে পুনরায় আসলে আটকে রেখে আমাকে খবর দেয়ার কথা বলি। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ মোস্তাফিজুর রহমান জানান, খবর নিয়ে জানাগেছে, তবিবুর রহমান বরগুনা জেলা কাস্টমস অফিসের কাস্টসম কর্মকর্তার গ্রাইভার । তবে সে ব্যাবসায়ীদের সাথে ভ্যাট কর্মকর্তা পরিচয়ে প্রতারনা করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে থানা সূত্রে জানাগেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলার মুখ সাতক্ষীরা জেলা শাখার উদ্বোধন

‘বাংলার মুখ’ সাতক্ষীরা জেলা শাখার উদ্বোধন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মার্চ) বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘বাঙালি সাংস্কৃতির বিকাশই আমাদের লক্ষ্য’ শিরোনামে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোসনা করেন বাংলার মুখ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার।
অনুষ্ঠানে বাংলার মুখ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক শেখ শাহ্ আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলার মুখ সাতক্ষীরা জেলা শাখার পৃষ্ঠপোষক মো: নজরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন, বাংলার মুখ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সনজীব দাশ অপু, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও বাংলার মুখ জেলা শাখার প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান বাবু, বাংলার মুখ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুন, বাংলার মুখ কেন্দ্রীয় সংসদের অর্থ সম্পাদক টি.এম. আজিবর রহমান মোহন, বাংলার মুখ সাতক্ষীরা জেলা শাখার পৃষ্ঠপোষক সাঈদ মেহেদী প্রমূখ। উল্লেখ্য, আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ১৪ ফিলিস্তিনি, আহত সহস্রাধিক

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সহস্রাধিক ফিলিস্তিনি। ‘ভূমি দিবস’ উপলক্ষে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে ডাকা গণবিক্ষোভে এই হামলা চালানো হয়।

ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজায় ১৬ বছর বয়সী আহমাদ ওদে, পূর্ব জাবালিয়ায় ২৫ বছর বয়সী মোহাম্মাদ কামাল নাজ্জার, রাফায় আমিন মোহাম্মাদ মুয়াম্মার ও ১৯ বছর বয়সী মোহাম্মাদ আবু ওমর, পূর্ব গাজায় মাহমুদ সাদি রাহমি ও জিহাদ ফারিনাহি এবং নাম না জানা কয়েকজন নিহত হয়েছেন।

এর আগে আজ সকালে খান ইউনুসে কামানের গোলার সাহায্যে ৩১ বছর বসয়ী কৃষক ওমর সামুরকে হত্যা করে বর্ণবাদী ইসরায়েলি বাহিনী। প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফেরার দাবিতে ভূমি দিবস পালন করে থাকে।

১৯৭৬ সালের এ দিনে ইসরায়েল ফিলিস্তিনিদের ২১ হাজার বর্গকিলোমিটার ভূমি নতুন করে দখলের সিদ্ধান্ত ঘোষণা করে। এরপরই ফিলিস্তিনিরা ওই দিনটিকে ভূমি দিবস হিসেবে ঘোষণা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা টাউন গালস্ হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহফিজুল ইসলাম আককাজ : “খেলা-ধূলায় থাকলে মন সুস্থ্য সবল সারাক্ষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা টাউন গালস হাইস্কুলে অনুষ্ঠানের আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৃপ্তি মোহন মল্লিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ছড়াকার নাজমুল হাসান, মো. আব্দুল্লাহ, সাতক্ষীরা টাউন গালস হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, সহকারি শিক্ষক উজ্জল কান্তি শর্মা, সহকারি শিক্ষক মো. আফজাল হোসেন, রোকনুজ্জামান, শেখ আলমগীর রহমান, মানজুরুর রব, হীরা লাল সরকার, ইমাম উদ্দিন আহম্মেদ, সিদ্দিকুজ্জামান, ইউনুছ আলী, মাসুমা আক্তার, সন্ধ্যা মন্ডল, রাজিয়া সুলতানা প্রমুখ। এসময় শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয় পরিষদের সদস্য শেখ শফি উল্লাহ মনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest